Saifullah Mohammad Khaled

Saifullah Mohammad Khaled This is the official page of Saifullah Mohammad Khaled

14/07/2025

Our cordiality

20/05/2025

ما تيسر من القرأن

02/05/2025

ইসলাম-ই শ্রমিককে চূড়ান্ত অধিকার দিয়েছে।

06/04/2025

GAZZA

03/03/2025

ক্যামব্রিজের এডেনব্রুকস হাসপাতালের 'অ্যানেসথেসিয়া এন্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিনের' কনসালট্যান্ট ড. রাজিন মাহরুফ বলেন, (রোজা)এর অন্যান্য সুফলও আছে।

"সাধারণত দৈনন্দিন জীবনে আমরা অনেক বেশি ক্যালরিযুক্ত খাবার খাই এবং এর ফলে আমাদের শরীর অন্য অনেক কাজ ঠিকমত করতে পারে না, যেমন ধরুণ শরীর নিজেই নিজেকে সারিয়ে তুলতে পারে।"

"কিন্তু রোজার সময় যেহেতু আমরা উপোস থাকছি, তাই শরীর তখন অন্যান্য কাজের দিকে মনোযোগ দিতে পারে। কাজেই রোজা কিন্তু শরীরের জন্য বেশ উপকারী। এটি শরীরের ক্ষত সারিয়ে তোলা বা সংক্রমণ রোধে সাহায্য করতে পারে।"

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-যে তিনবার জান্নাত কামনা(দুআ) করে,জান্নাত তার জন্যে দুআ করে, 'হে আল্লাহ তুমি তা...
03/01/2025

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন-
যে তিনবার জান্নাত কামনা(দুআ) করে,
জান্নাত তার জন্যে দুআ করে, 'হে আল্লাহ তুমি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দাও'।
আর যে তিনবার জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে,
জাহান্নাম তার জন্য দুআ করে, 'হে আল্লাহ তুমি তাকে জাহান্নাম থেকে মুক্তি দান কর'। ইবনে মাজাহ-৩৫১৮

29/10/2024

Dua for a death person
‎اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ، وَعَافِهِ، وَاعْفُ عَنْهُ، وَأَكْرِمْ نُزُلَهُ، وَوَسِّعْ مُدْخَلَهُ، وَاغْسِلْهُ
بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ، وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ، وَأَبْدِلْهُ دَاراً خَيْراً مِنْ دَارِهِ، وَأَهْلاً خَيْراً مِنْ أَهْلِهِ، وَزَوْجَاً خَيْراً مِنْ زَوْجِهِ، وَأَدْخِلْهُ الْجَنَّةَ، وَأَعِذْهُ مِنْ عَذَابِ القَبْرِ [وَعَذَابِ النَّارِ]

28/10/2024

৥৥৥৥আল্লাহর ভয়৥৥৥৥
যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য (সমস্যা থেকে উদ্ধার পাওয়ার) কোন না কোন পথ বের করে দিবেন।__৬৫;২
যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজ সহজ করে দেন।__৬৫;৪
যে কেউ আল্লাহকে ভয় করে, আল্লাহ তার পাপ মোচন করে দিবেন, আর তার প্রতিফলকে বিশাল বিস্তৃত করে দিবেন।__৬৫;৫
যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে আর ধৈর্যধারণ করে এমন সৎকর্মশীলদের কর্মফল আল্লাহ কক্ষনো বিনষ্ট করেন না।__১২;৭০

28/10/2024

📢📣📣 নিয়োগ বিজ্ঞপ্তি!!
দারুল কারিম আল-ইসলামিয়া মাদরাসায় জনবল নিয়োগ হবে ইনশাআল্লাহ।
💌, হিফজ বিভাগের শিক্ষক ২ জন।
যোগ্যতাঃ হাফেজ, কাফিয়া / আলিম পাশ। নুরানি ও হুফ্ফাজ ট্রেনিং প্রাপ্ত।
হাদিয়া : সম্মানজনক, আলোচনা সাপেক্ষে।
💌 সহকারী শিক্ষক ১ জন।
যোগ্যতাঃ হাফেজ, কামিল / দাওরা পাশ।
আরবি ও ইংরেজিতে কথা বলতে পারদর্শী।
হাদিয়া : সম্মানজনক, আলোচনা সাপেক্ষে।
💌নুরানী শিক্ষক ১ জন।
যোগ্যতাঃ কারী। নূরানী ট্রেনিং প্রাপ্ত।
হাদিয়া : সম্মানজনক, আলোচনা সাপেক্ষে।
💌বাবুর্চি ১ জন।
যোগ্যতাঃ ৫ম শ্রেণী, রান্না করতে পারদর্শী।
হাদিয়া : সম্মানজনক, আলোচনা সাপেক্ষে।
আগ্রহীগন আগামী ১৫/১১/২০২৪ খ্রিঃ এর মধ্যে দারুল কারিম আল ইসলামিয়া মাদ্রাসার অফিস বরাবর যোগাযোগ করতে অনুরোধ।
দারুল কারিম আল ইসলামিয়া মাদ্রাসা
দোয়াভাঙ্গা, পশ্চিম বাজার, শাহরাস্তি, চাঁদপুর।
০১৬৪৭৫৮৪৩৯০
০১৮৫৪৬৭৭২২১
নিবেদক : হাফেজ মাওলানা সাব্বির আহমদ ওসমানী
পরিচালক অত্র মাদ্রাসা।

আশ-শহীদ
18/10/2024

আশ-শহীদ

10/10/2024

মাঝেমধ্যে ফেসবুকে এমন-এমন ইস্যু ভাইরাল হয়, যা রীতিমত বিবেককে ভোতা বা চিন্তা-শক্তিকে স্তব্ধ করে দেয়।
মূলত, ফেসবুক একটি ভর্চুয়াল জগত যাকে ভার্চুয়ালিই নিতে হবে।

09/10/2024

সেই মহিলা তার প্রতি আসক্ত হয়েছিল আর সে (ইউসুফ)ও তার প্রতি আসক্ত হয়েই যেত যদি সে তার প্রতিপালকের নিদর্শন না দেখত। আমি তা দেখিয়েছিলাম তাকে অসৎ কর্ম ও নির্লজ্জতা থেকে সরিয়ে রাখার উদ্দেশ্যে, সে ছিল বিশুদ্ধ-হৃদয় বান্দাদের অন্তর্ভুক্ত।

Surah Yousuf-24

Address

Chittagong
4396

Telephone

+8801518315707

Website

Alerts

Be the first to know and let us send you an email when Saifullah Mohammad Khaled posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share