
22/10/2024
১৯৯১ তে Blue Hornet ব্যান্ড এর কার্যক্রম বন্ধ হওয়ার পর সম্ভবত ১৯৯৩/৯৪ সনে আমি আর বক্কর ভাই (লম্বা বক্কর) মিলে In Chittagong ব্যান্ড দাড় করেছিলাম, তখন এই Anup Rashu কে (কী-বোর্ড/ভোকাল) হিসেবে লাইন আপ এ নিয়েছিলাম। অনেকে হয়তো জানে না "রাসু" In Chittagong ব্যান্ডের প্রথম ব্যান্ড Member ছিলেন। আজ সকালে ঘুম থেকে উঠে শুনি রাসু না ফেরার দেশে চলে গেল। খুব কষ্ট লাগছে।