27/05/2025
প্রাণ জুড়ানো আমের জুস রেসিপি 😍
আমের জুসের এই সহজ রেসিপি শিখে রাখুন। যেমন দেখতে লোভনীয়, খেতে দারুণ, পুষ্টিগুণ ও বেশি
উপাদানগুলি
২টা পাকা আম
1/2 কাপ তরল দুধ
৩ টেবিল চামচ চিনি
১/৪ চা চামচ লবণ
পরিমান মত পানি
** প্রথমে আমগুলোকে ছিলে ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে। তারপর একটা ব্লেন্ডারে আমের টুকরো দুধ চিনি লবণ এবং পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে।
**ব্লেন্ড করা হয়ে গেলে গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার আমের জুস। জুসটা আপনাদের পছন্দমত পাতলা অথবা ঘন করে নিতে পারেন।
ব্যস তৈরি হয়ে গেল পাকা আমের জুস 😋