
23/01/2025
মাইজভান্ডার দরবার মুলত রাসুলুল্লাহ সাঃ এর আওলাদ দের দরবার।।
মাইজ ভান্ডার দরবারের আওলাদ - পীর - মুরিদ গন সবাই রত্ন - অতিসম্মানীত।
মাইজ ভান্ডার দরবারের বৃক্ষ আওলাদের বাতাস - অক্সিজেন দান করাই বৃক্ষের পাতাগুলো অতিসম্মানীত মহামুল্য রত্ন।
> হযরত কেবল্লা মাইজভান্ডারি কঃ
এর আপন দুই ছোট ভাই
২ সৈয়দ মাওলানা আবদুল হামিদ রঃ
৩ সৈয়দ মাওলানা আবদুল করিম রঃ
#জিয়ারত সময়ে দরবারের কোন আওলিয়াগন যেন বাদ না পড়েন।
√ ১ হযরত আহমদ উল্লাহ মাইজভান্ডারি কঃ
প্রকাশ হযরত কেবল্লা মাইজভান্ডারি কঃ এর মাজার
হযরত কেবল্লা মাইজভান্ডারি কঃ এর একমাত পুত্র
√>ফয়জুল হক ওয়াসেল মাইজভান্ডারি কঃ
পিতাঃ হযরত কেবল্লা মাইজভান্ডারি কঃ
√>হযরত দেলোয়ার হোসেন মাইজভান্ডারি কঃ
হযরত কেবল্লা মাইজভান্ডারি কঃ
তাঁর আপন দাদাজান
পিতাঃ হযরত ফয়জুল হক ওয়াসেল মাইজভান্ডারি কঃ
√>হজরত জিয়াউল হক মাইজভান্ডারি কঃ
তিনি হযরত কেবল্লা কঃ এর পুতি
পিতাঃ হযরত দেলোয়ার হোসেন মাইজভান্ডারি কঃ
√ >সৈয়ুদ মোহাম্মদ হাসান মাওলা হজুর মাইজভান্ডারি মাঃজিঃআঃ (জীবিত)
তাঁর দাদাজান হযরত দেলোয়ার হোসেন মাইজভান্ডারি কঃ
পিতাঃ হযরত জিয়াউল হক মাইজভান্ডারি কঃ
--------
২ সৈয়দ মাওলানা আবদুল হামিদ রঃ
তিনিঃ হযরত কেবল্লা মাইজভান্ডারি কঃ এর ছোট ভাই
√ হযরত আমিনুল হক ওয়াসেল মাইজভান্ডারি কঃ
তিনিঃ হযরত কেবল্লা মাইজভান্ডারি কঃ এর ভাতিজা
পিতাঃ হযরত মাওলানা সৈয়দ আবদুল হামিদ রঃ
----------
৩ হযরত সৈয়দ মাওলানা আবদুল করিম রঃ
তিনিঃ হযরত কেবল্লা মাইজভান্ডারি কঃ এর ছোট ভাই
তিনিঃ বাবা ভান্ডারি কঃ এর পিতা
--------------------------
√হযরত গোলামুর রহমান মাইজভান্ডারি কঃ
প্রকাশ বাবা ভান্ডারি কঃ
তিনিঃ হযরত কেবল্লা মাইজভান্ডারি কঃ এ-র আপন ভাই
সৈয়দ মাওলানা আবদুল করিম রঃ > এর মেঝ শাহজাদা।
হজরত বাবা ভান্ডারি কঃ এর পুত্র
√ হযরত আবুল বশর মাইজভান্ডারি কঃ
মাজার পুকুরের পুর্বের টি
হযরত বাবা ভান্ডারি কঃ এর আপন পুত্র তিনিও
√ হযরত শফিউল বশর মাইজভান্ডারি কঃ মাজার নতুন নির্মাণাধীনটি।
√ হযরত মঈন উদ্দিন আল হাসান মাইজভান্ডারি রঃ মাজার মসজিদের দক্ষিণেরটি
তিনিঃ বাবা ভান্ডারি কঃ এর আপন নাতি
তিনিঃ হযরত আবুল বশর মাইজভান্ডারি কঃ পুত্র
√ মজিবুল বশর মাঃজিঃআঃ ( জীবিত)
হযরত বাবা ভান্ডারি কঃ এর নাতি
তিনিঃ হযরত শফিউল বশর মাইজভান্ডারি রঃ পুত্র
বিঃদ্রঃ মসজিদের পুর্ব দক্ষিণ পুকুরপাড়ে
হযরত কেবল্লা মাইজভান্ডারি কঃ
√ এর আপন পীর ভাই শায়িত আছেন ।
দরবারে প্রবেশ ও বাহির সময়ে তাঁহাকে স্মরণ - জিয়ারত করবেন।