02/06/2025
✅️কীভাবে ১০ মিনিটে আপনার Linkedin account Restricted সমস্যা সমাধান করবেন?
(একটি বাস্তব অভিজ্ঞতা ও প্রাকটিক্যাল গাইড)
অনেকেই LinkedIn ব্যবহার করেন, কিন্তু হঠাৎ করে একদিন অ্যাকাউন্টে ঢুকতে না পেরে মাথায় হাত!
লিখা আসে – "Your LinkedIn account has been temporarily restricted."
ঠিক তখনই মনে হয় – সব শেষ।
এই ব্লগে আমি আমার নিজের চোখে দেখা, নিজের সাথে ঘটে যাওয়া একটি সত্য গল্প বলবো—
যেটা শুধু সমাধান না, তোমাকে মাইন্ডসেট দেবে, সাহস দেবে, আর শেখাবে "ছেড়ে দেওয়া নয়, লড়াই করাই বুদ্ধিমানের কাজ।"
✅️প্রথম অধ্যায়: সমস্যা কাকে বলে বুঝলাম যেদিন LinkedIn Account হারালাম..
২০২৩ সালের সেপ্টেম্বর — আমি তখনো Linkedin-এ নতুন। একটা অ্যাকাউন্ট খুলি, নাম, ছবি দিই, ব্যাস। প্রোফাইল অপ্টিমাইজ বা প্রফেশনালি সাজানো—তখন এসব কিছুই করি নাই । কিছুদিন পর হঠাৎ দেখি লগইন করতে পারছি না। মনে হল পাসওয়ার্ড ভুলে গেছি। আর কিছু না ভেবে হাল ছেড়ে দিই.
এটাই ছিল আমার সবচেয়ে বড় ভুল।
✅️দ্বিতীয় অধ্যায়: আবার শুরু, আবার হারানো..
কিছুদিন পর নতুন করে আরেকটা Linkedin অ্যাকাউন্ট খুলি।এইবার একটু বুঝে কাজ করি, প্রোফাইল সাজাই, কানেকশন পাঠাই...
কিন্তু আবার সেই বার্তা:
Your account is temporarily restricted.এইবার আর হাল ছাড়ি নাই। নিজেকে আশ্বাস দেই —
আমার মতো অনেকেই এই সমস্যায় পড়ে। এবার আমি এর সমস্যা সমাধান বের করবো।
✅️তৃতীয় অধ্যায়: শুরু হলো যুদ্ধ — গুগল, ইউটিউব আর টুইটার!
আমি শুরু করি গুগলিং — How to recover restricted LinkedIn account, তারপর ইউটিউব ঘাঁটা ঘাঁটি করি ঘণ্টার পর ঘণ্টা।একটা পথ পেলাম —Twitter এর মাধ্যমে LinkedIn Support-কে রিচ করা।
আমি যা করলাম:
Twitter-এ কে ট্যাগ করে একটা ছোট্ট পোস্ট দিলাম:
My LinkedIn account is temporarily restricted. Sorry for all the mistakes. Please help me recover it.
তারপর ইনবক্সে মেসেজ পাঠাই:
My email address: t……
My LinkedIn account name: A……..
Problem: My account is temporarily restricted. Please review and help me recover it.
🔷৩০ মিনিটের মধ্যে রিপ্লাই পাই — তারা বলে:
Thanks for circling back. We’ve opened a case ( #23-013) to review your account.এইবার শুরু হয় রীতিমত মেইল যুদ্ধ।প্রতিদিন আমি রিপ্লাই দিচ্ছি, ব্যাখ্যা দিচ্ছি, ভুল স্বীকার করছি।
✅️চতুর্থ অধ্যায়: LinkedIn CEO কে মেসেজ, ঘুম হারাম আর একটা অসমাপ্ত লড়াই
তারা কোনোদিন বলে "তোমার অ্যাকাউন্ট রিভিউ হচ্ছে",আবার কোনোদিন বলে "কোন তথ্য মিলছে না"। একটা সময় আমি হতাশ হয়ে Linkedin CEO কে মেসেজ করি (হ্যাঁ, রিপ্লাই পাইনি!)
তবুও হাল ছাড়িনি।
আমি বিশ্বাস করতাম – পরিশ্রম করলে ফল হবেই। এক সপ্তাহ পর, LinkedIn টিম আমাকে ইমেইল করে জানায় —আমার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়েছে!
ফলাফল:
এক সপ্তাহের মধ্যেই আমি আমার অ্যাকাউন্ট ফিরে পাই — পুরনো কানেকশন, ফলোয়ারসহ!
(আমি সেই ইমেইলের স্ক্রিনশট পোস্টের নিচে শেয়ার করে দেব)
✅️পঞ্চম অধ্যায়: ফিরে পাওয়া LinkedIn এবং নতুন শুরু
আজ আমার ওই অ্যাকাউন্টের বয়স ১ বছর ৬ মাস। এই এক অ্যাকাউন্ট থেকেই আমি একাধিক আন্তর্জাতিক ক্লায়েন্ট পেয়েছি। এই ভুলের অভিজ্ঞতা আমার সবচেয়ে বড় শিক্ষক।
আপনার account কেন restricted হয়?
✅️LinkedIn account restricted হওয়ার কারণগুলো:
☑ অস্বাভাবিক স্প্যাম আচরণ
☑ ভুল তথ্য/ফেক প্রোফাইল
☑ অটোমেশন টুল ব্যবহার
☑ সন্দেহজনক IP বা VPN ব্যবহার
☑ কমিউনিটি গাইডলাইন ভঙ্গ (ধর্ম/রাজনীতি/বিদ্বেষমূলক মন্তব্য)
☑ রিপোর্টেড হওয়া বা বট মনে হওয়া
☑ Premium ফিচারের অপব্যবহার
☑ ট্রেডমার্ক বা কপিরাইট লঙ্ঘন
✅️সমাধান: ১০ মিনিটের রুটিন ফলো করুন
✔️Twitter-এ যান: https://twitter.com/LinkedInHelp
✔️Mention করে পোস্ট করুন এবং আপনার সমস্যা সংক্ষেপে বলুন
✔️Inbox করে পাঠান – Email, Name, Problem
✔️রিপ্লাই এলে ধৈর্য সহকারে যোগাযোগ রাখুন
✔️প্রতিদিন ২,৩ বার মেইল চেক করুন
✔️LinkedIn team এর সাথে যতটা সম্ভব ভদ্রভাবে কথা বলুন
শেষ কথাটা মন দিয়ে পড়ুন
আমরা বাঙালিরা অনেক সময় খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিই। সমস্যার সমাধান খুঁজি না, কপালের দোষ বলে দায় এড়িয়ে চলি।
কিন্তু আমি শিখেছি –
"চেষ্টা, ধৈর্য আর লড়াই – এই তিনটাই জীবনের আসল হাতিয়ার।"
আপনিও পারবেন। শুধু চেষ্টা করতে হবে।
বিদ্রঃ একজন লিংকডিন ব্যাবহার কারির তথ্য।