Smile Humanity

Smile Humanity ভেঙে পড়নো, হতাশ হয়োনা, ছোট ছোট পরাজয় বৃহৎ জয়েরই হাতছানি। তোমার প্রতিটি পরাজয়ই জয়ের আহবান।

14/05/2024

পবিত্র কোরানের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত কোন টি?

11/05/2024

পৃথিবীতে স্থায়ী কোন সফলতা নেই । চিরস্থায়ী সফলতা হচ্ছে জান্নাত ।

20/04/2024
03/04/2024

মুসলিম জাহানের খলিফা হযরত উমর (রাঃ) এর ঈদ শপিং!

ঈদের আগের দিন খলিফা উমরের (রা) স্ত্রী নিজ স্বামীকে বললেন, ‘আমাদের জন্য ঈদের নতুন কাপড় না হলেও চলবে, কিন্তু ছোট বাচ্চাটি ঈদের নতুন কাপড়ের জন্য কাঁদছে’।

আরব জাহানের শাসক খলিফা উমর (রা) বললেন, ‘আমার তো নতুন কাপড় কেনার সামর্থ্য নেই’।

পরে খলিফা উমর (রা) তার অর্থমন্ত্রী আবু উবাইদা (রা) কে এক মাসের অগ্রিম বেতন দেয়ার জন্য চিঠি পাঠালেন।

সমগ্র মুসলিম জাহানের খলিফা যিনি, যিনি সেই সময় প্রায় অর্ধেক পৃথিবী শাসন করছেন, তাঁর এ ধরণের চিঠি পেয়ে আবু উবাইদার (রা) চোখে পানি এসে গেল। উম্মতে আমীন আবু উবাইদা (রা) বাহককে টাকা না দিয়ে চিঠির উত্তরে লিখলেন, ‘আমীরুল মুমিনীন! অগ্রিম বেতন বরাদ্দের জন্য দুটি বিষয়ে আপনাকে ফয়সালা দিতে হবে।

প্রথমত, আগামী মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন কি না?

দ্বিতীয়ত, বেঁচে থাকলেও দেশের জনসাধারণ আপনাকে সেই মেয়াদ পর্যন্ত খিলাফতের দায়িত্বে বহাল রাখবে কিনা?’

চিঠি পাঠ করে খলিফা উমর (রা) কোন প্রতি উত্তর তো করলেনই না, বরং এত কেঁদেছেন যে তাঁর চোখের পানিতে দাঁড়ি ভিজে গেলো। আর হাত তুলে আবু উবাইদার (রা) জন্য দোয়া করলেন- একজন যোগ্য অর্থমন্ত্রী নির্বাচিত করতে পেরেছেন ভেবে।

30/03/2024

যা খুশি তাই খেয়ে যান
কারণ......🙄🤔🤗

▪︎হাঁটার মেশিন ট্রেডমিলের উদ্ভাবক ৫৪ বছর বয়সে মারা গেছেন।
▪︎জিমন্যাস্টিকসের উদ্ভাবক ৫৭ বছর বয়সে।
▪︎ওয়ার্ল্ড বডি বিল্ডিং চ্যাম্পিয়ন ৪১ বছর বয়সে মারা গেছেন।
▪︎বিশ্বের সেরা ফুটবলার ম্যারাডোনা ৬০ বছর বয়সে মারা গেলেন।
▪︎বিশ্বসেরা ক্রিকেটার(স্পিনার) শেন ওয়ার্ন ৫২ বছর বয়সে মারা গেছেন।

এখন ------

▪︎কেএফসি আবিষ্কারক মারা গেলেন ৯৪ এ।
▪︎নিউটেলার বিনিয়োগকারী ৮৮ বছর বয়সে মারা যান।
▪︎তুর্কি শুরমেহ এবং স্টেকের আবিষ্কারক ১০৪ বছর বয়সে মারা যান।
▪︎সিগারেট উদ্ভাবক এবং প্রস্তুতকারী উইনস্টন ১০২ বছর বয়সে মারা গেছেন।
▪︎আফিমের আবিষ্কারক এক ভূমিকম্পে ১১৬ বছর বয়সে মারা যান।
▪︎হেনেসি হুইস্কি আবিষ্কারক ৯৮ বছর বয়সে মারা যান।
▪︎আফগানি খাবারের উদ্ভাবকরা (কাবেলি, মান্টো এবং চাপলি কাবাব) এখনও বেঁচে আছেন।

এখন চিকিৎসকরা কীভাবে এই সিদ্ধান্তে পৌঁছেছিলেন যে ব্যায়াম জীবনকে দীর্ঘায়িত করে ? 😄

খরগোশ সর্বদা প্রাণবন্ত এবং ২ বছর বাঁচে, আর কচ্ছপ যে জায়গা থেকে নড়ে না সে বাঁচে ৪০০ বছর।

সুতরাং, বিশ্বের শেষ অবধি বিশ্রাম, খাওয়া এবং পানীয় উপভোগ করুন !!! মৃত্যু কখন হবে তার কোন নিশ্চয়তা নাই। খেলেও মরবেন আবার না খেলেও মরবেন। তাই মিছেমিছি আত্মাকে কষ্ট দিয়ে কি লাভ?

সংগৃহীত।

28/03/2024

এক টাকা পেলে খুশি।
Do something for human as much as possible.


25/03/2024

Abu taha Mohammad adnan

Address

Chittagong

Telephone

+8801925137239

Website

http://www.facebook.com/, http://www.facebook.com/

Alerts

Be the first to know and let us send you an email when Smile Humanity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Smile Humanity:

Share