Razib's perspective

Razib's perspective Rajib Perspective shares motivational thoughts, real-life guidance, and deep reflections.

Challenging false beliefs and inspiring inner strength—this page helps you think freely, grow consciously, and see life from a new perspective.

ফুটবল খেলা যত গভীর রাতেই অনুষ্ঠিত হোক মিস করা আমার পক্ষে সম্ভব না।  #ফুটবল
06/07/2025

ফুটবল খেলা যত গভীর রাতেই অনুষ্ঠিত হোক মিস করা আমার পক্ষে সম্ভব না।
#ফুটবল

🌍 শিশুশ্রম: আমাদের সভ্যতার কলঙ্ক 🤔আজও পৃথিবীর কোটি কোটি শিশু অঙ্কের খাতা আর রঙিন স্বপ্নের বদলে হাতে তুলে নিচ্ছে শ্রমের ভ...
05/07/2025

🌍 শিশুশ্রম: আমাদের সভ্যতার কলঙ্ক 🤔

আজও পৃথিবীর কোটি কোটি শিশু অঙ্কের খাতা আর রঙিন স্বপ্নের বদলে হাতে তুলে নিচ্ছে শ্রমের ভার। ক্ষুধা আর দারিদ্র্য তাদের শৈশব ছিনিয়ে নিচ্ছে, বঞ্চিত করছে শিক্ষা, খেলা আর নির্ভীক বড় হয়ে ওঠার অধিকার থেকে।

শিশুশ্রম শুধু একটি শিশুকে নয় — পুরো সমাজকে অন্ধকারে ঠেলে দেয়। শিক্ষা ও দক্ষতা হারালে একটি রাষ্ট্র হারায় তার ভবিষ্যৎ কর্মশক্তি, অর্থনীতি হারায় সম্ভাবনার দ্বার। অপরাধ, শোষণ আর বৈষম্য আরও গভীর হয়।

আজই সময় — শিশুশ্রমের শৃঙ্খল ভাঙার। পরিবার, সমাজ আর রাষ্ট্র একসাথে এগিয়ে এলেই শিশু পাবে তার হারানো শৈশব, আর বিশ্ব পাবে আলোকিত আগামীকাল।

👉 শিশুশ্রম রোধ করুন, শিশুরা হোক স্কুলমুখী, স্বপ্নমুখী। 🌱

#শিশুশ্রমবিরোধী

"একটা সুন্দর প্রকৃতি থাকলে একাকীত্ব আর কষ্ট দেয় না। বাতাসে ভেসে থাকা পাখির ডাক, গাছের পাতায় লুকানো স্বপ্ন আর নদীর স্রো...
04/07/2025

"একটা সুন্দর প্রকৃতি থাকলে একাকীত্ব আর কষ্ট দেয় না। বাতাসে ভেসে থাকা পাখির ডাক, গাছের পাতায় লুকানো স্বপ্ন আর নদীর স্রোতে ভেসে যাওয়া দুঃখ — সবই এক সময় শান্তি হয়ে যায়। প্রকৃতির কাছে হারিয়ে গিয়ে নিজেকে খুঁজে পাওয়া যায় নতুনভাবে। 🌿☘️"

#প্রকৃতি #একাকীত্ব #সকাল #মনছোঁয়া #হৃদয়ছোঁয়া #ভোরেরশান্তি

🌧️ Rajib Perspective থেকে বাস্তবের আর্তনাদ…শহরের বিলাসী আলো নিভে গেছে পানি জমে থাকা রাস্তায়,গ্রামের কাঁচা ঘর ভিজে গেছে ক...
21/06/2025

🌧️ Rajib Perspective থেকে বাস্তবের আর্তনাদ…
শহরের বিলাসী আলো নিভে গেছে পানি জমে থাকা রাস্তায়,
গ্রামের কাঁচা ঘর ভিজে গেছে কষ্ট আর কান্নায়।
জুন ২০২৫–এর এই অপ্রতিরোধ্য বৃষ্টি যেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল —
আমরা এখনও কতটা অপ্রস্তুত, কতটা অসহায়।

এই ছবি শুধু জলাবদ্ধতা নয়,
এই ছবি হলো একেকটা পরিবারের না বলা কষ্ট,
একেকটা শিশুর শৈশব হারানোর গল্প,
একেকজন মায়ের উদ্বিগ্ন রাতের প্রতিচ্ছবি।

🕊️ Rajib Perspective সবসময় চেষ্টা করে
যেন বাস্তবের চিত্র আপনাদের সামনে তুলে ধরা যায়।
এই দুর্যোগে শুধু সহানুভূতি নয়, সচেতনতা আর প্রস্তুতির প্রয়োজন।

#জুন২০২৫ #বাংলাদেশবৃষ্টি #জলাবদ্ধতা #দুর্ভোগ #মানবতা #বাস্তবচিত্র #সচেতনতা #সমাধানেরচিন্তা

18/06/2025

গ্রামে ফিরে পেলাম পুরনো বাড়ি আর তাজা ফলের স্বাদ 🍇🍍 | Village Life in Bangladesh
#গ্রামেরবাড়ি

14/06/2025

"জাহাজে ফিরছি কর্মব্যস্ত শহরে, ঈদের আনন্দ পেছনে রেখে… দেখুন এক ঝলকে জাহাজের ভেতরের পরিবেশ।" #ঈদেরছুটি #জাহাজভ্রমণ #ফেরাশহরে #জাহাজেরভেতর #বাংলাদেশভ্রমণ #লাইফজার্নি #ভ্রমণভালোবাসি #ফেসবুকভিডিও

🌧️ টানা বৃষ্টিতে শহর ও গ্রামে দুর্ভোগ 🌧️গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছ...
02/06/2025

🌧️ টানা বৃষ্টিতে শহর ও গ্রামে দুর্ভোগ 🌧️

গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে জনজীবনে চরম ভোগান্তি দেখা দিয়েছে।

🏙️ শহরে রাস্তাঘাট পানিতে ডুবে গেছে, যানজট আর জলাবদ্ধতায় চলাফেরা কঠিন।
🏡 গ্রামে কাঁচা রাস্তা নষ্ট, চাষাবাদেও ক্ষতি হচ্ছে।

প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি অব্যবস্থাপনাও আমাদের কষ্ট বাড়াচ্ছে।
এখনই সময়, আমরা সচেতন হই ও সমাধানের পথ খুঁজি।

আপনার এলাকায় অবস্থা কেমন? জানান মন্তব্যে।
সবাই নিরাপদে থাকুন। 🤍

#বৃষ্টি #বাংলাদেশ #জলাবদ্ধতা #নগরজীবন #গ্রামজীবন #সচেতনতা

01/06/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

29/05/2025

Good evening

রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়ে। কিন্তু একজন জেগে থাকেন-তোমার রব!তুমি যখন ভেঙে পড়ো, সবাই দূরে সরে যায়, কিন্তু আল্লাহ বলেন, ...
25/05/2025

রাত গভীর হলে সবাই ঘুমিয়ে পড়ে। কিন্তু একজন জেগে থাকেন-তোমার রব!
তুমি যখন ভেঙে পড়ো, সবাই দূরে সরে যায়, কিন্তু আল্লাহ বলেন, “ডাকো, আমি আছি।”
মানুষ তো শুধু সুখের ভাগ চায়, আল্লাহ দেন দুঃখেও শান্তির বৃষ্টি।
তুমি যদি কাঁদো, তোমার চোখের অশ্রুও তাঁর কাছে গুনে রাখা হয়।
কাজেই কারো দরজায় নয়-রবের দরবারে ফিরে যাও।
তোমার হারানো সব কিছু তাঁর কাছে সুরক্ষিত।

তোমার বিবেক যদি অন্যায় কাজ করা থেকে বাঁধা না দেয়। তবে বুঝে নিও; তোমার মাঝে মনুষ্যত্বের ঘাটতি রয়েছে। তুমি মানুষের অবয়ব, প...
23/05/2025

তোমার বিবেক যদি অন্যায় কাজ করা থেকে বাঁধা না দেয়। তবে বুঝে নিও; তোমার মাঝে মনুষ্যত্বের ঘাটতি রয়েছে। তুমি মানুষের অবয়ব, পরিপূর্ণ মানুষ নও।

Address

Chittagong

Telephone

+8801646668585

Website

Alerts

Be the first to know and let us send you an email when Razib's perspective posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Razib's perspective:

Share