24/07/2025
বর্তমান বিশ্ব প্রযুক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। ডিজিটাল যুগের এই প্রতিযোগিতামূলক পরিবেশে তথ্যপ্রযুক্তি দক্ষতা ছাড়া এগিয়ে যাওয়া কঠিন। তবে, সাতকানিয়ার মতো প্রত্যন্ত গ্রামীণ এলাকায় প্রযুক্তিগত শিক্ষা গ্রহণের জন্য কার্যকর প্রতিষ্ঠান ছিল না। এই সমস্যার সমাধান করতেই দুই স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা, রকি দাশ ও তাওহিদ ইকন প্রতিষ্ঠা করলেন জেনজি একাডেমি সাতকানিয়া। তাদের লক্ষ্য একটাই—সাতকানিয়ার তরুণদের প্রযুক্তিগত দক্ষ করে গড়ে তোলা, যাতে তারা চাকরি বা ফ্রিল্যান্সিং করে স্বাবলম্বী হতে পারে। সম্প্রতি এই প্রতিষ্ঠান উদ্ভাবনী প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে উল্লেখযোগ্য সফলতার জন্য স্বীকৃতি লাভ করেছে।
জেনজি একাডেমি সাতকানিয়া-এর জন্মকাহিনি:
যখন চারপাশের তরুণরা সাধারণ শিক্ষার ওপর নির্ভরশীল তখন রকি দাশ ও তাওহীদ ইকন বুঝতে পারেন যে, চাকরি পাওয়ার জন্য শুধু সার্টিফিকেট যথেষ্ট নয়, প্রয়োজন বাস্তব দক্ষতা। তারা দেখতে পান যে, শহরের শিক্ষার্থীরা সহজেই প্রযুক্তিগত কোর্স করতে পারে, কিন্তু সাতকানিয়ার শিক্ষার্থীদের জন্য তেমন কোনো সুযোগ ছিল না। তাই তারা সিদ্ধান্ত নেন নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সাতকানিয়াতেই একটি দক্ষতাভিত্তিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে তুলবেন। তারা এই বিষয়ে সাতকানিয়া উপজেলা আইসিটি অফিসার জনাব আনোয়ার হোসাইনের সঙ্গে আলোচনা করেন। যদিও একাডেমি শুরু করার পথে অনেক চ্যালেঞ্জ ছিল, কিন্তু তিনি সবসময় পাশে ছিলেন।
জনাব আনোয়ার হোসাইন বলেন, "সাতকানিয়ার জন্য এটি একটি যুগান্তকারী উদ্যোগ, যা এখানকার তরুণদের আইটি দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তার দিকনির্দেশনায় একাডেমিটি আজ একটি সফল উদ্যোগে পরিণত হয়েছে।
জেন জি একাডেমির স্বপ্নবাজ তরুণ রকি দাশ, যিনি সাতকানিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব ল এবং সিআইইউ থেকে মাস্টার্স অব ল সম্পন্ন করেছেন। তার একটি ডোমেইন হোস্টিং কোম্পানিও রয়েছে, নাম এনকোড হোস্ট। এই প্রতিষ্ঠানের আর এক স্বপ্নবাজ তরুণ তাওহিদ ইকন বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতক করছেন। একইসাথে এসোসিয়েট ডিগ্রি নিচ্ছেন কম্পিউটার সাইন্সে, ইউপিপল (University of the People) থেকে। তাওহিদ শিক্ষার পাশাপাশি একজন তরুণ উদ্যোক্তা হিসেবে কাজ করছেন।
তাঁদের জেনজি একাডেমি সাতকানিয়া-এ যেসব কোর্সগুলো শেখানো হয় তা হলো:
-বেসিক কম্পিউটার ট্রেনিং – প্রযুক্তির জগতে নতুনদের জন্য।
-মাইক্রোসফট অফিস – অফিস ও প্রফেশনাল কাজে দক্ষ হওয়ার জন্য অপরিহার্য।
-ডিজিটাল মার্কেটিং – যারা অনলাইনে ক্যারিয়ার গড়তে চান তাদের জন্য।
-ওয়েব ডিজাইন – ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট শেখার সুযোগ।
-গ্রাফিক্স ডিজাইন – প্রফেশনাল ডিজাইনিং ও ব্র্যান্ডিং শেখার কোর্স।
এছাড়াও, এখানে শুধু থিওরি পড়ানো হয় না, বরং শিক্ষার্থীদের হাতে-কলমে শেখানোর জন্য লাইভ প্রজেক্ট ও প্র্যাকটিক্যাল ক্লাস এর ব্যবস্থা রয়েছে।
বিস্তারিত জানতে কল করুন: ০১৮৮৬-৮৫৮৫৮৮
অফিস ঠিকানা: মকবুল সিরাজী শপিং কমপ্লেক্স (২য় তলা), সিটি ব্যাংকের পাশে, সাতকানিয়া পৌরসভা, চট্টগ্রাম।