Gausia Islamic Tv

Gausia Islamic Tv সুন্নীয়ত প্রচারের লক্ষ নিয়ে আমাদের পথ চলা।

১৯৯০ ইং সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন এ অংশ গ্রহন করেছিল। সুন্নীয়তের প্রানের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র...
31/07/2025

১৯৯০ ইং সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন এ অংশ গ্রহন করেছিল। সুন্নীয়তের প্রানের ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা। বর্তমানেও অংশ গ্রহন করবে। ইনশাআল্লাহ

শোক সংবাদ____ঢাকা কাদেরিয়া তৈয়্যবীয়া আলীয়া কামিল মাদ্রাসার সুনামধন্য উপাধ্যক্ষ, মুফতি আবুল কাসেম মুহাম্মদ ফজলুল হক কাদের...
30/07/2025

শোক সংবাদ____

ঢাকা কাদেরিয়া তৈয়্যবীয়া আলীয়া কামিল মাদ্রাসার সুনামধন্য উপাধ্যক্ষ, মুফতি আবুল কাসেম মুহাম্মদ ফজলুল হক কাদেরী সাহেবের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন।

আল্লাহ্ সাত্তারুল ঊয়ূব ওয়া সুবহানাহু ওয়া তায়ালা মরহুমাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন। বিজাহিন নবীয়্যিন আমীন, রউফুর রাহিম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

শোকাহত😥মশুরীখোলা দরবার শরীফের গদ্দীনশীন পীর সাহেব কেবলা আলহাজ হযরত মাওলানা শাহ মুহাম্মাদ আহছানুজ্জামান আল্লাহর ডাকে সাড়া...
29/07/2025

শোকাহত😥

মশুরীখোলা দরবার শরীফের গদ্দীনশীন পীর সাহেব কেবলা আলহাজ হযরত মাওলানা শাহ মুহাম্মাদ আহছানুজ্জামান আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😥

27/07/2025

অতিরিক্ত মাত্রায় বৃষ্টি হচ্ছে।

রাসুল ﷺ ইমাম আলা হজরতের ইন্তেকালের পর অপেক্ষা করছিলেন কেন?আলা হযরত ইমাম আহমদ রেযা খান রাহিমাহুল্লাহ — এমন এক আশেকে রাসূল...
27/07/2025

রাসুল ﷺ ইমাম আলা হজরতের ইন্তেকালের পর অপেক্ষা করছিলেন কেন?

আলা হযরত ইমাম আহমদ রেযা খান রাহিমাহুল্লাহ — এমন এক আশেকে রাসূল, যাঁর হৃদয়ের প্রতিটি ধ্বনি ছিল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমনই মদীনা পাকের পাগল ছিলেন, যাঁর দুনিয়াবি বিদায়ও রচে গেছে রাসুলের প্রেমে।

ঘটনাটি ২৫ সফরুল মুযাফ্‌ফর (যে দিন আলা হযরতের ওফাত হয়)। সেই দিন এক সুফী বুযুর্গ সিরিয়া (শাম) দেশের এক আল্লাহওয়ালা অলি— স্বপ্নে দেখতে পান প্রিয় নবী ﷺ কে।

কিন্তু দৃশ্য ছিল অদ্ভুত।
তিনি দেখলেন, রাসুলের দরবারে সবাই যেন নীরব, প্রতীক্ষমাণ। যেন ফুলেরা থমকে আছে, বাতাস থেমে গেছে। যেন জ্যোৎস্নাও এক নাম না জানা আশেকের জন্য উদগ্রীব হয়ে আছে।

শামী বুযুর্গ আদবের সঙ্গে জিজ্ঞেস করলেন:

"ইয়া রাসূল! এই প্রতীক্ষা কিসের?"

রাসুল ﷺ ইরশাদ করলেন:

"আজ ব্রেলভী শহরে আমার আহমদ রেযা দুনিয়া থেকে রওয়ানা হয়েছেন। আমরা তাঁরই প্রতীক্ষা করছি।"

আহ! কী পরম সুভাগ্য, কী মকবুলিয়ত!
এমন সম্মান তো কেবল তাঁরাই পান, যারা দুনিয়ায় সবকিছু ছাড়েন, শুধু মুস্তফা ﷺ-এর প্রেমকে আঁকড়ে ধরেন।

শামী বুযুর্গ ঘুম ভেঙে উঠলেন। ভাবলেন,
"এই আহমদ রেযা কে? যাঁর নাম জানি না, কিন্তু যাঁর জন্য রাসুল ﷺ প্রতীক্ষা করছেন!"

তিনি রওনা হলেন হিন্দুস্তানের পথে। পৌঁছালেন ব্রেলভী শরীফ। লোকজনকে জিজ্ঞেস করলেন:

"এখানে কি আহমদ রেযা নামে কেউ ছিলেন?"

জবাব এল: "হ্যাঁ, কিছুদিন আগে ইন্তেকাল করেছেন।"

"কোন দিন?"
"২৫ সফর।"
"কোন সময়ে?"
যখন সময় বলা হল, বুযুর্গ কেঁপে উঠলেন। কারণ ঐ সময়েই তো তিনি রাসুল ﷺ-এর দরবারে আহমদ রেযার প্রতীক্ষা দেখেছিলেন!

রাসুল ﷺ-এর দরবারে এমন সম্মান কেবল তাঁকেই দেওয়া হয়—যিনি রাসুল ﷺ-এর প্রেমে নিজেকে বিলিয়ে দিয়েছেন।

ইমাম আহমদ রেযা ছিলেন সেই প্রেমিক,
যিনি দুনিয়াবি খ্যাতি চাননি,
চেয়েছেন শুধু এক জিনিস:
" ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! জাস্ট আপনি আমার উপর রাজী হয়ে যান"

-তথ্যসূত্র: তাজকিরায়ে ইমাম আহমদ রেজা ১৯পৃষ্ঠা

আর সে ইমাম আহমদ রেজার চিন্তাদর্শন বাঙলার জমিনে সর্বপ্রথম প্রাতিষ্ঠানিক রূপ প্রদান করে পুরো দেশের রন্ধ্রে রন্ধ্রে ইমাম আহমদ রেজার ধ্বনি-প্রতিধ্বনি তুলেন মমতাজুল মুহাদ্দিসীন, ইমামুল হাকায়েক ওয়া দাকায়েক সৈয়দ আহমদ শাহ্ সিরিকোটি রাহিমাহুল্লাহ।

আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ। উম্মুদ দুনিয়া তথা মিশরের জমিনে প্রথমবারের মতো হতে যাচ্ছে  আ'লা হযরত ইন্টারন্যাশনা...
27/07/2025

আলহামদুলিল্লাহ। ছুম্মা আলহামদুলিল্লাহ।

উম্মুদ দুনিয়া তথা মিশরের জমিনে প্রথমবারের মতো হতে যাচ্ছে আ'লা হযরত ইন্টারন্যাশনাল কনফারেন্স। যার ইলমি খিদমাহ ও ইশ্বকে মুস্তাফার তুলনা পৃথিবীতে বিরল। সারাবিশ্বে সাড়া জাগানো এ মহান হাস্তির স্মরণে আমরা আজিমুশশান আয়োজন করতে যাচ্ছি ইন শা আল্লাহ্।

১ আগস্ট, ২০২৫ কায়রো শহরের নাদি-আল-সিক্কাহ, গোল্ডেন হলে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। এতে তানজিনিয়া, সৌদি আরবিয়া, দুবাই, ভারত ও পাকিস্তান থেকে মেহমানবৃন্দ আসবেন। বিশেষ করে পাকিস্তানের বিখ্যাত নাত শিল্পী, হাফিয তাহির ক্বাদেরীর উপস্থিতিতে কালামে আ'লা হযরতের সুরে সুরে মুখরিত হয়ে উঠবে আমাদের এ প্রোগ্রাম ইনশাআল্লাহ। এছাড়াও মিশরের আল আযহার বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শায়খগণ উপস্থিত থাকবেন।

মিশরস্ত সকলকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান করছি। ধন্যবাদ।

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 💚

🖤যাঁর শুভাগমনে ঘুঁচেছে আঁধার, সৃষ্টিজগত পেয়েছে আলোর দিশা।💚🖤💚ঈদে মিলাদুন্নবী ﷺ'র ১৫০০ বছর পূর্তি 💙❤️🤍
27/07/2025

🖤যাঁর শুভাগমনে ঘুঁচেছে আঁধার,
সৃষ্টিজগত পেয়েছে আলোর দিশা।💚

🖤💚ঈদে মিলাদুন্নবী ﷺ'র ১৫০০ বছর পূর্তি 💙❤️🤍

আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী ﷺ ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নৈকট্যশীল ব্যক্তি সেই হবে, যে সবচে...
27/07/2025

আল্লাহ পাকের প্রিয় ও সর্বশেষ নবী ﷺ ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষের মধ্যে আমার সবচেয়ে নৈকট্যশীল ব্যক্তি সেই হবে, যে সবচেয়ে বেশি আমার উপর দরূদ শরীফ পাঠ করবে।

(তিরমিযী, ২/২৭, হাদিস ৪৮৪)

"শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট অসহায় ও দুস্থ মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে" ৪৫ ব্যক্ত...
26/07/2025

"শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট অসহায় ও দুস্থ মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে"

৪৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে চমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন

শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট এর উদ্যোগে বিভিন্ন খাতে সহায়তাপ্রাপ্ত ৪৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চেক প্রদান অনুষ্ঠান ২৬ জুলাই ২০২৫ শনিবার ট্রাস্টের নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইনের সঞ্চালনায় ও এস জেড এইচ এম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠিত চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য ও বিশিষ্ট চিকিৎসক ডা. সাইফুদ্দিন মাহমুদ মাসুদ, মোহাম্মদ আশরাফুজ্জামান আশরাফ, মোহাম্মদ আলী, অ্যাডভোকেট রেজাউর নূর সিদ্দিকী, মোহাম্মদ গোলাম হোসেন, ডা. সামিউল করিমসহ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট অসহায় ও দুস্থ মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ট্রাস্ট কর্তৃপক্ষ ডায়ালাইসিস ইউনিটের জন্য ৩টি অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন প্রদান করায় গড়ে ১৫ জন রোগী বিনামূল্যে ডায়ালাইসিস সেবা গ্রহণ করতে পারছেন।
ট্রাস্টের মাধ্যমে এতিম ও অনাথ শিশুদের জন্য আবাসন ও শিক্ষার ব্যবস্থা করা হয়েছে, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এবং নানা রকম মানবিক ও সামাজিক উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট একাধিক খাতে বিশেষ করে শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান এবং জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। এই ট্রাস্টের প্রতিটি উদ্যোগ সমাজের অবহেলিত মানুষদের জীবনে আলোর দিশা এনে দিচ্ছে। একবিংশ শতাব্দীতে এ ধরনের মানবিক সহায়তা দেশের সার্বিক উন্নয়ন এবং রাষ্ট্র পরিচালনার সামাজিক অংশীদারিত্বের একটি আদর্শ মডেল হিসেবে কাজ করছে।
অনুষ্ঠানে মসজিদ নির্মাণে সহায়তা, ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানকে সহায়তা, ১টি প্রতিষ্ঠানকে সীমানা প্রাচীর নির্মাণে সহায়তা, ২জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, ২জন অসুস্থ আলেমকে চিকিৎসা সহায়তা, জটিল ও কঠিন রোগে আক্রান্ত ৭জন ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, ৪জন ব্যক্তিকে আয় বর্ধক খাতে সহায়তা, ২জন ব্যক্তিকে ঋণ পরিশোধে সহায়তা, ৪জন ব্যক্তিকে বিদেশ যাত্রায় সহায়তা, ৪জনকে গৃহ নির্মাণে সহায়তা, ৮জন ব্যক্তিকে মেয়ের বিবাহে সহায়তাসহ ৪৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৩৪ লাখ ২ হাজার টাকা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম।

পাঠ আবর্ত এর সাথে লাইক দিয়ে যুক্ত থাকুন।বর্তমান পীর ভাইবোনদের যে সমস্যাটা অত্যন্ত প্রকট, এবং, যে রোগটিতে কমবেশি সবাই ভু...
26/07/2025

পাঠ আবর্ত এর সাথে লাইক দিয়ে যুক্ত থাকুন।

বর্তমান পীর ভাইবোনদের যে সমস্যাটা অত্যন্ত প্রকট, এবং, যে রোগটিতে কমবেশি সবাই ভুগছে, সে রোগটা হল: ইয়াকীনহীনতা।

মুর্শিদের প্রতি এতটাই অন্ধ বিশ্বাসী হতে হবে যে, তিনি যদি হাতে বিষ তুলে দেয়, সে বিষকে নিমিষেই অমৃত মনে করে পান করার নামই হল ইয়াকীন।

আমি তো ইয়াকীন কিভাবে করতে হবে তার দৃষ্টান্ত দিতে গিয়ে মুর্শিদ প্রদত্ত বিষ পানের কথা বলেছি। এরচেয়ে শত মারাত্বক বিষ্ময়কর কথা বলেছেন, মহান সুফীয়ে বরহক খাজা শামসুদ্দিন হাফেজ সিরাজী রাহমাতুল্লাহি আলাইহি। যাঁকে সারা দুনিয়ার কবিপ্রেমীরা দেবতাজ্ঞান করেন। প্রাচ্য পাশ্চাত্য যিনি সমান জনপ্রিয়। জার্মান দার্শনিক ও মহাকবি গেইটে তাঁর অমর গ্রন্থ "ফাউস্ট" হাফেজ সিরাজী এর দিওয়ানের অনুকরণে লিখেন। সে রূহানী জগতের ভাষ্যকার হাফেজ সিরাজী পীরে কামীলের প্রতি কিভাবে ইয়াকীন রাখতে হবে তা ব্যক্ত করতে গিয়ে ফার্সিতে লিখেন:

بِمِی سجاده رنگین کن گر ت پیرِ مغان گوید
کـە سالک بی‌خبر نبود ز راه و رسم منزل‌ها

অর্থাৎ: পীরে মগা তথা তোমার মুর্শিদ যদি সিজদাহ এর জায়গায় মদ ঢেলে জায়নামাজ রঙিন করে দিতে বলে, তাহলে দেরী না করে তাই করে ফেলিও...

খোদ এই কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রুবাইয়াতে হাফিজে উল্লেখ করেন। রবীন্দ্রনাথের বাবা যতবার হাফিজ পড়েছেন ততবার হয়তো গীতাও পাঠ করেননি। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর হাফিজের মাজার জিয়ারত করার জন্য সুদূর ইরানে ভ্রমণ করতে গিয়েছেন। খোদ রবি ঠাকুর হাফিজের ভাব নকল করে বহু কবিতা রচনা করেছেন। যাক দীর্ঘ লম্বা কথা বলে ফেলছি।

বিশেষ দ্রষ্টব্য: এই পোস্টারটি যারা শেয়ার করবেন তাঁরা অবশ্যই একবার দরুদ শরীফ পাঠ করবেন।

বাবা মাকে খুঁজে পাচ্ছে না তারা দুইজন। বাবা মাকে না দেখে দিশেহারা।মেয়ে দুজনকে কেউ চেনে থাকলে ওদের পরিবারকে জানান, ওরা ঢাক...
22/07/2025

বাবা মাকে খুঁজে পাচ্ছে না তারা দুইজন। বাবা মাকে না দেখে দিশেহারা।মেয়ে দুজনকে কেউ চেনে থাকলে ওদের পরিবারকে জানান, ওরা ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে আছে। সবাই শেয়ার করে দেন তারা তাদের বাবা মাকে খুঁজে পাবে ইনশাল্লাহ।

22/07/2025

গতকাল মাইলস্টোনের পাশে দোকানে ২ লিটারের পানির বোতল ৬০০ টাকা দাম নিয়েছে, ৩০-৪০ টাকা রিক্সা ভাড়া ১০০ টাকা হয়ে গেলো। অথচ তারাও দেখতে মানুষের মতো! এই অসভ্যদের কী করা উচিৎ? আমরা কখন মানুষ হব?

Address

Ali Plaza-2, Lal Chand Road, Chawkbazar, Chattogram
Chittagong
4203

Alerts

Be the first to know and let us send you an email when Gausia Islamic Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category