Mina Barua

Mina Barua এই পেইজে আমার লেখা গান ও ব্যবসায়িক প্রোডাক্ট বিক্রি করা হবে, যোগাযোগ :01825643693 অামি শিক্ষতার পেশায় জড়িত , পাশাপাশি গান , কবিতা ও বাণী লিখি।

11/11/2024

বাবা মায়ের ঘরে নির্ভেজাল যে সুখ পাওয়া যায়। নিজের বেলায় সেই সুখ পাওয়া যায় না। অন্যদের সুখী করতে করতে দিন চলে যায়। এইতো জীবন।

মিনা বড়ুয়া

08/11/2024
06/11/2024

কেমন আছেন সবাই

03/11/2024

কে কোথা থেকে ফলো করতেছেন আমাকে?

11/10/2024

প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন?

01/10/2024

হঠাৎ ঘুম ভেঙে গেল,আর ঘুম আসেনা, কি করি?

27/09/2024

গীতি কবিতা
মিনা বড়ুয়া

মাগো, যেদিন আমি জন্মেছিলাম
কষ্টের মাঝে হাসলে,
দশ মাস দশ দিন গর্ভে রেখে
সুখের জলে ভাসলে।।
নিজের ব্যাথা ভুলে গিয়ে
কোলে তুলে রাখলে।

সকল ব্যাথা সহ্য করলে
আমার মুখটি দেখে,
আত্মীয়-স্বজন পরিবার ও
খুশি কোলে রেখে।।
আমার ভালো রাখতে গিয়ে
কত রাত যে জাগলে।

একটু কান্না করলে আমি
কোলে কোলে নিতে,
স্নেহ মায়া মমতা ও
উজার করে দিতে।।

ঘুম পাড়িয়ে সবার জন্য
করতে তুমি রান্না,
সময় সময় দেখতে যেতে
করছি কিনা কান্না।।
আমার মুচকি হাসির সাথে
তুমি একটু হাসলে।

10/09/2024

কেমন আছেন সবাই?

আমার লেখা নতুন  রোমান্টিক গান,সুবাস দেব ভাইয়ের সুর ও মিউজিকে, মিজান বিটিবি ও সন্ধ্যা সাহানির কন্ঠে। আমার শুভাকাঙ্ক্ষীদের...
14/07/2024

আমার লেখা নতুন রোমান্টিক গান,সুবাস দেব ভাইয়ের সুর ও মিউজিকে, মিজান বিটিবি ও সন্ধ্যা সাহানির কন্ঠে। আমার শুভাকাঙ্ক্ষীদের ভাল মন্দ মতামত চাই।

প্রিয় দর্শক ►Sm Edit House► এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম।আপনারা দেখছেন অনলাইন ইউটিউব চ্যানেল ► Sm Edit House ► আপনাদেরকে নিয়েই...

10/07/2024

ভাইরাল
মিনা বড়ুয়া

ভাইরাল হব বলে আমি
কত শিক্ষা নিলাম,
দিনে রাতে হাজার শিক্ষার
পরিক্ষা ও দিলাম।।
ভাইরাল হল উড়াধুরা
আমি বেকুপ ছিলাম।
হায়রে)আমি বেকুপ ছিলাম।

শাকিব খানের নাচের তালে
এখন সবাই নাছে,
সকল শিক্ষা বিফল গেল
উড়াধুরার কাছে।।
কত ভাইরাল বিদায় নেরে
দিয়ে হাজার সালাম।

বুড়া বুড়ি নাচলে দেখি
ভাইরাল হয়ে যাইরে,
টিকটকেতে সেলিব্রেটি
হাজার খুজে পাইরে।।
দাপটেরী সাথে চলে
কত হাজার কালাম।

কেউ কি চিনেন উনাকে?
06/07/2024

কেউ কি চিনেন উনাকে?

28/06/2024

বিয়ের পর ছেলেদের দিনদিন তরুণ দেখায়,আর মেয়েদের বুড়ি বুড়ি দেখায় কেন?

24/06/2024

আপনারা যারা দ্রুত ফলোয়ার বাড়াতে চাচ্ছেন, তারা আমাকে একটা কমেন্ট করুণ,ও অন্যের কমেন্টে লাভ রিয়েট দিন।দেখুন কত দ্রুত ফলোয়ার বাড়ে।

11/06/2024

সবাই‌কে প‌বিত্র ঈদুল অাযহার অগ্রিম শু‌ভেচ্ছা জানা‌চ্ছি।
গীতি কবিতা
মিনা বড়ুয়া
সুর : এস অাই শ‌ফিক

ছেলে দিল কোরবানী
অাল্লার বান্দা ইব্রাহিম,
ছেলের জায়গায় পশু এল
খোদার দয়া অসীম।
ঈদুল অা যহা তখন থেকে
কোরবানী দেয় পশু রেখে।

সবাই মিলে ঈদগাহ মাঠে
ঈদের নামাজ পড়তে
কোলাকুলি করে সবাই
উৎসব পালন করতে।
ঘরে ঘরে মাংস রান্না
ম মসল্লা মেখে।

অাসবে ঘরে অথিতিরা
অাসবে দলে দলে ,
সবার মুখে হাসি থাকবে
উৎসব এরই চলে ।
বছর ঘুরে অায়োজন টা
লাগবে ভাল দেখে

Address

Rangunia
Chittagong
4360

Alerts

Be the first to know and let us send you an email when Mina Barua posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mina Barua:

Share