Bohumatrik

Bohumatrik Bohumatrik: A webzine crafted by the students of International Relations at Chittagong University.

সংবিৎ | সিয়াম আল জাকির ছোটগল্প
10/11/2024

সংবিৎ | সিয়াম আল জাকির ছোটগল্প

বহুমাত্রিক একটি ওয়েবজিন বা অনলাইন সাময়িকী।

“বাস্তবিক রাজনৈতিক দুনিয়ায় কমলা হ্যারিসের পরাজয়ের সবচেয়ে গ্রহনযোগ্য কারণ হিসেবে দর্শিত হবে অর্থনীতি, অভিবাসন এবং নিজ দলে...
09/11/2024

“বাস্তবিক রাজনৈতিক দুনিয়ায় কমলা হ্যারিসের পরাজয়ের সবচেয়ে গ্রহনযোগ্য কারণ হিসেবে দর্শিত হবে অর্থনীতি, অভিবাসন এবং নিজ দলের প্রতিনিধি হিসেবে ভবিষ্যতে ‘দি গ্রেট আমেরিকা’ তৈরি করার ক্ষমতা সম্পর্কে দৃষ্টান্ত গড়ে তুলতে পারার অক্ষমতা। কিন্তু ২৪৮ বছরের মার্কিন রাজনৈতিক ইতিহাসে একটি বিষয় অন্তত বর্তমান সময়ে আর কোনোভাবেই দৃষ্টিগোচর নয়, সেটি হলো মার্কিন, নির্বাচনে জেন্ডার পলিটিক্স। পৃথিবীর তথাকথিত সবচেয়ে উন্নত নেতৃত্বাধীন দেশের ইতিহাসে একজন নারী প্রেসিডেন্টের নাম খুঁজা মরীচিকা বৈ কিছুই না।”

বহুমাত্রিক একটি ওয়েবজিন বা অনলাইন সাময়িকী।

‘টিম বহুমাত্রিকে’র আয়োজনে মার্কিন নির্বাচন নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আজ বিশেষ ‘প্রদর্শনী...
03/11/2024

‘টিম বহুমাত্রিকে’র আয়োজনে মার্কিন নির্বাচন নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে আজ বিশেষ ‘প্রদর্শনী বিতর্ক’ অনুষ্ঠিত হয়েছে। ‘এই সংসদ, একজন আরব-আমেরিকান মুসলিম হিসেবে আসন্ন মার্কিন নির্বাচনে ট্রাম্পকে সমর্থন করবে’ শীর্ষক প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠানটি সোমবার বিকাল ৩ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ ইউনূস ভবনের (সমাজবিজ্ঞান অনুষদ) ৬ষ্ঠ তলায় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অনুষ্ঠিত হয়।

বিতর্ক অনুষ্ঠানটিতে বিচারকের ভূমিকা পালন করেন চিটাগং ইউনিভার্সিটি স্কুল অফ ডিবেটের সাবেক সভাপতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষার্থী ফারহানা যুঁথী এবং সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ও রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জসিম উদ্দিন।

সরকার ও বিরোধী দলের হয়ে বিতর্কে অংশগ্রহণ করেন যথাক্রমে মোঃ ইকরম হোসেন, তাসনোভা শামীম ইরা, নাজিফা হক নোহা এবং ছাবেকুন নাহার, যারীন তাসনীম মোর্শেদ ও মোফাককারুল হুদা ত্বাহা। তারা সকলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী।

প্রেস বিজ্ঞপ্তি | ০৩ নভেম্বর ২০২৪ খ্রি.

বহুমাত্রিক একটি ওয়েবজিন বা অনলাইন সাময়িকী।

28/10/2024

মহান জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপটকে কেন্দ্র করে ‘যারা পাশে ছিলেন’ নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ইন্টারভিউ করার একটি উদ্যোগ ‘বহুমাত্রিক’ হাতে নিয়েছে। এর প্রেক্ষিতে গত ষোলো বছরে আওয়ামীলীগের ও শেখ হাসিনার অধীনে অগণতান্ত্রিক পক্রিয়ায় শাসিত একদলীয় ফ্যাসিস্ট শাসন ও রাষ্ট্রব্যবস্থার বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক সোচ্চার ছিলেন, রাষ্ট্র ও গণতন্ত্রের পুনর্গঠন চেয়েছেন এবং জুলাই গণঅভ্যুত্থানকালীন সরাসরি ছাত্র-জনতার পক্ষে সক্রিয় অবস্থানে ছিলেন, আমরা তাদের সাথে যোগাযোগ করি।

আমাদের নেওয়া এ সাক্ষাৎকারগুলোতে উঠে এসেছে এ শিক্ষকগণের দীর্ঘদিনের অ্যান্টি-স্টাবলিশমেন্ট অবস্থানের ফলে নিষ্পেষিত হবার গল্প এবং জুলাই অভ্যুত্থানের স্মৃতি, তিক্ত অভিজ্ঞতা ও ভূমিকার কথা। আমরা জানতে চেয়েছি তাদের রাষ্ট্রসংস্কার ভাবনা ও বিশ্ববিদ্যালয়ের সমস্যা-সঙ্কট নিরসনে পরামর্শ ইত্যাদি; অনেকে সংবিধান প্রশ্নেও নানান মত দিয়েছেন।

তাছাড়া তাদের বিশেষায়িত ক্ষেত্রগুলোতে সমস্যা চিহ্নিতকরণ, সংস্কার বিষয়ক চিন্তা ও উত্তরণের পথ সম্পর্কে জানা গেছে এই আলাপনগুলোতে।

এছাড়াও পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে তাদের অনেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছেন। দায়িত্বগ্রহণের অনুভূতি, প্রত্যাশা এবং প্রশাসক হিসেবে আশাবাদের কথা এবং বিশ্ববিদ্যালয়ের সংস্কার বিষয়ে তাদের ভাবনাচিন্তা আমাদের জানিয়েছেন।

এ সাক্ষাৎকার-আয়োজনের প্রথম পর্বে আমাদের সাথে ছিলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আর রাজী। গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ধারণকৃত সাক্ষাৎকারটি নিয়েছেন মো. ইকরম হোসেন ও তানভীর আলম রিফাত। ক্যামেরায় ছিলেন মো. আরশাদ রাফী।

| | | #যারাপাশেছিলেন | #বহুমাত্রিক | #চবি

26/10/2024

নেটওয়ার্ক সমস্যার কারণে ‘যারা পাশের ছিলেন’ সিরিজের প্রথম পর্ব আপলোড করতে বিলম্ব হচ্ছে। অনাকাঙ্খিত সমস্যাটির জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

আগামীকাল (২৭ অক্টোবর) রাত ৮ টায় আমাদের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে প্রথম পর্ব আপলোড করা হবে।

আগামীকাল রাত ৮ টায় প্রকাশিত হবে বহুমাত্রিকের বিশেষ সাক্ষাৎকার-আয়োজন ‘যারা পাশে ছিলেন’ সিরিজের ১ম পর্ব। দেখতে পাবেন আমাদে...
25/10/2024

আগামীকাল রাত ৮ টায় প্রকাশিত হবে বহুমাত্রিকের বিশেষ সাক্ষাৎকার-আয়োজন ‘যারা পাশে ছিলেন’ সিরিজের ১ম পর্ব। দেখতে পাবেন আমাদের ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।

সাবস্ক্রাইব করুন:
youtube.com/

বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক জীবনানন্দের ৭০তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (২২ অক্টোবর...
22/10/2024

বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাঙালি কবি, লেখক ও প্রাবন্ধিক জীবনানন্দের ৭০তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার (২২ অক্টোবর)। উনাকে নিয়ে লেখা তানভীর আলম রিফাতের কলাম 'জন্ম • মৃত্যু • ‘জীবন’যাপন' পড়ুন বহুমাত্রিকে।

লিঙ্ক পেয়ে যাবেন কমেন্ট বক্সে।

সম্মানিত লেখক ও পাঠকবৃন্দ,আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে— বহুমাত্রিক আবারও পূর্ণ উদ্যমে নতুন লেখা প্রকাশের উদ্যোগ নিয়েছ...
21/10/2024

সম্মানিত লেখক ও পাঠকবৃন্দ,

আমরা আনন্দের সাথে ঘোষণা করছি যে— বহুমাত্রিক আবারও পূর্ণ উদ্যমে নতুন লেখা প্রকাশের উদ্যোগ নিয়েছে। বিভাগে পরীক্ষা-সংক্রান্ত কারণে এবং জুলাই অভ্যুত্থানকালীন সাময়িক বহুমাত্রিকের কাজ স্থগিত ছিলো। অবশেষে নতুন এক বাংলাদেশে সকল স্থবিরতার পরে ক্ষমা প্রার্থনাপূর্বক পরবর্তী প্রকাশনার জন্য আমরা আপনার সৃষ্টিশীল লেখা ও অন্যান্য কন্টেন্টসমূহ আমাদেরকে পাঠানোর আহ্বান করছি।

আপনি যদি গল্প, কবিতা, প্রবন্ধ বা যেকোনো ধরনের সাহিত্যকর্ম লিখতে পছন্দ করেন এবং প্রকাশের ব্যাপারে আগ্রহী থাকেন, তাহলে লেখা পাঠাতে পারেন এই ঠিকানায়:
[email protected]

11/10/2024
আজ বাংলাসাহিত্যের প্রধানতম কবি আল মাহমুদের জন্মদিন। কবির জন্মদিনে ‘বহুমাত্রিকে’র নিবেদনে আপনাদের জন্য থাকছে বাংলাপিডিয়া ...
11/07/2024

আজ বাংলাসাহিত্যের প্রধানতম কবি আল মাহমুদের জন্মদিন। কবির জন্মদিনে ‘বহুমাত্রিকে’র নিবেদনে আপনাদের জন্য থাকছে বাংলাপিডিয়া থেকে তার সংক্ষিপ্ত জীবনী ও ৫টি কবিতা। পড়ুন।

বাংলাপিডিয়া: “আল আলমুদ (১৯৩৬-২০১৯) একজন প্রথিতযশা কবি। বিশ শতকের বাংলা সাহিত্যে তিনি এক প্রতিনিধিত্বশীল প্রতিভা। আধুনিক বাংলা কবিতার নগরকেন্দ্রিক প্রেক্ষাপটে ভাটি বাংলার জনজীবন, গ্রামীণ আবহ, নদীনির্ভর জনপদ, চরাঞ্চলের জীবনপ্রবাহ এবং নরনারীর চিরন্তন প্রেম-বিরহ তাঁর কবিতার বিশেষ উপাদান। তাঁর কবিভাষা লোকজ জীবনকেন্দ্রিক। কথাসাহিত্যেও রয়েছে তাঁর অসামান্য অবদান। সাহিত্যচর্চার প্রথম দিকে সমাজতন্ত্রের প্রতি ভীষণভাবে আস্থাশীল ছিলেন। ৪০ বছরের কাছাকাছি বয়সে তাঁর কবিতায় বিশ্ব¯্রষ্টার প্রতি বিশ্বাস উৎকীর্ণ হতে থাকে। বাংলাদেশের স্বাধীনতার অব্যবহিত পরে প্রকাশিত সরকারবিরোধী একমাত্র পত্রিকা দৈনিক গণকণ্ঠ-এর সম্পাদক হিসেবে তিনি সুপরিচিত।

আল মাহমুদ ১৯৩৬ সালের ১১ই জুলাই বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার মোড়াইল গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মীর আবদুর রব। মাতা রওশন আরা মীর।”

•••

এক.
কবিতা এমন

কবিতা তো কৈশোরের স্মৃতি। সে তো ভেসে ওঠা ম্লান
আমার মায়ের মুখ; নিম ডালে বসে থাকা হলুদ পাখিটি
পাতার আগুন ঘিরে রাতজাগা ভাই-বোন
আব্বার ফিরে আসা, সাইকেলের ঘন্টাধ্বনি–রাবেয়া রাবেয়া–
আমার মায়ের নামে খুলে যাওয়া দক্ষিণের ভেজানো কপাট!

কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটুজল নদী
কুয়াশায়-ঢাকা-পথ, ভোরের আজান কিম্বা নাড়ার দহন
পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ
মাছের আঁশটে গন্ধ, উঠানে ছড়ানো জাল আর
বাঁশঝাড়ে ঘাসে ঢাকা দাদার কবর।

কবিতা তো ছেচল্লিশে বেড়ে ওঠা অসুখী কিশোর
ইস্কুল পালানো সভা, স্বাধীনতা, মিছিল, নিশান
চতুর্দিকে হতবাক দাঙ্গার আগুনে
নিঃস্ব হয়ে ফিরে আসা অগ্রজের কাতর বর্ণনা।

কবিতা চরের পাখি, কুড়ানো হাঁসের ডিম, গন্ধভরা ঘাস
ম্লান মুখ বউটির দড়ি ছেঁড়া হারানো বাছুর
গোপন চিঠির প্যাডে নীল খামে সাজানো অক্ষর
কবিতা তো মক্তবের মেয়ে চুলখোলা আয়েশা আক্তার।

•••

দুই.
প্রত্যাবর্তনের লজ্জা

শেষ ট্রেন ধরবো বলে এক রকম ছুটতে ছুটতে ষ্টেশনে পৌঁছে দেখি
নীলবর্ণ আলোর সংকেত। হতাশার মতোন হঠাৎ
দারুণ হুইসেল দিয়ে গাড়ি ছেড়ে দিয়েছে।
যাদের সাথে শহরে যাবার কথা ছিল তাদের উৎকণ্ঠিত মুখ
জানালায় উবুড় হয়ে আমাকে দেখছে। হাত নেড়ে সান্ত্বনা দিচ্ছে।

আসার সময় আব্বা তাড়া দিয়েছিলেন, গোছাতে গোছাতেই
তোর সময় বয়ে যাবে, তুই আবার গাড়ি পাবি।
আম্মা বলেছিলেন, আজ রাত না হয় বই নিয়েই বসে থাক
কত রাত তো অমনি থাকিস।
আমার ঘুম পেলো। এক নিঃস্বপ্ন নিদ্রায় আমি
নিহত হয়ে থাকলাম।

অথচ জাহানারা কোনদিন ট্রেন ফেল করে না। ফরহাদ
আধ ঘণ্টা আগেই ষ্টেশনে পৌঁছে যায়। লাইলী
মালপত্র তুলে দিয়ে আগেই চাকরকে টিকিট কিনতে পাঠায়। নাহার
কোথাও যাওয়ার কথা থাকলে আনন্দে ভাত পর্যন্ত খেতে পারে না।
আর আমি এদের ভাই
সাত মাইল হেঁটে এসে শেষ রাতের গাড়ি হারিয়ে
এক অখ্যাত ষ্টেশনে কুয়াশায় কাঁপছি।

কুয়াশার সাদা পর্দা দোলাতে দোলাতে আবার আমি ঘরে ফিরবো।
শিশিরে আমার পাজামা ভিজে যাবে। চোখের পাতায়
শীতের বিন্দু জমতে জমতে নির্লজ্জের মতোন হঠাৎ
লাল সূর্য উঠে আসবে। পরাজিতের মতো আমার মুখের ওপর রোদ
নামলে, সামনে দেখবো পরিচিত নদী। ছড়ানো ছিটানো
ঘরবাড়ি, গ্রাম। জলার দিকে বকের ঝাঁক উড়ে যাচ্ছে। তারপর
দারুণ ভয়ের মতো ভেসে উঠবে আমাদের আটচালা।
কলার ছোট বাগান।

দীর্ঘ পাতাগুলো না না করে কাঁপছে। বৈঠকখানা থেকে আব্বা

একবার আমাকে দেখে নিয়ে মুখ নিচু করে পড়তে থাকবেন,
ফাবি আইয়ে আলা ই-রাব্বিকুমা তুকাজ্বিবান...।
বাসি বাসন হাতে আম্মা আমাকে দেখে হেসে ফেলবেন।
ভালোই হলো তোর ফিরে আসা । তুই না থাকলে
ঘরবাড়ি একেবারে কেমন শূন্য হয়ে যায়। হাত মুখ
ধুয়ে আয়। নাস্তা পাঠাই।
আর আমি মাকে জড়িয়ে ধরে আমার প্রত্যাবর্তনের লজ্জাকে
ঘষে ঘষে
তুলে ফেলবো।

•••

তিন.
আমি আর আসবো না বলে

আর আসবো না বলে দুধের ওপরে ভাসা সর
চামোচে নিংড়ে নিয়ে চেয়ে আছি। বাইরে বৃষ্টির ধোঁয়া
যেন সাদা স্বপ্নের চাদর
বিছিয়েছে পৃথিবীতে।
কেন এতো বুক দোলে? আমি আর আসবো না বলে?
যদিও কাঁপছে হাত তবু ঠিক অভ্যেসের বশে
লিখছি অসংখ্য নাম চেনাজানা
সমস্ত কিছুর।
প্রতিটি নামের শেষে, আসবো না।
পাখি, আমি আসবো না।
নদী আমি আসবো না।
নারী, আর আসবো না, বোন।
আর আসবো না বলে মিছিলের প্রথম পতাকা
তুলে নিই হাতে।
আর আসবো না বলে
সংগঠিত করে তুলি মানুষের ভিতরে মানুষ।
কথার ভেতরে কথা গেঁথে দেওয়া, কেন?
আসবো না বলেই।
বুকের মধ্যে বুক ধরে রাখা, কেন?
আর আসবো না বলেই।
আজ অতৃপ্তির পাশে বিদায়ের বিষণ্ণ রুমালে
কে তুলে অক্ষর কালো, ‘আসবো না’
সুখ, আমি আসবো না।
দুঃখ, আমি আসবো না।
প্রেম, হে কাম, হে কবিতা আমার
তোমরা কি মাইল পোস্ট না ফেরার পথের ওপর?

•••

চার.
সোনালি কাবিন: ১৩

লোবানের গন্ধে লাল চোখ দুটি খোলো রূপবতী
আমার নিঃশ্বাসে কাঁপে নকশাকাটা বস্ত্রের দুকূল?
শরমে আনত কবে হয়েছিল বনে কপোতী?
যেন বা কাঁপছো আজ ঝড়ে পাওয়া বেতসের মূল?
বাতাসে ভেঙেছে খোঁপা, মুখ তোলো হে দেখনহাসি
তোমার টিকলি হয়ে হৃদপিণ্ড নড়ে দুরু দুরু
মঙ্গলকুলোয় ধান্য ধরে আছে সারা গ্রামবাসী
উঠোনে বিন্নীর খই, বিছানায় আতর, অগুরু।
শুভ এই ধানদূর্বা শিরোধার্য করে মহিয়সী
আবরু আলগা করে বাঁধো ফের চুলের স্তবক,
চৌকাঠ ধরেছে এসে ননদীরা তোমার বয়সী
সমানত হয়ে শোনো সংসারের প্রথম সবক
বধূবরণের নামে দাঁড়িয়েছে মহামাতৃকুল
গাঙের ঢেউয়ের মতো বলো কন্যা কবুল, কবুল।

•••

পাঁচ.
পাখির মতো

আম্মা বলেন, পড়রে সোনা
আব্বা বলেন, মন দে;
পাঠে আমার মন বসে না
কাঁঠালচাঁপার গন্ধে।

আমার কেবল ইচ্ছে জাগে
নদীর কাছে থাকতে,
বকুল ডালে লুকিয়ে থেকে
পাখির মতো ডাকতে।

সবাই যখন ঘুমিয়ে পড়ে
কর্ণফুলীর কূলটায়,
দুধভরা ঐ চাঁদের বাটি
ফেরেস্তারা উল্টায়।

তখন কেবল ভাবতে থাকি
কেমন করে উড়বো,
কেমন করে শহর ছেড়ে
সবুজ গাঁয়ে ঘুরবো!

তোমরা যখন শিখছো পড়া
মানুষ হওয়ার জন্য,
আমি না হয় পাখিই হবো,
পাখির মতো বন্য।

'টিম বহুমাত্রিকে'র পক্ষ থেকে পবিত্র 'ঈদুল আজহা'র শুভেচ্ছা। আল্লাহ আমাদের ত্যাগকে কবুল করুন। ঈদ মুবারক।
16/06/2024

'টিম বহুমাত্রিকে'র পক্ষ থেকে পবিত্র 'ঈদুল আজহা'র শুভেচ্ছা। আল্লাহ আমাদের ত্যাগকে কবুল করুন। ঈদ মুবারক।

নতুন বছরে আমাদের একটাই কামনা, সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুক। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা!
14/04/2024

নতুন বছরে আমাদের একটাই কামনা, সকলের মঙ্গল হোক, সকলে ভালো থাকুক। সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা!

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Bohumatrik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bohumatrik:

Share

Category