
22/07/2025
কতো বিশ্বাস্ত একটা কথা " আমি জানতাম তুমি আসবে" এই লেখাটা দেখার পর বুকের মধ্যে মোচড় দিয়ে উঠছে.... আর কল্পনা করলাম আমারও ১/২ জন আছে...যে যতই জীবনের খারাপ অবস্থায় থাকি বা শেষ পর্যায়ে থাকি আমার কাছে আসবে...আসলে কিছু মানুষ পরিবর্তনশীল যতটা আন্তরিকতা দেখায়,ভালবাসা দেখায় ,বা ওয়াদা করে এগুলো সব তাদের মন মর্জি মতো!!! বন্ধুত্ব জিনিসটাকে শুধু ব্যবহার করে এমনটা করা উচিৎ না.... বিশ্বাস্ত বন্ধুত্ব অনেক সুন্দর ও পবিত্র একটা সম্পর্ক যাতে অনেক বছরের পর বছর বা দীর্ঘ সময়ের দরকার হয় না!! একজন সৎ ও ভালো মনের মানুষ অল্প সময়ে বিশ্বাস্ত বন্ধুতে পরিণত হয়♥️ আল্লাহ ভালো রাখুক , হেফাজতে রাখুক তাদের♥️