10/11/2025
আসসালামু আলাইকুম,
আগামী ১৩ নভেম্বর রোজ বৃহস্পতিবার #নাসিরাবাদ_সুন্নি_জনতা'র উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী(সা:) ও ফাতেহা-এ ইয়াজদাহুম উপলক্ষে পূর্ব নাসিরাবাদ শাহী জামে মসজিদ প্রাঙ্গনে বাদে মাগরিব হতে ৫ম তম আজিমুশ্শান
#রাহমাতুল্লিল_আলামিন_কনফারেন্স অনুষ্ঠিত হবে। এতে দেশবরেণ্য আলেমে দ্বীন ও বিশিষ্ট ইসলামি গবেষক ও মিডিয়া ব্যাক্তিত্বগণ উপস্থিত থাকবেন।
উক্ত মাহফিলে আপনাদের সকলের প্রতি দ্বিনী দাওয়াত রইলো। আপনাদের সকলের আন্তরিক উপস্থিতি কামনা করছি।
স্থান: #পূর্ব_নাসিরাবাদ_শাহী_জামে_মসজিদ_প্রাঙ্গন।
তারিখ :১৩ নভেম্বর ২০২৫
বৃহস্পতিবার।
সময়: বাদ মাগরিব।