Fahad Hossein

Fahad Hossein HAY!
(1)

17/05/2025

Bangladesh's Parvez Hossain Emon shines against the UAE with his maiden T20I 💯 👏

📝:

12/05/2025

এক,
জুলাই/আগস্টে যখন হাসিনা বিরোধী আন্দোলন তুঙ্গে, তখন হাসিনা একদিন জামায়াত-শিবির নিষিদ্ধ ঘোষণা করে। কেন করেছিল এই কাজ ? হাসিনা মনে করছিল জামায়াতকে ব্যান করলে অনেক মানুষ মনের আনন্দে হাসিনাকে বিনা বিচারে আবার সাপোর্ট করবে। এইভাবে জামায়াতকে সামনে রাইখা মুক্তিযুদ্ধের চেতনা ব্যবসাই ছিল হাসিনার ক্ষমতায় থাকার সিঁড়ি। এই ডিভাইড এন্ড রুল পদ্ধতিই ছিল হাসিনার আসল চাবি।

দুই,
আজকে যখন আমরা সবাই মিলে আওয়ামীলীগের কার্যক্রম নিষিদ্ধ করলাম, দল হিসাবে আওয়ামীলীগের বিচারের ব্যবস্থা করলাম, দেখেন আবার সেই পুরানো ডিভাইড এন্ড রুল ফিরায়ে আনতে চাইতেছে এক গ্রুপ। এই কাজ আমরা যত করব, তত বেশি ভারত আর হাসিনার লাভ হইব। গত জুলাইয়ে আমরা যেমন এই ফাঁদে পড়ি নাই, এখনও যেন এই ফাঁদে না পড়ি। আমাদের আরও কাজ বাকী আছে। জুলাই সনদ লাগবে। সংস্কার লাগবে। আওমালীগের বিচার শেষ করা লাগবে। আমাদের আহত-শহীদ ভাইদের জন্য পর্যাপ্ত সাপোর্ট লাগবে। নির্বাচন লাগবে। ফোকাস থাকেন প্লিজ সবাই।

তিন,
মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ হইছে। মুক্তিযুদ্ধের আওয়ামী ইতিহাস বায়াসড, দলীয় ইতিহাস, মুজীবিয় ইতিহাস। কিন্তু ৪৭-৭১-২৪ মিলে আমাদের যেই বাংলাদেশ, সেইখানে এই তিনটা ঐতিহাসিক ঘটনায় সংখ্যাগরিষ্ঠ মানুষের যে অবস্থান ছিল, সেইটা ধারণ করেই আমরা বাংলাদেশ বানাইছি। আগামীর বাংলাদেশের রাজনীতিতে তাই গনমানুষের মুক্তিযুদ্ধ প্রশ্নের বাইরেই থাকবে। মুক্তিযুদ্ধকে আওয়মালীগের কাছ থেকে রিক্লেইম করেন, জনগণের কাছে নিয়ে আসেন। নিজের দেশের জনগণকে ভাগ করার জন্য মুক্তিযুদ্ধকে আমরা যেন ব্যবহার না করি। আমাদের সময় এখন ঐক্যবদ্ধতার।

চার,
হাসিনার "মুক্তিযুদ্ধ ব্যবসা" আর আমাদের জনগণের "মুক্তিযুদ্ধ" একই জিনিস না। রবীন্দ্রনাথের "সোনার বাংলা" আর আমাদের "বাংলাদেশ"ও এক দেশ না। একই ভাবে জামায়াত-শিবিরের একটা ক্ষুদ্র অংশ যদি মনে করে পুরা মুক্তিযুদ্ধই একটা ভুল ঘটনা ছিল, তারাও এই দেশের সংখ্যাগরিষ্ঠ অংশ না। আওয়ামীলীগের পতনের পরে, ভারতীয় আধিপত্যবাদের পতনের পরে - এখন আমাদের সময় বাংলাদেশপন্থার। ফ্যাসিবাদ বিরোধী সবাইকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশের। বিভাজনের রাজনীতিতে চোখ না দিয়ে আসুন আমরা জুলাইয়ের মত এক সাথে আমাদের ভবিষ্যৎ তৈরি করি।

02/05/2025

সত্যি, চিন্দিয়া নতুন পরাশক্তি।🤡

08/03/2025

আছিয়ার বিচার কে দেবে?

আছিয়া ছিলো ছোট্ট মেয়ে,
গভীর রাতে স্বপ্ন বুনে,
রোদে ভেজা পায়ের চিহ্ন
পড়ে থাকতো মাটির বনে।

চোখে ছিলো রঙিন স্বপ্ন,
হাসি ছিলো মুক্তার মতো,
কে জানতো, এই সমাজেই
লুকিয়ে আছে নরপিশাচ কত!

বোনের শ্বশুর, আপন দুলাভাই—
ছিলো তো তারা ঘরের মানুষ!
কিন্তু ওরা ছিলো ছদ্মবেশী,
ভেতরে নষ্ট, বাইরে ধুপছায়।

এক সন্ধ্যায় ঝাঁপিয়ে পড়লো,
গলায় তুললো শয়তানের হাসি,
ছিঁড়ে নিলো আছিয়ার শরীর,
ভেঙে দিলো বুকের বাসি।

চিৎকার করলো, কেউ শুনলো না,
গাঁয়ের বাতাস বোবা হলো,
পাখিরা সব ডানা গুটিয়ে
নদীর জলে কান্না হলো।

সকাল বেলা উঠলো প্রশ্ন—
"আছিয়া কেনো ফিরলো না?"
কেউ জানে না, কেউ বলে না,
অপরাধীরা দিব্যি ঘুরলো যেনো কিছুই হলো না।

এই সমাজ কি আজো ঘুমিয়ে?
ন্যায়ের দাবী কে তুলবে?
আছিয়ার আর্তনাদে কি
মানুষের মনও পাথর হবে?

আজো কি তারা হাঁটবে রাজপথে?
আজো কি তারা বিচার পাবে?
না হয়তো! সমাজের চোখ তো অন্ধ,
ধর্ষকের বিচার কি কেউ দেবে?

24/02/2025

আজকে চট্টগ্রামে এক রেস্টুরেন্টে বিএনপি এক নেতা চাঁদা চাইতে আসলে জনগণ এভাবে গণ দোলায় দেয়❤️🫶

24/02/2025

চট্টগ্রামে মা বইনর ইজ্জত এর কিছু অইলি
সাফ ভরি দিইয়ুম সুদানীর পোয়াইন

21/02/2025

এখন ঠিক আছে😆

20/02/2025

Clown of the year 🤡😆
শা-লা বুইরা পা-ডা🤡

যে কাজ রুহের শান্তি মেলায় তেমন আরও একটা কাজ করতে পেরেছি। ভয়াবহ অসহায়কে উদ্ধার! সামনের চারটি দাঁত ফেলে দিয়েছে মেরে, গরম প...
20/10/2024

যে কাজ রুহের শান্তি মেলায় তেমন আরও একটা কাজ করতে পেরেছি। ভয়াবহ অসহায়কে উদ্ধার!

সামনের চারটি দাঁত ফেলে দিয়েছে মেরে, গরম পানিতে ঝলসে দেয়া হয়েছে শরীরের বিভিন্ন অংশ। চুল সোজা করার ইলেক্ট্রিক মেশিন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে দুই হাত। এমন কোনো নির্যাতন নেই যা করা হয়নি। অথচ নির্যাতনকারীর সুন্দর চেহারা রাস্তা ঘাটে ফেসবুকে টিকটকে কতটা মানবিক। চার বছর ধরে অমানবিক নির্যাতনের শিকার এক গৃহকর্মীকে উদ্ধার করা গেছে। অভিযানে যাওয়া ওসি জড়িয়ে ধরে বললো ইমন ভাই জীবনে একটা ভালো কাজ করার সুযোগ করে দিলেন। বললাম এতেই আমার সুখ; মানুষ সাংবাদিকতাকে যত গালিই দিক।

বাকিটা একাত্তর টিভিতে রাত ১১টা থেকে প্রতি ঘন্টায়...

https://www.facebook.com/share/p/1LC6gJCFKy/

তারা নাকি নারীদের অধিকার দেয় না, তাহলে এটা কী??
14/10/2024

তারা নাকি নারীদের অধিকার দেয় না, তাহলে এটা কী??

NOWAYY
13/10/2024

NOWAYY

Address

Chittagong
Chittagong
4000

Telephone

+8801873091845

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahad Hossein posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fahad Hossein:

Share

Category