Freelancer Evan

Freelancer Evan Assalamualaikum

ডিজিটাল মার্কেটিং কি? 🤔👉ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। এখন সেটা হতে পারে...
07/01/2024

ডিজিটাল মার্কেটিং কি? 🤔

👉ডিজিটাল মার্কেটিং মানে অনলাইনে পন্য বা সার্ভিসের বিজ্ঞাপন প্রচার করাকেই বুঝায়। এখন সেটা হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মাধ্যমে, হতে পারে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে, আবার হতে পারে ইমেইল মার্কেটিং এর মাধ্যমে। 👍

👉আবার ইলেক্ট্রনিক মিডিয়া যেমন, টিভি, রেডিও ইত্যাদির মাধ্যমে পণ্যের বিজ্ঞাপন প্রচার করাটাও এক ধরণের ডিজিটাল মার্কেটিং। এছাড়া মোবাইলে ইন্সট্যান্ট মেসেঞ্জিং, ইলেকট্রনিক বিলবোর্ড, মোবাইল এপ্লিকেশনের মাধ্যমে পণ্যের প্রচারণাকেও ডিজিটাল মার্কেটিং বলা যেতে পারে।👍

👉বুঝতেই পারছেন, আধুনিক বিশ্বে নিজেকে ও নিজের ব্যবসার অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে ডিজিটাল মার্কেটিং শেখার কোনো বিকল্প নেই.👍

➡️ বিস্তারিত জানতে ইনবক্স করুন 📩

ফ্রিল্যান্সিং হচ্ছে একটি ইংরেজী শব্দ আর এর বাংলা অর্থ হলো মুক্তপেশা | কোন নির্দিষ্ট সময় ও ফিক্সট বেতন ছাড়া কোন কোম্পান...
10/12/2023

ফ্রিল্যান্সিং হচ্ছে একটি ইংরেজী শব্দ আর এর বাংলা অর্থ হলো মুক্তপেশা | কোন নির্দিষ্ট সময় ও ফিক্সট বেতন ছাড়া কোন কোম্পানি বা
মালিকের কাজ ঘরে বসে অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে সম্পূর্ণ করা কে ফ্রিল্যান্সিং বলে |

উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যখন আমরা কোনো জব বা চাকরির জন্য কোন জায়গায় আবেদন করি তখন তারা আমাদের ইন্টারভিউ এর জন্য যেতে বলে,
আমাদের ইন্টারভিউ সম্পূর্ণ হলে তারা আমাদের একটি নির্দিষ্ট স্যালারি দেয় এবং এর স্যালারি পাওয়ার জন্য আমাদের প্রতিদিন অফিসে যেতে হয় | একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করতে হয় | তারপর আমরা স্যালারি পাই |অপরদিকে ফ্রিল্যান্সিং এ ও আমাদের বায়ারের সাথে প্রথমে ইন্টারভিউ বা কথাবার্তা হয় কিন্তু সেটা কোন অফিসে গিয়ে নয় আমরা আমাদের ঘরে বসে কম্পিউটার, মোবাইল বা ল্যাপটপ দিয়ে সম্পূর্ণ করি |
তারপর বায়ার আমাদের কাজ দেয় | সেটার জন্য একটা সময় ও স্যালারি ও থাকে | কিন্তু সময়টা আমরা আমাদের মত করে ব্যবহার করতে পারি |
ইচ্ছে হলে পুরো সময় ধরে কিছুক্ষণ পরপর কাজ করতে পারি অথবা একটা নির্দিষ্ট সময় বুঝে কাজটা শেষ করে বাকি সময় ফ্রি থাকতে পারি |
কাজটা সম্পন্ন করার জন্য ও কোন অফিসে যেতে হয় না | আমরা ঘরে বসে কাজটা করতে পারি | তাই ফ্রিল্যান্সিংকে মুক্ত পেশা বলা হয়

আসসালামু আলাইকুম।ফ্রিল্যান্সিং নতুন ব্যাচ এর ভর্তি চলছে।ফ্রিল্যান্সিং এবং ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানার জন্য আমরা আয়োজ...
02/12/2023

আসসালামু আলাইকুম।
ফ্রিল্যান্সিং নতুন ব্যাচ এর ভর্তি চলছে।
ফ্রিল্যান্সিং এবং ভর্তি সংক্রান্ত বিস্তারিত জানার জন্য আমরা আয়োজন করতে যাচ্ছি ফ্রিল্যান্সিং ইন্টারন্যাশনাল ফ্রি ওয়েবিনার এর। উক্ত সেমিনারে অংশ নিয়ে বিস্তারিত জেনে নিন একদম ফ্রি তে।
আপনার সিট কনফার্ম করতে রেজিষ্ট্রেশন করুন :

Time : 8 Pm to 9 pm
Venue : Zoom apps Live Cls
সেমিনার লিংক পেতে রেজিষ্ট্রেশন কনফার্ম করে সরাসরি মেসেজ করুন পার্সোনাল আইডি তে। ধন্যবাদ।

কিভাবে কনটেন্ট তৈরি করব একজন সেরা কন্টেন্ট রাইটার হতে কিসের প্রয়োজন, সেবিষয়েও আমরা জানবো।ইন্টারনেটের এই আধুনিক যুগে বিভি...
25/11/2023

কিভাবে কনটেন্ট তৈরি করব

একজন সেরা কন্টেন্ট রাইটার হতে কিসের প্রয়োজন, সেবিষয়েও আমরা জানবো।

ইন্টারনেটের এই আধুনিক যুগে বিভিন্ন কোম্পানি বা ব্যবসা গুলো তাদের product এবং services গুলোর অনলাইনে প্রচার করার ক্ষেত্রে কনটেন্ট মার্কেটিং এর ব্যবহার করে থাকে।

এই প্রক্রিয়াতে, business, products, services বা brand ইত্যাদির ওপরে আর্টিকেল লেখা হয় এবং সেগুলোকে অনলাইনে পাবলিশ করা হয় একটি ব্লগ সাইট বা সোশ্যাল মিডিয়া একাউন্ট এর মাধ্যমে।

এছাড়াও, ঘরে বসে অনলাইন টাকা আয় করার ক্ষেত্রেও ব্যক্তিগত ভাবে নিজের একটি ব্লগ সাইট তৈরি করে সেখানে নিজের লেখা আর্টিকেল/কনটেন্ট গুলোকে পাবলিশ করতে পারবেন।
এভাবেই, কর্পোরেট ইন্ডাস্ট্রি থেকে শুরু করে ছোট-বড় কোম্পানি, ফার্ম ইত্যাদি বা ব্লগিং এর মাধ্যমে ব্যক্তিগত ভাবে অনলাইন টাকা ইনকাম করার ক্ষেত্রেও কন্টেন্ট রাইটিং (content writing) এর চাহিদা বর্তমানে প্রচুর
কনটেন্ট বলতে আমরা ৪ রকমের বিষয় বুঝতে পারি,

Audio content: ভয়েস বা শব্দের উচ্চারণ এর মাধ্যমে তৈরি বা রেকর্ড করা কনটেন্ট। যেমন, podcast, FM ইত্যাদি।
Video content: ভিডিওর মাধ্যমে তৈরি করা কনটেন্ট গুলোকে ভিডিও কন্টেন করা হয়। যেমন, YouTube video, web series, movies ইত্যাদি।
Text content: যেই কনটেন্ট গুলোকে লেখনের মাধ্যমে তৈরি করা হয় সেগুলোকে টেক্সট কনটেন্ট বলে। যেমন, article, books ইত্যাদি।
Image content: ছবি এডিটিং করে তৈরি করা বিষয়বস্তু গুলোকে ইমেজ কনটেন্ট বলে। যেমন, logo, templates, graphics ইত্যাদি।
তাহলে নিচে দেওয়া বিষয় গুলোর ওপরে আপনার আজ থেকেই নজর দিতে হবে।

আপনাকে সর্বপ্রথমে নিজের একটি niche এর বাছাই করতে হবে। মানে, আপনি কোন বিষয়ে জ্ঞান রাখেন, কোন বিষয়ে আপনি ভালো ভালো তথ্য লিখতে পারবেন এবং কোন বিষয়ে লিখতে আপনি অধিক পছন্দ করে থাকেন সেটা খুঁজে বের করুন।
একবার, যখন আপনি নিজের রুচি হিসেবে টপিক খুঁজে পাবেন তারপর ধীরে ধীরে আপনি একজন সফল কনটেন্ট রাইটার এর দিকে এগিয়ে যেতে পারবেন।
আপনাকে ক্রিয়েটিভ হতে হবে এবং লেখনের নতুন নতুন কৌশল শিখতে হবে। আপনি ইউটিউবে ভিডিও দেখে আর্টিকেল রাইটিং স্কিলস শিখতে পারবেন।
প্রত্যেক দিন কিছু না কিছু লিখুন এবং নিজের ভুল গুলো শুধরাতে থাকুন। এতে, ধীরে ধীরে আপনি কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে নিজেকে উন্নত করতে পারবেন।
বিভিন্ন অনলাইন ব্লগ সাইট গুলোতে গিয়ে দেখুন তারা কিভাবে আর্টিকেল লিখছেন।
নিজের একটি ফ্রি ব্লগার ব্লগ তৈরি করুন এবং সেখানে প্রত্যেক দিন কিছু লিখুন।
লেখার সাথে সাথে পড়ার অভ্যেস থাকতে হবে। এতে, আপনি অন্যদের লেখনের থেকে অনেক কিছু শিখতে পারবেন।
শব্দের সঠিক বোঝা আপনার মধ্যে থাকতে হবে। কারণ, আর্টিকেলের মধ্যে শব্দের সঠিক ব্যবহার না করে থাকলে আপনার আর্টিকেল পড়তে রিডার দের সমস্যা হতে পারে। তাই, যেই ভাষাতে কনটেন্ট লিখতে চাইছেন সেই ভাষা এবং শব্দ গুলো ভালো করে শিখুন ও জানুন।
আপনার লেখনের একটি মজার ধরণ থাকতে হবে। এনাহলে, আপনার কনটেন্ট পড়তে লোকেরা পছন্দ করবেননা। তাই, একটি আকর্ষণীয় এবং মজার ধরণ দিয়ে আর্টিকেল লিখতে হবে। এখানেও আপনাকে নিজের কৌশল এবং ক্রিয়েটিভিটি কাজে লাগাতে হবে।
সম্পূর্ণ রিসার্চ এর সাথে তথ্যবহুল কনটেন্ট লেখার চেষ্টা করবেন।
এভাবেই কিছু সাধারণ বিষয় গুলোর ওপরে নজর দিয়ে আপনি একজন কনটেন্ট রাইটার হতে পারবেন

Digital MarketingBusiness Card 🥰
20/11/2023

Digital Marketing
Business Card 🥰

New Create Business Card Student In Harbour It 🥰
20/11/2023

New Create Business Card
Student In Harbour It 🥰


আমরা ছেলে আমরা ভেঙ্গে পড়লে চলবে না 🥰
19/11/2023

আমরা ছেলে আমরা ভেঙ্গে পড়লে চলবে না 🥰


New Photography Logo 🥰
18/11/2023

New Photography Logo 🥰

Alhamdulillah 💙New create 🥰
18/11/2023

Alhamdulillah 💙
New create 🥰

Address

Pahartoli Chottogram
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Evan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Evan:

Share