Blogs50

Blogs50 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Blogs50, Digital creator, Chittagong.

26/03/2024
24/01/2024

Nat-e mostafa(sa)

24/01/2024

সংক্ষেপ কথা হলোঃ হিজড়ারা ইচ্ছাকৃতভাবে হিজড়া হয়নি,এমনটি হতে পারেনা,দুর্ভাগ্যবশত এরা হিজড়া হয়েছে, এতে এদের হাত নেই।এরা সন্তান জন্ম দিতে সক্ষম নয়।এদের পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয়টিই থাকে।যেকোন একটি দিয়ে শ্রাব আসে।
যেটি দিয়ে আসে সে হিসেবে তাদের সম্পদের বন্টন হয়।
রাসুলে পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ঘরে ঢুকাতে নিষেধ করেছেন। কারণ এরা বেহায়াপনা করে,অকারনে অশ্লীল অঙ্গভঙ্গী করে নারী-পুরুষকে উত্ত্যক্ত করে।অযথা যৌন উত্তেজনার প্ররোচনা দেয়।

#ট্রান্সজেন্ডার এটা হিজড়া নয়।এটা সমকামীতা। প্রকৃত কোন পুরুষ ইচ্ছাকৃত নারীর বেশ ধরা,নারীর মতো কথাবার্তা চালচলন পোষাক আশাক পরিধান করা।নারীদের সাথে উঠাবসা-চলাফেরা করা।
এভাবে কোন নারী ইচ্ছাকৃতভাবে পুরুষের চালচলন বেশভুষন ধারন করা।নিজেকে পুরুষ কল্পনা করা।পুরুষদের সাথে সহাবস্থান করা।
এসব বাজে বদঅভ্যেসগুলো এরা শয়তানের প্ররোচনায় যৌন স্বার্থ চরিতার্থ করার জন্য করে থাকে।
এরা পুরুষে_পুরুষে সমকামিতা করে,
নারী_নারীতে সমকাম করে যৌন ক্ষুধা নিবারন করে।
হাদিস শরীফে এদেরকে متشبهين ومتشبهات বলে আখ্যায়িত করে এদের উপর খোদার লা'নত বলে সতর্ক করা হয়েছে। এদেরকে ঘর থেকে বের করে দেয়ার নির্দেশ দিয়েছেন।
নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও জনৈক #ট্রান্সজেন্ডার_সমকামীকে বের করে দিয়েছেন।
হজরত ওমর রাদিআল্লাহু তাআ'লা আনহুও আরেক #সমকামী_ট্রান্সজেন্ডারকে মদিনা শরীফ থেকে বের করে দিয়েছেন।

পশ্চিমা কিছু ইহুদি খৃষ্টান দেশে রাষ্ট্রীয়ভাবে এই ট্রান্সজেন্ডার তথা সমকামিতাকে স্বীকৃতি দেয়া আছে।
এরা শয়তানের ক্রীড়ানক। মানুষের চরিত্র নষ্ট করার জন্য এ ঘৃন্য চরিত্র হজরত লূত আঃ এর আমল থেকে শুরু হয়েছে। তাঁর কিছু নাফরমান উম্মতরা সর্বপ্রথম এই ফালতু/নিকৃষ্ট/জঘন্য পাপকাজটা করেতেছিলো।খোদার গজব নাযিল হয়েছিল এদের উপর।একরাতে তাদের গোটা এলাকাকে উপুড় করে ধ্বংস করে দেয়া হয়েছিল।

শয়তান এখনো এ নিকৃষ্ট অপকর্মটি কিছু মালাউনের মাধ্যমে চালু রেখেছে।

আমাদের দেশে জাতীয় শিক্ষা ব্যবস্থায় ৭ম শ্রেণির শিক্ষার্থীদেরকে #শরীফ_থেকে_শরীফা গল্প বানিয়ে এসব বদচরিত্র সম্পর্কে কেনো ধারনা দেয়া হচ্ছে তা বোধগম্য নয়!!
শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার জন্য ও মুসলমানদের মৌলিক আখলাক্ব ধ্বংস করার হীন মানসে এই ঘৃণা কর্ম করা হচ্ছে বলে বাহ্যিকভাবে অনুমিত। এহেন নিকৃষ্ট অপতৎপরতা বন্ধ হওয়া উচিত।

19/01/2024
14/01/2024

যে নাত শুনলে হৃদয় জুড়ায় যায়।

14/01/2024

Heart touching naat....

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Blogs50 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share