ব্রাজিল এর রিয়েল সাপোটার

ব্রাজিল এর রিয়েল সাপোটার this is a fun page

জীবনে প্রতিটি ব্যর্থ মানুষরা হয়তো লিটন কুমার দাস এর মতো কামবেক করতে চাইবে।অসাধারণ ইনিংস #লিটনকুমারদাস
13/01/2025

জীবনে প্রতিটি ব্যর্থ মানুষরা হয়তো লিটন কুমার দাস এর মতো কামবেক করতে চাইবে।
অসাধারণ ইনিংস
#লিটনকুমারদাস

15/09/2024

ঘরের মাঠে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে চোট কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। তবে টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা মেটাতে না পারায় টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হয়নি এই অলরাউন্ডারের। এর পর থেকেই আছেন মাঠের বাইরে।

এবার যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগ দিয়ে আবারও মাঠের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাইফউদ্দিন। যুক্তরাষ্ট্রের ২০ ওভারের এই টুর্নামেন্টে আটালান্টা ফায়ারের হয়ে খেলবেন এই পেস বোলিং এই অলরাউন্ডার। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

আটলান্টিক কনফারেন্সে সাউদার্ন ডিভিশনের দল আটালান্টা ফায়ার এখন পর্যন্ত তিন ম্যাচের একটিতে জয়ের দেখা পেয়েছেন। বাকি দুটি ম্যাচে হেরে যাওয়া দলটি মাত্র ২ পয়েন্ট নিয়ে আছেন নিজেদের গ্রুপে তিনে। সাইফউদ্দিন কবে নাগাদ দলের সঙ্গে যোগ দেবেন কিংবা কবে থেকে খেলবেন তা এখনও জানা যায়নি।

সাইফউদ্দিনের মতো বাংলাদেশের প্রতিনিধি হিসেবে যুক্তরাষ্ট্রের মাইনর লিগ ক্রিকেটে থাকছেন আথার আলী খানও। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত ধারাভাষ্য দেয়া বাংলাদেশের সাবেক ক্রিকেটার সেখানেও ধারাভাষ্য দেবেন। আটালান্টার ফায়ার ক্রিকেট আথারের বিষয়টিও নিশ্চিত করেছে।

৷৷  জরুরি বিজ্ঞপ্তি  ।। ঢাকা চট্রগ্রাম মহাসড়কের উপর দিয়ে বন্যার পানি প্লাবিত হয়ে ধীরে ধীরে সোনাগাজী এবং দাঁগনভুইয়ার দিকে...
22/08/2024

৷৷ জরুরি বিজ্ঞপ্তি ।।

ঢাকা চট্রগ্রাম মহাসড়কের উপর দিয়ে বন্যার পানি প্লাবিত হয়ে ধীরে ধীরে সোনাগাজী এবং দাঁগনভুইয়ার দিকে আসছে। এই মুহুর্তে নদীতে জোয়ার চলছে পাশাপাশি বৃষ্টি হচ্ছে। সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। বিপদের জন্য অপেক্ষা না করে বয়স্ক নরনারী এবং শিশুদেরকে নিয়ে পাশ্ববর্তী আশ্রয়কেন্দ্রে চলে আসুন।

Address

Bashurhat Noakhali
Chittagong
NOAKHALICTGBANGLADESH

Alerts

Be the first to know and let us send you an email when ব্রাজিল এর রিয়েল সাপোটার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ব্রাজিল এর রিয়েল সাপোটার:

Share