
01/09/2024
সবাইকে আন্তর্জাতিক চিঠি দিবসের শুভেচ্ছা!
চিঠি সাহিত্যের একটা অংশ। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘ছিন্নপত্রে’ চিঠির কথা উল্লেখ করতে গিয়ে বলেছেন, ‘পৃথিবীতে অনেক মহামূল্য উপহার আছে, তার মধ্যে সামান্য চিঠিখানি কম জিনিস নয়।একমাত্র চিঠিই পারে মানুষে মানুষে মেলবন্ধন তৈরি করতে॥স্কুল লাইফে যখন বন্ধুদের সাথে ঝ*গ*ড়া হতো তখন চিঠি লিখে বন্ধুদের বইয়ে ভাঁজে বা ব্যাগের ভিতর ঢুকিয়ে দিতাম ! তারপর ওরাও পাল্টা চিঠি লিখে ঠিক এমন করতো! এইভাবে চিঠি আদান প্রদানের মাধ্যমে আমাদের ভুল বুঝাবুঝির অবসান হতো! এসব এখন অতীত! দিন বদলেছে, প্রযুক্তির প্রসার ঘটেছে!কষ্ট কমেছে! হাতে লিখে এখন কাউকে চিঠি দিতে হয় না!যাক সে কথা!
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মনের যত্ন নিন! মন খারাপ রা পাখির মত ডানা মেলে দূর দিগন্তে হারিয়ে যাক! কোনো একদিন দেখা হলে একসাথে বসে চা খাবো!
চিঠি দিবসের একটাই প্রত্যাশা চিঠি আদান প্রদানের ধারা টা বজায় থাকুক! একে অন্যকে চিঠি দিন! হোক এক লাইন! 🖤