02/08/2023
জীবনের ধ্রুব সত্য মৃত্যু। এই বাস্তবতাকে সাথে নিয়েই পথ চলতে হবে।
একুশে পত্রিকার সম্পাদক, সাংবাদিক Azad Talukder ভাই, বেঁচে থাকবেন তাঁর কর্মে। দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে মৃত্যু বরণ করেছেন তিনি ।
আজাদ তালুকদার ভাইয়ের নামাজে জানাজা :
১- বাদ জোহর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠ।
২- দুপুর ২:৩০মি: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে।
৩- বাদ আছর : গ্রামের বাড়ি রাঙ্গুনিয়ার উত্তর পদুয়া হাই স্কুল/মাদ্রাসা মাঠ।