20/06/2025
আজ ৬ আষাঢ়, চট্টগ্রামের বার আউলিয়ার অন্যতম
মহান অলি তথা সূফিসাদক, হাযত রওয়া, মুশকিল খোশা, মাহবুবে রাব্বানী, গাউসে ছামদানী, বাবা হযরত শাহ্ মোহসেন আউলিয়া (رحمة الله عليه)’র বার্ষিক ওরস শরীফ।
বারো আওলিয়ার অন্যতম, শাহ্ মুহসেন আওলিয়া বাবা ছিলেন হযরত পীর বদর আওলিয়ার ভাগ্নে। মুহসেন আওলিয়া সমুদ্রে পাথরে ভেসে এই চট্টগ্রামে আসেন। বর্তমানে উনি যে স্থানে শায়িত আছেন প্রথমে এই জায়গায় তাঁকে দাফন করা হয়নি। তাঁর মাজারটি ছিল নদীর পাশে। নদির পানিতে তাঁর মাজার বিলীন হওয়ার উপক্রম। তিনি তাঁর ভক্তদের স্বপ্নে আদেশ দিলেন, তাঁকে কবর থেকে উত্তোলন করে বর্তমানে আনোয়ারা রুস্তম হাটে দাফন করার জন্য। ইমাম শেরে বাংলা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন: তোমরা রোগে শোকে আক্রান্ত হলে তাঁর মাজারে যাবে। সত্যিই তাঁর মাজার থেকে ফয়েজ বরকত পেয়ে অজস্র মানুষ রোগ মুক্তি লাভ করেছেন। আই মাওলায়ে কারীম! শাহ্ মুহসিনের সদকায় আমার সকল ফরিয়াদ কবুল করুন।
ওনার উছিলায় সবাইকে শেফা দান করুন। আমিন।।
🖋️ Muhammad hanif mannan
মাওলা মুনিব আল্লাহ পাক রাব্বুল আ'লামিন, আক্বা মওলা, নূরুন আ’লা নূর হুজুর মুহাম্মদ মোস্তফা(ﷺ) এবং বাবা মোহসেন আউলিয়া(র.)’র উসিলায় আমাদের প্রত্যেককে হযরাতের ফুয়ুজাত ও বরাকাত নসিব করুক, প্রত্যেকের জীবনের সকল গুনাহ ক্ষমা করুক, প্রত্যেকের হায়াতে-ইলমে-আমলে বরকত দান করুক, প্রত্যেকের জান; মাল; ইজ্জত মাহফুজ রাখুক, প্রত্যেককে জালেম-ভন্ড- সুদখোর-জাদুটোনাকারী-প্রতারক থেকে থেকে মুক্তি দান করুক, প্রত্যেকের প্রত্যেক সমস্যার সমাধান করে দিক, প্রত্যেকের প্রত্যেক নেক হা'জত পূরণ করে দিক, প্রত্যেকের প্রত্যেক নেক দু’আ কবুল করুক, দুনিয়া-আখেরাতে কামিয়াবি নসিব করুক।
আমিন ইয়া রাব্বাল আ'লামিন ওয়া বেহুরমতি সায়্যিদিল মুরসালিন(ﷺ)....🤲🏻
৬ই আষাঢ, ২০শে জুন ২০২৫ ইং, শুক্রবার
মাজার প্রাঙ্গণ, বটতলী, আনোয়ারা, চট্টগ্রাম।
#মোহসেন #আউলিয়া #রওজা #শরীফ #২০শেজুন #সফলহউক
#মোহসেন_আউলিয়া #ওরশ #সবাই ゚