Pʀɪʏꫝ፝֟፝ɴᴋꫝ

Pʀɪʏꫝ፝֟፝ɴᴋꫝ "Follow this page"🥹❤️🫶-press the like button"-//🫶🥀🥰

06/04/2025

বড্ড বেশি মন খারাপ হলে দুফোঁটা চোখের পানি ফেলে মন হাল্কা করে নিও,,,,
তবুও স্বার্থপরের এই পৃথিবীতে আপন ভেবে কারো কাছে নিজের মন খারাপের কথা বলতে যেও না।🙂

17/02/2025

অভিমানী ভুলগুলো সব ফুল হয়ে যাক 🤍🌸

17/02/2025

মানুষ চেনার একমাত্র মাধ্যম হলো সময়।
_সময়ের সাথে যেখানে গোটা পৃথিবী বদলে যায়,
সেখানে মানুষ আর কি জিনিস.!!🙂🥀✨

17/01/2025

🍂জীবনের এই আকাঁবাকাঁ পথ কি এড়িয়ে চলা যায়..
বন‍্য কিছু নীরবতা শূন‍্যতা জমায় চোখের তারায়..
বিষন্নতার খেয়ায় দূর ভেসে যাওয়া প্রসন্ন মনপ্রহরীরা আড়ালে লুকায়..
তবু বেঁচে থাকা, শেষ নিঃশ্বাস অবদি..
যতটা ভালো থাকা যায়।

12/11/2024

প্রতিটি মানুষের জীবনেই কিছু স্বপ্ন থাকে। পৃথিবীতে এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার কোন স্বপ্ন নেই। স্বপ্ন মানুষকে বড় হতে শেখায়, স্বপ্ন মানুষকে সফলতার চূড়ায় পৌঁছে দেয়। যে ব্যক্তির স্বপ্ন নেই সে যেন মাঝি ছাড়া নৌকার মত। স্বপ্ন মানুষকে নতুন করে বাঁচতে শেখায়।।

27/10/2024

প্রিয় মানুষের সঙ্গ মানুষকে দুঃখ ভু'লিয়ে রাখে। শত হ'তাশা, মন খা'রাপ, এ'কাকিত্বের মাঝে প্রিয় মানুষের সামান্য সঙ্গ হতে পারে কা'র্যকরী ওষুধ।

11/09/2024

মুখোশের আড়ালের মানুষ গুলোকে বোঝা মুশকিল, তাদের চেনা কঠিন। প্রত্যেক টা মানুষের ভেতর দ্বিমুখি সত্বা বসবাস করে।

আমরা নিজেরাই অবচেতন মনে কিংবা ইচ্ছাকৃত এই দ্বৈত সত্বা নিজের ভেতর ধারণ করি। আমরা নিজেরাও হয়তোবা নিজেদের এই রুপ সম্পর্কে অবগত নই বা বোঝার চেষ্টা করি না স্বভাবতই।

আমাদের জীবনে তীব্র প্রভাব বিস্তার করে মুখোশের আড়ালে লুকিয়ে থাকা মানুষ গুলো। তাদের কথা এবং কাজে প্রতিনিয়ত তাদের আশে পাশের মানুষের ভোগান্তিতে পড়তে হয় এবং হচ্ছে।

জীবনের জটিলতা বাড়ানোর জন্য কিছু কাজ মানুষ ইচ্ছাকৃত ভাবেই করে এটা যেমন সত্যি। তেমনি কিছু অনিচ্ছাকৃত কাজ অন্যের জন্য ভয়াবহ জটিলতা বাড়িয়ে তোলে।

আমরা অন্যের জন্য ছাড় দিয়ে চলতে অভ্যস্ত নই। বরং অন্যের জন্য জটিলতা সৃষ্টিতে পারদর্শী।

কিন্তু আমাদের বোধশক্তি দূর্বল যার কারণে আমরা এটা ভুলে যাই আজকের কৃতকর্মের দায়ভার একটা সময় নিজের উপর চলে আসবে অটোমেটিক।

অন্যকে ঠকিয়ে, অন্যের সাথে বেইমানি করে, অন্যের ক্ষতির কারণ হয়ে আপনি অবশ্যই সাময়িক লাভবান হবেন নিঃসন্দেহে।

কিন্তু একই রকম ভোগান্তিতে যখন আপনার নিজের পড়তে হবে তখন কারো কাছ থেকে সহমর্মিতার আশা করা অনুচিত বা অযৌক্তিক।

08/07/2024

____সব জায়গায় ভদ্রতা দেখাতে নেই, প্রয়োজনে কিছু কিছু জায়গায় অ'ভদ্র হওয়াটা ভালো, আপনার প্রতি অ'ন্যা'য় - অ'বি'চা'র হচ্ছে বুঝেও মুখ বুজে সব মেনে নেওয়াটাকে যদি আপনার কাছে ভদ্রতা বলে মনে হয়, তবে আমি আপনাকে বলবো এমন ভদ্রতার খেতায় আ'গু'ন দিন, জ্ব'লে উঠুন so called ভদ্রতার প্রতিবাদে, সোচ্চার হোন নিজের ব্যক্তিত্ব ও আত্মসম্মান রক্ষায়;

ভদ্রতার মাপকাঠিতে আপনি কিছু কিছু ক্ষেত্রে মানিয়ে নেওয়ার তাগিদ রাখলেও, অ'ন্যা'য়ে'র সাথে আ'পো'ষ করাকে কখনোই রাখতে যাবেন না, কারণ! অ'ন্যা'য়ে'র সাথে আ'পো'ষ করা কখনোই ভদ্রতা হতে পারে না;

আপনাদের সাথে কেউ অ'ন্যা'য় করলে, কিংবা নিজের স্বা'র্থ চরিতার্থ করার জন্য আপনাকে ইচ্ছেকৃত ভাবে ঠ'কা'লে ভদ্রতা দেখাতে গিয়ে তাকে চুপচাপ ছেড়ে দিতে যাবেন না, আপনার এই silent ভদ্রতাকে সে আপনার দূ'র্ব'ল'তা বলে বিশ্বাস করে নিয়ে, দৃঢ় আত্মবিশ্বাসী হয়ে উঠবে এবং বার বার আপনার সাথে অ'ন্যা'য় - অ'বি'চা'র করতে দু'বারও ভাববে না;

জীবনে চলার পথে মিশুক হওয়ার প্রয়োজন আছে, তবে এতোটাও মিশুক হতে যাবেন না, যেখানে ব্যক্তিত্ব বি'স'র্জ'ন দিয়ে অন্যের মন যুগিয়ে চলতে হয়, এটাকে মিশুক হওয়া বলে না, বলে হ্যাং'লা'মো, বলে দা'স'ত্ব, বলে ব্য'ক্তিত্ব'হী'ন'তা, মনে রাখবেন! ব্য'ক্তিত্বহী'ন মানুষকে মানুষ মানুষ-ই ভাবে না, তাই তো কথার আ'ঘা'তে খু'ন করতে কেউ দু'বারও ভাবে না;

কথার আ'ঘা'তের কোনো প্রমাণ থাকে না, চাইলেও ক্ষ'ত গুলো কাউকে দেখানো যায় না, তাই তো কথার আ'ঘা'তে খু'ন করেও একেকজন বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, দ'ণ্ড'নী'য় অ'প'রা'ধ নয় বলে এদের শা'স্তিও হয় না, মনোবিজ্ঞান বিশেষজ্ঞদের দৃষ্টিআর্ষণ করে বলতে চাই--
মনে মনে খু'ন হয়ে যাওয়া মানুষ গুলোর প্রতি আপনাদের আরও একটু সহৃদয়বান হওয়া উচিত, এই মানুষ গুলোর প্রকাশ করতে না পারা ক'ষ্টে'র দিক গুলোর দিকে তাকিয়ে হলেও আপনারা আইন প্রণেতাদের মাধ্যমে "কথার আ'ঘা'ত'কে" দ'ণ্ড'নী'য় অ'প'রা'ধ হিসেবে আখ্যায়িত করে আইন পাশ করানোর জোর দাবি জানান আর আইন প্রণেতারা দ্রুত এমন একটি আইন পাশ করুন যেখানে কথার আ'ঘা'ত করার আগে মানুষ দুইবার ভাববে এবং দ্রুত এদের যথাযথ শা'স্তি দেওয়া হবে।

" #সত্যি সব জায়গায় ভদ্রতা দেখাতে নেই"

✍️. Pʀɪʏꫝ፝֟፝ɴᴋꫝ𓆩𓆪 -

___"প্রিয়, তোমার সাথে অনেকটা শতাব্দী কাটাবো বলে,নিজেকে ভেঙে ভুল প্রমাণ করে অপচয় করে যাচ্ছি গোটা কয়েক স্বর্ণালী সুন্দর বস...
05/07/2024

___"প্রিয়, তোমার সাথে অনেকটা শতাব্দী কাটাবো বলে,নিজেকে ভেঙে ভুল প্রমাণ করে অপচয় করে যাচ্ছি গোটা কয়েক স্বর্ণালী সুন্দর বসন্ত"!!❤️‍🩹💫

"এককালে যেসব কথা বলতে ভালো লাগত, এখন তা লাগে না। বয়স কি মানুষকে একা করে দেয়? দু'জনে একসঙ্গে থাকলেও এই একাকিত্ব ক্রমশ বাড়...
04/07/2024

"এককালে যেসব কথা বলতে ভালো লাগত, এখন তা লাগে না। বয়স কি মানুষকে একা করে দেয়? দু'জনে একসঙ্গে থাকলেও এই একাকিত্ব ক্রমশ বাড়ে?”

_ সমরেশ মজুমদার

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pʀɪʏꫝ፝֟፝ɴᴋꫝ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share