Chittagong University News- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • Chittagong University News- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ

Chittagong University News- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ ২৪ ঘন্টা ক্যাম্পাসের যে কোনো নিউজ পেতে পেইজে লাইক কমেন্ট করে সাথে থাকুন।
(1)

08/07/2025

প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় শুনুন চবির তিন শিক্ষার্থী নিখোঁজের বিস্তারিত.....

একই বিভাগ, থাকত একই হলের একই রুমে!পরীক্ষা শেষে হিমছড়ি ঘুরতে গিয়ে হয়ত চলেও গেল একসাথে। একজনকে হারালেও আমরা বাকি দুইজনকে জ...
08/07/2025

একই বিভাগ, থাকত একই হলের একই রুমে!

পরীক্ষা শেষে হিমছড়ি ঘুরতে গিয়ে হয়ত চলেও গেল একসাথে।

একজনকে হারালেও আমরা বাকি দুইজনকে জীবিত পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি।

২৩-২৪ সেশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের “ডেভেলপমেন্ট স্টাডিজ” এর ৩টা ছেলে হিমছড়ি বীচে মারা গেছে আজকে সকালে। কেউ চিনে থাক...
08/07/2025

২৩-২৪ সেশনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের “ডেভেলপমেন্ট স্টাডিজ” এর ৩টা ছেলে হিমছড়ি বীচে মারা গেছে আজকে সকালে। কেউ চিনে থাকলে জানাবেন।
আরো ২জনকে খুজে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ আপাতত।

ঝুলন্ত ব্রিজ ঝুলে গেছে!
03/07/2025

ঝুলন্ত ব্রিজ ঝুলে গেছে!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ❌জোবরা ভাতঘর এন্ড কমিউনিটি সেন্টার ✅
01/07/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ❌
জোবরা ভাতঘর এন্ড কমিউনিটি সেন্টার ✅

চবির অত্যাধুনিক প্রাকৃতিক মি সাইল
22/06/2025

চবির অত্যাধুনিক প্রাকৃতিক মি সাইল

21/06/2025

>> কৌতুক

19/06/2025

আকিজ গ্রুপে চাকরি দেওয়ার নামে প্রতারণা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কোন এক বিভাগের শিক্ষককে (নাম প্রকাশে অনিচ্ছুক) একজন কল দিয়ে সেই বিভাগের সাবেক শিক্ষার্থী পরিচয় দেয়।

কথিত সেই শিক্ষার্থী ঐ শিক্ষককে জানায় সে বর্তমানে আকিজ গ্রুপের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সে চাইলে বিভাগের ২-৪ জনকে সুপারিশক্রমে চাকরির ব্যবস্থা করে দিতে পারে।

সে শিক্ষক সরল বিশ্বাসে সেই কথিত শিক্ষার্থীর কথা তাঁদের বিভাগের গ্রুপে শেয়ার করে এবং 01892-954356 এই নাম্বারে চাকরি প্রত্যাশীদের যোগাযোগ করতে বলে।

চাকরি নামক সোনার হরিণ যখন নিজেই এসে দরজায় কড়া নাড়ে এবং নিজের বিভাগের শিক্ষক সেটা রেফার করে তখন সেটা লুফে নিতে কে না চায়?

পরবর্তীতে অনেকেই ঝাপিয়ে পড়ে সেই কথিত বড় ভাইকে কল দেয়। বড় ভাই এর কথামতো সিভি, সার্টিফিকেট [email protected] এই ঠিকানায় মেইল করে। মেইল করার কিছুক্ষণের মধ্যে +880963-8466211 এই নাম্বার থেকে আরেকজন কল দিয়ে আকিজ গ্রুপের পরিচয় দেয় এবং সিভি ও ঠিকানা সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসা করে। পাশাপাশি বলে যে "আপনি যার রেফারেন্সে সিভি মেইল করেছেন তাকে বলেন আমাদেরকে কল করার জন্য।" (সব সাজানো নাটক)

সে কথিত বড়ভাইকে বিভাগের ছোটভাইরা ফোন করে বলে আকিজ অফিসে কল দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে সে কথিত বড়ভাই বলে সিকিউরিটি হিসেবে বিকাশ 01849383455 এই নাম্বারে 3,950/- টাকা পাঠানোর জন্য। অনেকেই চাকরি পাওয়ার আশায় ঐ নাম্বারে টাকা পাঠায়।

পরবর্তীতে টাকা দেওয়ার পরে তাঁরা নাম্বারগুলো বিজি ও বন্ধ পায় এবং এই বিষয়টি তারা তাদের বিভাগের গ্রুপে শেয়ার করে। সেই শিক্ষক সহ সবাই বুঝতে পারে এটা একটা প্রতারক চক্র। প্রকৃতপক্ষে সেই ছেলে বিভাগের সাবেক শিক্ষার্থী নয় বরং একজন প্রতারক।

যাই হোক, প্রতিদিন এমন হাজারো প্রতারক চক্র আপনার চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে। কখনো চাকরিদাতা হিসেবে, কখনো পণ্য ডেলিভারির কথা বলে, কখনো পিনকোড জালিয়াতি করে প্রতারণা করছে।
-চোখকান খোলা রাখুন।
-লোভ এড়িয়ে চলুন।

ফাহিম হাসান (চবি)
সাব-ইন্সপেক্টর,
বর্তমান কর্মস্থল RAB HQ.

19/06/2025

শাটল ট্রেন আপডেট:

অক্সিজেনের কাছাকাছি জায়গায় হাটহাজারীগামী একটি তেলের ট্রেনে দুর্ঘটনা ঘটায় বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন আটকে আছে। খুব দ্রুত সময়ের মধ্যে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। সমস্যা সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচলে বিলম্ব হবে।

- সহকারী প্রক্টর

©️চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি

>>>শোক সংবাদ
15/06/2025

>>>শোক সংবাদ

কারগরি ত্রুটির কারণে রোববার বিশ্ববিদ্যালয় রুটে একটি শাটল ট্রেন চলাচল করবে। আগামী পরশুদিন (১৬ জুলাই) হতে পুনরায় স্বাভাবিক...
14/06/2025

কারগরি ত্রুটির কারণে রোববার বিশ্ববিদ্যালয় রুটে একটি শাটল ট্রেন চলাচল করবে। আগামী পরশুদিন (১৬ জুলাই) হতে পুনরায় স্বাভাবিক নিয়মে শাটল ট্রেন চলাচল করবে।

10/06/2025

ব্রেকিং

চট্টগ্রামে তিনজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ। আক্রান্তরা বাসায় আইসোলেটেড অবস্থায় আছেন।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong University News- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Chittagong University News- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংবাদ:

Share