Harun CMP

Harun CMP সত্য পথে চলো হয়তো কষ্ট হবে কিন্তু মনে রাখ জয়টা একদিন তোমারই হবে ইনশাআল্লাহ

10/02/2025

সবার প্রতি রইল ভালবাসা

01/06/2024

গত ০১/০৬/২০২৪ ইং তারিখে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সভাপতি সার্জেন্ট (অবঃ) মুহাম্মদ আহসান হাকিম সিএমপি বক্তব্যে রাখছেন হোটেল ডিউড্রপ, পূর্বাচল ঢাকায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত বাৎসরিক মিলন মেলা ও আলোচনা সভায়।
#অবসরপ্রাপ্ত ゚viral #বাংলাদেশ

24/05/2024

৯ম পে স্কেলের দাবিতে ১১-২০ গ্রেড এর সরকারি চাকুরী জীবিদের মানব বন্ধন পালিত, জাতীয় প্রেসক্লাব,ঢাকা। তারিখ-২৪/০৫/২০২৪ ইং, #অবসরপ্রাপ্ত ゚viral

08/04/2024

অসকস-বাংলাদেশ (অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি) পরিবারের পক্ষ থেকে দেশ বিদেশের সকল সদস্যর সার্ভিক সহযোগীতাই গত ৮ এপ্রিল-২০২৪, কেন্দ্রীয় কার্যালয় ঢাকায়, গরিব ও অসহায়দের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ, এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় কমিটির সন্মানিত সভাপতি জনাব সার্জেন্ট অবঃ মুহাম্মদ আহসান হাকিম সিএমপি। এবং ঢাকা মহানগড় ও ভাষানটেক থানার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
#অবসরপ্রাপ্ত #সংগঠন ゚viral #বাংলাদেশ

03/04/2024

অসকস-বাংলাদেশ (অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি) পরিবারের পক্ষ থেকে দেশ বিদেশের সকল সদস্যর সার্ভিক সহযোগীতাই গত ৩ এপ্রিল-২০২৪, অনুষ্ঠিত হয়ে গেল ইফতার ও দোয়া মাহফিল, এতে অংশ গ্রহন করেছেন রশীদিয়া মাদ্রাসা নূরানী নাজেরা হিফজ (মাটিকাটা ঢাকা সেনানিবাস) এর কোরআনের পাখিরা, এছাড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কেন্দ্রীয় কমিটির সন্মানিত সভাপতি জনাব সার্জেন্ট অবঃ মুহাম্মদ আহসান হাকিম সিএমপি। এবং সাধারন সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট আবু শামা (অর্ডেপ) সহ ঢাকা মহানগড় এবং ভাষানটেক থানার অন্যান্য নেতৃবৃন্দ।
#অবসরপ্রাপ্ত #সংগঠন ゚viral #বাংলাদেশ

29/02/2024

আপনে যদি ঠিক থাকেন, তাহলে কেউ কিছু করতে পারবেনা।
#সত্যকথা ゚viral #বাংলাদেশ

13/02/2024

আমি আমার দেশকে ভালবাসি, বাংলাদেশ সেনাবাহিনী।
#বাংলাদেশ #সেনাবাহিনী ゚viral

06/02/2024

একজন দেশ প্রেমিক সৈনিকের শেষ বিদায় অনুষ্ঠান।
#বাংলাদেশ #সেনাবাহিনী ゚viral

দীর্ঘ বিরতির পর অবসরপ্রাপ্ত সকল সংগঠনের সম্মানিত সভাপতি গন এক সাথে, কথা হয়েছে সময় সাময়িক বিষয় নিয়ে, আসতে পারে নতুন সিদ্ব...
04/02/2024

দীর্ঘ বিরতির পর অবসরপ্রাপ্ত সকল সংগঠনের সম্মানিত সভাপতি গন এক সাথে, কথা হয়েছে সময় সাময়িক বিষয় নিয়ে, আসতে পারে নতুন সিদ্বান্ত,
ফ্যাক্টঃ ন্যায্য দাবী।
#অবসরপ্রাপ্ত #বাংলাদেশ ゚viralシfypシ゚viralシ

03/02/2024

অসকস-বাংলাদেশ (অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সোসাইটি) পরিবারের পক্ষ থেকে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষ ও রশীদিয়া মাদ্রাসা নূরানী নাজেরা হিফজ (মাটিকাটা ঢাকা সেনানিবাস) এর কোরআন এর পাখিদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-

কেন্দ্রীয় কমিটির সন্মানিত সভাপতি জনাব সার্জেন্ট অবঃ মুহাম্মদ আহসান হাকিম সিএমপি।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যনীবাহী উপদেষ্টা জনাব ওয়ারেন্ট অফিসার অবঃ মোঃ শাহ আলম আনসারী, পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা জনাব সিনিয়র ওয়ারেন্ট অফিসার অবঃ মোঃ ইসহাক মিয়া, জনাব সার্জেন্ট অবঃ ডি এম সামসুদ্দীন সহ সভাপতি কেন্দ্রীয় কমিটি, জনাব সার্জেন্ট অবঃ মোঃ হারুন যুগ্ম প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, জনাব সার্জেন্ট অবঃ মোঃ আতিয়ার রহমান যুগ্ম প্রকল্প বিষয়ক সম্পাদক, জনাব সার্জেন্ট অবঃ মোঃ গোলজার হোসেন যুগ্ম পরিবহন বিষয়ক সম্পাদক, জনাব সার্জেন্ট অবঃ মোঃ জাহিদ হোসেন ক্যান্টনমেন্ট থানা প্রমুখ উপস্থিত ছিলেন।উক্ত সংগঠনটি সামাজিক কর্মকান্ডে ইতিমধ্যে জোরালো ভূমিকা রাখতে পেরেছেন।
#অসকস #অবসরপ্রাপ্ত #বাংলাদেশ #সেনাবাহিনী ゚viral

02/02/2024

অবসরপ্রাপ্তরা আজ ছেলে মেয়েদের কাছে অসহায়,ঘর থেকে বাহির করে দিচ্ছে, আশা করি ভিডিও টি দেখবেন, কারন অনেক কিছু শেখার আছে।
#মানবিক #অবসরপ্রাপ্ত #বাংলাদেশ ゚viral

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Harun CMP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Harun CMP:

Share