05/07/2023
মার্কেটিং কি? (What is marketing in bangla)
মার্কেটিং হলো কোন পণ্য, সার্ভিস, ব্যবসা বা ব্র্যান্ডের প্রচার ও প্রসার করার কাজে ব্যবহার করা একটি প্রক্রিয়া।
মার্কেটিং এর প্রধান উদ্দেশ্য হলো সাধারণ জনগণের কাছে নিদিষ্ট পণ্য, সার্ভিস, ব্যবসা বা ব্র্যান্ডের ডিমান্ড বা ভ্যালু বৃদ্ধি করা।
মার্কেটিং হলো এমন একটি management process যার মাধ্যমে যেকোনো সার্ভিস একটি ধারণার মধ্যে দিয়ে পণ্য আকারে সাধারণ গ্রাহকের কাছে চলে যাচ্ছে।
বলা যায় এটা এমন একটি বিজনেস প্রসেস যেখানে সাধারণ গ্রাহকের চাহিদা গুলো খুঁজে বের করে প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে তাদের সন্তুষ্ট করা হয়।
মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া বা কৌশল, যার মাধ্যমে ব্যবসার সার্ভিস বা প্রোডাক্ট এর প্রতি সম্ভাব্য সাধারণ গ্রাহকদের আকর্ষন বা আগ্রাহী করে তোলা হয়। আর এটাই হলো marketing এর সব থেকে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।
মার্কেটিং কাকে বলে? | Marketing কাকে বলে
কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান যখন মুনাফা অর্জনের জন্য এবং লক্ষ্য অর্জন করে বিনিয়োগ সৃষ্টির পরিকল্পনা, প্রচার-প্রসার, মূল্যায়ন, পণ্য ও সেবাসমূহ বন্টন করার প্রক্রিয়াকে মার্কেটিং বলে।
মার্কেটিং (marketing) কে আবার বাজারজাতকরণ বলা হয়।
সহজে বলতে গেলে, মার্কেটিং হলো পণ্য বা সেবাসমূহের প্রচার করা এবং বিক্রয়ের কাজ, বাজার গবেষণা ও বিজ্ঞাপন প্রচরণার সংশ্লিষ্ট একটি কার্যক্রম।
ফিলিপ কোটলার মতে – মার্কেটিং হল একটি বিনিময় অল্প টাকার ব্যবসার আইডিয়া জেনে ব্যবসা শুরু করার প্রক্রিয়া, যার মাধ্যমে কাস্টমারের চাহিদা ও প্রয়োজন পূরণ করা হয় তার সন্তটির সাথে।
মার্কেটিং এর জনক কে?
মার্কেটিং এর জনক হলেন ফিরিপ কোটলার (Philip Kotler). তিনি আমেরিকার শিকাগো শহরে বসবাস করেন।