01/10/2025
স্লো ভলিউমে গান শুনছি ইউটিউব থেকে। গানের কথাগুলো সুন্দর, 'বকুলের মালা শুকাবে, রেখে দেবো তার সুরভী...'।
গানের এই কথাগুলো গভীরে কোথাও যেন ছুঁয়ে দিচ্ছে আমাকে।
সব ফুলই তো শুকায় একদিন, কিন্তু তার সুরভী কি সত্যিই রেখে দেওয়া যায়! কী জানি! যায় হয়তো, আমাদের কিছু সম্পর্কেরই মতো। যে সম্পর্ক একদিন ছিলো, আজ নেই, কিন্তু সেই সম্পর্কের সমস্ত 'সুরভী' কী গভীর যত্নে ও ভালোবাসায় তবু রেখে দিই আমরা। রাখি তো!