আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসা

আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসা সাধারণ, বিজ্ঞান, মুজাব্বিদ বিভাগ সংযুক্ত।

প্রতিষ্ঠাতা: আলহাজ্ব মৌলানা আশরফ আলী (রাহিমাহুল্লাহ আলাইহি)
স্থাপিত : ১৯৭৫ খ্রিস্টীয় সাল।

25/09/2025

শোক সংবাদ শোক সংবাদ

আধুনগর আখতারিয়া দাখিল মাদরাসার সম্মানিত সুপার মৌলানা ফরিদ আহমদের আম্মাজান গতরাত ১২ ঘটিকার সময় ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন

আজ বৃহস্পতিবার বাদে জোহরের পরপরই মরহুমার জানাজা সাতগড় নাকাড়া মুড়া কবরস্থান মাঠে অনুষ্ঠিত হবে।

আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।

আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসা এডহক (ম্যানেজিং) কমিটি-২০২৫ কর্তৃক শিক্ষারগুণগত মানোন্নয়ন কল্পে অভিভাবক সমাবেশ অদ্য ০৪/০...
04/09/2025

আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসা এডহক (ম্যানেজিং) কমিটি-২০২৫ কর্তৃক শিক্ষারগুণগত মানোন্নয়ন কল্পে অভিভাবক সমাবেশ অদ্য ০৪/০৯/২৫ বৃহস্পতিবার মাদ্রাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।লোহাগাডায় পৌরসভা চুডান্ত বাস্তবায়ন কল্পে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে উচ্চপদস্থ টিম পরিদর্শনে আসায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতিক্রমে লোহাগাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মো নুরুল ইসলাম সাহেব,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডহক কমিটি ২০২৫ এর অভিভাবক সদস্য জনাব মো: মোজাম্মেল হক, সাধরণ শিক্ষক প্রতিনিধি সদস্য জনাব আবু তৈয়ব ফারুকী, সেক্রেটারি ও সুপার জনাব ফরিদ আহমদ, সাবেক সদস্য মো.শিহাব উদ্দিন,সাবেক সদস্য মোহাম্মদ নাছির উদ্দিন,সাবেক সদস্য আব্দুস শুক্কুর,প্রাক্তন শিক্ষার্থী সংঘটনের সহ-সভাপতি জনাব মাস্টার সাখাওয়াত হোসেন, সাবেক সভাপতি আবু রেজা মোহাম্মমদ সুফিয়ান,প্রথম আলো পত্রিকা লোহাগাড়া প্রতিনিধি Kaiser Hamid Tushar,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,সম্মানিত অভিভাবকবৃন্দ,শিক্ষক-শিক্ষিকা,ছাত্র-ছাত্রীবৃন্দ ও শিক্ষাবিদ উপস্থিত ছিলেন।উল্লেখ্য যে,উক্ত অনুস্টানে শুভেচছা রাখেন প্রতিস্টানের সম্মানিত সুপার ও সেক্রেটারি জনাব ফরিদ আহমদ সাহেব উক্ত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন এডহক (ম্যানেজিং)) কমিটির সভাপতি ও প্রাক্তন ছাত্র-ছাত্রী সংসদের সভাপতি জনাব ইসহাক আহমদ এ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাইকোর্ট বিভাগ) এবং জেলা ও দায়রা জজ আদালত,চট্টগ্রাম উপরোক্ত অতিথিবৃন্দ,শিক্ষক শিক্ষিকা,ছাত্র ও অভিভাক উভয়ে পৃথক পৃথক বক্তব্যে শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবকের সচেতনতা,শিক্ষার্থীদের নিয়মিত পডাশুনার খোজ খবর,মোবাইল আসক্ততা কমানো,কিশোর গ্যাং প্রতিরোধ,ইভটিজিং প্রতিরোধ, নিয়মিত নামাজ দোয়া,মিনিমাম দৈনিক ৬/৭ ঘন্টা পডার টেবিলে মনোযোগী হওয়া ডায়েরীতে নিয়মতি পডা লেখা দেওয়া ইত্যাদি বিষয়াদি বক্তাদের বক্তব্যে গুরুত্বপায়।সভাপতি সাহেব সমাপণী বক্তব্যে শিক্ষার গুণগত মানোন্নয়নে কিশোর গ্যাং প্রতিরোধ, মোবাই ব্যাবহারে বিধিনিষেধ আরোপ,দশম শ্রেণীর শিক্ষার্থী ও দূর্বল শিক্ষার্থীদের জন্য স্পেশাল ক্লাসের ব্যবস্থা, শিক্ষার্থী-শিক্ষক-অভিভাবকদের যোগাযোগবৃদ্ধি,পরস্পর আলাপ আলোচনা,আত্নবিশ্বাসের ভিত্তিতে সম্পর্ক বৃদ্ধির মাধ্যমে শিক্ষার পরিবেশ উন্নয়ন সাধনের জন্য বদ্ধপরিক মর্মে উল্লেখ করেন।অভিভাবকদের প্রতি নির্দেশনা দেন কোন শিক্ষার্থী যে ধারা ছুরি,সাকো সাথে না রাখে,ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের ভূমিকা অপরিসীম মন্তব্যে করেন।পরিশেষে সভাপতি তার সমাপণী বক্তব্যে নিম্মোক্ত বিষয়াদি শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকের মধ্যে সফল শিক্ষাগত সম্পর্ক গড়ে তোলার জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্ব আরোপ করেন।
১. পারস্পরিক যোগাযোগ (Communication):
@শিক্ষক⇄অভিভাবক**: শক ক্ষার্থীর অগ্রগতি, সমস্যা বা সম্ভাবনার বিষয়ে নিয়মিত যোগাযোগ।
* **শিক্ষক ⇄ শিক্ষার্থী**: খোলামেলা ও উৎসাহমূলক আলোচনা।
* **অভিভাবক ⇄ শিক্ষার্থী**: বাড়িতে শিক্ষার পরিবেশ ও মানসিক সমর্থন।
২. পারস্পরিক শ্রদ্ধা ও আস্থা (Respect and Trust):
@শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাস থাকা প্রয়োজন।
@একজন অন্যজনের মতামত ও অবস্থানকে সম্মান করলে সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।
৩. সহযোগিতা ও অংশগ্রহণ (Collaboration & Involvement)
@অভিভাবকদের স্কুল কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ।
@শিক্ষার্থীদের পড়াশোনা ও সহশিক্ষা কার্যক্রমে অংশ নিতে উৎসাহ দেওয়া।
@শিক্ষকদের পক্ষ থেকে সবার অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করা।
৪. সুনির্দিষ্ট দায়িত্ববোধ (Clear Roles and Responsibilities):
@শিক্ষকের দায়িত্ব**: পাঠদান, মূল্যায়ন, শৃঙ্খলা ও নৈতিকতা শিক্ষা।
@অভিভাবকের দায়িত্ব**: পড়াশোনার পরিবেশ, অনুশীলন ও মানসিক সহায়তা।
@শিক্ষার্থীর দায়িত্ব**: নিয়মিত উপস্থিতি, শ্রবণ, অধ্যবসায় ও সম্মান প্রদর্শন।
৫. সহানুভূতি ও সহমর্মিতা (Empathy and Understanding):
@শিক্ষার্থীর সমস্যাকে বুঝতে শিক্ষকের সহানুভূতি থাকা জরুরি।
@অভিভাবকদের উচিত শিশুর মানসিক অবস্থার প্রতি সংবেদনশীল থাকা।
৬. উদ্দেশ্য ও লক্ষ্য একমুখী হওয়া (Shared Goals):
@সবার লক্ষ্য যেন হয় শিক্ষার্থীর সর্বাঙ্গীন উন্নয়ন।
@সেই লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করতে হবে।
এই উপাদানগুলো থাকলে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে একটি স্বাস্থ্যকর ও ইতিবাচক সম্পর্ক গড়ে ওঠে, যা শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়ক হবে।পরিশেষে অত্র প্রতিস্টানের সিনিয়র শিক্ষক জনাব হাফেজ কারী জাফর আহমদের মোনাজাত ও দোয়া পরিচালনার মাধ্যমে অনুস্টান সমাপ্তি ঘোষণা করা হয়।

02/09/2025
আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসায় জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা -২০২৫ অনুষ্ঠিত।
21/08/2025

আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসায় জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা -২০২৫ অনুষ্ঠিত।

আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসায় জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা -২০২৫ অনুষ্ঠিত।
21/08/2025

আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসায় জলবায়ু পরিবর্তন সচেতনতা বিষয়ক বক্তৃতা প্রতিযোগিতা -২০২৫ অনুষ্ঠিত।

আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসায় জলবায়ু পরিবর্তন সচেতনতামূলক কর্মসুচী উপলক্ষে বৃক্ষরোপন  পালন।
21/08/2025

আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসায় জলবায়ু পরিবর্তন সচেতনতামূলক কর্মসুচী উপলক্ষে
বৃক্ষরোপন পালন।

20/07/2025

==============নোটিশ===============

এতদ্বারা অত্র আধুনগর আখতারিয়া দাখিল মাদরাসার সংশ্লিষ্ট সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ২২/৭/২০২৫ইং তারিখ রোজ মঙ্গলবার হতে সকল শ্রেণীর শ্রেণীকার্যক্রম সকাল ১০ ঘটিকা থেকে যথারীতি আরম্ভ হবে।

অতএব, উপরোক্ত খোলার তারিখ হতে সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্র/ছাত্রীদের মাদ্রাসায় যথা সময়ে উপস্থিত থাকার জন্য যথাক্রমে অনুরোধ ও নির্দেশ দেয়া গেল।

নির্দেশক্রমে :
সুপার
অত্র মাদরাসা

আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসায় অর্ধ- বার্ষিক ও প্রাক- নির্বাচনী পরীক্ষা/২০২৫ চলাকালীন পরিদর্শনে -------
07/07/2025

আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসায় অর্ধ- বার্ষিক ও প্রাক- নির্বাচনী পরীক্ষা/২০২৫ চলাকালীন পরিদর্শনে -------

আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসা লোহাগাড়া, চট্টগ্রামে  নিম্নোক্ত শূণ্যপদে NTRCA ৬ষ্ট বিজ্ঞপ্তির আলোকে  নিবন্ধনধারীদের  আবে...
27/06/2025

আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসা লোহাগাড়া, চট্টগ্রামে নিম্নোক্ত শূণ্যপদে NTRCA ৬ষ্ট বিজ্ঞপ্তির আলোকে নিবন্ধনধারীদের আবেদন করার অনুরোধ।

আমাদের বৈশিষ্ট্যসমূহঃ
১। মাদ্রাসাটি লোহাগাড়া উপজেলা হতে ১.২৫ কি.মি.
ও আরকান সড়ক হতে ০.৭৫ কি.মি. দূরত্বে অবস্থিত।
২। পড়া লেখার সুন্দর ও নিরিবিলি পরিবেশ।
৩। আধুনিক সরঞ্জাম ও সমৃদ্ধ বিজ্ঞানাগার।

শূন্যপদ : ১। সহকারী শিক্ষক (ইংরেজী)
২। সহকারী মৌলভী
৩। সহকারী শিক্ষক ( ভৌত বিজ্ঞান)
৪। সহকারী শিক্ষক (জীব বিজ্ঞান)
৫। সহকারী শিক্ষক (তথ্য ও যোগাঃ প্রযুক্তি)
৬। সহকারী মৌলভী (ক্বারী)
৭। ইবতেদায়ী শিক্ষক
৮। ইবতেদায়ী মৌলভী

প্রয়োজনে যোগাযোগ :
সুপার : 01815805375

আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির বরণ অনুষ্ঠান।
21/06/2025

আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসার নবগঠিত এডহক কমিটির বরণ অনুষ্ঠান।

Address

Akhtariapara, Adhunagar, Lohagara
Chittagong
4396

Opening Hours

Monday 09:30 - 16:00
Tuesday 09:30 - 16:00
Wednesday 09:30 - 16:00
Thursday 09:30 - 13:00
Saturday 09:30 - 16:00
Sunday 09:30 - 16:00

Telephone

+8801815805375

Website

Alerts

Be the first to know and let us send you an email when আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আধুনগর আখতারিয়া দাখিল মাদ্রাসা:

Share