Barotakia News

Barotakia News বড়তাকিয়া নিউজ সত্যের সাথে সারাক্ষণ
(1)

মীরসরাই পৌরসভার আইনশৃঙ্খলা এবং মা'দ'ক সহ বিভিন্ন বিষয়ে ব্যবসায়ী ও নেতৃস্থানীয় বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মুক্ত আলোচনা করে...
15/10/2025

মীরসরাই পৌরসভার আইনশৃঙ্খলা এবং মা'দ'ক সহ বিভিন্ন বিষয়ে ব্যবসায়ী ও নেতৃস্থানীয় বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মুক্ত আলোচনা করেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার। এসময় তিনি শিশু কিশোরদের সন্ধ্যার পর বাহিরে অযাচিত ঘুরেফেরা, মোবাইল জুয়া, মাদকের বিষয়ে সচেতন থাকার জন্য অবিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন। তিনি পৌরসভার বিভিন্ন পয়েন্টে ঝটিকা অভিযান করে ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ীকে পৌরসভার মধ্যম মঘাদিয়া আবছারের দোকান এলাকা থেকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইতেছে।

15/10/2025

মীরসরাই পৌরসভার আইনশৃঙ্খলা এবং মা/দ/ক সহ বিভিন্ন বিষয়ে ব্যবসায়ী ও নেতৃস্থানীয় বিভিন্ন মুক্ত আলোচনা করেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার।

মীরসরাইয়ে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমার নেতৃত্বে এনসিপির গণসংযোগ ও প্রচার কর্মসূচি অনুষ্ঠিত।বুধবার (১৫...
15/10/2025

মীরসরাইয়ে কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব সাগুফতা বুশরা মিশমার নেতৃত্বে এনসিপির গণসংযোগ ও প্রচার কর্মসূচি অনুষ্ঠিত।বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা, বাজার, গ্রাম ও মহল্লায় এই কর্মসূচি চলে। কর্মসূচিতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামী থেকে বিএনপিতে যোগ দিয়েছেন ওয়ার্ড জামায়াতের আমীর আনোয়ার হোসেনসহ প্রায় ৩০ জন নেতাকর...
15/10/2025

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামী থেকে বিএনপিতে যোগ দিয়েছেন ওয়ার্ড জামায়াতের আমীর আনোয়ার হোসেনসহ প্রায় ৩০ জন নেতাকর্মী। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বাঙালা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ডিআইজি খাঁন সাঈদ হাসান জ্যোতির পথসভায় এসে তারা বিএনপিতে যোগদান করেন।

মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের কর্মী ছায়েদ এর উপর হা/ম/লা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপা...
15/10/2025

মীরসরাই উপজেলার ১০ নং মিঠানালা ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের কর্মী ছায়েদ এর উপর হা/ম/লা। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে ।

ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের ডিসি হিসেবে বদলি।
15/10/2025

ফেনীর জেলা প্রশাসক সাইফুল ইসলামকে চট্টগ্রামের ডিসি হিসেবে বদলি।

15/10/2025
সিলেট-ঢাকা রেলপথ ডাবল লাইন করার দাবিতে অনন্য প্রতি*বাদ।নাগরিক সমাবেশে অংশ নিয়ে রেললাইনে ১০ মিনিট শুয়ে পড়লেন সাধারণ মানুষ...
15/10/2025

সিলেট-ঢাকা রেলপথ ডাবল লাইন করার দাবিতে অনন্য প্রতি*বাদ।

নাগরিক সমাবেশে অংশ নিয়ে রেললাইনে ১০ মিনিট শুয়ে পড়লেন সাধারণ মানুষ, এ যেন সিলেটের ন্যায্য দাবির এক প্রতীকী ঘোষণা।

মীরসরাইয়ে একটি বি/ষ/ধর সাপ উদ্ধার করা হয়েছে। ~~~~~~~~~~~~~~~যার নাম কিং কোবরা (রাজ গোখরা)। মঙ্গলবার বিকেলে মিঠাছরা বাজার...
15/10/2025

মীরসরাইয়ে একটি বি/ষ/ধর সাপ উদ্ধার করা হয়েছে।
~~~~~~~~~~~~~~~
যার নাম কিং কোবরা (রাজ গোখরা)। মঙ্গলবার বিকেলে মিঠাছরা বাজারে এক পাহাড়ি ব্যক্তির থেকে সাপটি উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী উদ্ধার দলের চট্টগ্রাম জেলার নেতারা।
খোঁজ নিয়ে জানা গেছে, পাহাড় থেকে সাপটি ধরে গত এক সপ্তাহ ধরে পাহাড়ি এক ব্যক্তি সাপটি গায়ে জড়িয়ে মিঠাছরার বাজারে মানুষকে ভ'য়'ভী'তি দেখিয়ে আসছিল। এছাড়া ওই ব্যক্তি সাপটি বি'ক্রি'রও চেষ্টা করে। খবর পেয়ে ওই ব্যক্তি থেকে সাপটি উদ্ধার করা হয়।

ছবির লোকটির পরিবার তার খুঁজে মীরসরাইয়েছবির লোকটি গতকাল মীরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন সারেংপাড়া রাস্তার পাশে পড়ে ছ...
15/10/2025

ছবির লোকটির পরিবার তার খুঁজে মীরসরাইয়ে

ছবির লোকটি গতকাল মীরসরাই উপজেলার ১১ নং মঘাদিয়া ইউনিয়ন সারেংপাড়া রাস্তার পাশে পড়ে ছিল
এমন একটি সংবাদ বড়তাকিয়া নিউজ প্রচার করে সে নিউজ দেখে তার পরিবার সারেং পাড়া আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্ত লোকটি সেখানে না থাকায় চার পাশের লোকজনকে জিঙ্গাসা করলে বলে শিল্প জোনের দিকে চলে গেছে। লোকটি মানসিক ভারসাম্যহীন তাকে দেখে থাকলে তার পরিবারের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা গেলো। 01619641781/ 01830185823
লোকটির বাড়ি ফটিকছড়ি ভুজপুর থানায়, তার চাচা ও ভাই এখনো সারেং পাড়া মঘাদিয়া এলেকায় আছে।

মেহেদীনগর দিন দুপুরে  চু*রিমীরসরাই উপজেলার বারইয়ারহাট মেহেদীনগর এলাকায় চু*রির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাজি ...
15/10/2025

মেহেদীনগর দিন দুপুরে চু*রি

মীরসরাই উপজেলার বারইয়ারহাট মেহেদীনগর এলাকায় চু*রির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, হাজি কালা মিয়া মসজিদের পাশে স্বপ্নচূড়া ভবনের ৫ম তলায় আজ দুপুর সাড়ে ১২টার দিকে চু*রি সংঘটিত হয়।

জানাগেছে, বাসা থেকে প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার এবং প্রায় ১ লক্ষ টাকা নিয়ে যায়।
ঘটনার পর স্থানীয়রা বিষয়টি থানায় জানানোর প্রস্তুতি নিচ্ছেন।

মেট্রোরেলে চাকরির সুযোগ।বিস্তারিত কমেন্টে...
15/10/2025

মেট্রোরেলে চাকরির সুযোগ।
বিস্তারিত কমেন্টে...

Address

Barotakia Bazar
Chittagong
4320

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barotakia News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Barotakia News:

Share