Mufti SM Yasin Ahmed Al Uwaysi

Mufti SM Yasin Ahmed Al Uwaysi Welcome To Mufti SM Yasin Ahmad Al Uwaysi Official Page We Are Share All Kinds of Islamic song, Islamic Waz etc.

আসসালামু আলাইকুম...
আমি এস.এম ইয়াসিন আহমাদ আল উয়েসী, ঘাটিয়ারা,ব্রাহ্মণবাড়িয়া।

ইসলামী আলোচকঃ বাংলাদেশ টেলিভিশন ঢাকা।

সদস্যঃ নেদায়ে ইসলাম 'আশিক শিল্পীগোষ্ঠী, মতলব উত্তর,চাঁদপুর।

আমার অফিসিয়াল ফেসবুক পেজে আপনাকে স্বাগতম। পেজটি ক্রিয়েট করার উদ্দেশ্য ইসলামের প্রচার করা এবং নতুন নতুন ওয়াজ গজল ও ইসলামিক ভাল ভাল ভিডিও আপলোড করা ।

আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসা আমার চলার পথকে আরও বেশি সুগম করবে। আমিও মহান আল্লাহ্ পাকের নিকট দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়াতা'য়ালা।

19/10/2025

আমার জীবনের চেয়েও বেশি ভালবাসি যাকে, তিনি হলেন আমার প্রাণপ্রিয় পীর ক্বিবলাজান (রাঃ)

প্রায় মাহফিলেই উপমা হিসেবে এই মহান সাধকের কথা বলি। কেননা উনার মতো 'আশিক্ব বাংলায় আর দ্বিতীয় কেউ নাই।

04/10/2025

পূজায় গিয়ে ঈমান বিক্রি করা জাতীয় মু\না\ফেক নেতাদের অবস্থা দেখুন।

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা,আবুল আলা মওদূদীর ভ্রান্ত এবং কুফুরী আক্বীদা সমূহ রেফারেন্সসহ নিম্নে পেশ করা হলো।১।মওদূদী বল...
30/09/2025

জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা,
আবুল আলা মওদূদীর ভ্রান্ত এবং কুফুরী আক্বীদা সমূহ রেফারেন্সসহ নিম্নে পেশ করা হলো।

১।মওদূদী বলেছে, সমস্ত নবী গোনাহগার। (তাফহীমাত ২য় খন্ড ৫৭ পৃঃ)

২। মওদূদী বলেছে, নবী ও সাহাবীদের মধ্যে লোভ, লালসা, ঘৃনা-বিদ্ধেষ, কার্পন্য, স্বার্থপরতা ও প্রতিহিংসা ছিল, যার ফলে ওহুদ যুদ্ধে পরাজিত হয়েছেন। (তাফহীমুল কুরআন ২য় খন্ড পৃঃ ৬০ , ৯৯ নং টীকা।)

৩। কুরআন নাযিল হওয়ার একশত বছর পরে তা পরিবর্তন হয়ে গেছে। (কুরআনের চারটি মৌলিক পরিভাষা পৃঃ ১৪ ও ১৫)

৪।মওদূদী বলেছে, আমাদের নবী তাঁর রেসালতের দায়িত্ব আদায়ে ভূল ত্রুটি করেছেন। (তাফহীমুল ১৯ খন্ড পৃঃ ২৮৬ , ৪নং টীকা , কুরআনের চারটি মৌলিক পরিভাষা পৃঃ ১১৮)

৫। নবী عليه السلام এর মত লম্বা দাড়ি রাখা বা অন্যান্য কর্ম নবী এর মত করা মারাত্মক ধরনের বিদাত ও দ্বীনের বিপজ্জনক বিকৃতি। (রাসায়েল ও মাসায়েল ১ম খন্ড পৃঃ ১৮২ ও ১৮৩ নং)

৬। হাদীসের দ্বারা যদি বেশি কিছু অর্জিত হয় তবে সহীহ হওয়ার ধারনার উপর দৃঢ় বিশ্বাস ইয়াকিন রাখা যায় না। (তরজমানুল কুরআন পৃঃ ২৬৭ খন্ড ২৬ সংখ্যা ৩)

৭। আল্লাহ পাকের বিধান অস্বীকার করে মওদূদী বলেছিলো - "যে ক্ষেত্রে নর-নারীর অবাধ মেলামেশা সেক্ষেত্রে যেনার কারনে (আল্লাহ পাক উনার আদেশ কৃত) রজম শাস্তি প্রয়োগ করা জুলুম। (তাহফীমাত ২/২৮১)
নোট- অথচ জেনাকারীদের জন্যে রজমের শাস্তি স্বয়ং আল্লাহ পাক নিজেই দিয়েছেন।

৮। ফেরেশতা ঐ জিনিস যাকে গ্রীক, ভারত ইত্যাদি দেশের মুশরিকরা দেব-দেবী হিসাবে স্থির করেছে। (তাজদীদ ও ইহইয়ায়ে দীন ১০ পৃ)
৯।হযরত আদম আলাইহিস সালাম মানবিক দুর্বলতায় আক্রান্ত ছিলেন। (তাহফীমুল কুরআন উর্দু ,৩/১২৩)

১০। হযরত নূহ আলাইহিস সালাম এর চিন্তা ধারার দিক থেকে দীনের চাহিদা থেকে সরে গিয়েছিলেন। (তাহফীমুল কুরআন ২/৩৪৪, ৩য় সংস্করন ,১৯৬৪ ইং )

১১। নবী হওয়ার পূর্বে হযরত মুসা আলাইহিস সালাম দ্বারা একটি কবীরা গুনাহ হয়েছিলো। (রাসায়েল ও মাসায়েল ১/৩১)

১২। মহানবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানবিক দুর্বলতা থেকে মুক্ত ছিলেন না। অথাৎ তিনি মানবিক দুর্বলতার বশিভুত হয়ে গুনাহ করেছিলেন। (তরজমানুল কুরআন , ৮৫ সংখ্যা , ২৩০ পৃষ্ঠা , তরজমানুস সুন্নাহ ৩/৩০৫ )

১৩। কোরআনুল করীম নাজাতের জন্য নয়; নিছক হেদায়াতের জন্য। (তাফহীমুল কোরআন ১ম খন্ড, ৩২১ পৃষ্ঠা)

১৪। হযরত আবু বকর সিদ্দিক রদ্বিয়াল্লাহু আনহু খিলাফতের দায়িত্ব পালনে সম্পূর্ণ অযোগ্য ছিলেন| (তাজদীদ ও এহহীয়ায়ে দীন ২২ পৃ )

১৫। হযরত উসমান রদ্বিয়াল্লাহু আনহু উনার মাঝে স্বজন প্রীতীর বদগুন বিদ্যমান ছিলো। (খেলাফত ও মুলকিয়াত ৯৯ পৃ )

১৬। হযরত আলী রদ্বিয়াল্লাহু আনহু খেলাফত কালে এমন কিছু কাজ করেছেন যাকে অন্যায় বলা ছাড়া উপায় নাই ! ( খেলাফত এ মুলকিয়াত ১৪৬ পৃ)

১৭। হযরত মুয়াবিয়া রদ্বিয়াল্লাহু আনহু স্বার্থবাদী, গনিমতের মাল আত্বসাৎকারী, মিথ্যা সাক্ষ্য গ্রহনকারী ও অত্যাচারী ছিলেন। (খেলাফত ও মুলকিয়াত ১৭৩ পৃ)

১৮। সাহাবায়ে কিরাম অনেকে মনগড়া হাদীস বর্ননা করেছেন। (তরজুমানুল কুরআন ,৩৫ সংখ্যা)

১৯। হযরত দাউদ আলাইহিস সালাম তৎকালীন যুগে ইসরাঈলী সোসাইটি দ্বারা প্রভাবান্বিত হয়ে এক বিবাহীত যুবতীর উপর আসক্ত হয়ে তাকে বিবাহ করার জন্য তার স্বামীর নিকট তালাকের আবেদন করেছিলেন (তাহফিমাত ২/৪২, ২য় সংস্করণ , নির্বাচিত রচনাবলী ২/৭৩ , আধুনিক প্রকাশনী ১ম প্রকাশ ১৯৯১ ইং)

২০। হযরত দাউদ আলাইহিসসালাম উনার কাজের মধ্যে নফস ও অভ্যন্তরীন কুপ্রবৃত্তির কিছুটা দখল ছিলো ( তাহফীমুল কুরআন উর্দু, ৪/৩২৭, সূরা রাদ এর তাফসীর , অক্টোবর ১৯৬৬, ১ম সংস্করণ )

২১। রাসূলে করিম (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) নবুওয়তের ২৩ বছরের দায়িত্ব পালনে অনেক ত্রুটি বিচ্যুতি করেছেন। (তাফহীমুল কোরআন: ১৯ তম খন্ড ২৯০ পৃষ্ঠা, আবদুল মান্নান তালিব অনুদিত)

২২। রাসূল না অতিমানব না মানবীয় দুর্বলতা থেকে মুক্ত। তিনি যেমন খোদার ধনভান্ডারের মালিক নন, তেমনি খোদার অদৃশ্য জ্ঞানের অধিকারী নন বলে সর্বজ্ঞও নন। তিনি অপরের কল্যাণ বা অকল্যাণ সাধন তো দূরে, নিজের কোন কল্যাণ বা অকল্যাণ করতেও অক্ষম। (সূত্র: লন্ডনের ভাষণ: সাইয়েদ আবুল আলা মওদূদী, মুদ্রণে: অরিয়েন্টাল প্রেস, ১৩, কারকুনবাড়ি লেন, ঢাকা। প্রথম মুদ্রণ ১১ অক্টোবর, ১৯৭৬ ইং)

২৩। দাজ্জাল কখন কোথায় আবির্ভূত হবে হযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হয়নি। তিনি দাজ্জাল সম্পর্কে যা বলেছেন- প্রকৃতপক্ষে তা তাঁর কাল্পনিক ও অনুমান মাত্র। এ ব্যাপারে তিনি নিজেও সন্দিহান ছিলেন। (সূত্র:তরজুমানুল কোরআন- পৃষ্ঠা ৪৬)

২৪। আলেম ব্যক্তির জন্য ‘তাক্বলীদ’ বা মাযহাব গ্রহণ কবীরা গুনাহ; বরং তার চেয়েও জঘন্য। (ইসলামী রেনেঁসা আন্দোলন)

২৫। কোন নবী বা অলীর মাজার জেয়ারত করার উদ্দেশ্যে সফর করা হারাম (ইবনে তাইমিয়া, মওদুদী ও মৌং আবদুর রহীম)

২৫। কোরআন বুঝার জন্য কোন তাফসীরের প্রয়োজন নেই। একজন দক্ষ প্রফেসরই যথেষ্ট। (তানক্বীহাত, পৃষ্ঠা ৩১২)

২৬। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরবের মধ্যে যে বিশেষ সফলতা অর্জিত হয়েছে, তার কারণ এটাই ছিল যে, তাঁর ভাগ্যে আরবের উত্তম মানবীয় পূঁজি জোটে ছিল। তিনি যদি সাহসহীন, দুর্বল ইচ্ছা শক্তি সম্পন্ন অযোগ্য মানুষের দল পেতেন তারপরও কি এ সফলতা অর্জন হতো? (তাহরীকে ইসলামী কি আখলাকী বুনিয়াদী, পৃষ্ঠা: ১৭)

২৭। ইসলাম কোন ধর্ম নয়, বরং জিহাদের নাম। নামায কোন ইবাদাত নয় বরং জিহাদের ট্রেনিং মাত্র। (নামাযের হাকীকত: মওদুদী)
--------
এমন আক্বীদা কি কোন মুসলিম ব্যক্তি পোষন করতে পারে?
এরা কোন এজেন্ডা বাস্তবায়ন করতে চায়?
এরা পবিত্র ধর্ম ইসলামের নাম ব্যবহার করে মানুষের সাথে প্রতারনা করছে যুগ যুগ যাবত। এই কুলাঙ্গার ও ভন্ডদের প্রতিহত করা মুমিন মুসলমানদের ঈমানি দায়িত্ব।
আল্লাহ পাক আমাদের এদের ফিতনা থেকে হেফাযত করুন।আমিন।
#আকিদা #মুহাব্বত

আজকে আমার বাড়ির মাহফিলে হযরত মাওঃ সাইফুল ইসলাম হেলালী সাহেব আসতেছেন। সবাই কে আন্তরিক দাওয়াত রইলো।
25/09/2025

আজকে আমার বাড়ির মাহফিলে হযরত মাওঃ সাইফুল ইসলাম হেলালী সাহেব আসতেছেন। সবাই কে আন্তরিক দাওয়াত রইলো।

ঈদে মিল্লাদুন্নবী ﷺ নিয়ে গতকাল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব কে জায়গা মতো ফতোয়া দিয়েছেন চমৎকার বয়ান করছেন প্রিয় শায়খ...
20/09/2025

ঈদে মিল্লাদুন্নবী ﷺ নিয়ে গতকাল জাতীয় মসজিদ
বায়তুল মোকাররমের খতিব কে জায়গা মতো ফতোয়া দিয়েছেন চমৎকার বয়ান করছেন প্রিয় শায়খ আল্লামা মুফতী ডঃ এনায়েত উল্লাহ আব্বাসী [মাঃজিঃআঃ] আমার দৃষ্টিতে জাতীয় বায়তুল মোকাররম মাসজিদের খতিব হিসেবে আল্লামা আব্বাসী হুজুরকে মানায় আপনার পছন্দের শায়খ কে?

16/09/2025

আসলে তারেক মনোয়ার ছাড়া পৃথিবীর কাউকে তার নিজের চোখে লাগেনা। আপনারা এক লাইন বলে যান।

16/09/2025

স্টেজে অসংখ্য বক্তাদের সামনে ফরাজিকান্দীর পীর সাহেব (রাঃ)- এর কিছু কথা তুলে ধরলাম। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সবাই আমার মুর্শিদ ক্বিবলাকে অনেক ভালোবাসেন।

15/09/2025

পুরো মাহফিলে যেন কান্নার রুল পড়ে গিয়েছিল। আসলে ভাটি অঞ্চলের মানুষ গুলা অত্যান্ত নাবীপ্রেমিক। আল্লাহ পাক যেন এই চোখের পানির খাতিরে তাঁর হাবীবের দীদার নসীব করেন।

14/09/2025

চোখ নিয়ে বিজ্ঞানীদের অবাক করা গবেষণা শুনুন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন।

14/09/2025

নিজেদের বেলায় সব জায়েজ
শুধু মিলাদুন্নাবী নাজায়েজ।

সুন্নীরা সব সময় মীলাদুন্নাবীর
পক্ষে চ্যালেঞ্জ দিয়ে আসছে।

13/09/2025

আল্লাহর হাবীবের প্রেমিকদের জন্য শুভ সংবাদ
বে*ই*মা*ন*দে*র জ*ন্য দুঃ*সং*বা*দ

12/09/2025

নুরা পাগলাকে জী/বি/ত থাকতে কিছুই করতে পারলেন না ম/রা/র পরে লা/শ পু/ড়ি/য়ে বিশ্বকে কি মেসেজ দিচ্ছেন তৌহিদী জনতা।

ভিডিওটি সর্বোচ্চ শেয়ার চাই।

Address

S. M Yasin Ahmad Al Uwaysi
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Mufti SM Yasin Ahmed Al Uwaysi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mufti SM Yasin Ahmed Al Uwaysi:

Share

Category