قناة الصديق للدعوة و الإرشاد -As-Siddique Media Centre

قناة الصديق للدعوة و الإرشاد  -As-Siddique Media Centre সত্য-ন্যায়,ইনসাফ,মানবতা ও শান্তি প্রতিষ্ঠার পক্ষে কথা বলে।

10/09/2025
10/09/2025
আস-সিদ্দিক গবেষণা পরিষদের  উদ্যোগে সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রাম ফটিকছড়ি ভূজপুরের ঐতিহ্য...
08/09/2025

আস-সিদ্দিক গবেষণা পরিষদের উদ্যোগে সিরাত কনফারেন্স ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম ফটিকছড়ি ভূজপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তা'আলা আনহু আল ইসলামিয়া মাদ্রাসার গবেষণামূলক অঙ্গ প্রতিষ্ঠান আস- সিদ্দিক গবেষণা পরিষদ এর আয়োজনে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার সম্পন্ন হয়েছে।
উক্ত সেমিনারে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক ও এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশন চট্টগ্রামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আল্লামা শায়খ হোসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী। এছাড়াও জামিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তা'আলা ইসলামিয়া মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ এবং ছাত্রবৃন্দ উপস্থিতি ছিলেন।
সেমিনারে ছাত্রবৃন্দ রাসূল সাল্লাল্লাহু ইসলামের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্ঞানগর্ভ ও তথ্যভিত্তিক আলোচনা পেশ করেন। সেমিনারের শেষে অংশগ্রহণকারী ছাত্রদের মাঝে পুরস্কার তুলে দেন সেমিনারের সম্মানিত সভাপতি ও জামিয়ার শিক্ষকবৃন্দ। নিচে আজকের সেমিনারের কিছু খন্ডচিত্র উপস্থাপন করা হলো।
তারিখ: ৮/৯/২০২৫

08/09/2025

সিরাত কনফারেন্স ২০২৫ ঈ. থেকে সরাসরি সম্প্রচার

স্থান: ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তা'আলা আনহু আল ইসলামিয়া।

আয়োজনে: আস-সিদ্দিক গবেষণা পরিষদ, ভূজপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম।

আস সিদ্দিক গবেষণা পরিষদ এর উদ্যোগে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার আজ জোহরের পর অনুষ্ঠিত হবে ...
08/09/2025

আস সিদ্দিক গবেষণা পরিষদ এর উদ্যোগে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীর্ষক সেমিনার আজ জোহরের পর অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সরাসরি লাইভ দেখতে চোখ রাখুন এই পেইজে।

21/08/2025

সাপ্তাহিক সেমিনার ২০২৫ ঈ
বিষয়: সফর মাসের কুসংস্কার ও ফজিলত আমাদের করণীয় ও বর্জনীয়।

ব্যবস্থাপনায়: ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তা'আলা আনহু আল ইসলামিয়া, ফটিকছড়ি, চট্টগ্রাম।

আলহামদুলিল্লাহ, আজ থেকে আরম্ভ হল ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তা'আলা আনহু আল ইসলামিয়া মাদ্রাসার কওমী  স...
29/07/2025

আলহামদুলিল্লাহ, আজ থেকে আরম্ভ হল ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তা'আলা আনহু আল ইসলামিয়া মাদ্রাসার কওমী সিলেবাসের প্রথম সাময়িক পরীক্ষা ২০২৫ ঈ.
ছাত্রদের সফলতার জন্য সকলের নিকট দোয়া কামনা।

ঢাকা উত্তরায় দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনায় শায়খ হুসাইন মুহাম্মদ শাহজাহান এর শোক প্রকাশ ও প্রতিবাদ। রাজধানী ঢাকা - উত্ত...
21/07/2025

ঢাকা উত্তরায় দিয়াবাড়িতে বিমান দুর্ঘটনায় শায়খ হুসাইন মুহাম্মদ শাহজাহান এর শোক প্রকাশ
ও প্রতিবাদ।

রাজধানী ঢাকা -
উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ এর ক্যাম্পাসে স্কুল ছুটির মুহুর্তে একটি ভবনের উপর বিমান বিধস্ত হয়েছে।

দুর্ঘটনায় আহতদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক রাদিআল্লাহু তা'আলা আনহু আল ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী।

গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি আরো বলেন, যারা এই মর্মান্তিক বিমান বিধ্বস্তের গটনায় নিহত হয়েছেন তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।

মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের দরবারে ফরিয়াদ করছি আল্লাহ পাক রাব্বুল আলামীন সকলকে শহীদী মর্যাদা দান করুক আমীন।

আহত ও নিহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক বেদনা প্রকাশ করছি,

মাওলানা শেখ হুসাইন মোহাম্মদ শাহজাহান আরো বলেন,সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বশীলদের অবহেলার কারণে এই দুর্ঘটনা,
তাই তাদের অপসারণ দাবী করছি।
হতাহতদের ফ্রি চিকিৎসা ও ক্ষতিপূরণ দাবী করছি।

আমরা সবাই শোকাহত।
আল্লাহ পাক রাব্বুল আলামীন সকলকে ধৈর্য্য ধারণ করার তাওফীক দান করুক আমীন।

17/07/2025

চট্টগ্রাম-ফটিকছড়ি-ভূজপুর জামিয়া আবু বকর সিদ্দিক রা.আল-ইসলামিয়ার ক্যাম্পাসে ছাত্রদের যে কোন ধরণের মোবাইল রাখা ও ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ ও বেআইনি।

মোবাইল ব্যবহারে আসক্ত ছাত্রদের আমাদের মাদ্রাসার আশেপাশে না আসার ও আমাদের মাদ্রাসায়
ভর্তি না হওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

নিবেদক :
জামিয়া কতৃপক্ষ

09/07/2025

বন্যাকবলিত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান ।

শায়খ হুসাইন মুহাম্মদ শাহজাহান হাফিজাহুল্লাহ।
চেয়ারম্যান: এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশন চট্টগ্রাম।
প্রতিষ্ঠাতা পরিচালক: ভূজপুর জামিয়া হযরত আবু বকর সিদ্দিক রা: আল-ইসলামিয়া মাদ্রাসা ।

আল্লাহ তাআলা পবিত্র কুরআন ইরশাদ করেন:
استغفروا ربكم انه كان غفارا
তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি মহাক্ষমাশীল। (সূরা নূহ: ১০)

আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে বন্যায় কবলিত মানুষদের পাশে দাঁড়াই।

আমরা সবাই তাওবা ইস্তেগফার করি ।
আল্লাহ পাক রাব্বুল আলামীন সকলকে আসমানী বলা ও দুনিয়াবী সকল প্রকার দুংখ ও দুর্দশা থেকে হেফাজত করুক আমীন।

হেফাজতে ইসলাম এর সম্মানিত আমির (আল্লামা) শাহ মুহিবুল্লাহ বাবুনগরী সাহেবের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এহইয়াউসসুন্নাহ ...
08/07/2025

হেফাজতে ইসলাম এর সম্মানিত আমির (আল্লামা) শাহ মুহিবুল্লাহ বাবুনগরী সাহেবের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন এহইয়াউসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান (মাওলানা) শায়খ হুসাইন মুহাম্মদ শাহজাহান।

তারিখ : ০৮|০৭|২০২৫ ইংরেজি।

Address

Bhujpur Chittagong
Chittagong
4350

Telephone

+8801777281311

Website

Alerts

Be the first to know and let us send you an email when قناة الصديق للدعوة و الإرشاد -As-Siddique Media Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to قناة الصديق للدعوة و الإرشاد -As-Siddique Media Centre:

Share