Gausia Islamic Tv

Gausia Islamic Tv সুন্নীয়ত প্রচারের লক্ষ নিয়ে আমাদের পথ চলা।

20/10/2025

অযু অবস্থায় শোয়ার ফজিলত।

হাদীসে পাকে বর্ণিত রয়েছেঃ
❝অযু অবস্থায় শোয়া ব্যক্তি একজন রোযাদার ইবাদতকারীর মত❞

(কানযুল উম্মাল, ৯ম খন্ড, ১২৩ পৃষ্ঠা, হাদীস নং-২৫৯৯৪)

20/10/2025

মসজিদ ভাঙচুর তাও আবার দাড়ি-টুপি ওয়ালা একজন মুসলিম হয়ে এরচেয়ে নির্লজ্জ আর কি হতে পারে। যেখানে দুনিয়াবী কথা বলা হারাম উচ্চ শব্দ তো প্রশ্নেও আসেনা সেখানে ভাঙচুর...........

অনেকেই আবার পরিবারের ছবি পোষ্ট করে মুখে ইমোজি লাগিয়ে দেয়। কেন ভাই, পর্দা কি শুধু মুখের জন্য? সচেতন হলে গুনাহ থেকে যেমন ব...
20/10/2025

অনেকেই আবার পরিবারের ছবি পোষ্ট করে মুখে ইমোজি লাগিয়ে দেয়। কেন ভাই, পর্দা কি শুধু মুখের জন্য? সচেতন হলে গুনাহ থেকে যেমন বেঁচে থাকা যাবে তেমনি বদ নজর হতেও বেঁচে থাকা যাবে।

মাসয়ালা_____
ছবি তোলা ও তোলানো উভয়টা হারাম। হাতে হোক বা ক্যামেরায় হোক, উভয়ের একই হুকুম, তবে বিশেষ প্রয়োজনে অনুমতি আছে।
(গাউসিয়া তারবিয়াতী নেসাব ১৭৫)

16/10/2025

মরহুম পিতা-মাতার নিকট
প্রত্যেক জুমাতে আলম পেশ করা হয়_____

নবী করীম, রউফুর রহীম, রাসূলে আমীন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ ❝প্রতি সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ্ তাআলার দরবারে মানুষের আমল সমূহ পেশ করা হয় এবং প্রতি জুমবার আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুস্-সালাতু ওয়াস্-সালাম ও পিতা-মাতার সামনে আমল সমূহ পেশ করা হয়। তারা নেকী সমূহের উপর সন্তুষ্ট হন এবং তাদের চেহেরার পরিচ্ছন্নতা ও উজ্জ্বলতা বৃদ্ধি পায়। সুতারং তোমরা আল্লাহ্ তাআলাকে ভয় করো এবং তোমাদের নিজেদের গুনাহ্ দ্বারা কষ্ট দিও না।❞

(নাওয়াদিরুল উসূল লিল হাকীমিত তিরমিযী, ২য় খন্ড, ২৬০ পৃষ্ঠা)

08/10/2025

জামাত আর চরমোনাইকে ভোট দিলেই জান্নাতি।অন্য দল তথা বিএনপিকে ভোট দিলে জান্নাতে যেতে পারবেনা। মাওলানা মামুনুল হকের খেলাফত মজলিস এবং কওমী ওলামাদের জমিয়তের কি হবে? বক্তার তথ্য অনুযায়ী ওরা তো হকের পথে নেই।এ ফতোয়ার কারণে এই লাফাঙ্গা নিজেই কাফের হয়ে গেলো কিনা সে চিন্তায় আছি

কথায় কথায় যারা গাড়ী ভাঙচুর করে, মাজার ভাঙচুর করে, মসজিদে জুতা মারামারি করে তারা আজ হাটহাজারীতে রাস্তা অবরোধ করছে।
08/10/2025

কথায় কথায় যারা গাড়ী ভাঙচুর করে, মাজার ভাঙচুর করে, মসজিদে জুতা মারামারি করে তারা আজ হাটহাজারীতে রাস্তা অবরোধ করছে।

05/10/2025

📢 আগামীকাল ইনশা’আল্লাহ!
আপলোড করা হবে পূর্ণ নাতে রাসূল ﷺ –
🎵 “Nabi Ka Lab Par”
আমাদের প্রিয় ভাই হাফেজ মোহাম্মদ নুর নবী এর হৃদয়ছোঁয়া কণ্ঠে।

🔔 চোখ রাখুন আমাদের পেজে!
❤️ ভালোবাসায় ভরা এই নাতে মুস্তাফা ﷺ ছড়িয়ে দিন প্রিয়জনের মাঝে…

01/10/2025

সময় থাকলে মাত্র ৪ মিনিটের আলোচনাটি শোনোন

শোক সংবাদ____আওলাদে রাসূল ﷺ হযরত আল্লামা সৈয়্যদ গোলামুর রহমান মাইজভাণ্ডারী রাহমাতুল্লাহি আলাইহি'র সহোদর ছোট ভাই মাওলানা ...
22/09/2025

শোক সংবাদ____

আওলাদে রাসূল ﷺ হযরত আল্লামা সৈয়্যদ গোলামুর রহমান মাইজভাণ্ডারী রাহমাতুল্লাহি আলাইহি'র সহোদর ছোট ভাই মাওলানা শাহসূফী সৈয়দ আবদুল হাদী (ক.) মাইজভাণ্ডারীর ছোট শাহজাদা মাওলানা শাহ্সূফী সৈয়দ আহমদুর রহমান (ক.) মাইজভাণ্ডারীর মেঝ শাহজাদা সৈয়দ ইরশাদ আহমদ মাইজভাণ্ডারী ৩০শে রবিউল আউয়াল, ২২ সেপ্টেম্বর সোমবার রাত আনুমানিক ১১.৩০ টায় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহীর রাজিউন।

তিব্র নিন্দা জানাচ্ছি
18/09/2025

তিব্র নিন্দা জানাচ্ছি

🌸 কাঞ্চন নগরে আশেকে রাসুল ﷺ এর ঢল 🌸দিঘীর পাড়া হযরত মকবুলে আব্দুল গণী কাঞ্চনপুরী স্মৃতি সংসদ ও প্রবাসী সংসদের ব্যবস্থাপনা...
16/09/2025

🌸 কাঞ্চন নগরে আশেকে রাসুল ﷺ এর ঢল 🌸
দিঘীর পাড়া হযরত মকবুলে আব্দুল গণী কাঞ্চনপুরী স্মৃতি সংসদ ও প্রবাসী সংসদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে ৯তম আজিমুশশান নূরানী ওয়াজ মাহফিল।

📍 স্থানঃ দিঘীর পাড়া মাঠ প্রাঙ্গন, কাঞ্চন নগর, ফটিকছড়ি।

Address

Ali Plaza-2, Lal Chand Road, Chawkbazar, Chattogram
Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when Gausia Islamic Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category