RuhNoor-রূহনূর

RuhNoor-রূহনূর 𝐀𝐬𝐬𝐚𝐥𝐚𝐦𝐮𝐚𝐥𝐚𝐢𝐤𝐮𝐦,,,,

05/12/2025

কি এক জগত রে ভাই,একটু একটু মেয়ে গুলোকে মোবাইল ফোন দেয়া হচ্ছে আবার তাতে পেইজ ও খুলে দেয়া হচ্ছে,,মানে বিষয় টা এরকম মায়ের পেট থেকেই পেইজ চালানো টা শিখে আসলে অন্তত জীবনের এই প্রতিযোগিতায় পিছিয়ে যেতাম নাহ,,,,😴😴

04/12/2025

একটু পিছন ফিরে তাকালেই দেখি, আমাদের ভীষণভাবে ক্ষতি করা কোন মানুষই ভালো নেই। না এটা অভিশাপ না। কিন্তু নিয়তির পরিহাস।।।।

19/11/2025

স্ট্যাটাসের উপর ভিত্তি করে কার জীবন কেমন চলছে তা না মিলিয়ে ঠোটে ভেসলিন লাগান,ঠোট ফাটা বন্ধ হবে।🙂

18/11/2025

সত্য বলার কারনে যদি আপনার চারপাশ খালি হয়ে যায় তাহলে বুঝে নিবেন এতোদিন আপনি আবর্জনায় ঘিরে ছিলেন,,,

18/11/2025

এমনিতেই জন্মগতভাবেই মেয়েদের অনুমান শক্তি খুবই প্রখর। তার উপর যদি কোন মেয়ে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, স্পষ্টভাষী, প্রতিবাদী আর স্বাধীনতাচেতা স্বভাবের হয় তাহলে এই জগৎ সংসারে সুখী হওয়া তার জন্য সত্যিই চ্যালেঞ্জিং!
মেয়েরা রূপবতী, গুণবতী, মায়াবতী আর তার সাথে একটু বোকা সোকা হলেই সবার পছন্দের এবং প্রিয় হতে পারে। কারণ এ ধরনের মেয়েদেরকে ইচ্ছামত ব্যবহার করা যায়, খাটানো যায়, ভয় দেখি চুপ করিয়ে রাখা যায়, সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায়। কিন্তু প্রতিবাদী, সাহসী এবং বুদ্ধিমতী মেয়েদেরকে ইচ্ছেমত ব্যবহার করা যায় না, ভয় দেখানো যায় না, চুপ করিয়ে রাখা যায় না, সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া যায় না বলেই এরা সবার পছন্দের হতে পারে না।
তাছাড়া এরা নিজেদের অধিকার এবং দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সম্পূর্ণ সচেতন। তাই এদেরকে ঠকানো, বোকা বানানো অথবা সাইড করে একপাশে রেখে দেওয়া সত্যি কঠিন! মানে হজম করা সহজ নয়। এজন্যই বুদ্ধিমান লোক অনেকের পছন্দের হলেও বুদ্ধিমতী মেয়ে সবার পছন্দ না।

Everything you lost will come back double. Ameen,,,
18/11/2025

Everything you lost will come back double. Ameen,,,

18/11/2025

খুবই ছোট একটি দোয়া....!
মুসা (আঃ) তার সবচেয়ে কঠিন সময়ে এই দোয়াটি করেছেন..
**রব্বি ইন্নি লিমা আনযালতা ইলাইয়ামিন খাইরিন ফাকির***[সূরা আল কাসাস:২৪]
অর্থ : হে আমার রব আপনি আমার উপর যেই কল্যাণ, যেই খায়ের নাজিল করবেন...!
আমি তার জন্য ফকির হয়ে বসে আছি, আমি তার জন্য অভাবগ্রস্থ।

Choose a man who’s ready to lead with love, show up with effort, and build a life with you — not someone who just wants ...
17/11/2025

Choose a man who’s ready to lead with love, show up with effort, and build a life with you — not someone who just wants to claim a title.

A real husband is not defined by the word “married,” but by his actions.
Pick a man who understands responsibility, emotional maturity, and partnership.
Someone who chooses you every day, communicates, respects, grows, and invests in your peace.

17/11/2025

প্রয়োজনের অতিরিক্ত জোরে কথা বলা আমি নিতে পারি না । চোখ রাঙানো, ধমকানো, অভদ্র ভাষায় গালাগালি করা এইসব আমাকে তৎক্ষণাৎ অসুস্থ করে ফেলে , ইভেন আমার সামনে অন্য কারোর ওপর চিল্লালেও আমি সইতে পারি না, মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়!

17/11/2025

আপনার সাথে সবচেয়ে বড় অন্যায় করে ফেলা ব্যাক্তির সাথে কথা বলে দেখবেন, তার মধ্যে কোন অপরাধ বোধ নেই, কি অদ্ভুত!
এগুলো কিন্তু বেশির ভাগ সময় হাসবেন্ড এর হ্মেত্রে হয় আর নাহয় শশুরবাড়ির হ্মেত্রে হয়,!!!,হাজারটা সত্য জেনেও পেটের মাঝে বছরের পর বছর দমিয়ে রাখে নিজের মা কে বাঁচাতে,নিজের পরিবার কে বাঁচাতে,, , ওদিকে স্ত্রী তার চোখের সামনে যাক কান্নাকাটি করে মরে,,আগে মায়ের করা গুনাহ পরিবার এর করা অন্যায় আড়াল হোক,,,
তিতা হলেও কথা কিন্তু এটা সত্যি,, শত্রুর সাথে মানুষ পেরে উঠে কিন্তু নিজের ভালোবাসার মানুষের সাথেনা,,যেখানে ফলাফল নিজের হক ছেড়ে দিতে হয় হাজারটা কষ্ট পাওয়ার পরও,,,,

মেয়েদের একটা জিনিস খুব ভালো। পুরো দুনিয়ার সব মেয়েদের মধ্যে একটা মানসিক ঐক্য আছে। ধরেন কারো স্বামী খারাপ হলে ঐ স্বামী দুন...
17/11/2025

মেয়েদের একটা জিনিস খুব ভালো। পুরো দুনিয়ার সব মেয়েদের মধ্যে একটা মানসিক ঐক্য আছে। ধরেন কারো স্বামী খারাপ হলে ঐ স্বামী দুনিয়ার সব মেয়ের কমন শত্রু। সবাই মিলে সম্মিলিতভাবে তাকে ধরবে। পুরুষদের মধ্যে আবার এই ধরনের ঐক্য নাই। কারো স্ত্রী দুষ্ট হলে পুরুষদের একাংশ আবার সেই নারীর পাশে 'খাঁড়াবে'। মেসেজ পাঠাবে, "মন কি বেশি খারাপ? লোনলি লাগতেছে? দেখা করবা?"

-ডা. শরফুদ্দিন মাহমুদ

17/11/2025

মুখোশধারীদের স'মস্যা হলো"
ওরা অভিনয় করে এমনভাবে যেন আপনিই ভু'ল মানুষ, এবং ওরাই সঠিক,,,

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when RuhNoor-রূহনূর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RuhNoor-রূহনূর:

Share