04/09/2025
আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসা এডহক (ম্যানেজিং) কমিটি-২০২৫ কর্তৃক শিক্ষারগুণগত মানোন্নয়ন কল্পে অভিভাবক সমাবেশ অদ্য ০৪/০৯/২৫ বৃহস্পতিবার মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।লোহাগাডায় পৌরসভা চুডান্ত বাস্তবায়ন কল্পে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে উচ্চপদস্থ টিম পরিদর্শনে আসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতিক্রমে লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো নুরুল ইসলাম সাহেব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটি ২০২৫ এর অভিভাবক সদস্য জনাব মো: মোজাম্মেল হক, সাধরণ শিক্ষক প্রতিনিধি সদস্য জনাব আবু তৈয়ব ফারুকী, সেক্রেটারি ও সুপার জনাব ফরিদ আহমদ, সাবেক সদস্য মো.শিহাব উদ্দিন,সাবেক সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন,সাবেক সদস্য আব্দুস শুক্কুর,প্রাক্তন শিক্ষার্থী সংঘটনের সহ-সভাপতি জনাব মাস্টার সাখাওয়াত হোসেন, সাবেক সভাপতি আবু রেজা মোহাম্মমদ সুফিয়ান,প্রথম আলো পত্রিকা লোহাগাড়া প্রতিনিধি Kaiser Hamid Tushar,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,সম্মানিত অভিভাবকবৃন্দ,শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রীবৃন্দ ও শিক্ষাবিদ উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে,উক্ত অনুস্টানে শুভেচছা রাখেন প্রতিস্টানের সম্মানিত সুপার ও সেক্রেটারি জনাব ফরিদ আহমদ সাহেব উক্ত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন এডহক (ম্যানেজিং)) কমিটির সভাপতি ও প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের সভাপতি জনাব ইসহাক আহমদ এ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) এবং জেলা ও দায়রা জজ আদালত,চট্টগ্রাম উপরোক্ত অতিথিবৃন্দ,শিক্ষক শিক্ষিকা,ছাত্র ও অভিভাক উভয়ে পৃথক পৃথক বক্তব্যে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবকের সচেতনতা,শিক্ষার্থীদের নিয়মিত পডাশুনার খোজ খবর,মোবাইল আসক্ততা কমানো,কিশোর গ্যাং প্রতিরোধ,ইভটিজিং প্রতিরোধ, নিয়মিত নামাজ দোয়া,মিনিমাম দৈনিক ৬/৭ ঘন্টা পডার টেবিলে মনোযোগী হওয়া ডায়েরীতে নিয়মতি পডা লেখা দেওয়া ইত্যাদি বিষয়াদি বক্তাদের বক্তব্যে গুরুত্বপায়।সভাপতি সাহেব সমাপণী বক্তব্যে শিক্ষার গুণগত মানোন্নয়নে কিশোর গ্যাং প্রতিরোধ, মোবাই ব্যাবহারে বিধিনিষেধ আরোপ,দশম শ্রেণীর শিক্ষার্থী ও দূর্বল শিক্ষার্থীদের জন্য স্পেশাল ক্লাসের ব্যবস্থা, শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের যোগাযোগবৃদ্ধি,পরস্পর আলাপ আলোচনা,আত্নবিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে শিক্ষার পরিবেশ উন্নয়ন সাধনের জন্য বদ্ধপরিক মর্মে উল্লেখ করেন।অভিভাবকদের প্রতি নির্দেশনা দেন কোন শিক্ষার্থী যে ধারা ছুরি,সাকো সাথে না রাখে,ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের ভূমিকা অপরিসীম মন্তব্যে করেন।পরিশেষে সভাপতি তার সমাপণী বক্তব্যে নিম্মোক্ত বিষয়াদি শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মধ্যে সফল শিক্ষাগত সম্পর্ক গড়ে তোলার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
১. পারস্পরিক যোগাযোগ (Communication):
@শিক্ষক⇄অভিভাবক**: শক ক্ষার্থীর অগ্রগতি, সমস্যা বা সম্ভাবনার বিষয়ে নিয়মিত যোগাযোগ।
* **শিক্ষক ⇄ শিক্ষার্থী**: খোলামেলা ও উৎসাহমূলক আলোচনা।
* **অভিভাবক ⇄ শিক্ষার্থী**: বাড়িতে শিক্ষার পরিবেশ ও মানসিক সমর্থন।
২. পারস্পরিক শ্রদ্ধা ও আস্থা (Respect and Trust):
@শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস থাকা প্রয়োজন।
@একজন অন্যজনের মতামত ও অবস্থানকে সম্মান করলে সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।
৩. সহযোগিতা ও অংশগ্রহণ (Collaboration & Involvement)
@অভিভাবকদের স্কুল কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ।
@শিক্ষার্থীদের পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে উৎসাহ দেওয়া।
@শিক্ষকদের পক্ষ থেকে সবার অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা।
৪. সুনির্দিষ্ট দায়িত্ববোধ (Clear Roles and Responsibilities):
@শিক্ষকের দায়িত্ব**: পাঠদান, মূল্যায়ন, শৃঙ্খলা ও নৈতিকতা শিক্ষা।
@অভিভাবকের দায়িত্ব**: পড়াশোনার পরিবেশ, অনুশীলন ও মানসিক সহায়তা।
@শিক্ষার্থীর দায়িত্ব**: নিয়মিত উপস্থিতি, শ্রবণ, অধ্যবসায় ও সম্মান প্রদর্শন।
৫. সহানুভূতি ও সহমর্মিতা (Empathy and Understanding):
@শিক্ষার্থীর সমস্যাকে বুঝতে শিক্ষকের সহানুভূতি থাকা জরুরি।
@অভিভাবকদের উচিত শিশুর মানসিক অবস্থার প্রতি সংবেদনশীল থাকা।
৬. উদ্দেশ্য ও লক্ষ্য একমুখী হওয়া (Shared Goals):
@সবার লক্ষ্য যেন হয় শিক্ষার্থীর সর্বাঙ্গীন উন্নয়ন।
@সেই লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে।
এই উপাদানগুলো থাকলে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে একটি স্বাস্থ্যকর ও ইতিবাচক সম্পর্ক গড়ে ওঠে, যা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়ক হবে।পরিশেষে অত্র প্রতিস্টানের সিনিয়র শিক্ষক জনাব হাফেজ কারী জাফর আহমদের মোনাজাত ও দোয়া পরিচালনার মাধ্যমে অনুস্টান সমাপ্তি ঘোষণা করা হয়।