Creative Venture

Creative Venture Unsung Creations.

04/07/2025

দোষী হয়ে তোমাদের মাঝে থাকতে চাই। তারপরেও চাই তোমরা ভাল থাক❤️।

26/06/2025

হারিয়ে গেছিতো অনেক আগেই। প্রতিবারই নিজেকে ফিরিয়ে এনেছি তোমাদের জন্যে। কল্পনার বাস্তবতায় তোমরা ভেবেছো বার বার ফিরে আসবো? ফিরে আসাটা খুব সহজ নয়. যে ফিরে আসতে জানে, সে হারিয়ে যেতেও পারে।
আত্মার উপর সবসময় জুলুম করা যায় না।
চোখ মিথ্যা বলে, মুখ মিথ্যা বলে, আত্মা মিথ্যা বলেনা। আত্মা কাউকে হারাইতেও চাইনা, জিতাইতেও চাইনা। আত্মা তার মুক্তি চাই। কিন্তু, আত্মার চিতকার কেউ শুনেনা।

25/06/2025

এখনও দুপুরে বা রাতে খাওয়ার সময় কে কে গরু মাংস না খেয়ে পারেন না😜😄🙄। চলে আসুন কমেন্টে!



সবকিছুতে ট্টাম্প সাহেব মনে করে যে, WWE champion trophy খেলে🥴। Sir, খেলা শুরু হইসে মাত্র, শেষ করে দিলেন?!এই লোকের এমন মুড...
24/06/2025

সবকিছুতে ট্টাম্প
সাহেব মনে করে যে, WWE champion trophy খেলে🥴।
Sir, খেলা শুরু হইসে মাত্র, শেষ করে দিলেন?!
এই লোকের এমন মুড সুইং হয়, পৃথিবীর কোন মেয়ের এমন হয় না!!
Courtysy: BBC News, Bangla

বড় ভাই কিম জং উন এর প্রতি আমার বিশ্বাস সবসময় ছিলো,আছে, থাকবে। ভাই আজকে মিসাইল মাইরে দিছে!মিসাইল কোন দিকে মারছে কেউ জানে ...
20/06/2025

বড় ভাই কিম জং উন এর প্রতি আমার বিশ্বাস সবসময় ছিলো,আছে, থাকবে। ভাই আজকে মিসাইল মাইরে দিছে!

মিসাইল কোন দিকে মারছে কেউ জানে না। তবে বিশ্ববাসী জেনে গেছে- ভাই মিসাইল মাইরা দিছে!

কোন দেশের মধ্যে যুদ্ধ লাগলে প্রতিবারই বড় ভাই যে কোন একদিকে মিসাইল মাইরা জানান দেয়- আমি জীবিত আছি!

প্রতিবারের চেয়ে এবার বড় ভাই এর প্রতি শ্রদ্ধা হাজার গুণ বেড়ে গেছে। এবার মিসাইল তো মারছে তার ওপর বলছে, ইরানকে একা ছাড়াবে না, প্রয়োজন হলে ইরানের পক্ষে যুদ্ধে নেমে যাবে।

আরেকটা আস্থার বিষয় হচ্ছে- ভাই এমনে মনের খুশিতে মিশাইল মারে, তবে যুদ্ধ শুরু করলে পারমাণবিক দিয়ে শুরু করবে!

---- সংগ্রিহিত

18/06/2025

আমার পেইজ এর পরিবারের সাথে যুক্ত হউন। নিজের সাথে সাথে আপনাদের এনগেজমেন্ট ও বাড়িয়ে নিন। এইত সময় একে অপরকে হেল্প করার। পেইজের কন্টেন্ট শেয়ার করে, কমেন্ট করে পাশে থাকুন। খুব শীগ্রই নতুনদের জন্যে স্টার সেন্ডার হিসেবে আত্বপ্রকাশ করছি! অবশ্যই যারা যুক্ত থাকবেন ফুলের ভালবাসা দিয়ে বরণ করা হবে, ইনশা আল্লাহ।

গুজরাটের বন্যা। ভারত ভাসছে!উল্লাসের কোন কারণ নেই তবে এসব প্রাকৃতিক দুর্যোগে ঠাট্রা করা মানেই অমানবিক আচরন করা। যেটা ভারত...
01/09/2024

গুজরাটের বন্যা। ভারত ভাসছে!
উল্লাসের কোন কারণ নেই তবে এসব প্রাকৃতিক দুর্যোগে ঠাট্রা করা মানেই অমানবিক আচরন করা। যেটা ভারতের কিছু মানুষ করে মজা পেয়েছিল বাংলাদেশ কে নিয়ে।
# Gujrat flood. India is under water! No scope to feel happy to see other in danger. It is inhuman act. Some people of india showed such inhuman acts to Bangladeshi people.
Where are they?

মাশা আল্লাহ্
17/07/2024

মাশা আল্লাহ্

‘বিবেকের তাড়নায়’ ছাত্রলীগ থেকে পদত্যাগ করলেন আরও দুই নেতা... https://www.rtvonline.com/country/283040

16/07/2024

# ফিরে দেখা সেই সময় ১৯৫২ আর এই সময় ২০২৪। তৎকালীন পশ্চিম পাকিস্তানের শাসকগোষ্ঠী তাদেরই প্রশাসনিক গোষ্ঠীর সহায়তায় ঝাপিয়ে পড়েছিল বাংলার আপামর জনসাধারন আর ছাত্র সমাজের উপর। ৪৩ বছর পর ও আজ আমরা তার পুনরাবৃত্তি দেখলাম।
# দেশটা কিন্তু স্বাধীন বাংলা।
# Quota Reformation & Movement.

Address

Chittagong
4200

Telephone

+8801701560103

Website

Alerts

Be the first to know and let us send you an email when Creative Venture posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share