07/08/2024
ঘৃণা
-যারা স্বৈরাচারের প্রতি ঘৃণা পোষণ করে না, তাদের চিন্তাধারা কেমন কাজ করে সেটা আমার বুঝে আসে না।
-যারা বারবার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারতের কাছে নিজের দেশকে জিম্মি করে রেখেছে, তাদের জন্য যেসব দলকানা হুজুগে বাঙালির ভালোবাসা এখনো রয়ে গেছে, তাদের চিন্তাধারা কেমন কাজ করে আমি বুঝি না।
-মুক্তিযুদ্ধের চেতনাকে ঢালস্বরূপ ব্যবহার করেছে যারা, তাদেরকে যেসব বাঙালি ঘৃণা করতে পারে না, আমি তাদের ঘৃণা করি।
-মুক্তিযুদ্ধের চেতনার আড়ালে যারা দেশকে লুট করে নিয়েছে, তাদেরকে যেসব বাঙালি ঘৃণা করতে পারে না, আমি তাদের ঘৃণা করি।
-লক্ষ লক্ষ বাঙালির প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে যারা কলুষিত করেছে, তাদেরকে যে বাঙালি ঘৃণা করতে পারে না, আমি তাকে ঘৃণা করি।
-বিডিআর বিদ্রোহের নামে দেশের মেরুদণ্ড যারা ভেঙে দিয়েছে, তাদেরকে এখনো যে বাঙালি ঘৃণা করতে পারে না, আমি তাকে ঘৃণা করি।
-বিশ্বজিৎকে রাস্তায় কুপিয়ে হত্যা করার পরও, তাদেরকে যেসব বাঙালি ঘৃণা করতে পারে না, আমি তাদের ঘৃণা করি।
-বাংলার মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে বেধড়ক পিটিয়ে যারা হত্যা করেছে, তাদেরকে যে বাঙালি এখনো ভালোবাসে, আমি তাকে ঘৃণা করি।
-যুদ্ধাপরাধীদের নিজের দলে ঠাঁই দিয়ে নিরপরাধ মানুষকে যারা বিচারের নামে হত্যা করেছে, তাদের প্রতি এখনো যে বাঙালি ঘৃণা পোষণ করতে পারে না, আমি তাকে ঘৃণা করি।
-দেশের সমস্ত বাহিনীকে সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে যারা, তাদের প্রতি এখনো যে বাঙালি ঘৃণা পোষণ করতে পারে না, আমি তাকে ঘৃণা করি।
-ছাত্রদের গুলি করে হত্যার নির্দেশ দিয়েছে যারা, তাদের প্রতি যে বাঙালির ভালোবাসা এখনো রয়ে গেছে, আমি তাকে ঘৃণা করি।
-আবু সাঈদ, ওয়াসিম আকরাম, শান্ত, রিয়াদ: উচ্চ মাধ্যমিকের টগবগে ছাত্র জাফর, আসিফ, সাকিল এরকম অসংখ্য অগণিত ছাত্রদের প্রকাশ্যে যারা হত্যা করেছে,
"পানি লাগবে কারো, পানি?" মুহুর্তেই বুলেটে নিঃশেষ মুগ্ধর প্রাণ, হাতে পানির কেস, লুটিয়ে পড়ে মুগ্ধ, তার কপালে টার্গেট করে গুলি করেছে পুলিশ,
যাদের হত্যাযজ্ঞের শিকার শিশুরাও, একে একে বত্রিশটি শিশুর তাজা প্রাণ কেড়ে নিতে যারা কুণ্ঠাবোধ করেনি,
বাংলার মানুষের অধিকার যারা হরণ করেছে,
মানুষের অধিকার যারা কেড়ে নিয়েছে,
সাধারণত মানুষের উপর দিনের পর দিন যারা জুলুম করেছে,
তাদেরকে এখনো যে বাঙালি ভালোবাসে, আমি তাকে ঘৃণা করি।
চরম ঘৃণা করি।।
____ফরমান