Ramisha's sweet World

Ramisha's sweet World السلام عليكمورحمة الله وبركاته
আমার এই ছোট্ট পেজে আপনাকে স্বাগতম❤দয়া করে ছোট্ট একটা লাইক দিবেন🥰🥰
(1)

এক বেদুঈন কাবার গিলাফ ধরে দোয়া করছিলেন,”হে আল্লাহ!গুনাহর উপর অনড় থেকেও আপনার কাছে ক্ষমা চাওয়াটা নীচতা।আবার আপনার ক্ষমার ...
15/05/2025

এক বেদুঈন কাবার গিলাফ ধরে দোয়া করছিলেন,
”হে আল্লাহ!
গুনাহর উপর অনড় থেকেও আপনার কাছে ক্ষমা চাওয়াটা নীচতা।
আবার আপনার ক্ষমার ব্যাপ্তির কথা জানার পরও ক্ষমা প্রার্থনা ছেড়ে দেওয়াটা অক্ষমতা।
আপনি আমার প্রতি মুখাপেক্ষী নন, তবুও আমাকে কত নিয়ামত দিয়ে ভালোবাসার প্রকাশ করছেন!
অথচ আমি আপনার মুখাপেক্ষী হওয়া সত্ত্বেও গুনাহর মাধ্যমে আপনার ঘৃণা কামাই করছি!
ওহে সেই সত্ত্বা—
যিনি ওয়াদা দিলে পূর্ণ করেন।
যিনি হুমকি দিলেও উপেক্ষা এবং ক্ষমা করেন।
আমার বিপুল পরিমাণ পাপকে আপনার বিরাট ক্ষমায় শামিল করে নিন।
ইয়া আরহামার রাহিমীন!
[ইমাম নববীর ‘আল-আযকার’: পৃ. ৬৫০]

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত:রাসূল (ﷺ) বলেছেন,বান্দা যত রকম দু'আ করে তার মধ্যে "হে আল্লাহ। আমি তোমার নিকট দুনিয়া ও আখির...
18/04/2025

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত:

রাসূল (ﷺ) বলেছেন,

বান্দা যত রকম দু'আ করে তার মধ্যে "হে আল্লাহ। আমি তোমার নিকট দুনিয়া ও আখিরাতের নিরাপত্তা কামনা করি" এ দু'আর চেয়ে উত্তম কোন দু'আ নেই।

সুনানে ইবনে মাজাহ: ৩৮৫১

আমাদের হৃদয়কে কৃতজ্ঞতার মাধ্যমে তৃপ্ত করো...
18/04/2025

আমাদের হৃদয়কে কৃতজ্ঞতার মাধ্যমে তৃপ্ত করো...

18/03/2025

আল্লাহ তা'আলা যাকে অপছন্দ করেন তাকেও অঢেল ধন সম্পদ দান করেন। আর যাকে পছন্দ করেন তাকে দান করেন হিকমাহ।

যাকে হিকমাহ দান করা হয় তার ভিতরে থাকে সাকিনা। আরবি সাকিনা শব্দের অর্থ শান্ত, প্রশান্ত, ধীর, স্থির।

টেবিল ভর্তি খাবার অথচ প্রত্যেকটা খাবারে আপনি দোষ খুঁজে পাচ্ছেন, পেট ভরে খেতে পারছেন না। কেননা আপনাকে সম্পদ দান করা হয়েছে, হিকমাহ দেয়া হয়নি যে কারণে আপনার ভিতর সাকিনা নেই।

আপনাকে হিকমাহ দেয়া হয়েছে যে জন্যে আলু ভর্তা আর ডাল দিয়েও পরম প্রশান্তি নিয়ে পেট ভরে খেয়ে উঠে বলে উঠবেন আলহামদুলিল্লাহ।

উচ্চশিক্ষিতা সুন্দরী স্ত্রী পেয়েও আপনি তাকে নিয়ে সুখী নন, কারণ আপনাকে হিকমা দেয়া হয়নি।

টয়োটা এলিয়নে চড়েও আপনি সুখী নন, আপনার কেন পাজেরো নাই? এর কারণ আপনার মাঝে হিকমাহ নাই, সাকিনা উঠে গেছে। আপনি আপনার অবস্থানে সুখী নন।

আরবি হিকমা শব্দের অর্থ প্রজ্ঞা। যাকে আল্লাহ তা'আলা হিকমা দান করেন সে সর্ব অবস্থায় সন্তুষ্ট থাকে, শান্তিতে থাকে। এর অর্থ নিজেকে মানিয়ে চলা এবং তাতে সন্তুষ্ট থাকা।

রিজিক শব্দের অর্থ অনেক ব্যাপক।

■▪রিযিকেরর সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।

■▪রিযিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।

■▪রিযিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং

■▪রিযিক এর পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

■■ রিযিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।

■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।

■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম না এবং একটিও বেশি না।

■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।

■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো সেই সিদ্ধান্ত একান্তই আমার।

■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!

■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিযিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।

এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিযিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।

■■ রিযিক জিনিসটা এতোটাই শক্তিশালী!

■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিযিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!

■■ কেউ কারওটা খাচ্ছে না, যে যার রিযিকের ভাগই খাচ্ছেন।

■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছে আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কাল আছি, কতটুকু ভরসা করে আছি। কেননা,

আল্লাহ তা'আলা বলেনঃ

-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই, যার রিযিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে।"

-----(সুরা হুদ : আয়াত ৬)

■■ আল্লাহ তা'আলা অন্যত্র বলেনঃ

-------"যে আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য কোনো না কোনো পথ বের করে দেবেন। আর তাকে (এমন উৎস থেকে) রিযিক দেবেন, যা সে ধারণাও করতে পারবে না।"

-----(সুরা ত্বালাক : আয়াত ২-৩)

■▪মহান আল্লাহ্‌ তা'আলা আমাদের সঠিক পথ এবং হালাল ও প্রশস্ত কামাই রোজগার ও রিযিক এর ব্যবস্থা করে দিন এবং সকল প্রকার হারাম কামাই রোজগার ও রিযিক থেকে হিফাযত করুন এবং আমাদের সবাইকে ক্ষমা করুন, এবং হিফাযত করুন(আমীন)।

©

🥀একজন স্ত্রী যখন সত্যিকারের ভালোবাসা দিয়ে সংসার গড়ে, তখন সে নিজের সমস্ত কিছু উৎসর্গ করে দেয়। সে তার স্বামীর সুখের জন্য ন...
18/03/2025

🥀

একজন স্ত্রী যখন সত্যিকারের ভালোবাসা দিয়ে সংসার গড়ে, তখন সে নিজের সমস্ত কিছু উৎসর্গ করে দেয়। সে তার স্বামীর সুখের জন্য নিজের সুখ বিসর্জন দেয়, তার কষ্ট চেপে রেখে হাসিমুখে পাশে দাঁড়ায়। কিন্তু যখন তাকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া হয়, তার মনে বিনা কারণে আঘাত করা হয়, তখন সেটা শুধু একটি ভুল নয়—এটা নিষ্ঠুরতা।

একজন স্ত্রীকে যদি বারবার দোষারোপ করা হয়, তার অনুভূতিকে উপেক্ষা করা হয়, তার আত্মসম্মানে আঘাত করা হয়, তবে ধীরে ধীরে সে ভেতর থেকে ভেঙে যায়। যে স্ত্রী একদিন বুকভরা ভালোবাসা নিয়ে স্বামীর পাশে দাঁড়িয়েছিল, সে কষ্ট পেতে পেতে একসময় নিঃশব্দ হয়ে যায়।

স্ত্রীর মনে অন্যায়ভাবে আঘাত দেওয়ার সবচেয়ে বড় নির্মমতা হলো—সে হয়তো মুখে বলেও তার আঘাত টা বুঝাতে পারেনা,তার ক্ষত গভীরতা উপলব্ধি করাতে পারে না ।
কিন্তু ,ভেতরে ভেঙে চুরমার হয়ে যায়। সে হয়তো স্বামীর কাছে অকৃত্রিম ভালোবাসা আশা করেছিল, কিছু অনুভূতি ভাগাভাগি করতে চেয়েছিল, কিন্তু সে বদলে পেয়েছিল অবহেলা, কঠোর কথা , নিঃসঙ্গতা, নিস্তব্ধতা, নির্ঘুম রাত
বুক ফাটা অশ্রু বাধ না মানা সেই মুহূর্ত,অন্তর কেঁপে উঠা সেই আর্তনাদের চিৎকার,জীবনের চারিদিকে অমাবস্যার ঘুটঘুটে অন্ধকারে নিমজ্জিত তার মানবী প্রাণ, যে
নিজের ভেতরেই একাকী মরে যেতে থাকে।

একজন স্ত্রীকে কষ্ট দেওয়া মানে শুধু তার চোখের জল আনা নয়, বরং তার বিশ্বাসকে ভেঙে ফেলা। আর বিশ্বাস একবার ভেঙে গেলে, ভালোবাসা থাকলেও সম্পর্ক আর আগের মতো থাকে না।
কারণ ,,,
আপনার কাছে একটা আঘাত হয়তো সাময়িক মনে হতে পারে,
কিন্তু সেটা তার হৃদয়ে আজীবনের ক্ষত তৈরি করে দেয়।

.💔.

"Maryam"

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, ত...
09/03/2025

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছ খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সবকয়টি সবুজ পাতা।

শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে- এত সামান্য, বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের ক্ষতগুলো কাউকে দেখাতে যেও না।

মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ক'টা ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়।

আপনি একা দাঁড়িয়ে থাকলেও সর্বদা যাসঠিক তার পক্ষেই  দাঁড়াবেন।🌺🌺🌺🌺আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা
19/11/2024

আপনি একা দাঁড়িয়ে
থাকলেও সর্বদা যা
সঠিক তার পক্ষেই
দাঁড়াবেন।🌺🌺🌺🌺
আসসালামু আলাইকুম
শুভ সন্ধ্যা

🥀🥀🥀সাফল্যের কোন রহস্য নেই। এটি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল।🥀🥀🥀আসসালামু আলাইকুম শুভ সকাল
14/11/2024

🥀🥀🥀সাফল্যের কোন রহস্য নেই। এটি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল।🥀🥀🥀
আসসালামু আলাইকুম শুভ সকাল

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ramisha's sweet World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share