Arif Mohammad

Arif Mohammad "Capturing emotions, crafting memories. Through our lens, your story lives forever. Let’s create magic together."
(2)

আল্লাহ তোমার কুদরতি উছিলায় পৌছে দাও ক্ষু'ধার্ত গা*যাবাসীর কাছে! 🤲
27/07/2025

আল্লাহ তোমার কুদরতি উছিলায় পৌছে দাও ক্ষু'ধার্ত গা*যাবাসীর কাছে! 🤲

"ফার্মগেট"এই জায়গাটা হচ্ছে ভাই শেখার জায়গা..! মহাভারতে যা নেই তা যেমন ভারতে নেই, তেমনি ফার্মগেটে যা নেই তা সমস্ত ঢাকাতে ...
25/07/2025

"ফার্মগেট"
এই জায়গাটা হচ্ছে ভাই শেখার জায়গা..! মহাভারতে যা নেই তা যেমন ভারতে নেই, তেমনি ফার্মগেটে যা নেই তা সমস্ত ঢাকাতে নেই ! রাস্তার ধারের ২ টাকার সিংগাড়া থেকে কাচ্চি, ৫টাকার আদা চা থেকে টং ঘর, ইসলাম মিশন থেকে চার্চ, ৮০টাকার পতিতা থেকে প্যান প্যাসিফিক সোনারগাঁও, রেলগেটের ৬০ টাকার গাঁজা থেকে বার, ট্রেন থেকে বাস, স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, রাস্তার ধারের ২০টাকায় বাইচ্ছা লন দেইখ্যা লন কাপড়ের ভ্যান থেকে বসুন্ধরা সিটি, রাস্তায় ঘুমানো বিত্ত থেকে উচ্চবিত্ত কি নেই ফার্মগেটে!
কলেজ, রাসেল চত্ত্বর, হলে আড্ডা দেয়া, খামার বাড়ির সামনের অপেক্ষা, স্টেশন এ লোকাল ট্রেনের ফ্রি রাইড, রেলগেইট পার করে আনিসুল হক সড়ক ধরে সাতরাস্তা-হাতিরঝিল, তেজগাঁও বয়েস এর মসজিদ, ফুট ওভার ব্রিজের ২০টাকার মোজা, ইসলাম মিশনে জুম্মা, ফার্মগেটের কোনায় ১০টাকায় সো কলড দুধ চা, ২টাকায় ওজন মেপে নেয়া, ইন্দিরা রোডে তেজগাঁও কলেজ এর সামনে বোবা মামাটার ভেলপুরি, আনোয়ারা পার্কের সেই মারামারি/আড্ডা,সেজান পয়েন্টে এসির হাওয়া খেতে খেতে আড্ডা,খামার বাড়ি(টিএনটি মাঠের কোণায়) মিজান মামার দোকানের সেই রঙ চা,ঘরোয়া হোটেলের ৫০ টাকার খাবার,অনেক রাতের বেলায় সেজান পয়েন্টের সামনে সুবাসের বিরিয়ানি, আইবিএ এর খালার দোকানের ডিম-পরটা ।এশিয়া প্যাসিফিকের এর সামনে ঘাস লতাপাতা দিয়ে অতিরিক্ত চিনির চা, মানিক মিয়া এভিনিউ, সংসদ ভবন এর সামনের সারিসারি বকুল গাছ, কলেজ পালিয়ে বসুন্ধরা, ক্রিসেন্ট লেক রোডের কৃষ্ণচূড়া, কাওরান বাজারের রাতের ব্যস্ততা, রাতে ভ্যানের সারি-টুপরিতে দিনমজুরদের ঘোর ঘুমে দেখে কেমন লাগা, রাস্তায় ভুখা শিশু-বৃদ্ধর আহাজারি, আনন্দ সিনেমা হলের সামনে বিশাল জমায়েতে ব্রাজিল/আর্জেন্টিনার খেলা দেখা, জনৈক পতিতার কিছু লাগবেনি উত্তরে দর কষা, পান্থপথ পার হয়ে ধানমন্ডি লেকে আড্ডা দেয়া, ১৫ টাকার প্রাণ খেয়ে টাকা তুই দিবি তুই দিবি যুদ্ধ করা, স্ট্রিট লাইট সোডিয়াম থেকে ক্যান এলইডি করা হলো তারজন্য গালমন্দ করা, ভিআইপি যাওয়ার আগের ৪০মিনিট দাঁতে-দাঁত কামড়ে দাঁড়িয়ে থাকা, ফুট ওভারে চুপ দাড়িয়ে ভিড়ের ব্যস্ততা দেখা একটা হাসিমুখ খোঁজে, নিরাপদ সড়ক আন্দোলন, হাফ পাস না নেয়ার বাস নিয়ে কলেজে ঢুকায় রাখা, বাস ভাংচুর, পুলিশের লাঠি! শত মন খারাপ, শত মন ভালো! কি সুন্দর! এই শহর কতো রঙিন, এই শহর কতো কালো!
আহ ফার্মগেটের দিনগুলি!
প্রিয় ফার্মগেট ১২ বছরে অনেক কিছুই দিয়েছ তুমি, অনেক কিছুই শিখিয়েছো,আবার অনেক কিছুই কেড়ে নিয়েছো। তাইতো সুযোগ পেলেই ছুটে যাই তোমার কাছে............
ভালোবাসি তোমাকে ফার্মগেট!💙
[collected]

চট্টগ্রামে ১০৫ বছরের পুরনো একটি ক্লাসিক্যাল মিষ্টি বিপণি বোস ব্রাদার্স.১৯২০ সালে যাত্রা শুরু করা এই দোকানটি শুধু মিষ্টির...
24/07/2025

চট্টগ্রামে ১০৫ বছরের পুরনো একটি ক্লাসিক্যাল মিষ্টি বিপণি বোস ব্রাদার্স.

১৯২০ সালে যাত্রা শুরু করা এই দোকানটি শুধু মিষ্টির জন্যই বিখ্যাত নয়, এটি চট্টগ্রামের ঐতিহ্য ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত।
শুধু রসগোল্লা বা চমচম নয়- এই দোকানের ভেতরে লুকিয়ে আছে ব্রিটিশবিরোধী আন্দোলনের এক টুকরো অধ্যায়।

মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদারসহ অনেক বিপ্লবী একসময় এখানে বসে আন্দোলনের পরিকল্পনা করতেন। দোকানের প্রতিষ্ঠাতা শুধাংশু বিমল বোস নিজেও ছিলেন আন্দোলনের একজন সক্রিয় অংশীদার।

আজ এত বছর পরও, দোকানটিতে গেলে মনে হয় সময় যেন থেমে আছে। মাটির হাঁড়িতে দই, নরম কালোজাম, রসমালাই, আর সেই পুরনো দিনের সাজসজ্জা- সব মিলিয়ে এক অসাধারণ নস্টালজিয়া। আধুনিক মিষ্টির ভিড়ে দাঁড়িয়েও বোস ব্রাদার্স নিজের স্বাদ ও ঐতিহ্য ধরে রেখেছে।
তারা খাবারের মান কতটুকু ধরে রাখতে পেরেছে এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে তবে যারা ইতিহাসকে স্পর্শ চান তারা চাইলে এই লোকেশনটি নোট করে রাখতে পারেন 😊

📍 নন্দনকানন মোড়, চট্টগ্রাম।

গতকালের মাইলস্টোনের বিমান দু র্ঘ টনায় সবচেয়ে আলোচিত নাম 'মাহেরীন চৌধুরী' ম্যাম! উনার সাথে উনার স্বামীর শেষ কি কথা হয়েছিল...
23/07/2025

গতকালের মাইলস্টোনের বিমান দু র্ঘ টনায় সবচেয়ে আলোচিত নাম 'মাহেরীন চৌধুরী' ম্যাম! উনার সাথে উনার স্বামীর শেষ কি কথা হয়েছিলো জানেন?

উনার স্বামী উনাকে বলেছিলো 'আমাদের দুটো ছোট ছোট বাচ্চা আছে। তুমি তো তাদের এতিম করে দিলা!'
জবাবে ম্যাম বলেছিলো 'ওরাও তো আমার বাচ্চা! আমি কি করবো বলো?'
উনার শরীরের ১০০ ভাগ ই আ"* ক্রান্ত হয়েছিলো! উনি তাও উনার স্বামীকে বলেছিলো 'আমার ডান হাত টা একটু শক্ত করে ধরো তো!' অথচ উনার হাত ধরার মতো অবস্থা ছিলোই না!

তারপর উনি উনার স্বামীকে বলেছিলেন ''তোমার সাথে আমার আর দেখা হবেনা!''
এই লাইন টা এত বাজে ভাবে আঘাত করলো আমাকে!!
আপনার নিজের মানুষ টা দুনিয়া থেকে চলে যাচ্ছে, আপনার ও কিছুই করার নেই। সে শুধু আপনাকে একটা কথাই বললো 'তোমার সাথে আমার আর দেখা হবেনা!''

শেষ বিদায়! আর দেখা হবেনা! কখনো না!
এমন কষ্টের বিদায় কারো না আসুক!!💔🤲🤲

আপনি জানেন কি, চট্টগ্রামে থেকেও ৯৫% এর বেশি মানুষ জানেনা এবং স্বচক্ষে দেখেনি চট্টগ্রামের সিআরবি'র ঐতিহাসিক হাতির বাংলো! ...
19/07/2025

আপনি জানেন কি, চট্টগ্রামে থেকেও ৯৫% এর বেশি মানুষ জানেনা এবং স্বচক্ষে দেখেনি চট্টগ্রামের সিআরবি'র ঐতিহাসিক হাতির বাংলো! আপনি জেনে আরো আশ্চর্য হবেন যে, ১৮৯৩ সালে অর্থাৎ ১৩২ বছর আগে নির্মিত প্রাচীন ও নান্দনিক ডুপ্লেক্স এই ভবনটি নির্মাণে কোনো লোহা ব্যবহার করা হয়নি। তৎকালীন রেল কর্মকর্তাদের বসবাসের জন্য বৃটিশ প্রকৌশলী ব্রাউনজার ঐতিহাসিক এই স্থাপনার নির্মাণ কাজে ব্যবহার করেছেন ইট–পাথরের সাথে ফেরো সিমেন্ট!!

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arif Mohammad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share