08/03/2025
আছিয়ার বিচার কে দেবে?
আছিয়া ছিলো ছোট্ট মেয়ে,
গভীর রাতে স্বপ্ন বুনে,
রোদে ভেজা পায়ের চিহ্ন
পড়ে থাকতো মাটির বনে।
চোখে ছিলো রঙিন স্বপ্ন,
হাসি ছিলো মুক্তার মতো,
কে জানতো, এই সমাজেই
লুকিয়ে আছে নরপিশাচ কত!
বোনের শ্বশুর, আপন দুলাভাই—
ছিলো তো তারা ঘরের মানুষ!
কিন্তু ওরা ছিলো ছদ্মবেশী,
ভেতরে নষ্ট, বাইরে ধুপছায়।
এক সন্ধ্যায় ঝাঁপিয়ে পড়লো,
গলায় তুললো শয়তানের হাসি,
ছিঁড়ে নিলো আছিয়ার শরীর,
ভেঙে দিলো বুকের বাসি।
চিৎকার করলো, কেউ শুনলো না,
গাঁয়ের বাতাস বোবা হলো,
পাখিরা সব ডানা গুটিয়ে
নদীর জলে কান্না হলো।
সকাল বেলা উঠলো প্রশ্ন—
"আছিয়া কেনো ফিরলো না?"
কেউ জানে না, কেউ বলে না,
অপরাধীরা দিব্যি ঘুরলো যেনো কিছুই হলো না।
এই সমাজ কি আজো ঘুমিয়ে?
ন্যায়ের দাবী কে তুলবে?
আছিয়ার আর্তনাদে কি
মানুষের মনও পাথর হবে?
আজো কি তারা হাঁটবে রাজপথে?
আজো কি তারা বিচার পাবে?
না হয়তো! সমাজের চোখ তো অন্ধ,
ধর্ষকের বিচার কি কেউ দেবে?