03/06/2024
ভাই যতোই হোক রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিনই ঠিক....
পশ্চিমা বিশ্ব বিশেষ করে যুক্তরাষ্ট্র এর মতো দেশ নিজের
স্বার্থ ছাড়া কিছুই করে না।যতোই যুদ্ধ লাগবে ততো তার অস্ত্র
বিক্রি হবে।
একটা মাত্র দেশ ইরানের সাবেক প্রধানমন্ত্রী রাইসি প্রকাশ্যে
ফিলিস্তিনকে সাপোর্ট করতো।সে যতোদিন বেচে ছিল ততো
দিন রাফার বুমা হামলার মতো ঘটনা ঘটানোর মতো সাহস
ইসরাইল পায়নি।
এর দায়বার শুধু মাত্র ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের উপর দিলে হবে
না,এর সব চেয়ে বড় দায়বার আমাদের মুসলিম প্রধান দেশ গুলোর।
ইরানের মতো মুসলিম প্রধান দেশ গুলোর শাসনকর্তারা এর শক্ত প্রতিবাদ গড়ে তোললে ইসরায়েল রাফা হামলার মতো ঘটনা ঘটানোর সাহস পেতো
না এবং এতো শিশু ও এতো নারী শহিদ হতো না।
যারা অমুসলিমরা আমার এখানে আছেন তারা ভাবছেন এটা গাজায়
মুসলমানদের উপর হচ্ছে তাতে আপনার কিছু যায় আসে না,তাহলে ভাই
শুনে অস্ত্র এমন একটা জিনিস যেটা যেমন মুসলমানদের মারতে পারে,
তেমনি অমুসলিমদেরও মারতে পারে।আর এই অস্ত্র বিক্রি করতে এক সময়
যুক্তরাষ্ট্র অমুসলিম দেশ গুলোর মধ্যে যুদ্ধ বাধিয়ে দিবে।তখন কি করবেন?
তখন অনেক দেশ তাকিয়ে তাকিয়ে দেখবে,আর তারা বলবে গাজা বাসীর মতো
অপরাধ সব আপনাদের!তখন কি করবেন?....মনে রাখবেন এক সময়
জাপানেও পারমাণবিক বোমা হামলা হয়েছিল তারা ঘুরে দাঁড়িয়েছে।
এক সময় আফগানিস্তানে তালেবানদের উপর অনেক হামলা হয়েছে,আলহামদুলিল্লাহ আজ তারা ঘুরে দাঁড়িয়েছে।
আজ মুসলমানদের উপর এতো জুলুম-অত্যাচার হচ্ছে,এক সময় তারাও
ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। যুক্তরাষ্ট্র এক সময় অমুসলিম দেশের মধ্যেও
যুদ্ধ বাধাবে আশা করি আপনারা তার প্রতিবাদ করতে পারবেন,তখন
হয়তো বিবেক নাড়া দিবে যা এখন হচ্ছে না।
Sorry For Late Upload....😓
Stop Genocide of Palestinians,
Stop War,
Shame on Muslim Countries,
Shame on Arab Rulers,
Shame on Us,
Shame on Israel,
And We Support Palestine from Bangladesh 🇧🇩