এম বাবর আলী ইনু

এম বাবর আলী ইনু সাংগঠনিক সম্পাদক,চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগ।
সাবেক সভাপতি,চন্দনাইশ উপজেলা ছাত্রলীগ।

বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে দলের আদর্শের প্রচার ও প্রসার এই পেইজের লক্ষ্য।

10/09/2025

জেতার আগে প্যনেল এর নাম ছিলো ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট,
জেতার পর হয়ে গেছে শিবির প্যনেল।
এই চরিত্রের নামেই মুনাফিক।

26/08/2025

সময় বদলাচ্ছে
আগে শ্বশুর জামাইকে চাকুরী দিত, এখন জামাই শ্বশুরকে চাকুরী দিচ্ছে।
"কোটা না মেধা
আত্মীয়তা আত্মীয়তা "

 #রক্তাক্ত ২১শে আগস্টবঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে  #হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত  #গ্রেনেড  #হামলায় নিহত শহীদের প্...
21/08/2025

#রক্তাক্ত ২১শে আগস্ট
বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে #হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত #গ্রেনেড #হামলায় নিহত শহীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি

ব্রাশ দিয়ে দেয়াল থেকে রঙ মুছে ফেলা যায়, ছবিও মুছে ফেলা যায়—কিন্তু হৃদয়ের দাগ আর স্মৃতিকে মুছে ফেলা সম্ভব নয়।ধানমন্...
14/08/2025

ব্রাশ দিয়ে দেয়াল থেকে রঙ মুছে ফেলা যায়, ছবিও মুছে ফেলা যায়—কিন্তু হৃদয়ের দাগ আর স্মৃতিকে মুছে ফেলা সম্ভব নয়।

ধানমন্ডি ৩২ নম্বরের সেই বাড়ি—শুধু একটি সাধারণ ইমারত নয়;
এটি এক জাতির হৃদয়ে খোদাই হওয়া ইতিহাস। তাই ধ্বংস হলেও ৩২ গেঁথে আছে মানুষের হৃদয়ে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট, সেদিন শুধু একজন মানুষকে হত্যা করা হয়নি,‌ হত্যা করা হয়েছিল বাঙালির স্বপ্ন, স্বাধীনতার স্বপ্নদ্রষ্টাকে।

আজও কেউ কেউ চেষ্টা করছে তাকে ইতিহাস থেকে মুছে ফেলার-
৭৫-এর হত্যার পর ২৪শে এসে দ্বিতীয়বার হত্যার মাধ্যমে। কিন্তু তারা কখনো সফল হতে পারবে না। কারণ তিনি বেঁচে আছেন কোটি কোটি বাঙালির হৃদয়ে, মানুষের মনে।

তাই আজও ৩২ নম্বর বাড়ি তাদের আতঙ্কের কারণ; আজও তারা পাহারা দেয় যেন মানুষ সেখানে গিয়ে শ্রদ্ধা জানাতে না পারে।
এ এক নির্লজ্জ বেহায়াপনা,
এ এক মস্তিষ্কবিস্ফোরী ঘৃণা—
যা ইতিহাসের কাছে চিরকাল লজ্জিত থাকবে।

শ্রদ্ধা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তাকে ভালোবাসা বা শ্রদ্ধা জানাতে কোনো দল বা রাজনৈতিক সমর্থনের দরকার নেই। এটি আমাদের হৃদয়ের ব্যক্তিগত অনুভূতি।

05/08/2025

আজ ৫ই আগস্ট, জাতীয় পুলিশ হত্যা দিবস। দেশের পক্ষে লড়াই করতে গিয়ে প্রাণ হারানো সকল বীর পুলিশ সদস্যের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

04/08/2025
বিনম্র শ্রদ্ধা
31/07/2025

বিনম্র শ্রদ্ধা

শুভ জন্মদিনতারুণ্যের অহংকার, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টাজাতির পিতার সুযোগ্য দৌহিত্র জনাব সজীব ওয়াজেদ জয় ভাই !
26/07/2025

শুভ জন্মদিন
তারুণ্যের অহংকার, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা
জাতির পিতার সুযোগ্য দৌহিত্র জনাব সজীব ওয়াজেদ জয় ভাই !

মাইলস্টোন স্কুল ভবনে নিহত, আহতদের স্মরণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শোক ও সমবেদনা জ্ঞাপন।
21/07/2025

মাইলস্টোন স্কুল ভবনে নিহত, আহতদের স্মরণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শোক ও সমবেদনা জ্ঞাপন।

19/07/2025

গোপালগঞ্জে গণ হত্যার প্রতিবাদে দেশব্যাপী সর্বাত্মক হরতাল পালন করুন।

16/07/2025

স‍্যলুট গোপালগঞ্জ বাসী

16/07/2025

Address

Dohazari Chandanaish
Chittagong
4382

Alerts

Be the first to know and let us send you an email when এম বাবর আলী ইনু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share