Azizul Hakim

Azizul Hakim They connect with audiences, sparking conversations and fostering loyal online tribes.

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার এই মৃ'ত্যু  আমরা মনে রাখবো। কা'পু'রুষের এই পৃথিবীতে আপনার এই মহান মৃ'ত্যু ...
20/05/2024

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আপনার এই মৃ'ত্যু আমরা মনে রাখবো। কা'পু'রুষের এই পৃথিবীতে আপনার এই মহান মৃ'ত্যু অমর হয়ে থাকবে।

এই নির্মম সময়ের ইতিহাস পৃথিবীতে একদিন লেখা হবে।

সেই ইতিহাসের নায়কের পাতায় আপনার নামটা থাকবে। আমরা সাক্ষ্য দিচ্ছি, যখন মুসলিম বিশ্বের বেশিরভাগ নেতা কা'পু'রুষের মতো হাতে চুরি দিয়ে বসেছিলো, সেই সময়, আপনি ল'ড়া'ই করে বীরের মৃ'ত্যু বরণ করে নিয়েছিলেন!!

এই মৃ'ত্যুর জন্য কষ্ট আছে, আফসোস আছে, বাট অভিযোগ করি কী করে?

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (ইয়াক-১৩০) বি'''ধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ ...
10/05/2024

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (ইয়াক-১৩০) বি'''ধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ মে) সকালে সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল এলাকায় এ দু'র্ঘ'টনা ঘ'টে।
এতে প্রান হারান একজন কৃতি পাইলট স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ। মানিকগঞ্জ জেলার সন্তান জাওয়াদ ২০০৭ সালে এসএসসি ও ২০০৯ সালে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে উত্তীর্ণ হন । ২০১০ সালে বাংলাদেশ এয়ারফোর্স একাডেমিতে যোগদান করেন। ২০১১ সালের ডিসেম্বরে পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন।

অসীম জাওয়াদ নিজের ট্রেনিং জীবনে সকল বিষয়ের শ্রেষ্ঠত্বের জন্য পেয়েছেন গৌরবমণ্ডিত ‘সোর্ড অফ অনার’। সাভার ক্যান্টনমেন্ট কলেজ থেকে এখন পর্যন্ত তিনিই একমাত্র ‘সোর্ড অফ অনার’ বিজয়ী। ফ্লাইং ইনস্ট্রাক্টরস কোর্সে শ্রেষ্ঠত্বের জন্য পেয়েছেন ‘মফিজ ট্রফি’। এছাড়া তার দায়িত্বশীলতা ও কর্মক্ষেত্রে দক্ষতার জন্য প্রশংসা পেয়েছেন চিফ অফ এয়ার স্টাফ থেকে।

তিনি PT-6 , L-39ZA , F-7MB, F-BG1 বিমান চালিয়েছেন। তিনি ছিলেন F-7MG1 এর অপারেশনাল পাইলট ও এলিমেন্ট লিডার। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘের মিশনে তিনি নিয়োজিত ছিলেন। বিভিন্ন কোর্সের তাগিদে ভ্রমণ করেছেন চীন, ভারত, তুরস্ক ও পাকিস্তানে। মৃত্যুর আগ পর্যন্ত নিয়োজিত ছিলেন ফ্লাইং ইনস্ট্রাক্টর’স স্কুল অফ বিএএফ-এ স্টাফ ইনস্ট্রাক্টর হিসেবে।

শহীদ অসীম জাওয়াদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ সুবাহানাহু তায়ালা তাকে সম্মানিত করুন। তার শোক সন্তপ্ত পরিবারকে ধৈর্য্য ধরার তৌফিক দিন।

🕋🕋 আলহামদুলিল্লাহ।হজ্জের নিয়ম খুবই সুন্দর করে সাজানো হলো।শেয়ার করে ছড়িয়ে দিন যারা হজ্জে আসবেন তাদের কাজে লাগবে।আপনার শেয়...
07/05/2024

🕋🕋 আলহামদুলিল্লাহ।
হজ্জের নিয়ম খুবই সুন্দর করে সাজানো হলো।
শেয়ার করে ছড়িয়ে দিন যারা হজ্জে আসবেন তাদের কাজে লাগবে।
আপনার শেয়ার এর মাধ্যমে কেহ যদি ছহী তরিকায় হজ্জ করতে পারেন তবে নিশ্চয়ই আপনিও সওয়াব পাবেন (ইনশাআল্লাহ)

🔰•• ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কী?🧑‍💻_ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হচ্ছে একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে  বায়ার বা ক্লায়েন...
07/05/2024

🔰•• ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস কী?
🧑‍💻_ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস হচ্ছে একটি অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে বায়ার বা ক্লায়েন্ট কাজ করিয়ে নেয় এবং ফ্রিল্যান্সররা কাজ সম্পূর্ণ করে দিয়ে টাকা উপার্জন করে থাকেন। 💸

🎯_ইন্টারন্যাশনাল ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস-

১.Upwork
২.Fiverr
৩.Freelancer
৪.People Per Hour
৫.99 designs
৬.Guru
৭.Toptal
৮.We Work Remotely
৯.Dribbble
১০.SimplyHired

💹_বাংলাদেশি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস-
১.বিল্যান্সার
২ স্বাধীন কাজ


ফ্রিল্যান্সিং এ কেন আসবেন ?ফ্রিল্যান্সিংযে কেন আসবেন এটা এক এক জন এর কাছে এক এক মন্তব্য হতে পারেl ফ্রিল্যান্সিং একটি মুক...
01/05/2024

ফ্রিল্যান্সিং এ কেন আসবেন ?
ফ্রিল্যান্সিংযে কেন আসবেন এটা এক এক জন এর কাছে এক এক মন্তব্য হতে পারেl ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা। এখন অনেকেই এই পেশায় আসতে আগ্রহী হচ্ছেন, নয়টা-পাঁচটা চাকরী এর পাশাপাশি আবার অনেকে শুধুমাত্র ফ্রিল্যান্সিং টাকেই ফুলটাইম কাজের ক্ষেত্র তৈরি করছেন। আর যারা চাকুরীতে আগ্রহী নন, তাদের জন্য ফ্রিল্যান্সিং সব চেয়ে আকর্ষনীয়।
ফ্রিল্যান্সিং এ উপার্জন:
ফ্রিল্যান্সিং মুক্ত পেশা হওয়ায় প্রত্যেকয়ে তার নিজের মত করে/ প্রয়োজন অনুসারে সময় ইনভেস্ট করে চকুরী থেকে চার পাঁচ গুন বা তারও বেশি আয় করছেন। ফ্রিল্যান্সিং এ ওয়েব ডেভেলপার, এস ই ও প্রফেশনাল, প্রফেশনাল সি এম এস স্পেসালিস্টরা কাজ এর যোগ্যতায় অনেকেই রয়েছেন যারা প্রতি মাসে আয় করছেন ৩ থেকে ৫ লক্ষ টাকা। ফ্রিল্যান্সিং পেশা আকর্ষনীয়, কারণ একজন ফ্রিল্যান্সার তার নিজের মত সময় ও স্থান পছন্দ করতে পারছেন। অথচ ফুলটাইম চাকুরীতে একজন বেক্তি এই সুযোগ গুলো পাচ্ছে না।
সভাবতই ফ্রিল্যান্সিং এ যেসব সুবিধার কারণে আগ্রহী হয়ে থাকেন সবাই
১ . নিজের ইচ্ছে মত কাজ এর সময় নির্ধারণ।
২ . নিজেই নিজের বস হওয়ার সুযোগ।
৩ . কাজ করার বেপার এ রয়েছে স্বাধীনতা।
৪ . কাজ এর দক্ষতা।
৫ . কাজ কার সাথে করবেন এটি একান্তই নিজের ব্যক্তিগত।
৬ . কাজ এর পরিধির উপর নির্ভর করে বাজেট নির্ধারণ করার সুযোগ।
আর কাজের সুবাদে মানুষের সাথে আপনার কমিউনিটি তৈরি হবে। অফিসের একই কাজ আপনাকে প্রতিদিন করতে হচ্ছেন না, প্রতিনীয়ত নতুন নতুন কাজের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। নিশ্চিত তাই এটি আপনার দক্ষতা বাড়াবে।

ফ্রিল্যান্সিংয়ে সবার জন্য শুভকামনা।




#ক্যারিয়ার_গড়ুন

পড়ালেখা করার পাশাপাশি স্কিল বাড়ান।মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট শিখুন। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজ...
30/04/2024

পড়ালেখা করার পাশাপাশি স্কিল বাড়ান।

মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট শিখুন। গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং যা ভালো লাগে শিখুন। বর্তমান ইন্টারনেটের দুনিয়ায় এগুলা শিখা ব্যাপার না! দরকার আপনার চেষ্টা আর ইচ্ছা!

প্রতিদিন কমপক্ষে ১ ঘণ্টা রাখুন স্কিল বাড়ানোর জন্য! সময় গেলে ভাগ্যকে দোষ দিয়ে লাভ নেই!
না হলে, দুই বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই এই রকম পোস্টের সংখ্যা বাড়বে 🙂

তথ্য-প্রযুক্তিতে দক্ষ হলে দেশ ও বিদেশ সব জায়গায় কিছু করে খেতে পারবেন। বেকার থাকতে হবে না 🙂

জীবন আপনার, সিদ্ধান্তও আপনার 🙂





Address

Raozan
Chittagong

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801629407983

Website

Alerts

Be the first to know and let us send you an email when Azizul Hakim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Azizul Hakim:

Share