Panna's Gallery

Panna's Gallery Welcome to Panna's Gallery. Your trustworthy Platform.

27/05/2025

Good Night Everyone 💃💖🌹❤️

"ইচ্ছেমাফিক নাপা খাওয়ার কুফল" পোস্টটি দেখে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হল বলেই শেয়ার করলাম।আমাদের মাঝে যারা ব্যথা বা হালকা...
05/02/2025

"ইচ্ছেমাফিক নাপা খাওয়ার কুফল"

পোস্টটি দেখে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হল বলেই শেয়ার করলাম।আমাদের মাঝে যারা ব্যথা বা হালকা জ্বর হলে নাপা অথবা নাপা এক্সট্রা, প্যারাসিটামল জাতীয় ওষুধ খায় তাদের জন্য। পোষ্টটি খুব গুরুত্বপূর্ণ বলে আমি শেয়ার করলাম সবাই শেষ পর্যন্ত পড়বে।

চেম্বারে রুগী এসেছে ,
আমিঃ জিজ্ঞাসা করলাম, কি সমস্যা??
রুগীঃ স্যার কিডনি ডেমেজ, সেরাম ক্রিয়েটিনিন ১৪
হিমোগ্লোবিন ৮.৪
আমিঃ কবে থেকে সমস্যা??
রুগীঃ স্যার ১ মাস হলো ধরা পরছে।
আমিঃ ধরেই ১৪ হয়ে গেলো কি করে? আগে টের পান নি??
রুগীঃ না স্যার,বুমী ভাব, পা গুলা ফুলা লাগায় ডাক্তার এর কাছে গেলে ডাক্তার সেরাম ক্রিয়েটিনিন লেভেল পরীক্ষা করে দেখে ১৪। এটা দেখে ডাক্তার সাহেব বলছে ডায়লাইসিস করার জন্য।
আমিঃ আচ্ছা আপনি কি কখনো নাপা, নাপা এক্সটা,পেরাসিট্যামল,ব্যাথার ঔষধ অনেক দিন খেয়েছেন??
রুগীঃ জি স্যার, নাপা খাইতাম একটু শরীর খারাপ লাগলেই।
আমিঃ আহ, কি ক্ষতিটাই না করলেন। কে বলছে আপনাকে কথায় কথায় নাপা, নাপা এক্ট্রা খাইতে??
রুগীঃ স্যার, এগুলাতো অনেকেই খায় তাই আমিও খাইতাম।
আমিঃ আমি আমার এইটুকু বয়সে যতো রুগী দেখেছি তার মধ্যে ৭০% কিডনী ডেমেজ এর রুগী, এবং এই সকল কিডনি রুগী গনের মধ্যে ৭০-৮০% হয় কিছু দিন ব্যাথার ঔষধ খেয়েছে, না হয় নাপা, নাপা এক্সট্রা, প্যারাসিটামল খেয়েছে না হয় এলার্জির ঔষধ দীর্ঘ দিন খেয়েছে।
রুগীঃ আগে জানলে কি আর খাইতাম ?? স্যার এই কথা বলার মানুষ পাই নাই, তাই জানতাম ও না।

"সময় থাকতে বুঝলে ভালো, না হয় যখন বুঝবেন অনেক দেরি হয়ে যাবে"

মানুষ শখে শখে বিয়ে করে তারপর সন্তানের জন্ম দেয়। আপনি মজায় শখে বিয়ে করতে পারেন কিন্তু একটা জীবন পৃথিবীতে নিয়ে আসা  কোনো ম...
05/01/2025

মানুষ শখে শখে বিয়ে করে তারপর সন্তানের জন্ম দেয়। আপনি মজায় শখে বিয়ে করতে পারেন কিন্তু একটা জীবন পৃথিবীতে নিয়ে আসা কোনো মজার ব্যাপার না ।সন্তানের জন্ম দেন তারপর কয়দিন মা- বাবার ট্যাগ নিয়ে একটু শো অফ করেন তারপর আপনারা ভুলে যান যে জীবনটা একা আপনাদের না ! আপনারা কিছু মানতে চাননা , সেক্রিফাইস করতে চাননা , দায়িত্ব নিতে চাননা , মা বাবার কর্তব্য সম্পর্কে ১০০% জ্ঞান রাখেন না ! একটা সন্তান জন্ম দিয়ে যার যার রাস্তায় আপনারা হাঁটা শুরু করেন। মাঝখান দিয়ে সন্তানদের হাত ছেড়ে দেন ! সন্তান দের ফেলে দেন একা চলার জন্য !

একবার ভাবেন না যে আপনার মুড্ সুয়িং , আর আপনার সেলফিশ চাহিদার জন্য একটা নিষ্পাপ বাচ্চা কত কষ্ট করছে !
বাচ্চারা বলেনা , বললেও তো দোষ |
এই সমাজে বাচ্চারা খারাপ হতে পারে কিন্তু কোনো মা বাবা কোনোদিন খারাপ হতে পারেনা !
মা-বাবা জন্ম দিয়েছে এটাই অনেক।
বাকিটা বাচ্চা বুঝে নিবে।

একটা ভাঙা বাবা মায়ের সন্তান যখন কোনো পারফেক্ট পরিবার দেখে , আর ভাবে আমিও এমন একটা পারফেক্ট পরিবারে জন্মাইতাম! কাশ! আমার বাবা মা ও এতো পারফেক্ট হতো !

যে বাবা মা তার সন্তানের এই আফসোস বুঝেনা সে কি পারফেক্ট বাবা মা ?

যেসকল সন্তানদের বাবা-মা পারফেক্ট তারা আসলেই অনেক ভাগ্যবান সন্তান !
এই যুগে ভাগ্যবান বাবা মা পাওয়ার থেকে ভাগ্যবান সন্তান পাওয়া মুশকিল !🥲🥲🥲😭😭😭

সুখবর চাটগাঁবাসী!! কাল শনিবার (৪ জানুয়ারী) থেকে ফৌজদারহাট ডিসি পার্কে শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব-২০২৫। এবার ১৩৬ প্রজা...
03/01/2025

সুখবর চাটগাঁবাসী!!
কাল শনিবার (৪ জানুয়ারী) থেকে ফৌজদারহাট ডিসি পার্কে শুরু হচ্ছে মাসব্যাপী ফুল উৎসব-২০২৫। এবার ১৩৬ প্রজাতীর দেশী-বিদেশী ফুলের সাথে যুক্ত হচ্ছে ‍সুবিশাল ভাসমান ফ্লওয়ার গার্ডেন। থাকবে পিঠা- উৎসব, লোকজন সাংস্কৃতিক আয়োজন ও মেলা। টিকিটের মুল্য ৫০ টাকা। কাউন্টারের পাশাপাশি অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শনার্থীরা।🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

04/12/2024

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Panna's Gallery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share