01/05/2024
ফ্রিল্যান্সিং এ কেন আসবেন ?
ফ্রিল্যান্সিংযে কেন আসবেন এটা এক এক জন এর কাছে এক এক মন্তব্য হতে পারেl ফ্রিল্যান্সিং একটি মুক্ত পেশা। এখন অনেকেই এই পেশায় আসতে আগ্রহী হচ্ছেন, নয়টা-পাঁচটা চাকরী এর পাশাপাশি আবার অনেকে শুধুমাত্র ফ্রিল্যান্সিং টাকেই ফুলটাইম কাজের ক্ষেত্র তৈরি করছেন। আর যারা চাকুরীতে আগ্রহী নন, তাদের জন্য ফ্রিল্যান্সিং সব চেয়ে আকর্ষনীয়।
ফ্রিল্যান্সিং এ উপার্জন:
ফ্রিল্যান্সিং মুক্ত পেশা হওয়ায় প্রত্যেকয়ে তার নিজের মত করে/ প্রয়োজন অনুসারে সময় ইনভেস্ট করে চকুরী থেকে চার পাঁচ গুন বা তারও বেশি আয় করছেন। ফ্রিল্যান্সিং এ ওয়েব ডেভেলপার, এস ই ও প্রফেশনাল, প্রফেশনাল সি এম এস স্পেসালিস্টরা কাজ এর যোগ্যতায় অনেকেই রয়েছেন যারা প্রতি মাসে আয় করছেন ৩ থেকে ৫ লক্ষ টাকা। ফ্রিল্যান্সিং পেশা আকর্ষনীয়, কারণ একজন ফ্রিল্যান্সার তার নিজের মত সময় ও স্থান পছন্দ করতে পারছেন। অথচ ফুলটাইম চাকুরীতে একজন বেক্তি এই সুযোগ গুলো পাচ্ছে না।
সভাবতই ফ্রিল্যান্সিং এ যেসব সুবিধার কারণে আগ্রহী হয়ে থাকেন সবাই
১ . নিজের ইচ্ছে মত কাজ এর সময় নির্ধারণ।
২ . নিজেই নিজের বস হওয়ার সুযোগ।
৩ . কাজ করার বেপার এ রয়েছে স্বাধীনতা।
৪ . কাজ এর দক্ষতা।
৫ . কাজ কার সাথে করবেন এটি একান্তই নিজের ব্যক্তিগত।
৬ . কাজ এর পরিধির উপর নির্ভর করে বাজেট নির্ধারণ করার সুযোগ।
আর কাজের সুবাদে মানুষের সাথে আপনার কমিউনিটি তৈরি হবে। অফিসের একই কাজ আপনাকে প্রতিদিন করতে হচ্ছেন না, প্রতিনীয়ত নতুন নতুন কাজের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন। নিশ্চিত তাই এটি আপনার দক্ষতা বাড়াবে।
ফ্রিল্যান্সিংয়ে সবার জন্য শুভকামনা।
#ক্যারিয়ার_গড়ুন