Technical Rank

Technical Rank Digital Online Marketing All Services
Digital Markenting SEO service &
Graphic Desigan Services.

18/04/2025
25/01/2024

বেস্ট লোকাল এসইও টুলস যেগুলো আপনি ফ্রীতেই ব্যবহার করতে পারবেন 🧰 🔧

এর মধ্যে কিছু টুলস আছে পেইড। তবেই আপনি সেগুলোর ফ্রি ভার্শন দিয়েই আপনার কাজ করতে পারবেন।

General Local SEO Software
- Google Business Profile
- Bing Places
- Yelp

Website Local SEO Tools
- SEO Minion Chrome Extension
- Rich Results Test
- Mobile-Friendly Test
- Page Speed Insights
- Google Insights Audit
- GTmetrix

Local Keyword Research Tools
- AnswerThePublic
- AlsoAsked
- Google Trends

Ranking Fluctuations
- SEMrush Sensor
- BrightLocal Rankflux

Local Rank Checking
- Local Rank Checker

Google Business Profile
- PlePer LTD Local Tools Chrome Extension
- GMB SPY
- GMB Crush Chrome Extension
- GMB Everywhere Chrome Extension
- Google Marketing Kit
- Google Business Profile Spam Detect Transparency

GPS & Maps Tools
- Custom Maps Radius
- Travelmath

Schema Markup Generators
- Schemantra
- Technical SEO Schema Markup Generator
- Business Schema Generator

Image Tools
- Compressor.io
- Canva
- Geoimgr
- Try The API

Credit by Tim Kahlert

_পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা হলো অন্যের পকেট থেকে টাকা বের করে নিয়ে আসা!অনলাইন হোক কিংবা অফলাইন- টাকা ইনকাম...
17/12/2023

_পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজগুলোর মধ্যে একটা হলো অন্যের পকেট থেকে টাকা বের করে নিয়ে আসা!

অনলাইন হোক কিংবা অফলাইন- টাকা ইনকামের কোন শর্টকাট পদ্ধতি নেই৷ অফলাইনে যে রকম কোন একটা সমস্যা সমাধান করে মানুষ ইনকাম করে ঠিক তেমনি অনলাইনে মানুষ ইনকাম করে অনলাইনে সমস্যা সমাধান করে। তারমানে অনলাইনে হোক কিংবা অফলাইন দুটাইতে কাজ শিখে তারপর অন্যের কোন সমস্যা সমাধান করে টাকা ইনকাম করতে হয়।

হ্যাঁ, অফলাইনের থেকে বেশি সুযোগ সুবিধা আছে অনলাইনে টাকা ইনকাম করার জন্য মানে যদি সঠিক ভাবে অনলাইন কে কাজে লাগানো যায় তাহলে অফলাইন থেকে কয়েকগুণ বেশি টাকা ইনকাম করা যায়৷

তারমানে আগে ভালোভাবে কাজ শিখে স্কিল ডেভেলপমেন্ট করে তারপর ইনকামের চিন্তা করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ! সেই সাথে সব সময় ইউনিক চিন্তা করতে হবে, যোগাযোগে দক্ষতা বাড়াতে হবে এবং নিজেকে সময়ের সাথে সাথে আপডেট রাখতে হবে।💯

ধন্যবাদ 🤗.

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস।যাদের মহান আত্নত্যাগে আমাদের এই স্বাধীনতা সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।❤️লাখ ...
15/12/2023

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস।
যাদের মহান আত্নত্যাগে আমাদের এই স্বাধীনতা সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি।❤️
লাখ শহীদের রক্তে লিখা, বিজয়ের এই ইতিহাস !🇧🇩
মুক্তির বার্তা নিয়ে বার বার, ফিরে আসুক ডিসেম্বর মাস!🇧🇩

প্রিয়পে যুক্তরাষ্ট্রের একটি ডিজিটাল ব্যাংকিং সেবা, যা বিশ্বজুড়ে বিভিন্ন ব্যাংক, পেমেন্ট এবং অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে য...
04/10/2023

প্রিয়পে যুক্তরাষ্ট্রের একটি ডিজিটাল ব্যাংকিং সেবা, যা বিশ্বজুড়ে বিভিন্ন ব্যাংক, পেমেন্ট এবং অনলাইন প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত আছে। প্রিয়পে’র সেবা বর্তমানে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে চালু আছে।

যুক্তরাষ্ট্রের ব্যাংক: যুক্তরাষ্ট্রের যেকোনো ব্যাংকের সঙ্গে প্রিয়পে অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন করা যাবে।

ওয়াইজ: ওয়াইজ অ্যাকাউন্ট থেকে প্রিয়পে অ্যাকাউন্টে ডলার লেনদেন করা যাবে।

পেপ্যাল: পেপ্যাল থেকে প্রিয়পে অ্যাকাউন্টে ডলার গ্রহণ করা যাবে।

পেওনিয়ার: পেওনিয়ার অ্যাকাউন্ট থেকে প্রিয়পে অ্যাকাউন্টে ডলার গ্রহণ করা যাবে।

আপওয়ার্ক: আপওয়ার্ক অ্যাকাউন্ট থেকে প্রিয়পে অ্যাকাউন্টে ডলার গ্রহণ করা যাবে।

প্রিয় ডেবিট কার্ড: বিশ্বের যেসব জায়গায় মাস্টারকার্ডের মাধ্যমে পেমেন্ট করা যায়, সেসব জায়গায় প্রিয় ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট দেওয়া যাবে।

বাংলাদেশ থেকে উইথড্র: প্রিয়পে অ্যাকাউন্ট থেকে বাংলাদেশে টাকা তোলা যাবে। এই ফিচারটি শিগগিরই চালু হচ্ছে।

তবে বাংলাদেশ থেকে কোনো অর্থ বা টাকা পাঠানো যাবে না। অর্থাৎ বাংলাদেশ থেকে প্রিয়পে অ্যাকাউন্টে কোনো ধরনের টাকা ডিপোজিট/গ্রহণ করার কোনো সুযোগ নেই।

সাইন আপ করতে ও বিস্তারিত জানতে ভিজিট করুন : https://www.priyo.com/

01/10/2023

Technical SEO কি?
উত্তর: একটা নতুন বা পুরাতন Website কে Google এ Submitted করা থেকে শুরু করে Google এর নিজস্ব Database নেওয়ার আগ পর্যন্ত যে Process তাকে বলে Technical Seo.
📌Google প্রথমে Crowling করে তারপরে Indexing করে তারপরে Rank করে অথ্যাৎ (CIR)
📌Robot.Txt কি??
উত্তর: একটা Website এর কোন page Allow করবো কোন পেজ Disallow করবো এটা নির্দেশ করে।
📌 Google Sitemap কি?
উত্তর: Sitemap হলো Important page বা Website Url গুলো সাজিয়ে রেখে দেওয়া যেনো Google এর Robot এর সহজ হয় ঐ পেজগুলো বা Url গুলো Index করতে।
📌Canonical কি?
উত্তর: একের অধিক Page হলে বা Post হলে Only একটা Page বা Post Index করার জন্য Google এ যে Code বা Tag ব্যবহার করা হয় ঐটাই হচ্ছে Canonical.
📌Index কি?
উত্তর: যেকোনো নতুন Website কে google এর। database এ সংরক্ষণ করে রাখাকে বলে Indexing.
📌Index Request কি?
উত্তর: Google এর রোবট কে বলা বা রিকোয়েষ্ট করাকে Index রিকোয়েস্ট বলে।
📌Check Indexing কি?
উত্তর: নতুন অবস্থায় কোনো Website google এ index আছে কিনা এটা দেখার জন্য যেটা ব্যবহার করা হয় তাকে বলে Check indexing...এটা চেক করতে হলে Site:Website Url তারপরে Enter press করতে হয়
📌Crawl কি?
উত্তর: Google এর যে Robot বা Spider বিভিন্ন Website এর বিভিন্ন স্থান থেকে যে Data সংরক্ষণ করে তাকে বলে Crawl. Crawl google যে process টা করে তাকে বলে Crawlity
📌Schama Markup কি?
উত্তর: এটা একটা কোডিং সিস্টেম যে কোডিং এর মাধ্যমে বুঝতে পারবো একটা পোস্টকে সেটা আসলে Blog Post নাকি Article post, নাকি Event post, নাকি schedule পোস্ট এটা Google কে বুঝানো।
📌HTTPS কি?
উত্তর: HTTPS এর পুর্ণরুপ হলো Hyper Text Transfer Protocol Secure.
এটা হলো Server এর সাথে World Wide web এর সম্পর্ক।
HTTPS একটা Website Secure কিনা এটা বুঝার জন্য Https বা SSL Certificate ব্যবহার করা হয়
📌Google Search Console কি?
উত্তর: একটা Website index করার জন্য Google Search Console ব্যবহার করা হয়। Google Search Console এর আগের নাম ছিলো Web Muster Tools
📌Hreflang কি?
উত্তর: Hreflang মানে হচ্ছে Multiple Language অথ্যাৎ একটা Website অনেকগুলো Language এ হয়ে থাকে যেমন France, Japan Etc..এটাতে Multiple Language set up আছে কিনা এটা চেক করার জন্য Hreflang

02/09/2023

আপনি যদি নতুন হোন.....
সবার আগে আপনি এই প্লেলিস্ট গুলা দেখবেন। সিরিয়ালি একটার পর একটা...!

১) Seo Paid class (free)

২)Local seo bangla course 2022

৩)local seo full course And Advance local seo

৪)advanced seo topics

৫)technical seo

৬)1 Skill 1 class

৬)Seo tools Review

৮)Create a free website

৯)complete E Commerce seo

১০)google search console error solve

১১)wix seo

১২)Webflow seo

১৩)shopify seo

১৪)shopify seo Series

১৫)seo tips and tricks

১৬)Backlinks/ Guest posting

১৭Backlinks Special

" আপনি যদি ভালো কন্টেন্ট লিখতে পারেন তবে Content writings প্লেলিস্ট দেখতে পারেন .! "

On page SEO summary1. URL এর মধ্যে KW টা রাখতে হবে। on page step Ok2. URL টা ছোট রাখতে হবে।3. Title Tag এর প্রথমে  KW টা...
02/08/2023

On page SEO summary
1. URL এর মধ্যে KW টা রাখতে হবে। on page step Ok
2. URL টা ছোট রাখতে হবে।
3. Title Tag এর প্রথমে KW টা রাখতে হবে।
4. Modifier টা Title Tag এ ব্যাবহার করো
Modifier গুলো কি কি?
Current years(2023)
best
Review
Guide
Checklist
রাখতে হবে এমন না, তবে রাখলে ভালো।

5. 150 ওয়ার্ডের মধ্যে মেইন KW টা রাখতে হবে, তবে যত সামনে রাখবেন ততো ভালো।
6. H1,H2,H3 Tags KW টা রাখতে হবে।
7. Img এ KW রাখতে হবে।
8. LSI KW (রিলিভেন KW)LSI graph Tool এ গিয়ে মেইন KW টা দিলে হাজার টা LSI KW দেখাই
দিবে।
9. External links ব্যবহার করতে হবে।

বন্ধুত্ব মানেই হলো বিশ্বাস আর ভালবাসায় গড়া দৃঢ় বাঁধন। জীবনে দুঃসময়ে ও সফলতায় বন্ধুরা পাশে  থাকে সবসময়। স্বার্থ ছাড়া বন্ধ...
30/07/2023

বন্ধুত্ব মানেই হলো বিশ্বাস আর ভালবাসায় গড়া দৃঢ় বাঁধন। জীবনে দুঃসময়ে ও সফলতায় বন্ধুরা পাশে থাকে সবসময়। স্বার্থ ছাড়া বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকুক চিরকাল।


আপনি কি ডিজাইনার? তাহলে এই আইডিয়া গুলো আপনার জন্য । আশা করি আপনি এখন থেকে আয়ের একটি নতুন উত্স খুঁজে পাবেন ।আপনি মাইক্রো...
06/07/2023

আপনি কি ডিজাইনার? তাহলে এই আইডিয়া গুলো আপনার জন্য । আশা করি আপনি এখন থেকে আয়ের একটি নতুন উত্স খুঁজে পাবেন ।
আপনি মাইক্রোস্টক সাইটে আপনার বিভিন্ন ডিজাইন বিক্রয় করতে পারেন। পণ্যের অনুমোদন এখানে অনেক সহজ।
1. Shutterstock
2. Adobestock
3. Istock
4. Envato Elements
5. Freepik
আপনার প্রোডাক্ট অনেক , চাচ্ছেন ব্যান্ডেল আকারে সেল করতে ?
1. Creative Market
2. Creative Fabrica
3. Designbundle
4. Mighty Deals
5. Etsy
আপনি কি প্রিমিয়াম কোয়ালিটি লোগো / ব্র্যান্ড মার্ক তৈরী করতে পারেন। তাহলে আপনি নিচের কোম্পানি গুলোর সাথে কাজ করতে পারেন।
1. Brandcrowd
2. Logoground
3. Graphicriver
4. Scalebranding
5. Gumroad
আপনি কি ভালো আইকন বানাতে পারেন ? তাহলে এই সাইট গুলো আপনার জন্য।
1. Iconfinder
2. Flaticon
3. Thenounproject
4. Pixel Buddha
5. Canva
ফন্ট বানানো যদি আপনার নেশা হয় তবে নিচের সাইট গুলো থেকে আপনি ভালো ইনকাম জেনারেট করতে পারেন।
1. Myfont
2. Dafont
3. Fontdaily
4. FontSpring
5. Fontshop
আপনি যদি প্রিন্ট ও ডিমান্ড নিয়ে কাজ করতে চান তবে নিচের সাইট গুলো আপনার জন্য হতে পারে আদর্শ।
1. Amazon KDP
2. Redbubble
3. Shineon
4. Gearlaunch
5. Teepublic
আপনি যদি ডিজাইন কন্টেস্ট করতে ভালোবাসেন তবে এই কোম্পানি গুলোর সাথে কাজ করতে পারেন।
1. 99designs
2. Freelancer
3. Designcrowd
4. Designhill
5. DesignContest
আপনি চাইলে আরো কিছু ফ্রিল্যান্স প্লাটফর্মের সাথে কাজ শুরু করে দিতে পারেন।
1. Fiverr
2. Upwork
3. Freelancer
4. PPH
5. Envato Studio
আপনি যদি ফিক্সড ইনকামে বিশ্বাস করেন তাহলে আপনি চাইলে বাসায় বসেই রিমোটলি বিভিন্ন কোম্পানিতে জব করতে পারেন।
1. Linkedin
2. Flexjobs
3. We Work Remotely
4. JustRemote
5. Angel List
এই সময়টা আপনার পোর্ট ফোলিও বিল্ডআপ করার দারুন সুজোগ। আজকেই শুরু করে দিন পোর্টফোলিও সাজানো।
1. Own Site
2. Dribbble
3. Behance
4. Uplabs
5. Pinterest
আপনি যদি অভিজ্ঞ আর দক্ষ হয়ে থাকেন তবে মানুষকে শেখানোর মাধ্যমেও ভালো উপার্জন করতে পারেন।
1. Youtube
2. Udemy
3. Skillshare
4. Thinkific
5. Instructory
এছাড়াও বিভিন্ন লোকাল কোম্পানি, স্টার্ট আপ, টিমের সাথে কাজের অপর্চুনিটি তোহ আছেই।
এত অপশন থাকতেও যদি আপনি কাজ না করতে পারেন তবে এর ব্যর্থতা নিতান্তই আপনার।
সবাই ভালো থাকবেন।
Collected post

🥰✅ T-Shirt Design
06/07/2023

🥰✅ T-Shirt Design

05/07/2023

মার্কেটিং কি? (What is marketing in bangla)
মার্কেটিং হলো কোন পণ্য, সার্ভিস, ব্যবসা বা ব্র্যান্ডের প্রচার ও প্রসার করার কাজে ব্যবহার করা একটি প্রক্রিয়া।

মার্কেটিং এর প্রধান উদ্দেশ্য হলো সাধারণ জনগণের কাছে নিদিষ্ট পণ্য, সার্ভিস, ব্যবসা বা ব্র্যান্ডের ডিমান্ড বা ভ্যালু বৃদ্ধি করা।

মার্কেটিং হলো এমন একটি management process যার মাধ্যমে যেকোনো সার্ভিস একটি ধারণার মধ্যে দিয়ে পণ্য আকারে সাধারণ গ্রাহকের কাছে চলে যাচ্ছে।

বলা যায় এটা এমন একটি বিজনেস প্রসেস যেখানে সাধারণ গ্রাহকের চাহিদা গুলো খুঁজে বের করে প্রোডাক্ট বা সার্ভিসের মাধ্যমে তাদের সন্তুষ্ট করা হয়।

মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া বা কৌশল, যার মাধ্যমে ব্যবসার সার্ভিস বা প্রোডাক্ট এর প্রতি সম্ভাব্য সাধারণ গ্রাহকদের আকর্ষন বা আগ্রাহী করে তোলা হয়। আর এটাই হলো marketing এর সব থেকে গুরুত্বপূর্ণ প্রক্রিয়া।

মার্কেটিং কাকে বলে? | Marketing কাকে বলে
কোন ব্যাক্তি বা প্রতিষ্ঠান যখন মুনাফা অর্জনের জন্য এবং লক্ষ্য অর্জন করে বিনিয়োগ সৃষ্টির পরিকল্পনা, প্রচার-প্রসার, মূল্যায়ন, পণ্য ও সেবাসমূহ বন্টন করার প্রক্রিয়াকে মার্কেটিং বলে।

মার্কেটিং (marketing) কে আবার বাজারজাতকরণ বলা হয়।

সহজে বলতে গেলে, মার্কেটিং হলো পণ্য বা সেবাসমূহের প্রচার করা এবং বিক্রয়ের কাজ, বাজার গবেষণা ও বিজ্ঞাপন প্রচরণার সংশ্লিষ্ট একটি কার্যক্রম।

ফিলিপ কোটলার মতে – মার্কেটিং হল একটি বিনিময় অল্প টাকার ব্যবসার আইডিয়া জেনে ব্যবসা শুরু করার প্রক্রিয়া, যার মাধ্যমে কাস্টমারের চাহিদা ও প্রয়োজন পূরণ করা হয় তার সন্তটির সাথে।

মার্কেটিং এর জনক কে?
মার্কেটিং এর জনক হলেন ফিরিপ কোটলার (Philip Kotler). তিনি আমেরিকার শিকাগো শহরে বসবাস করেন।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Technical Rank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Technical Rank:

Share