21/08/2025
"মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহ বিল মানাহিল মুহাম্মাদিয়্যাহ” হুযুরে কারিম (দ)'র সিরাতের পরিপূর্ণ একটি কিতাব। এ কিতাবের অন্যতম বৈশিষ্ট্য হল যে, এতে রাসূলুল্লাহ ()'র বিলাদাত শরিফ থেকে শুরু করে বিসাল (ওফাত) শরিফ পর্যন্ত ধারাবাহিকভাবে সিরাতে তাইয়্যিবাহর অবস্থা এবং ঘটনাবলি বর্ণনা করা হয়েছে। রাসূলেপাক (দ)'র প্রশংসনীয় গুণাবলি, উত্তম বৈশিষ্ট্যাবলি, অনুপম সৃষ্টি এবং উত্তম চরিত্রমালা, হুযুরের সম্মানিত খাদিম, আযাদকৃত গোলাম, সুচিতা সহধর্মিনীগণ, আরোহনের জন্তুসমূহ, উর্দ্ধাকাশ ভ্রমন মাধ্যমের শ্রেণিবিন্যাস, বরকতমণ্ডিত নাম, পোশাক, মু'জিযাসমূহ, যুদ্ধ-সারিয়া ও এসবে প্রতিনিধি প্রেরণের বর্ণনাও রয়েছে। সম্মানিত রচয়িতা এ কিতাবকে দশটি মাকাসাদে বিভক্ত করেছেন। প্রত্যেক মাকাসাদের অধীনে বিভিন্ন বিষয় অন্তর্ভূক্ত করেছেন অত্যন্ত চমৎকারভাবে।
📗গ্রন্থ : "মাওয়াহিবুল লাদুন্নিয়্যাহ বিল মানাহিল মুহাম্মাদিয়্যাহ” (১ম - ৪র্থ খন্ড)
🖊️রচয়িতা:ইমাম আহমদ বিন মুহাম্মদ শাহাবুদ্দিন কাসতালানী (রা)
💰বিক্রয় মূল্য : ১,৮০০৳
প্রাপ্তিস্থান: ❝আলোকধারা বুকশপ❞ ১৮-১৯ নং শপ, লেভেল: ১, সাফ আমিন শপিং মল, ১৫৮ কলেজ রোড, চকবাজার, চট্টগ্রাম।
🚚 হোম ডেলিভারিতে নিতে যোগাযোগ করুন
📞 01647533084
💬 WhatsApp: https://wa.me/8801647533084
Official Page link: https://www.facebook.com/share/1AohjTF71Z/
Official Group link: https://www.facebook.com/share/g/piUcWvFBWieoEuJV/?mibextid=A7sQZp