26/12/2023
হরে কৃষ্ণ
সকল ভক্ত প্রবর এবং মহান বৈষ্ণববৃন্দের রাতুল চরণে আমার সশ্রদ্ধ দন্ডবত শতকোটি প্রণাম।🙏🏻🙏🏻♥️♥️
আমার বিনীত অনুরোধ, আপনারা গোবিন্দের ভজনা করুন। যেখানে মাতা পার্বতী, দেবাদিদেব মহাদেব তাঁর পরিবার নিয়ে হরিভজন করেন। আপনার সন্তানকে গীতা শিক্ষা দিন, নিজেও পাঠ করুন। পাঠে অক্ষম হলে শুদ্ধ ভক্তের নিকট থেকে শ্রবণ করুন।
তবে অপব্যাখাকারী দার্শনিক কর্তৃক সম্পাদিত ভগবদ্গীতা পাঠে কিছুই বোধগম্য হবে না।
ইসকন প্রতিষ্ঠাতা আচার্য প্রভুপাদ কৃষ্ণের একজন মহান ভক্ত। তাঁর অনূদিত গীতা ভাষ্য অত্যন্ত সহজ ও প্রাঞ্জল ভাষায় ব্যাখ্যা করা হয়েছে। ওটা একবার পড়ে দেখুন। যে কেউ এটি পাঠ করে লাভবান হবে। এটি কলিযুগের মুক্তির দিশারী।
"গীতা নাম" যিনি দিয়েছেন, যিনি মহাভারতের ভীষ্মপর্ব থেকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র বাণী নিয়ে মহান গ্রন্থ গীতা সৃষ্টি করেছেন। তিনি ছিলেন মহান আচার্য, যাকে শিবের অবতার বলা হয়, আদি শংকর আচার্য। এই মহান বৈষ্ণবকে দন্ডবত প্রণাম জানাই।🙏🏻🙏🏻
তিনি নিরাকার ব্রহ্মের উপাসক হলেও তিনি আক্ষেপ করে তাঁর মোহমুদ্গর গ্রন্থের শ্লোকে গোবিন্দের উপাসনা করার জন্য আকুল আহ্বান জানিয়েছেন
" ভজ গোবিন্দং,ভজ গোবিন্দং,গোবিন্দং ভজ মূঢ়মতে।
সম্প্রাপ্তে সন্নিহিতে কালে নহি নহি রক্ষতি ডুকৃংকরণে"
অর্থাৎ ভজ গোবিন্দ,ভজ গোবিন্দ,গোবিন্দং ভজ মূঢ়মতে। কাল ঘনালে অংবং করে কেউ রেহাই পাবে না।।
তাই গীতা পাঠ করুন। ভাগবত থাকলে আরও ভালো।সেটিও পাঠ করুন। কলিযুগের মহামন্ত্র হরিনাম জপ করুন আপনি নিরামিষাশী বা আমিষাশী হোন।
তাই বিনীত অনুরোধ, রাধা-শ্যামসুন্দরের আরাধনা করুন যেমনটা মাতা দুর্গা ও শিব করেন।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।।
বহুনাং জন্মনাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে।
বাসুদেব সর্বংইতি স মহাত্মা সুদুর্লভঃ।
হরিবোল 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️