18/08/2025
📍 Chittagong Outer Anchorage 🇧🇩
🔹 Merchant Ship & Navy Ship
বাংলাদেশের চট্টগ্রাম বন্দরের আউটার অ্যাংকরেজ এখন অত্যন্ত ব্যস্ত 🛳️
বর্তমানে প্রায় ৯৭টি জাহাজ সেখানে নোঙর করে আছে, যার মধ্যে রয়েছে কনটেইনার শিপ, কার্গো ভেসেল, তেলবাহী ট্যাংকার ও আরও অনেক কিছু।
🚢 সামরিক দিক থেকে, বাংলাদেশ নৌবাহিনীর বেশ কিছু যুদ্ধজাহাজ যেমন BNS Somudra Joy, BNS Khalid Bin Walid এবং সাবমেরিন বেজ BNS Pekua চট্টগ্রাম এলাকায় সক্রিয় রয়েছে।
তবে এসব নৌবাহিনীর জাহাজ সাধারনত আউটার অ্যাংকরেজে নোঙর করে না।
📸 Stay tuned for more maritime updates!
#চট্টগ্রামবন্দর #নৌবাহিনী