Abdur rahman Noyon

Abdur rahman Noyon সফলতার রাস্তাটা একটু কঠিনই হয়�
তবে অসম্ভব কিছু নই��
একদিন সফলতা আসবেই�
�ইনশাআল্লাহ ��
(1)

29/07/2025

যদি কাউকে কষ্ট দাও
সে যদি চুপ থাকে
তবে তার নিরবতা কের ভয় কর
কারণ এর বিচার স্য়ন আল্লাহ করবে 🥰
- হযরত আলী (রাঃ)

24/07/2025

প্রিয় মুর্শিদ ❤️‍🩹🥰

24/07/2025

রাসূলুল্লাহ্ (ﷺ)–কে বলিতে শুনিয়াছেন, যে ব্যক্তি বলিল—'আস্তাগফিরূল্লাহাল্লাযী, লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যূম, ওয়া আতূবু ইলাইহি’—“আমি আল্লাহর নিকট ক্ষমা চাহি, যিনি ব্যতীত কোন মা'বূদ নাই, যিনি চিরঞ্জীব, চির প্রতিষ্ঠাতা এবং তাঁহার নিকট তওবা করি ” – আল্লাহ্ তাহাকে ক্ষমা করিবেন যদিও সে জেহাদের ছফ হইতে পলায়ন করিয়া থাকে। –

📚মিশকাতুল মাসাবীহ হাদীস নং: ২৩৫৩।

23/07/2025

💖💖💖

💔🇧🇩🥺
21/07/2025

💔🇧🇩🥺

যদি আল্লাহর মায়ায় পড়ে যাও তাহলে তুমি দুনিয়াকে ভুলে যাবে.....আর যদি দুনিয়ার মায়ায় পড়ে যাও তাহলে তুমি আল্লাহকে ভুলে যাবে।য...
20/07/2025

যদি আল্লাহর মায়ায় পড়ে যাও তাহলে তুমি দুনিয়াকে ভুলে যাবে.....আর যদি দুনিয়ার মায়ায় পড়ে যাও তাহলে তুমি আল্লাহকে ভুলে যাবে।
যে ব্যক্তি আল্লাহকে পেয়ে যায় "সে দুনিয়ার সবই পেয়ে যায়"*...... আর যে ব্যক্তি দুনিয়াকে পেয়ে যায়,সে উবয়টাই হারায়, না দুনিয়া পায় আর না আখিরাত।*

17/07/2025

বৃহস্পতিবার দিবাগত রাত দুরুদ শরীফের রাত

(صلى الله عليه وسلم)🩵🫶

হৃদয় কঠোর হয়ে যায় !
17/07/2025

হৃদয় কঠোর হয়ে যায় !

16/07/2025

কে এই 'আলা হযরত⁉️•••••
❝যিনি কখনো জমিনের সবুজ ঘাসের উপর জুতা পরে হাঁটতেন না।❞🥰
•••••কেন হাঁটতেন না⁉️••••••
❝কারন, জমিনের সবুজ ঘাস যখন চোখে পড়ে, তখন উনার স্মরণ হয়ে যায়,
সেই মদিনা শরীফের সবুজ গম্বুজের কথা❞!
সুবহান_আল্লাহ❣️🥰
ইয়া রাসূল আল্লাহ (ﷺ)💚🥀

❝কারো মর্যাদা জ্ঞানের মাধ্যমে পরিমাপ হয় না বরং আদবের মাধ্যমে হয় কারণ জ্ঞানতো ইবলিশের কাছেও ছিল কিন্তু সে আদব থেকে মাহরুম...
13/07/2025

❝কারো মর্যাদা জ্ঞানের মাধ্যমে পরিমাপ হয় না বরং আদবের মাধ্যমে হয় কারণ জ্ঞানতো ইবলিশের কাছেও ছিল কিন্তু সে আদব থেকে মাহরুম ছিল।❞

➥হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী (রা.)

12/07/2025

🌟 এই বছর ১২ রবিউল আউওয়ালে নবীজী ﷺ এর আগমনের ১৫০০ বছর পূর্ণ হচ্ছে।
আমিরে আহলে সুন্নাত ঘোষণা দিয়েছেন এই বছর ঈদে মিলাদুন্নবী হবে আরও জাঁকজমকভাবে إِنْ شَاءَ ٱللَّٰهُ!
আসুন হৃদয় ভরে দরূদ পড়ি, সুন্নাত আঁকড়ে ধরি। 💚

اللهم صل على محمد وعلى آل محمد 🤲

বাংলার ইলমুদ্দিন!☝️মসজিদের ভেতর ইমামকে যিনি কুঁ*পি*য়েছেন তাঁর জবানবন্দি শুনলাম। মূলত নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম...
12/07/2025

বাংলার ইলমুদ্দিন!☝️

মসজিদের ভেতর ইমামকে যিনি কুঁ*পি*য়েছেন তাঁর জবানবন্দি শুনলাম। মূলত নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামাকে ইমাম সাহেব পিয়ন বলে অপমান কারণে এই কাজ করেছেন।

ইমাম সাহেব বলেছেন— নবিজি হলেন পিয়ন। পিয়নের কাছে দরখাস্ত করলে দুআ কবুল হয় না। তাই নবিজির কাছে দুআ করা যাবে না৷ ইমাম সাহেব মিলাদকেও অবজ্ঞা করেন৷ তাই নবি প্রেমিক মুহাম্মদ বিলাল হোসেন শাতিমকে শাস্তি দিয়েছেন।

ভালো বিষয় কি জানেন? আমার দেখা অন্যতম সাহসী পুরুষ বিলাল হোসেন৷ যিনি দয়াল নবির উপর অপমান সহ্য করতে পারেননি। তিনি তাঁর আইনি ভুল স্বীকারও করেছেন৷ একদম সরল উক্তিতে। শাস্তি মাথা পেতে রাজি। আল্লাহু আকবার।

বাংলাদেশের আইনে তার বিচার হতে পারে। কিন্তু আল্লাহর আইনে মাকবুল হয়ে গেছেন। দয়াল নবির সাথে আল্লাহ তাকে জান্নাতে কবুল করুন। আশেকে মোস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার জয় হোক।

বি:দ্র:- সবাই পোস্টটি শেয়ার করে সকল সুন্নী ভাই-বোনদেরকে দেখার সুযোগ করে দিন। এবং আমাদের যত সুন্নি সংগঠন রাজনৈতিক দল আছে। আমাদের উচিত উনাকে আইনী সহায়তা করা।

Address

Chittagong

Telephone

+8801814999819

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdur rahman Noyon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abdur rahman Noyon:

Share

Category