Tawhid Ekon

Tawhid Ekon Dreamer | Learner | Go-getter
"একজন ভালো মানুষ হতে চাই"
- Visit : www.tawhidekon.me He was born and raised in Chittagong, Bangladesh.

Tawhid Ekon has prominent himself as a music composer, singer and songwriter. He is currently a varsity student. He is also a Google Certified Digital Marketer and Programmer.

25/07/2025

দুটি বছর, অসংখ্য প্রেরণা 💙

আমাদের প্রিয় সাতকানিয়ার উপজেলা নির্বাহী অফিসার জনাব মিল্টন বিশ্বাস স্যার এই উপজেলায় দুই বছর দায়িত্ব পালন শেষে নতুনভাবে পদায়ন হয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক, লক্ষ্মীপুরে। এই সময়ে স্যার শুধু একজন প্রশাসক ছিলেন না, ছিলেন একজন অনুপ্রেরণাদায়ী অভিভাবক, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের জন্য।

স্যার ছিলেন সবসময় তরুণদের পাশে। দক্ষতা উন্নয়ন হোক বা ক্যারিয়ার গাইডেন্স—স্যার নিজের উদ্যোগেই বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, ট্রেনিং কোর্সের আয়োজন করেছেন। ‘Satkania Skills Development Club’-এর শুরু থেকেই স্যার আমাদের পাশে ছিলেন, সাহস যুগিয়েছেন, পরামর্শ দিয়েছেন, প্রতিটি ধাপে পৃষ্ঠপোষকতা করেছেন।

স্যারকে আমরা ক্লাবের পক্ষ থেকে বিদায়ী সম্মাননা জানাই। একদিকে বিদায়ের খারাপ লাগা, অন্যদিকে নতুন দায়িত্বের জন্য শুভকামনা—এই মিশ্র অনুভূতি নিয়েই স্যারকে বিদায় জানালাম।

স্যার, সাতকানিয়ার তরুণরা আপনাকে মনে রাখবে শ্রদ্ধা ও কৃতজ্ঞতায়।
নতুন পথচলা হোক আরও গৌরবময়।

শুভকামনায়,
Satkania Skills Development Club 🌹

24/07/2025

বর্তমান বিশ্ব প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। ডিজিটাল যুগের এই প্রতিযোগিতামূলক পরিবেশে তথ্যপ্রযুক্তি দক্ষতা ছাড়া এগিয়ে যাওয়া কঠিন। তবে, সাতকানিয়ার মতো প্রত্যন্ত গ্রামীণ এলাকায় প্রযুক্তিগত শিক্ষা গ্রহণের জন্য কার্যকর প্রতিষ্ঠান ছিল না। এই সমস্যার সমাধান করতেই দুই স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা, রকি দাশ ও তাওহিদ ইকন প্রতিষ্ঠা করলেন জেনজি একাডেমি সাতকানিয়া। তাদের লক্ষ্য একটাই—সাতকানিয়ার তরুণদের প্রযুক্তিগত দক্ষ করে গড়ে তোলা, যাতে তারা চাকরি বা ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হতে পারে। সম্প্রতি এই প্রতিষ্ঠান উদ্ভাবনী প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে উল্লেখযোগ্য সফলতার জন্য স্বীকৃতি লাভ করেছে।

জেনজি একাডেমি সাতকানিয়া-এর জন্মকাহিনি:

যখন চারপাশের তরুণরা সাধারণ শিক্ষার ওপর নির্ভরশীল তখন রকি দাশ ও তাওহীদ ইকন বুঝতে পারেন যে, চাকরি পাওয়ার জন্য শুধু সার্টিফিকেট যথেষ্ট নয়, প্রয়োজন বাস্তব দক্ষতা। তারা দেখতে পান যে, শহরের শিক্ষার্থীরা সহজেই প্রযুক্তিগত কোর্স করতে পারে, কিন্তু সাতকানিয়ার শিক্ষার্থীদের জন্য তেমন কোনো সুযোগ ছিল না। তাই তারা সিদ্ধান্ত নেন নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সাতকানিয়াতেই একটি দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তুলবেন। তারা এই বিষয়ে সাতকানিয়া উপজেলা আইসিটি অফিসার জনাব আনোয়ার হোসাইনের সঙ্গে আলোচনা করেন। যদিও একাডেমি শুরু করার পথে অনেক চ্যালেঞ্জ ছিল, কিন্তু তিনি সবসময় পাশে ছিলেন।

জনাব আনোয়ার হোসাইন বলেন, "সাতকানিয়ার জন্য এটি একটি যুগান্তকারী উদ্যোগ, যা এখানকার তরুণদের আইটি দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তার দিকনির্দেশনায় একাডেমিটি আজ একটি সফল উদ্যোগে পরিণত হয়েছে।

জেন জি একাডেমির স্বপ্নবাজ তরুণ রকি দাশ, যিনি সাতকানিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব ল এবং সিআইইউ থেকে মাস্টার্স অব ল সম্পন্ন করেছেন। তার একটি ডোমেইন হোস্টিং কোম্পানিও রয়েছে, নাম এনকোড হোস্ট। এই প্রতিষ্ঠানের আর এক স্বপ্নবাজ তরুণ তাওহিদ ইকন বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক করছেন। একইসাথে এসোসিয়েট ডিগ্রি নিচ্ছেন কম্পিউটার সাইন্সে, ইউপিপল (University of the People) থেকে। তাওহিদ শিক্ষার পাশাপাশি একজন তরুণ উদ্যোক্তা হিসেবে কাজ করছেন।

তাঁদের জেনজি একাডেমি সাতকানিয়া-এ যেসব কোর্সগুলো শেখানো হয় তা হলো:

-বেসিক কম্পিউটার ট্রেনিং – প্রযুক্তির জগতে নতুনদের জন্য।
-মাইক্রোসফট অফিস – অফিস ও প্রফেশনাল কাজে দক্ষ হওয়ার জন্য অপরিহার্য।
-ডিজিটাল মার্কেটিং – যারা অনলাইনে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য।
-ওয়েব ডিজাইন – ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট শেখার সুযোগ।
-গ্রাফিক্স ডিজাইন – প্রফেশনাল ডিজাইনিং ও ব্র্যান্ডিং শেখার কোর্স।

এছাড়াও, এখানে শুধু থিওরি পড়ানো হয় না, বরং শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানোর জন্য লাইভ প্রজেক্ট ও প্র্যাকটিক্যাল ক্লাস এর ব্যবস্থা রয়েছে।

বিস্তারিত জানতে কল করুন: ০১৮৮৬-৮৫৮৫৮৮

অফিস ঠিকানা: মকবুল সিরাজী শপিং কমপ্লেক্স (২য় তলা), সিটি ব্যাংকের পাশে, সাতকানিয়া পৌরসভা, চট্টগ্রাম।

24/07/2025
Thank you Everyone!!
17/12/2024

Thank you Everyone!!

12/12/2024
10/12/2024

Let love bloom in your hearts with 'Halogen Er Alo.' Will be released on 12 December 7 PM. (GMT +6) worldwide.

Bro's Studio Youtube : www.youtube.com/

Song : Halogen Er Alo
Singer : Sabbir Rahman
Lyrics : Tahmid Karim
Tune & Music : Rakib Rafi
Mix N Master : Rakib Rafi
Visuals : Ashim Chandra Parmar
Special Thanks To : Tawhid Ekon
Lebel : Bro's Studio

We are proud to congratulate Professor Dr. A.F.M. Khalid Hossain on his new role as Advisor to the Ministry of Religious...
22/08/2024

We are proud to congratulate Professor Dr. A.F.M. Khalid Hossain on his new role as Advisor to the Ministry of Religious Affairs in Bangladesh. Your hard work and knowledge have always inspired us.

May Allah bless you with continued success.

Best wishes,
The Master Family

22/08/2024

প্রিয় সাতকানিয়াবাসী,
সতর্ক থাকুন, আল্লাহ আমাদের সহায় হোন।

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের মানুষদের জন্য প্রাণ-রক্ষাকারী আবহাওয়া পূর্বাভাস

২০২৩ সালের মতো বন্যার পানিতে ভেসে যাওয়া ও ২০১৭ সালের মতো ভয়ংকর প্রান-ঘাতি ভূমিধ্বসের আশংকা করা যচ্ছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের।

বৃষ্টি ধীরে-ধীরে কুমিল্লা, ফেনী ও ত্রিপুরা রাজ্যের দিক থেকে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর দিকে অগ্রসর হচ্ছে। তবে কুমিল্লা ও ফেনী জেলার উপর কমপক্ষে আরও ৬ থেকে ১২ ঘন্টার বৃষ্টি অব্যহত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। আজ ভোর ৫ টার পর থেকে শুরু করে সারাদিন চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার উপরে ভারি থেকে খুবই ভারি বৃষ্টির সম্ভাবনা প্রায় ১০০%। এই রকম ভারি বৃষ্টি কমপক্ষে ৬ থেকে ১২ ঘন্টা চলার প্রবল সম্ভাবনা রয়েছে। ফলে সাঙ্গু, কর্ণফুলী, হালদার, নাফ, ইছামতী, মাতামুহুরি সহ সকল নদীর উপকূল-বর্তী সকল বাড়ি-ঘড়ের মানুষের সূর্য উঠার সাথে-সাথে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে হবে। নদীর উপকূলের দোকান-পাটের মালামাল দ্রুত সরিয়ে নিতে হবে। ২০২৩ সালের মতো পাহাড়ি ঢলের প্রবল আশংকা করা যাচ্ছে।

আজ বৃহস্পতিবার থেকে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে ব্যাপক পাহাড় ধ্বসের প্রচণ্ড ঝুঁকি রয়েছে। ২০১৭ সালের মতো ভয়ংকর প্রান-ঘাতি ভূমিধ্বসের আশংকা করা যচ্ছে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে। খাড়া পাহাড়ের উপরে কিংবা কেটে ফেলা পাহাড়ের ঢালে বসবাস করা মানুষদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে হবে আজ দুপুরের পূর্বে। পাহাড় ধ্বসের কারণে ১ টা মানুষের মৃত্যু যেন না হয়।

ভিডিও এর ছবির বর্ণনা : জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের শীর্ষের তাপমাত্রা। যে স্থানে মেঘের শীর্ষের তাপমাত্রা যত বেশি ঋনাত্নক সেই স্থানের মেঘের উচ্চতা তত বেশি ও সেই স্থানে তত বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে। নিচের ভিডিওটিতে আজ সকাল ৭ টা থেকে শুরু করে বিকেল ৪ টা পর্যন্ত মেঘের ঘূর্ণনের চিত্র।

©মোস্তাফা কামাল পলাশ

ছাত্রদের দমিয়ে রাখা যদি এতই সহজ হতো তাহলে আজ রাষ্ট্রভাষাটা উর্দুই থাকতো...©
05/08/2024

ছাত্রদের দমিয়ে রাখা যদি এতই সহজ হতো তাহলে আজ রাষ্ট্রভাষাটা উর্দুই থাকতো...©

🌟 Meet Tawhid Ekon – a Dreamer, Learner, and Go-getter! 🌟-  www.tawhidekon.me
10/07/2024

🌟 Meet Tawhid Ekon
– a Dreamer, Learner, and Go-getter! 🌟
- www.tawhidekon.me

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Tawhid Ekon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tawhid Ekon:

Share