নিউজ সবসময়

নিউজ সবসময় যে কোন খবর আপডেট পেতে ফলো করে নিউজ সবসময় এর পাশে থাকুন।

দুই লাইনের মধ্যে কোন লাইনে দাড়াতে না পারা আমি
26/10/2024

দুই লাইনের মধ্যে কোন লাইনে দাড়াতে না পারা আমি

তো হয়ে যাক😄😄
20/10/2024

তো হয়ে যাক😄😄

25/09/2024

এরা কারা?এরা এসব কি বলে

পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হল “গাজওয়ায়ে হিন্দ” তথা হিন্দুস্থান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাহদের যুদ্ধ। এ...
25/09/2024

পৃথিবীতে সবচেয়ে বড় যে ধর্মযুদ্ধ হবে সেটাই হল “গাজওয়ায়ে হিন্দ” তথা হিন্দুস্থান ভারতের বিরুদ্ধে মুসলমান উম্মাহদের যুদ্ধ। এই সম্মানিত যুদ্ধে নিশ্চিত মুসলমান উম্মাহরা বিজয় লাভ করবেন। সুবহানআল্লাহ.!

কিন্তু এই সম্মানিত যুদ্ধে এক তৃতীয়াংশ মুসলমান শাহাদাত বরন করবেন এবং শেষাংশ যুদ্ধ শেষ করে বিজয় লাভ করবেন। সুবহানাল্লআহ.!

যারা এই সম্মানিত যুদ্ধে শাহাদাত বরন করবেন উনারা নিশ্চিত জান্নাতবাসী হবেন। সুবহানআল্লাহ.! এবং যেসব মুসলমানগন এই সম্মানিত যুদ্ধে বিজয়ী হয়ে গাজী হয়ে ফিরবেন উনারা ঈমান নিয়ে মৃত্যুবরন করে জান্নাতবাসী হবেন। সুবহানআল্লাহ.!

আবার এই সম্মানিত যুদ্ধ থেকে যেসব নামধারী মুসলমানরা পালিয়ে যাবে তারা বেইমান হয়ে মৃত্যুবরন করবে। নাউজুবিল্লাহ!

পবিত্র হাদিস শরীফে গাজওয়াতুল হিন্দ সম্পর্কে বলা হয়েছে, এটা হবে কাফির মুশরিকদের সাথে মুসলমানদের পৃথিবীর ভিতর বৃহত্তম জি”হ|দ/যুদ্ধ। এই যুদ্ধে হিন্দুস্তানের মোট মুসলিমদের এক তৃতীয়াংশই শহীদ হবে, আরেক অংশ পালিয়ে যাবে আর শেষ অংশ জি”হ|দ চালিয়ে যাবে।

মুসলমানদের নিশ্চিত জয় হবে কিন্তু এটা এতোটাই ভয়াবহ যে হয়তো অল্প কিছু সংখ্যক মুসলিমই বেঁচে থাকবেন বিজয়ের খোশ আমদেদ করার জন্য।

অন্য বর্ণনায় আছে, গাজওয়াতুল হিন্দ হিন্দুস্তানের (চুড়ান্ত) যুদ্ধ। রাসুল (ﷺ) একদিন পুর্ব দিকে তাকিয়ে বড় বড় নিশ্বাস নিচ্ছিলেন, এমন সময় এক সাহাবি রাসুল (ﷺ) কে জিজ্ঞেস করলেন, “ইয়া রাসুলুল্লাহ (ﷺ) আপনি এমন করছেন কেন!”

রাসুল (ﷺ) বললেন, “আমি পুর্ব দিকে বিজয়ের গন্ধ পাচ্ছি।” সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু তাআ’লা আনহুম উনারা জিজ্ঞেস করলেন ইয়া রাসুলুল্লাহ(ﷺ) আপনি কিসের বিজয়ের গন্ধ পাচ্ছেন? রাসুল (ﷺ) বললেন, পুর্ব দিকে মুসলিম ও মুশরিকদের (যারা মুর্তিপুজা করেন) সাথে যুদ্ধ শুরু হবে। যুদ্ধটা হবে অসম। মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবিহিনী থাকবে সংখ্যায় অধিক।

ঐ যুদ্ধে মুসলিমরা এত বেশি মারা যাবে যে রক্তে মুসলিমদের পায়ের টাকুনি পর্যন্ত ডুবে যাবে। ঐ যুদ্ধে মুসলিমরা তিন ভাগে বিভক্ত থাকবে; এক ভাগ বিশাল মুশরিক বাহিনি দেখে ভয়ে পালিয়ে যাবে, তারাই হলো জাহান্নামী! আর এক ভাগ সবাই যুদ্ধে শহীদ হবেন। শেষ ভাগ আল্লাহর ওপর ভরসা করে যুদ্ধ চালিয়ে যাবে এবং শেষ পর্যন্ত জয় লাভ করবেন।

রসুলুল্লাহ (ﷺ) বলেন, এই যুদ্ধ বদর যুদ্ধের সমতুল্য!(সুবহানাল্লাহ)।

তিনি আরো বলেছেন, ঐ সময় মুসলিমরা যে যেখান

আসলেই🇧🇩🇧🇩
25/09/2024

আসলেই🇧🇩🇧🇩

25/09/2024

আমাদের সরকার এখন নিরবতা পালন করছেন কেন, দেশের আইন শৃংকলা মুজবুত করুন

সাবধান :অপপ্রচারে অশান্ত করছে একটি চক্র আমাদের পার্বত্য চট্টগ্রামকে:উপরের চিত্রটি (বাম পাশেরটি) ফেসবুকে পোষ্ট করা হয়। যে...
22/09/2024

সাবধান :

অপপ্রচারে অশান্ত করছে একটি চক্র আমাদের পার্বত্য চট্টগ্রামকে:

উপরের চিত্রটি (বাম পাশেরটি) ফেসবুকে পোষ্ট করা হয়। যে কেউ এই চিত্রটি দেখলেই রাগান্বিত হবেন। আর বর্তমান পরিস্থিতিতে পার্বত্যবাসীদের উস্কে দেয়ার জন্য এরচেয়ে ভালো ছবি আর কি হতে পারে। এ চিত্র যেন গরম তাওয়ায় ঘি ঢেলে দেওয়া।

এবার একই ছবির ডানের অংশটি দেখুন। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে বাচ্চাটি নিজের বাম হাতটি একটি গামবুটে ভেতর হাত দিয়ে নিজের মুখের উপর দিয়েছে। সেনাবাহিনী যে বুট ব্যাবহার করে এটা তা না।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে নিয়োজিত। সেনাবাহিনীর একজন প্রাক্তন সদস্য হিসাবে দায়িত্ব নিয়ে বলতে পারি সেনাবাহিনী ওখানে মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকাণ্ড করে না। দুর্বৃত্ত নিয়ন্ত্রণে কঠোরতা পালন করতে হয় তাদের জনগণের নিরাপত্তার কারণে।

বাংলাদেশী জনগনের কাছে আহ্বান:

আপনারা সোশ্যাল মিডিয়ায় এসব দেখে বিভ্রান্ত হবার পূর্বে নিজ বিবেক ও আপনাদের জাতীয় প্রতিষ্ঠানের প্রতি বিশ্বাসের ভিত্তিটা মজবুত করবেন।

বিভ্রান্ত হবেন না দয়াকরে।

পার্বত্য চট্টগ্রাম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, হচ্ছে এবং হবে। আপনাদের এই অঞ্চলকে রক্ষা করতে গিয়ে বহু সেনা জীবন দিয়েছে।

তাদের আত্মাহুতি আজো এই অঞ্চলকে আপনাদের মানচিত্র হতে বিচ্ছিন্ন হতে দেয় নি।

পাহাড়ে শান্তি বজায় রাখা তাই আপনার আমার সকলের দায়িত্ব।

দেশের গোয়েন্দা সংস্থাসমূহকে বিগত রাজনৈতিক সরকার এসব মোকাবেলায় ন্যাস্ত না রেখে গুম-খুম ও বিরোধী মনোভাবাপন্ন ব্যক্তিদের পেছনে লাগিয়ে রাখায় গোয়েন্দা সংস্থাগুলো তাদের কোর কাজগুলো করতে পারেনি। সময় এসেছে গোয়েন্দা সংস্থাগুলোকে জাতীয় নিরাপত্তা হুমকি মোকাবেলায় তাদের ভূমিকা পালনে নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে দেয়ার।

আসুন আমরা সবাই মিলে অশান্ত পাহাড় শান্ত করি জাতীয় ঐক্যের দ্বারা। আমি নিশ্চিত একটি সফল বিপ্লবের পর এটা কোন ব্যাপারই না। তবে, দয়াকরে এটাকে হাল্কাভাবে নেবেন নাৃ

বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি একেবারে।এটাই শেষ যাত্রা আর কখনোই হয়তো আসা হবে না। ২০ বছর বয়সে নিজের পরিবারের জন্য এবং নিজের ...
22/09/2024

বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি একেবারে।
এটাই শেষ যাত্রা আর কখনোই হয়তো আসা হবে না। ২০ বছর বয়সে নিজের পরিবারের জন্য এবং নিজের ভবিষ্যৎ সুন্দর করার জন্য জার্মানিতে পারি জমিয়ে ছিলাম। ১৫ বছর আগে। ঢাকায় দুটি ফ্ল্যাট কিনেছিলাম আমার নিজের টাকায়। একটা আমার মায়ের নামে আরেকটা আমার স্ত্রীর নামে। আমার মা আবার ফ্ল্যাট আমার ছোট ভাইয়ের নামে লিখে দিয়েছে। দেশে আসার পর আমার ছোট ভাইয়ের ফ্ল্যাটে আমার জায়গা নেই তাকে আমার টাকা দিয়ে পড়াশোনা করিয়েছি সে এখন ভালো জব করছে। আর আমার স্ত্রী আমার কেনা টাকা দিয়ে ফ্ল্যাটে আমাকে ঢুকতে দেয়নি আমাকে নিষিদ্ধ করেছে। সে আমাকে তালাক দিয়েছে বিনা কারণে।

ঠিক বিনা কারণে বলা যাবেনা সে অন্য আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়েছে। বাংলাদেশের ২০ দিনের মতো হোটেলে ছিলাম।আর আপন মানুষের প্রতারণা গুলো মুখ বুজে সহ্য করলাম। টাকার কাছে সবকিছু অসহায়। নিজের রক্তের বেইমানি তারপর আপন স্ত্রী বেইমানি সবকিছু আমাকে বিপর্যস্ত করে ফেলেছে। Mentally ভেঙে টুকরো টুকরো করে ফেলেছে।Disruptive behaviour and dissocial disorders...!

যে মানুষগুলোর জন্য জীবনে এতগুলো বছর নষ্ট করলাম বিদেশে থেকে এত কিছু করলাম সেই মানুষগুলো আমাকে টিস্যু পেপারের মত ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছে।।।

এমনটাই হওয়ার ছিল এটাই হয়তো ভাগ্যের লেখা।।।
আমি অনেক কষ্ট পেয়েছি অনেক কিছু শিখেছি-তারমানে এই না আমি শেষ হয়ে গেছি আমি নিঃস্ব হয়ে গিয়েছি।

এরকম ফ্ল্যাট আরো দশটা কেনার ক্ষমতা সৃষ্টি কর্তা আমাকে দিয়েছে কিন্তু কোন লোভ দেয়নি কোন অহংকার দেইনি।

কারো প্রতি কোনো অভিযোগ নেই কোথাও কোন বিচার দিব না বিচার এক জায়গায় দিয়ে রেখেছি তিনি নিশ্চয়ই সবকিছুর ঊর্ধ্বে নিরপেক্ষ বিচারক।।।

-ইনবক্স থেকে জার্মান প্রবাসী এক ভাইয়ের লেখা✍️

26/08/2024

যে সব দাবিগুলো সামনে দেখবো:-

১.পায়খানা কষা হওয়ার দাবী🤣
২.পায়খানা নরম হওয়ার দাবী😜
৩.গ্যাস ছাড়লে বায়ু দুষন কেন হয় তার জন্য দাবী🫣

বন্যার পানিতে ধরা পড়লো ২৩ কেজি ওজনের কাতলা মাছ
23/08/2024

বন্যার পানিতে ধরা পড়লো ২৩ কেজি ওজনের কাতলা মাছ

ভারতে গ্যাস প্রাচার করে আর আমরা গ্যাস পাইনা, ভারতের সাথে এই গ্যাস সংযোগ কি বন্ধ হওয়া উচিত?
19/08/2024

ভারতে গ্যাস প্রাচার করে আর আমরা গ্যাস পাইনা, ভারতের সাথে এই গ্যাস সংযোগ কি বন্ধ হওয়া উচিত?

17/07/2024

ঢাবির কোটা আন্দোলনে পুলিশের কঠোর অবস্থান

13/07/2024

দুটি কুকুরের মাঝে লড়াই বাধিয়েছে একদল বকাটে মুরগ

05/07/2024

ঘোড়া খেয়ে এলাকায় তোলপাড়

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when নিউজ সবসময় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies

  • RBgaming

    RBgaming

    Pahartali. Panjabi Line. Road