19/06/2025
আকিজ গ্রুপে চাকরি দেওয়ার নামে প্রতারণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কোন এক বিভাগের শিক্ষককে (নাম প্রকাশে অনিচ্ছুক) একজন কল দিয়ে সেই বিভাগের সাবেক শিক্ষার্থী পরিচয় দেয়।
কথিত সেই শিক্ষার্থী ঐ শিক্ষককে জানায় সে বর্তমানে আকিজ গ্রুপের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সে চাইলে বিভাগের ২-৪ জনকে সুপারিশক্রমে চাকরির ব্যবস্থা করে দিতে পারে।
সে শিক্ষক সরল বিশ্বাসে সেই কথিত শিক্ষার্থীর কথা তাঁদের বিভাগের গ্রুপে শেয়ার করে এবং 01892-954356 এই নাম্বারে চাকরি প্রত্যাশীদের যোগাযোগ করতে বলে।
চাকরি নামক সোনার হরিণ যখন নিজেই এসে দরজায় কড়া নাড়ে এবং নিজের বিভাগের শিক্ষক সেটা রেফার করে তখন সেটা লুফে নিতে কে না চায়?
পরবর্তীতে অনেকেই ঝাপিয়ে পড়ে সেই কথিত বড় ভাইকে কল দেয়। বড় ভাই এর কথামতো সিভি, সার্টিফিকেট [email protected] এই ঠিকানায় মেইল করে। মেইল করার কিছুক্ষণের মধ্যে +880963-8466211 এই নাম্বার থেকে আরেকজন কল দিয়ে আকিজ গ্রুপের পরিচয় দেয় এবং সিভি ও ঠিকানা সম্পর্কে বিস্তারিত জিজ্ঞাসা করে। পাশাপাশি বলে যে "আপনি যার রেফারেন্সে সিভি মেইল করেছেন তাকে বলেন আমাদেরকে কল করার জন্য।" (সব সাজানো নাটক)
সে কথিত বড়ভাইকে বিভাগের ছোটভাইরা ফোন করে বলে আকিজ অফিসে কল দেওয়ার জন্য। কিছুক্ষণ পরে সে কথিত বড়ভাই বলে সিকিউরিটি হিসেবে বিকাশ 01849383455 এই নাম্বারে 3,950/- টাকা পাঠানোর জন্য। অনেকেই চাকরি পাওয়ার আশায় ঐ নাম্বারে টাকা পাঠায়।
পরবর্তীতে টাকা দেওয়ার পরে তাঁরা নাম্বারগুলো বিজি ও বন্ধ পায় এবং এই বিষয়টি তারা তাদের বিভাগের গ্রুপে শেয়ার করে। সেই শিক্ষক সহ সবাই বুঝতে পারে এটা একটা প্রতারক চক্র। প্রকৃতপক্ষে সেই ছেলে বিভাগের সাবেক শিক্ষার্থী নয় বরং একজন প্রতারক।
যাই হোক, প্রতিদিন এমন হাজারো প্রতারক চক্র আপনার চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে আছে। কখনো চাকরিদাতা হিসেবে, কখনো পণ্য ডেলিভারির কথা বলে, কখনো পিনকোড জালিয়াতি করে প্রতারণা করছে।
-চোখকান খোলা রাখুন।
-লোভ এড়িয়ে চলুন।
ফাহিম হাসান (চবি)
সাব-ইন্সপেক্টর,
বর্তমান কর্মস্থল RAB HQ.