নিশিকাব্য - Nishi-Kabbo

নিশিকাব্য - Nishi-Kabbo Video and photos

06/04/2025

>>>এইমাত্র পাওয়া

𝐆𝐥𝐨𝐛𝐚𝐥 𝐒𝐭𝐫𝐢𝐤𝐞 𝐟𝐨𝐫 𝐆𝐚’𝐳𝐚No more genocide. No more occupation. No more war.Let Ga’za Live.
06/04/2025

𝐆𝐥𝐨𝐛𝐚𝐥 𝐒𝐭𝐫𝐢𝐤𝐞 𝐟𝐨𝐫 𝐆𝐚’𝐳𝐚

No more genocide. No more occupation. No more war.

Let Ga’za Live.



আমির খানের রং দে বাসান্তি সিনেমায় একটা চরিত্র ছিল ফ্লাইট লে: আজয় সিং রাঠোড়! ঘনবসতি লোকালয়ে যেন প্লেন বিধ্বস্থ না হয় সেট...
11/05/2024

আমির খানের রং দে বাসান্তি সিনেমায় একটা চরিত্র ছিল ফ্লাইট লে: আজয় সিং রাঠোড়! ঘনবসতি লোকালয়ে যেন প্লেন বিধ্বস্থ না হয় সেটা নিশ্চিত করতে শেষ পর্যন্ত প্লেনের ভিতরে থাকার জন্য জীবন দিতে হয় তাকে!

সিনেমার গল্পটা বাস্তবে মঞ্চায়ন করলেন স্কোয়াড্রেন লিডার আসিম জাওয়াদ, সাথে ছিলেন উইং কমান্ডার সোহান হাসান খান! প্লেনে আগুন ধরলে জীবন বাজি রেখে লোকালয় থেকে দূরে নদীর উপর নিয়ে যান! শেষ মুহূর্তে প্যারাসুট দিয়ে প্লেন থেকে বের হতে পারলেও শেষ রক্ষা হয়নি জাওয়াদের! হয়তো আরও আগে বেরিয়ে যেতে পারতেন! কিন্তু বীরের মত নিজের জীবনের বিনিময়ে অনেকগুলো জীবন বাঁচিয়ে প্রমাণ করেছেন, বীরশ্রেষ্ঠ মতিউররা এখনও এদেশে জন্ম নেয়!

© Quazi Sabir

৪ঠা জুন ১৯৪৭ ডেইলি হেরাল্ডের প্রথম পাতায় এই ম্যাপটা ছাপা হয়েছিলো। কীভাবে ভারত ভাগ হতে পারে তার একটা রিপ্রেজেন্টেশন ছিলো ...
11/05/2024

৪ঠা জুন ১৯৪৭ ডেইলি হেরাল্ডের প্রথম পাতায় এই ম্যাপটা ছাপা হয়েছিলো। কীভাবে ভারত ভাগ হতে পারে তার একটা রিপ্রেজেন্টেশন ছিলো এই ম্যাপটা। তখনো পার্টিশনে কোন অংশ কোথায় যাবে তা পুরোপুরি নিশ্চিত হয়নি।

অবিভক্ত বাংলা, আর পাঞ্জাব তখনো চুড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। সিলেট, বেলুচিস্তান, সিন্ধ আর নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স সিদ্ধান্ত নেয়নি যে তারা ভারত নাকি পাকিস্তানে যাবে। প্রিন্সলি স্টেটগুলো যেমন ছিলো তেমনই থাকবে, সিদ্ধান্ত ছিলো তাই।

এখানে বলে রাখি প্রিন্সলি স্টেট কী !!
১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান যখন স্বাধীন হয়, তখন উপমহাদেশে ২ ধরনের অঞ্চল ছিল।
১. সরাসরি ব্রিটিশ শাসনাধীন অঞ্চল, যেমন বাংলা।
২. ব্রিটিশদের সাথে চুক্তিতে আবদ্ধ প্রায় স্বাধীন রাজ্য সমুহ। এদেরকে প্রিন্সলি স্টেট বলা হত।
রাজ্য গুলো ব্রিটিশদের নির্দিষ্ট পরিমান কর দিত, প্রায় স্বাধীনতা ভোগ করত। প্রতিটি রাজ্য ব্রিটিশদের সাথে আলাদা আলাদা চুক্তিতে আবদ্ধ ছিল, শর্তেরও ভিন্নতা ছিল।

এ ধরনের রাজ্যের সংখ্যা ছিল ৫৬৫ টি। এর মধ্যে উল্লেখ যোগ্য নেপাল, ভূটান, সিকিম, হায়দ্রাবাদ, ত্রিপুরা, কাশ্মীর, জুনাগড়, কোচবিহার ইত্যাদি। এর মধ্যে নেপাল ও ভূটান স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে আছে।ব্রিটিশরা ভারত ত্যাগের পর কিছুকাল স্বাধীন ছিল হায়দ্রাবাদ ও কাশ্মীরসহ অনেকগুলো রাজ্য।
ভারত নিতান্তই আজকের ভারতের অর্ধেকের মতো ভুমির অধিকারী ছিলো। কিন্তু ভারত ক্রমে ক্রমে প্রিন্সলি স্টেটগুলোকে যুক্ত করে নেয়। প্রথমে করা হয় হায়দারাবাদ, তারপরে একে একে সবগুলো। কোথাও সুবিধা দিয়ে, কোথাও ভাতা দিয়ে, কোথাও শক্তি প্রয়োগ করে আর কোথাও কুটনৈতিকভাবে যুক্ত করে। এই যুক্ত করার সর্বশেষ ঘটনা ছিলো কাশ্মীর।

সংগৃহীত

06/05/2024

টাকার যেমন ইনফ্লেশন হয়, তেমনি
বয়স হলে সময়ের ইনফ্লেশন হয়!

ত্রিশ পয়ত্রিশ পেরুলেই দেখবেন কি করে হাউই মিঠাই হয়ে গেছে দিনটা!

কি দ্রুত সপ্তাহ যায়, মাস যায়, বয়স চলে যায়!

চোখ খুলতেই দেখবেন কতগুলো পরিচিত মানুষ মরে গেছে, সদ্য হাটতে শেখা যে শিশু দেখে এসেছেন ক দিন আগে তার বিয়ের নিমন্ত্রণ পত্র এসেছে!

চোখ খুলতেই দেখবেন শহর বদলে গেছে,
বাড়ি ভেঙে গেছে, চারদিকে নতুন সমস্ত মানুষের দল, তাদের উৎসব তাদের জীবন!

এসবের মাঝে, সবার অলক্ষ্যে আপনার বেলা ফুরিয়ে যাচ্ছে অবিশ্বাস্য দ্রুত গতিতে।

ডিমের আড়তে গিয়ে বললাম,"এক ডজন হাঁসের ডিম দেন।"কর্মচারী বললো," স্যার! ডিম তো হাঁসে পাড়ে না, হাঁসি পাড়ে!!" 😊ক্যাশে বসা...
04/05/2024

ডিমের আড়তে গিয়ে বললাম,"এক ডজন হাঁসের ডিম দেন।"
কর্মচারী বললো," স্যার! ডিম তো হাঁসে পাড়ে না, হাঁসি পাড়ে!!" 😊

ক্যাশে বসা মহাজনঃ
কর্মচারীকে ডেকে নিয়ে একটা থা*প্পর মে*রে দিলো। সামান্য এই কথাটার কারণে কর্মচারীর গায়ে হাত তোলা বিষয়টা মেনে নিতে পারলাম নাহ।🤔

মহাজনকে বললাম,"
কাজটা ঠিক করলেন নাহ। কর্মচারীর কথায় আমি কিছু মনে করিনি।" 🙄

মহাজন কোন কথা না বলে চুপ থাকলো।😔

আড়ত থেকে বের হতেই কর্মচারী ফিসফিস করে বললো, "স্যার, এই কারণে থা*প্পর মা*রে নি, মা*রছে অন্য কারণে...। 🤣

বললাম,"কি কারণ জানতে পারি...??"😱

স্যার!
মহাজনের বউয়ের নাম "হাসিনা বেগম।"
উনি আদর করে "হাঁসি" ডাকে!!😁

আমি যে বলছি,"হাঁসি ডিম পাড়ে,
এই জন্য আমারে থা*প্পর মা*রছে। 😀


ক্ষনিকের বন্ধুরা যখন আর থাকবেনা খুজে দেখো পাবে আমায় আমি সে চিরচেনা 😌
24/01/2024

ক্ষনিকের বন্ধুরা যখন আর থাকবেনা খুজে দেখো পাবে আমায় আমি সে চিরচেনা 😌

18/06/2023

Boring Day🌧️🌧️

19/09/2022

All the credit T-Series
Sony Entertainment Television

16/09/2022

আমাদের সমাজের উভয় পক্ষই এই ভিডিও তে অনেক কিছু শিক্ষা দেই।
স্যালুট আপু
সময়সাপেক্ষ কথা ছিলো
আপনাকে ধন্যবাদ 😍😍

13/09/2022

əĸ тυнι нə dιlnə jιѕə ĸaнa apna мana
India idol Session 13
India_idol
All the credit :Sony Entertainment Television

11/09/2022

প্রেমে পড়েছি আমি প্রেমে পড়েছি
Song credit by Habib
Level: MAHIM MUSIC
Produced by:

Address

Cumilla
Chittagong

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 14:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801978127311

Website

Alerts

Be the first to know and let us send you an email when নিশিকাব্য - Nishi-Kabbo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category