এলোমেলো রঙহীন

এলোমেলো রঙহীন যে জীবনে অভাব দেখেনি সে জীবন প্রকৃত
মানুয়ের নয় ।
বিত্ত-বৈভবের সে এক
অভিশাপের জীবন

18/10/2025

বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গেলেই মানুষ নিরবতা বেছে নেয়, নইলে নিরবতাও কি ভালো লাগার বিষয়

মানুষ যা বলতে গিয়েও থেমে যায়, যে কথা মানুষ ঠোঁটে এনেও উচ্চারণ না করে গিলে ফেলে, বলতে পারেনা, মূলত সেটাই মানুষের জীবনের ব...
17/10/2025

মানুষ যা বলতে গিয়েও থেমে যায়, যে কথা মানুষ ঠোঁটে এনেও উচ্চারণ না করে গিলে ফেলে, বলতে পারেনা, মূলত সেটাই মানুষের জীবনের বড় ব্যর্থতা- যে ব্যর্থতার শাস্তি হলো চুপচাপ সয়ে যাওয়া, আপনাকে অনেকেই অনেক কিছু বলবে, নিজের বলা মানুষটাও চাড় দিবেনা, যখন দেখবে আপনি নিরব শ্রোতার মতো সব শুনে নিচ্ছেন, কেউ কথার আগাত করে যাচ্ছে তখনো আপনি তার প্রতিক্রিয়া জানাচ্ছেন না,
কারো মন খারাপ হবে কিংবা সে কষ্ট পাবে ভেবে যে কথা আপনি গিলে ফেলেন, মুখ পর্যন্ত আনেননা - সেটা তাদের চোখে দুর্বলতা, আপনার এই উদারতার মুল্যায়ন কেউই করবেনা,
তখন আপনি হয়ে যাবেন জগতের সবচেয়ে ব্যর্থ মানুষ

অগণিত আপ্রাণ চেষ্টার পরেও যে পাখিকে পোষ মানাতে পারবোনা, সে পাখিকে জোর করে আটকে রেখে তার উড়ন্ত জীবন বন্দী করে রাখার পক্ষে...
15/10/2025

অগণিত আপ্রাণ চেষ্টার পরেও যে পাখিকে পোষ মানাতে পারবোনা, সে পাখিকে জোর করে আটকে রেখে তার উড়ন্ত জীবন বন্দী করে রাখার পক্ষে আমি নই।
জাঁকজমকপূর্ণ চার দেয়ালে যার ঝোঁক, পুরনো সেই নড়বড়ে দেয়ালের মাঝে তার মনযোগ না বসাটাই আমি যৌক্তিক মনে করি। প্রয়োজন কি সেখানে তাকে নিমন্ত্রণ জানানোর?
উড়তে উড়তে কখনো ক্লান্তিতে ডানা বন্ধ হয়ে আসলে, আচমকা আবহাওয়া পরিবর্তনে দ্রুত নিরাপদ আশ্রয় প্রয়োজন হলে এসো!
ভ'য়াবহ'তার আশংকা কেটে গেলে চলে যেয়ো।
ভয় পাওয়ার কারণ নেই, খাঁচা আমি ছুড়ে ফেলে দিয়েছি । পোষ মেনে নিবে এমন স্বপ্ন দেখাও ত্যাগ করেছি । প্রয়োজন শেষে উড়ে যেতে পারো যখন তখন।
জোর করে আটকে রাখার গল্প আমার কাছে নেই💔

07/10/2025

তুমি মুখের তর্ক বোঝো, মনের যত্ন বোঝো না। 🌙

প্রবাসে এসে লক্ষ টাকার জালে ফেঁসে গেছিসেখান থেকে মুক্তি হওয়ার আগেই জীবন শেষ হয়ে যাবে:)👷‍♂️💔    #প্রবাস
02/10/2025

প্রবাসে এসে লক্ষ টাকার জালে ফেঁসে গেছি
সেখান থেকে মুক্তি হওয়ার আগেই জীবন শেষ হয়ে যাবে:)👷‍♂️💔
#প্রবাস

02/10/2025

দরিদ্রতার ভয়ে গরিব যোগ্য পুরুষের সাথেও সংসার করে না আজকাল নারী। অথচ আলী (রা.) এর মতো, দারিদ্র্যের ঘরে থেকেছে এমন নারী যে...
30/09/2025

দরিদ্রতার ভয়ে গরিব যোগ্য পুরুষের সাথেও সংসার করে না আজকাল নারী। অথচ আলী (রা.) এর মতো, দারিদ্র্যের ঘরে থেকেছে এমন নারী যে কিনা জান্নাতে নারীদের সর্দার"! 🤍
#স্ত্রী #স্বামী #সংসার

29/09/2025

প্রিয় 🍁
মনে আছে? একদিন বলেছিলে, আমাকে ছাড়া তুমি কখনো থাকতে পারবে না
আজ দেখছি আমি না থাকলেও তুমি হাসছো, ঘুরছো,
আমি রাগ করিনি তোমার উপর, শুধু নিজেকে হারিয়ে ফেলেছিলাম হয়তো
প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে ভাবতাম-আমি কি এতটাই খারাপ আর অযোগ্য ছিলাম ?

27/09/2025

আমি হঠাৎ-ই রিয়েলাইজ করলাম, আমি কখনো কোনোদিন মানুষ চিনিনি! কখনো বন্ধু হিসেবে বা পছন্দের মানুষ হিসেবেও ঠিক মানুষকে চুজ করতে পারিনি! এখন পর্যন্ত আমার বেস্ট এফোর্ট যাদের জন্য দিয়েছি তারা সবাই আমাকে নিখুত ভাবে বুঝিয়ে দিয়েছে আমি তাদের কেউই নই!

২৫ টা বছরে আমি একটা ঠিক মানুষ চুজ করতে পারলাম না!🤍

25/09/2025

টাকা সব সম্পর্ক বদলে দিতে পারে – আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, এমনকি জীবনসঙ্গীও টাকার সামনে মন বদলায়।

আমাদের একদিন দেখা হওয়া দরকার।দেখা হলেই তোমাকে জড়িয়ে ধরে দুঃখগুলোকে ছুটি দিতে চাই। বলে দিতে চাই— তুমি ছাড়া আমি অসম্পূর্ণ।...
24/09/2025

আমাদের একদিন দেখা হওয়া দরকার।
দেখা হলেই তোমাকে জড়িয়ে ধরে দুঃখগুলোকে ছুটি দিতে চাই। বলে দিতে চাই— তুমি ছাড়া আমি অসম্পূর্ণ।

এভাবে দূরত্ব মেনে আর কতদিন ভালোবাসা-বাসি।
কাছে আসার জন্য কি তবে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হয়?

তুমি চাইলেই,
আমি আসতে পারি;
বসতে পারি পাশে।
তোমার হৃদয়ও জানুক—
আমার হৃদয় তোমাকে কতটা ভালোবাসে!

শোনো!
আসলেই আমাদের একদিন দেখা হওয়া দরকার।
দেখা হলেই তোমাকে একগুচ্ছ শুভ্র গোলাপ-
আর অল্প দামি কিছু কাচের চুড়ি কিনে দিতে চাই।

বুঝিয়ে দিতে চাই—
স্বল্প আয়ের ভালোবাসার গল্পগুলোও সুন্দর হয়,
যদি অল্প ব্যয়ে খুশি করা যায় প্রিয়জনকে!

আসো তবে সত্যি সত্যিই একদিন দেখা করে ফেলি।
ব্যস্ততাকে অজুহাত আর অজুহাতকে ব্যস্ত আছি বলে কাছাকাছি হই আমরা দু'জন। আরও একটু সামনে থেকে ভালোবাসাকে অনুভব করি; চলো! দেখা করি...

• বহুল প্রতীক্ষিত দেখা
বই : অশ্রুর অভিশাপ | ফাহাদ উদ্দিন

07/04/2025

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when এলোমেলো রঙহীন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এলোমেলো রঙহীন:

Share