06/07/2023
( যারে ভালো লাগে তার দোষও সুগন্ধি,আর যারে ভালো লাগে না তার চলন বাঁকা। 😅😅)
ভেবো না এমন ভরাডুবি থেকে প্রত্যেকবার রক্ষা পাবে। কেননা যে প্রত্যেক বার রক্ষা করেছে তোমাদের এই অবস্থা থেকে সেই মানুষটিকে তোমরা অসম্মান করছে সুকৌশলে বিশ্রাম নামক ট্যাগ লাগিয়ে দূরে সরিয়ে দিয়েছো। তার জায়গায় যারাই আসছে তাদের খেলার মান নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু তাদের উদ্দেশ্য কিছু বলার আছে যারা নির্বাচন করে কে কোন জায়গায় খেলবে বা কাকে কোথায় খেলানো উচিৎ।
৭ নং পজিশন টা এমন একটা পজিশন এখানে অভিজ্ঞতাটা অনেক বড় একটা গুরুত্ববহন করে। অভিজ্ঞতা বিচারে সে বুজতে পারবে কোন পরিস্থিতি কেমন করে খেলতে হয় কেমন করে শেষ করতে হবে ইনিংসটা। আর যে পারফর্ম করে আসছে বছরের পর বছর তাকে বাদ দিয়ে দিয়েছেন শুধু বিশ্রাম নামক ট্যাগ লাগিয়ে সুকৌশলে। কিন্তু আফসোস শুধু পছন্দ আর অপছন্দের খাতিরে যোগ্য এবং সঠিক খেলোয়ারদের বিচার না করে প্রতিটা ম্যাচে ম্যাজিকাল চেয়ারের মতো খেলোয়ার পরিবতর্ন করছে। কিন্তু কোন আউটপুট তো আসছে না। আর আসবে কি করে যাদের সুযোগ দিচ্ছে তাদের অনেকেই এই পজিশনে খেলে না। আবার যারা খেলে তারা এখনো এই পজিশনের জন্য পরিপক্ব না। এমন তো না যে আপনাদের হাতে অনেক সময় এবং অনেক ম্যাচ আছে যে সময়ের মধ্যে আপনারা তাদের পরিপক্ব করার চেষ্টা করবেন। কিন্তু সে সময় তো আপনাদের হাতে নেই। তাহলে যে পরিক্ষিত তাকে কোন অসম্মান করছেন বা তাকে কেন বিশ্রামের নামে দল থেকে সরিয়ে দিলেন।
বিশ্বকাপের মতো এতো বড় একটা মঞ্চে আপনারা নতুন এবং অপরিপক্ব খেলোয়ার নিয়ে যাচ্ছেন যারা কখনোই কোন ম্যাচে আপনাকে ভালো পারফর্ম করে দেখাতে পারে নাই। আমি তাদের প্রতি সম্মান রেখেই বলছি তারা অবশ্যই আমাদের ভবিষ্যৎ তাদের নিয়ে অবশ্যই আমাদের ভাবা উচিৎ কাজ করা উচিৎ সুযোগ দেওয়া উচিৎ। কিন্তু এমন সময়ে অবশ্যই না যখন বিশ্বকাপের মতো এতো বড় মঞ্চ করা নাড়ছে আপনাদের দরজার সামনে।
বাংলা প্রবাদ বাক্য আবারও একবার সত্য প্রমাণিত করলেন বাংলাদেশ দলের হেডকোচ হাতুরু সিংহ এবং নির্বাচক মণ্ডলী।
((যারে ভালো লাগে তার দোষও সুগন্ধি,আর যারে ভালো লাগে না তার চলন বাঁকা। 😅😅))
বর্তমান বাংলাদেশ জাতীয় দল নির্বাচনের ক্ষেত্রে বেশি পরিলক্ষিত হয় এই ব্যাপারটা!
দুঃখজনক,দুঃখজনক খুবই দুঃখজনক!
#খেলারখবর Mahmudullah Riyad