ফরমান উদ্দিন - Farman Uddin

ফরমান উদ্দিন - Farman Uddin আমি কবিরাজ,
আমি অজস্র রাজার মহারাজ!
আমি ইনসাফ করি, বিধাতারে ডরি,
ধ্বংস করি লুটরাজ।।
~ফরমান

12/01/2025

Ye pardadari hai ya tamasha
Mujhi mai rehkar mujhise parda..!!

ঘৃণার চাইতে আগ্রহ হারানো বেশি ভয়ংকর
07/01/2025

ঘৃণার চাইতে আগ্রহ হারানো বেশি ভয়ংকর

 া
07/01/2025

আমি হব সকাল বেলার পাখি__কাজী নজরুল ইসলাম
07/01/2025

আমি হব সকাল বেলার পাখি
__কাজী নজরুল ইসলাম

'এমনভাবে ভেঙে দিও না,যতটা ভাঙলে বিশ্বাস আর ফিরে পাবে না।'
06/01/2025

'এমনভাবে ভেঙে দিও না,
যতটা ভাঙলে বিশ্বাস আর ফিরে পাবে না।'

06/01/2025

জোছনা করেছে আড়ি,
আসে না আমার বাড়ি
গলি দিয়ে চলে যায়!
_রবি গুহ মজুমদার

হুমমম।।
06/01/2025

হুমমম।।

05/01/2025

04/01/2025

অদক্ষরা মুখেই দক্ষ বেশি।

____বিনিময়ে দিয়ে যায়নতুন বছর আমার কাছে নতুন কিছু নয়।তোমাদের শুভেচ্ছা বার্তা, আতশবাজির রঙিন রঙিন ঝংকার,বারবিকিউর পোড়া মাং...
03/01/2025

____বিনিময়ে দিয়ে যায়

নতুন বছর আমার কাছে নতুন কিছু নয়।
তোমাদের শুভেচ্ছা বার্তা, আতশবাজির রঙিন রঙিন ঝংকার,
বারবিকিউর পোড়া মাংসের গন্ধ, হৈ-হুল্লোড়-
আমার কাছে নতুন কিছু নয়।
বাকি চব্বিশটা বছর যেরকম একেএকে এসে চলে গেছে
এটাও ঠিক তেমনই, স্থায়িত্বকাল তিন’শ পয়ষট্টি দিন-
সবকিছু আগের মতোই পুরোনো।
তোমরা হয়তো জানো-না, এরা শুধু নতুন সম্ভাবনা নিয়েই আসে
তা নয়, বিনিময়ে যা নেয় তা তোমরা ভাবতেও পারো-না।
মাটির ব্যাঙ্কে জমানো কয়েকটি আধুলি থেকে শুরু করে
মানুষের বিশ্বাস, সম্পর্ক, প্রেম, ভালোবাসা, প্রিয়জন-
কারো কারো বাঁচবার ইচ্ছেটুকু পর্যন্ত সে নিয়ে যায়!
বিনিময়ে দিয়ে যায়,
সন্তান হারা মায়ের বুকের হাহাকার-বাবার আর্তচিৎকার,
প্রিয়তমার ধারালো বিচ্ছেদ, ফসলহীন শুণ্য ফাকা মাঠ,
মেরুদণ্ডহীন-ঝাঁঝরা-বিধস্ত গোটা দেশ!!
যা দিয়ে যায় তার পঁচানব্বই ভাগই দগদগে ক্ষতচিহ্ন-
বিষম বিষাদের স্মৃতি।

____ফরমান

30/12/2024

অকূল পাথারে কি কারো দুকূল যায়?

06/11/2024

চোখ জ্বলছে, শীতল কিছু দেখতে চায়।

07/08/2024

ঘৃণা

-যারা স্বৈরাচারের প্রতি ঘৃণা পোষণ করে না, তাদের চিন্তাধারা কেমন কাজ করে সেটা আমার বুঝে আসে না।
-যারা বারবার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভারতের কাছে নিজের দেশকে জিম্মি করে রেখেছে, তাদের জন্য যেসব দলকানা হুজুগে বাঙালির ভালোবাসা এখনো রয়ে গেছে, তাদের চিন্তাধারা কেমন কাজ করে আমি বুঝি না।
-মুক্তিযুদ্ধের চেতনাকে ঢালস্বরূপ ব্যবহার করেছে যারা, তাদেরকে যেসব বাঙালি ঘৃণা করতে পারে না, আমি তাদের ঘৃণা করি।
-মুক্তিযুদ্ধের চেতনার আড়ালে যারা দেশকে লুট করে নিয়েছে, তাদেরকে যেসব বাঙালি ঘৃণা করতে পারে না, আমি তাদের ঘৃণা করি।
-লক্ষ লক্ষ বাঙালির প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে যারা কলুষিত করেছে, তাদেরকে যে বাঙালি ঘৃণা করতে পারে না, আমি তাকে ঘৃণা করি।
-বিডিআর বিদ্রোহের নামে দেশের মেরুদণ্ড যারা ভেঙে দিয়েছে, তাদেরকে এখনো যে বাঙালি ঘৃণা করতে পারে না, আমি তাকে ঘৃণা করি।
-বিশ্বজিৎকে রাস্তায় কুপিয়ে হত্যা করার পরও, তাদেরকে যেসব বাঙালি ঘৃণা করতে পারে না, আমি তাদের ঘৃণা করি।
-বাংলার মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে বেধড়ক পিটিয়ে যারা হত্যা করেছে, তাদেরকে যে বাঙালি এখনো ভালোবাসে, আমি তাকে ঘৃণা করি।
-যুদ্ধাপরাধীদের নিজের দলে ঠাঁই দিয়ে নিরপরাধ মানুষকে যারা বিচারের নামে হত্যা করেছে, তাদের প্রতি এখনো যে বাঙালি ঘৃণা পোষণ করতে পারে না, আমি তাকে ঘৃণা করি।
-দেশের সমস্ত বাহিনীকে সাধারণ মানুষের বিরুদ্ধে ব্যবহার করেছে যারা, তাদের প্রতি এখনো যে বাঙালি ঘৃণা পোষণ করতে পারে না, আমি তাকে ঘৃণা করি।
-ছাত্রদের গুলি করে হত্যার নির্দেশ দিয়েছে যারা, তাদের প্রতি যে বাঙালির ভালোবাসা এখনো রয়ে গেছে, আমি তাকে ঘৃণা করি।
-আবু সাঈদ, ওয়াসিম আকরাম, শান্ত, রিয়াদ: উচ্চ মাধ্যমিকের টগবগে ছাত্র জাফর, আসিফ, সাকিল এরকম অসংখ্য অগণিত ছাত্রদের প্রকাশ্যে যারা হত্যা করেছে,
"পানি লাগবে কারো, পানি?" মুহুর্তেই বুলেটে নিঃশেষ মুগ্ধর প্রাণ, হাতে পানির কেস, লুটিয়ে পড়ে মুগ্ধ, তার কপালে টার্গেট করে গুলি করেছে পুলিশ,
যাদের হত্যাযজ্ঞের শিকার শিশুরাও, একে একে বত্রিশটি শিশুর তাজা প্রাণ কেড়ে নিতে যারা কুণ্ঠাবোধ করেনি,
বাংলার মানুষের অধিকার যারা হরণ করেছে,
মানুষের অধিকার যারা কেড়ে নিয়েছে,
সাধারণত মানুষের উপর দিনের পর দিন যারা জুলুম করেছে,
তাদেরকে এখনো যে বাঙালি ভালোবাসে, আমি তাকে ঘৃণা করি।
চরম ঘৃণা করি।।

____ফরমান

05/08/2024

আলহামদুলিল্লাহ, দ্বিতীয় বারের মতো স্বাধীন হলো আমাদের বাংলাদেশ। এ স্বাধীনতায় আবু সাঈদের অবদান, অনস্বীকার্য।

স্বাধীনতা, স্বাধীনতাজানি না কেমনজানি না তাহা কী!কত বীর দিয়েছে রে প্রাণ,অলিগলি জুড়ে রক্তস্নান,স্বাধীনতা, এবার তোমারে চিনে...
17/07/2024

স্বাধীনতা, স্বাধীনতা
জানি না কেমন
জানি না তাহা কী!

কত বীর দিয়েছে রে প্রাণ,
অলিগলি জুড়ে রক্তস্নান,
স্বাধীনতা, এবার তোমারে চিনেছি!

আমি দেখিনি রফিক,
আমি দেখিনি শফিক,
দেখিনি বরকত, জব্বার ৫২'র

এ-যুগে দেখেছি আবু সাঈদের
পেতে রাখা বুকে গুলি,
স্বাধীনতা, দেখেছি রং তোমার!

দেশজুড়ে আজ চলছে জুলুম,
বৈষম্যের চশমা পরে
করছে অত্যাচার!

স্বাধীনতা তুমি আঙুল দেখিয়ে
একবার বলে দাও,
কে তবে রাজাকার?
__________ফরমান

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when ফরমান উদ্দিন - Farman Uddin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফরমান উদ্দিন - Farman Uddin:

Share