
15/10/2025
মীরসরাই পৌরসভার আইনশৃঙ্খলা এবং মা'দ'ক সহ বিভিন্ন বিষয়ে ব্যবসায়ী ও নেতৃস্থানীয় বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে মুক্ত আলোচনা করেন মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার। এসময় তিনি শিশু কিশোরদের সন্ধ্যার পর বাহিরে অযাচিত ঘুরেফেরা, মোবাইল জুয়া, মাদকের বিষয়ে সচেতন থাকার জন্য অবিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেন। তিনি পৌরসভার বিভিন্ন পয়েন্টে ঝটিকা অভিযান করে ১০০(একশত) পিস ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ীকে পৌরসভার মধ্যম মঘাদিয়া আবছারের দোকান এলাকা থেকে আটক করেন। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইতেছে।