Gausia Islamic Tv

Gausia Islamic Tv সুন্নীয়ত প্রচারের লক্ষ নিয়ে আমাদের পথ চলা।

08/07/2025

ইয়া রাসূলাল্লাহ্ ﷺ

01/07/2025

ইমাম আলী মকাম, ইমামে আরশে মকাম, ইমামে হুমাম, ইমাম তৃষ্ণায়ে কাম, হযরত সাইয়্যিদুনা ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু তাআ'লা আনহুর কারামত। মালিক বিন উরওয়াহ নামক এক এজিদিকে ঘোড়া আগুনে নিক্ষেপ করল।

01/07/2025

হযরতে ইমাম মুসলিম রাদ্বিয়াল্লাহু তাআ'লা আনহুর চিঠি পেয়ে হযরতে সাইয়্যিদুনা ইমাম হোসাইন রাদ্বিয়াল্লাহু তাআ'লা আনহু মদিনায়ে মনোয়ারা ত্যাগ করে কুফার উদ্দেশ্য রওনা হলেন।

30/06/2025

হযরতে সাইয়্যিদুনা ইমাম মুহাম্মদ বিন জয়নাল আবেদীন রাদ্বিয়াল্লাহু তাআ'লা আনহুর শাহাদাতের বর্ণনা।

24/06/2025

কবরে দাফনের ১২২ দিন অর্থাৎ ৪মাস ২দিন পরও অক্ষত আছে পুরু শরীর, সুবহানাল্লাহ্

20/06/2025

আজ ৬ আষাঢ় বারো আউলিয়ার শিরোমণি হযরত শাহ মোহছেন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি'র বার্ষিক ওরশ মোবারক!

#কথিত আছে, হযরত মোহছেন আউলিয়া (রহ.) যখন ইন্তেকাল করেন, তাঁকে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার ঝিউরী গ্রামে নিজ হুজুরা শরীফে সমাধিস্থ করা হয়। তাঁর মাজার শরীফ শঙ্খ নদীর তীরে অবস্থিত হওয়ায় মাজার শরীফ নদীর ভাঙ্গঁনের কবলে পড়লে হযরত মোহসেন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি আনোয়ারার বটতলী ইউনিয়নের একজন বিশিষ্ট ব্যক্তিকে স্বপ্ন যোগে জানান যে তাঁর মাজার শরীফ বটতলীতে স্থানান্তরিত করা হোক। কিন্তু সেই বিশিষ্ট ব্যক্তি স্বপ্নের ব্যাপারটি গুরুত্ব দেয়নি। পরবর্তী পর্যায়ে বটতলীর অপর তিন ব্যক্তিকে তিনি স্বপ্নযোগে একই কথা জানান। ঐ তিন ব্যক্তি স্বপ্নের বিষয়টি বেশ গুরুত্ব দেন এবং স্বপ্নের আদেশ অনুযায়ী তারা এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেন। তারা নদীর তীরে গিয়ে দেখতে পান পাথরের ওপর একটি কফিন ভেসে আছে। তারা ঐ কফিন বটতলীতে এনে যথাযোগ্য মর্যাদার সাথে দাফন করে। যেখানে তাঁর দাফন করা হয় সেখানে এখন তাঁর পবিত্র মাজার শরীফ গড়ে উঠেছে। তিনি যে পাথর খন্ড করে ভেসে এসেছিলেন তা এখনও পর্যন্ত তাঁর পবিত্র মাজার শরীফে সংরক্ষিত আছে। এই পাথরটিকে অলৌকিক পাথর বলা হয়। এই পাথর থেকে সারা বছর ধরে পানি ঝরে।

আরেকবার তিনি ১৪ রজব, ১৩৮১ হিজরী সনে কবর শরীফ থেকে উঠে মুসল্লীদের সাথে নামাজ আদায় করেন।

#ইমামে আহলে সুন্নাত আল্লামা গাজী আজিজুল হক শেরে বাংলা (রহ.) তাঁর লিখিত দিওয়ানে আজিজে হযরত মোহছেন আউলিয়া (রহ.) সম্পর্কে বলেন,

"হযরত শাহ মোহছেনকে শত সহস্র মুবারকবাদ।
তিনি বার আউলিয়ার অন্যতম বলে জেনে রেখো। এ কথা নির্ভুল।

নিঃসন্দেহে তিনি আপন কবর শরীফ থেকে দু'বার স্থানান্তরিত হয়েছেন।এখান থেকে এরপর আর স্থানান্তরিত হবেন না। এটা পূর্ব-পশ্চিমের মহান রব আল্লাহর হুকুম।

'ওই শরবাতলীর দিকে তিনি নিশ্চয় স্থানান্তরিত হবেন'
যে এ কথা বলে, অবিলম্বে সে অভিশপ্ত ও হতভাগা হবে।

হে যুবক! আমার নিকট তাঁর কিছু কারামত শোনো।
ওই ওলীগণের দলপতি মাযার শরীফ থেকে বেরিয়ে এসেছেন।

তিনি নিঃসন্দেহে মুসল্লীদের সাথে জুমআর নামায আদায় করেছেন,
তারিখ ছিল ১৪ রজব ১৩৮১ হিজরী। জেনে রাখবে এটাও নির্ভুল।

শত সহস্র মানুষ বিভিন্ন রোগ থেকে সন্দেহাতীতভাবে আরোগ্য লাভ করেছেন যখন বটতলীতে তাঁর দরকারে এসে ফরিয়াদ করেছেন।"

#সুবহানআল্লাহ! আল্লাহর ওলীগণ আল্লাহর কুদরতে সব কিছু করতে পারেন, এসব ক্ষমতা আল্লাহ তাআলা তাঁদের দান করে থাকেন।

দীর্ঘ২১ঘন্টা পরেও উদ্ধার হয়নি কাঞ্চন নগরের সেই নিখোঁজ হওয়া মহিলা!
19/06/2025

দীর্ঘ২১ঘন্টা পরেও উদ্ধার হয়নি কাঞ্চন নগরের সেই নিখোঁজ হওয়া মহিলা!

২১ ঘন্টায় ও খুঁজ মেলেনি খালে নিখোঁজ হওয়া রেজিয়া বেগমের।______________________________দৈনিক কাঞ্চন নগর সংবাদ থেকেরিপোর্টা...
19/06/2025

২১ ঘন্টায় ও খুঁজ মেলেনি খালে নিখোঁজ হওয়া রেজিয়া বেগমের।
______________________________
দৈনিক কাঞ্চন নগর সংবাদ থেকে
রিপোর্টার মুহাম্মদ ইমান উল্লাহ্ ইমান

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধুরুং কালে (কালাইন্নে খালে) একজন নারী নিখোঁজ হয়েছেন। বুধবার (১৮ জুন) দুপুরে উত্তর কাঞ্চননগর ফরেস্ট অফিস সংলগ্ন কালাপানিয়া এলাকার বাসিন্দা রেজিয়া বেগম (৪৫) ওরফে মনুনি (স্বামী মৃত মাহাবুল আলম) গোসল করতে গিয়ে নিখোঁজ হন।

ঘটনার ২১ঘন্টা ফেরিয়ে গেলে ও খুঁজ মেলেনি রেজিয়া বেগমের এদিকে ডুবুরি দল এসে ব্যাপক ভাবে খোজাখুঁজি চালিয়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে রেজিয়া বেগম প্রতিদিনের মতো ধুরুং কালে গোসল করতে যান। দীর্ঘ সময় পরও তিনি ফিরে না আসায় খালের পাড়ে গিয়ে দেখা যায়, তার কাপড়-চোপড় পানির ধারে পড়ে আছে। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

স্থানীয় লোকজন নিজেরাই খালের পানিতে নেমে তল্লাশি শুরু করেছেন। তবে সকাল পর্যন্ত নিখোঁজ নারীর কোনো সন্ধান মেলেনি।

উল্লেখ্য, মাত্র দুই দিন আগে একই খালের মানিকপুর অংশে গোসল করতে গিয়ে নানি-নাতনি নিখোঁজ হন এবং পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। একের পর এক এমন ঘটনার কারণে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

19/06/2025

ওসুয়ে লা-লা যারে ফিরতে হ্যায়,,তেরে দ্বীন এ-বাহারে ফিরতে হ্যায়।।

জোঁও তেরে দরসে ইয়ার ফিরতে হ্যায়,, দরবাদার উই-হি হারে ফিরতে হ্যায়,, উস গলি-কা গাদা হোও ম্যায় জিস ম্যায়,,মাঙ্গেতে তাজেদারে ফিরতে হ্যায়।।

ফুলে কিয়া দেখো ম্যারি আখো ম্যায় হ্যায়,, দ্বাসতে ত্বেবাকে-হারে ফিরতে হ্যায়,, আয়েকা ফিল ও কিয়া জাগা হ্যায় জাহা,, পাসে হ্যায় জাতে হ্যায় চাহারে ফিরতে হ্যায়,,

কোয়ি কিউ পৌঁছে তেরী রেজা, বাদতে রেজা,, তুজছে খুত্তে হাজারে ফিরতে হ্যায়।।

15/06/2025

না'তে মোস্তফা ﷺ

14/06/2025

🩸১৪ জুন - বিশ্ব রক্তদাতা দিবস 🩸
❝রক্ত দিন, জীবন বাঁচান❞

আজ সেই দিন, যেদিন আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই সব নীরব নায়ককে, যারা নিঃস্বার্থভাবে রক্তদান করে বাঁচিয়ে দেন বহু মানুষের জীবন। একজন রক্তদাতার এক ব্যাগ রক্ত হতে পারে কারো শেষ আশার আলো।

আপনিও হতে পারেন সেই জীবনদাতা!
নিয়মিত রক্তদান করুন, সুস্থ থাকুন, অন্যকে বাঁচাতে এগিয়ে আসুন।

এখানে আল্লাহর নামটা পাল্লার নিচে কেন ?
02/06/2025

এখানে আল্লাহর নামটা পাল্লার নিচে কেন ?

Address

Ali Plaza-2, Lal Chand Road, Chawkbazar, Chattogram
Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when Gausia Islamic Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category