The AmiGoes

The AmiGoes We Explore,Eat & make funny Videos, Sharing joys with everyone
(2)

29/08/2025

মশকারি না ভাই পাইলে পাঠায়েন 🙂

সৎ অনুভূতি ✅
28/08/2025

সৎ অনুভূতি ✅

যখন ঝগড়ার মাঝখানে সে  ∫√(tanx) dx এর আন্সার কি হবে জিজ্ঞেস করে :
27/08/2025

যখন ঝগড়ার মাঝখানে সে ∫√(tanx) dx এর আন্সার কি হবে জিজ্ঞেস করে :

স্টোরিতে জিজ্ঞেস করছিলাম, "Any Tea?" 😭😭My টং এর মামা spilled the ultimate tea and burned me...
24/08/2025

স্টোরিতে জিজ্ঞেস করছিলাম, "Any Tea?" 😭😭

My টং এর মামা spilled the ultimate tea and burned me...

কোনো এক শুক্রবার....
23/08/2025

কোনো এক শুক্রবার....

১০ নাম্বার বাসে করে আমি আর সুমন বাসায় ফিরতেছিলাম। বাসের হেল্পার হঠাৎ ডাক দিলো, "টাইগার নামলে আসেন", দেখলাম সুমন দৌড় দিলো...
22/08/2025

১০ নাম্বার বাসে করে আমি আর সুমন বাসায় ফিরতেছিলাম। বাসের হেল্পার হঠাৎ ডাক দিলো, "টাইগার নামলে আসেন", দেখলাম সুমন দৌড় দিলো।

সুমন বাস থেকে নেমে যাওয়ার সময়, হেল্পার আবার চিল্লাইয়া ড্রাইভাররে বললো, "ওস্তাদ টাইগার নামবে, ব্রেক!"

সুমন কি তাহলে বাঘ 😐

~ টাইগার সুমন

ফিরে দেখা ২০২৪ এর বন্যা...লক্ষ্মীপুরের এই অঞ্চলটা নাকি সারাবছর এভাবেই জলাবদ্ধতার মধ্যে কাটায় পুরো এলাকা, গতবছর ফেনী - নো...
19/08/2025

ফিরে দেখা ২০২৪ এর বন্যা...

লক্ষ্মীপুরের এই অঞ্চলটা নাকি সারাবছর এভাবেই জলাবদ্ধতার মধ্যে কাটায় পুরো এলাকা, গতবছর ফেনী - নোয়াখালী বন্যার পানি ভাটি দিয়ে এই অঞ্চল হয়েই পানি নিষ্কাশনের ফলে এই অঞ্চলেও ভোগান্তি বেড়েছে। তবে জলাবদ্ধতায় তাদের অভস্ত্যতার কারনে তাদের জন্য বিষয়গুলো স্বাভাবিক ছিলো...

এই এলাকায় ত্রান নিয়ে গিয়ে অনেকটা ফেরত আনতে হয়েছিলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেদিক দিয়ে এই এলাকায় সাহায্য করতে পেরেছি সেটা হলো দীর্ঘদিন জলাবদ্ধতার কারনে বিভিন্ন ত্বকের রোগীর জন্য প্রাথমিক ঔষধ পৌছে দিয়েছিলাম এবং সাথে নারীদের জন্য স্যানিটারি প্যাড নিয়ে যাওয়া ছিলো আরেকটি সার্থকতা। একজন আন্টির মাধ্যমে আমরা পুরো গ্রামে কিশোর ও যুবতীদের এই স্যানিটারি প্যাড পৌছে দেই, তাদের জন্য আমরা এভাবে ভেবেছি সেটা দেখে আন্টিরা অনেক ধন্যবাদ দিয়েছিলেন।

সবকিছু সম্ভব হয়েছিলো আমাদের অধম্য ইচ্ছা এবং আমাদের এই পেইজের মাধ্যমে আপনাদের আর্থিক সাহায্য যা আমাদের দেশের এই গুরুত্বপূর্ণ সমস্যায় আমাদের আরো মনোবল বাড়িয়েছিলো...

ধন্যবাদ আমাদের ভিউয়ারদের, হয়তো আমাদের এই পেইজের এক্টিভিটি কমে গেছে, ভিউয়ারও কমে গেছে। কিন্তু সেই সময়ে অনেক হেল্প পেয়েছি আমরা আপনাদের কাছ থেকে।

ধন্যবাদ বন্ধুরা ❤️

সার্ভিস মলম!
16/08/2025

সার্ভিস মলম!

14/08/2025

স্টেডিয়ামের সামনে চায়ের দোকান বন্ধ থাকলে Raddison Blu তে যাই!

জন্মদিনের শুভেচ্ছা উৎসব ভাইকে!❤️যতদিন আছি একসাথে জীবনে হেসে কাটিয়ে দেবো এই প্রত্যাশা আর দোয়া
13/08/2025

জন্মদিনের শুভেচ্ছা উৎসব ভাইকে!❤️
যতদিন আছি একসাথে জীবনে হেসে কাটিয়ে দেবো এই প্রত্যাশা আর দোয়া

12/08/2025

শুধু রাত হইলে একটু প্রেম করতে ইচ্ছে করে,
বাকি সময় ঠিক থাকি...

কন্টেন্ট ক্রিয়েশন জার্নির আজ প্রায় ২০ মাস হতে চললো, আজকে কিছু অভিজ্ঞতা শেয়ার করবো, যে নতুন যারা কন্টেন্ট বানানোর জন্য অন...
10/08/2025

কন্টেন্ট ক্রিয়েশন জার্নির আজ প্রায় ২০ মাস হতে চললো, আজকে কিছু অভিজ্ঞতা শেয়ার করবো, যে নতুন যারা কন্টেন্ট বানানোর জন্য অনেক প্রত্যাশী তাদের জন্য...

২০২৩ এর শেষের দিকে সুমন আর আমি মিলে ভুজুং ভাজুং ভিডিও বানিয়ে একটা পেইজ খুলবো চিন্তা করি কিন্তু আমাদের মোবাইল ছিলোনা, শুধু বন্ধুদের মধ্যে জাবেদের ভালো মোবাইল ছিলো। তাই জাবেদের মোবাইল দিয়ে ভুজুং ভাজুং ভিডিও গুলো আরো ক্লিয়ার হবে তাই আমরা তিন বন্ধু মিলে শুরু করি The AmiGoes...

খানাপিনার ভুজুং ভাজুং ভিডিও দিয়ে প্রায় ৬-৭ মাস চালিয়ে গেছি কিন্তু খালি পকেট নিয়ে ফুড রিলেটেড ভিডিও করা যায়না। বিশেষ করে আপনি যদি চট্টগ্রাম এর হোন ১০০ হাত দূরে থাকবেন, এবং প্রপার জ্ঞ্যান আর সিস্টেম না থাকলে এই ক্যাটাগরিতে না ঢুকাই ভালো...

যাই হোক এরপর আমরা আমাদের নিশ চ্যাঞ্জ করে ফানি ও বন্ধুভিত্তিক ভিডিও বানানো শুরু করি। কিন্তু এতো বড় জার্নিতে আমরা এই কন্টেন্ট বানানোটা টাকা কেন্দ্রিক করিনাই, টাকা কামানোটা মূল উদ্দেশ্য এভাবে ভেবে কখনো ভিডিও তৈরী করিনাই...

সমস্যা হয়ে গেছে এই বস্তাপচা ক্রিয়েটর যাদের কোনোমতে ভিডিও আপলোড দিয়ে টাকা কামানোর ধান্দায় থাকে, তাদের এইসব গার্বেজ ভিডিওর কারনেই মেটা এখন শক্ত রুল করেছে এবং ইনকামও একদম তলানিতে ঠেকেছে, এজন্য দেখবেন ফেসবুকে আস্তে আস্তে বাইক্যা ক্রিয়েটর কমছে, যারা অনেক আগে থেকে করছে তাদের ভিডিও স্ট্যান্ডার্ড আরো বাড়াচ্ছে।

ফেসবুকটা যে একটা মিডিয়াম সেটা আমরা ভুলে গেছি, সেই মিডিয়াম দিয়ে টাকা আসবেনা কিন্তু পরিচিতি বাড়বে। তাই নতুন যারা ভাবেন ভিডিও বানালেই টাকা পরিস্থিতি বুঝে লেখাপড়া বাদ দিয়ে শুধু টাকা কামানোর ধান্দায় এই চাকচিক্য দেখে আসিয়েন না...

ধরা খাইলে, এমন ডিপ্রেশনে যাবেন আর ফিরে আসা সম্ভব হবেনা...

Address

Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when The AmiGoes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The AmiGoes:

Share