25/11/2023
কিভাবে কনটেন্ট তৈরি করব
একজন সেরা কন্টেন্ট রাইটার হতে কিসের প্রয়োজন, সেবিষয়েও আমরা জানবো।
ইন্টারনেটের এই আধুনিক যুগে বিভিন্ন কোম্পানি বা ব্যবসা গুলো তাদের product এবং services গুলোর অনলাইনে প্রচার করার ক্ষেত্রে কনটেন্ট মার্কেটিং এর ব্যবহার করে থাকে।
এই প্রক্রিয়াতে, business, products, services বা brand ইত্যাদির ওপরে আর্টিকেল লেখা হয় এবং সেগুলোকে অনলাইনে পাবলিশ করা হয় একটি ব্লগ সাইট বা সোশ্যাল মিডিয়া একাউন্ট এর মাধ্যমে।
এছাড়াও, ঘরে বসে অনলাইন টাকা আয় করার ক্ষেত্রেও ব্যক্তিগত ভাবে নিজের একটি ব্লগ সাইট তৈরি করে সেখানে নিজের লেখা আর্টিকেল/কনটেন্ট গুলোকে পাবলিশ করতে পারবেন।
এভাবেই, কর্পোরেট ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ছোট-বড় কোম্পানি, ফার্ম ইত্যাদি বা ব্লগিং এর মাধ্যমে ব্যক্তিগত ভাবে অনলাইন টাকা ইনকাম করার ক্ষেত্রেও কন্টেন্ট রাইটিং (content writing) এর চাহিদা বর্তমানে প্রচুর
কনটেন্ট বলতে আমরা ৪ রকমের বিষয় বুঝতে পারি,
Audio content: ভয়েস বা শব্দের উচ্চারণ এর মাধ্যমে তৈরি বা রেকর্ড করা কনটেন্ট। যেমন, podcast, FM ইত্যাদি।
Video content: ভিডিওর মাধ্যমে তৈরি করা কনটেন্ট গুলোকে ভিডিও কন্টেন করা হয়। যেমন, YouTube video, web series, movies ইত্যাদি।
Text content: যেই কনটেন্ট গুলোকে লেখনের মাধ্যমে তৈরি করা হয় সেগুলোকে টেক্সট কনটেন্ট বলে। যেমন, article, books ইত্যাদি।
Image content: ছবি এডিটিং করে তৈরি করা বিষয়বস্তু গুলোকে ইমেজ কনটেন্ট বলে। যেমন, logo, templates, graphics ইত্যাদি।
তাহলে নিচে দেওয়া বিষয় গুলোর ওপরে আপনার আজ থেকেই নজর দিতে হবে।
আপনাকে সর্বপ্রথমে নিজের একটি niche এর বাছাই করতে হবে। মানে, আপনি কোন বিষয়ে জ্ঞান রাখেন, কোন বিষয়ে আপনি ভালো ভালো তথ্য লিখতে পারবেন এবং কোন বিষয়ে লিখতে আপনি অধিক পছন্দ করে থাকেন সেটা খুঁজে বের করুন।
একবার, যখন আপনি নিজের রুচি হিসেবে টপিক খুঁজে পাবেন তারপর ধীরে ধীরে আপনি একজন সফল কনটেন্ট রাইটার এর দিকে এগিয়ে যেতে পারবেন।
আপনাকে ক্রিয়েটিভ হতে হবে এবং লেখনের নতুন নতুন কৌশল শিখতে হবে। আপনি ইউটিউবে ভিডিও দেখে আর্টিকেল রাইটিং স্কিলস শিখতে পারবেন।
প্রত্যেক দিন কিছু না কিছু লিখুন এবং নিজের ভুল গুলো শুধরাতে থাকুন। এতে, ধীরে ধীরে আপনি কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে নিজেকে উন্নত করতে পারবেন।
বিভিন্ন অনলাইন ব্লগ সাইট গুলোতে গিয়ে দেখুন তারা কিভাবে আর্টিকেল লিখছেন।
নিজের একটি ফ্রি ব্লগার ব্লগ তৈরি করুন এবং সেখানে প্রত্যেক দিন কিছু লিখুন।
লেখার সাথে সাথে পড়ার অভ্যেস থাকতে হবে। এতে, আপনি অন্যদের লেখনের থেকে অনেক কিছু শিখতে পারবেন।
শব্দের সঠিক বোঝা আপনার মধ্যে থাকতে হবে। কারণ, আর্টিকেলের মধ্যে শব্দের সঠিক ব্যবহার না করে থাকলে আপনার আর্টিকেল পড়তে রিডার দের সমস্যা হতে পারে। তাই, যেই ভাষাতে কনটেন্ট লিখতে চাইছেন সেই ভাষা এবং শব্দ গুলো ভালো করে শিখুন ও জানুন।
আপনার লেখনের একটি মজার ধরণ থাকতে হবে। এনাহলে, আপনার কনটেন্ট পড়তে লোকেরা পছন্দ করবেননা। তাই, একটি আকর্ষণীয় এবং মজার ধরণ দিয়ে আর্টিকেল লিখতে হবে। এখানেও আপনাকে নিজের কৌশল এবং ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হবে।
সম্পূর্ণ রিসার্চ এর সাথে তথ্যবহুল কনটেন্ট লেখার চেষ্টা করবেন।
এভাবেই কিছু সাধারণ বিষয় গুলোর ওপরে নজর দিয়ে আপনি একজন কনটেন্ট রাইটার হতে পারবেন