মুক্তকণ্ঠ

মুক্তকণ্ঠ Little mag | সাহিত্যের ছোটকাগজ

অবশেষে...জড়তার প্রাচীরে তুলে ভাঙনের গান, তরুণ্যের সাহিত্য প্রয়াস মুক্তকণ্ঠ'র নিয়মিত সংখ্যা আসছে। আপনার চিন্তা,উপলব্ধি কি...
14/08/2025

অবশেষে...জড়তার প্রাচীরে তুলে ভাঙনের গান, তরুণ্যের সাহিত্য প্রয়াস মুক্তকণ্ঠ'র নিয়মিত সংখ্যা আসছে।

আপনার চিন্তা,উপলব্ধি কিংবা বুদ্ধিবৃত্তিক প্রয়াস লিখে পাঠান আমাদের কাছে। আজই।

চিন্তা ও শিল্পের দুয়ারে আবার আনি উদ্দাম শাশ্বত করাঘাত!

▪️সাত সাগরের মাঝি / ফররুখ আহমদকত যে আঁধার পর্দা পারায়ে ভোর হল জানি না তা ।নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা ।দুয়ারে তোমার স...
10/06/2025

▪️সাত সাগরের মাঝি / ফররুখ আহমদ
কত যে আঁধার পর্দা পারায়ে ভোর হল জানি না তা ।
নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা ।
দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা।
তবু জাগলে না ? তবু, তুমি জাগলে না ?
সাত সাগরের মাঝি চেয়ে দেখো দুয়ারে ডাকো জাহাজ,
অচল ছবি সে, তসবির যেন দাঁড়ায়ে রয়েছে আজ ।
হালে পানি নাই, পাল তার ওড়ে নাকো,
হে নাবিক! তুমি মিনতি আমার রাখো;
তুমি ওঠে এসো, তুমি ওঠে এসো মাঝি মাল্লার দলে
দেখবে তোমার কিশতি আবার ভেসেছে সাগর জলে,
নীল দরিয়ায় যেন সে পূর্ণ চাঁদ
মেঘ তরঙ্গ কেটে কেটে চলে ভেঙে চলে সব বাঁধ ।
তবু তুমি জাগো, কখন সকাল ঝরেছে হাসনাহেনা
এখনো তোমার ঘুম ভাঙলো না ? তবু, তুমি জাগলে না ?
দুয়ারে সাপের গর্জন শোনো নাকি ?
কত অসংখ্য ক্ষুদধিতের সেথা ভির,
হে মাঝি ! তোমার বেসাতি ছড়াও, শোনো,
নইলে যে-সব ভেঙে হবে চৌচির ।

তুমি দেখছ না, এরা চলে কোন আলেয়ার পিছে পিছে ?
চলে ক্রমাগত পথ ছেড়ে আরও নিচে !
হে মাঝি ! তোমার সেতারা নেভেনি একথা জানো তো তুমি,
তোমার চাঁদনি রাতের স্বপ্ন দেখেছে এ মরুভূমি,
দেখো জমা হল লালা রায়হান তোমার দিগন্তরে;
তবু কেন তুমি ভয় পাও, কেন কাঁপো অজ্ঞাত ডরে !
তোমার জাহাজ হয়েছে কি বানচাল,
মেঘ কি তোমার সেতারা করে আড়াল ?
তাই কি অচল জাহাজ ভাঙা হাল
তাই কি কাঁপছে সমুদ্র ক্ষুধাতুর
বাতাস কাঁপানো তোমার ও ফাঁকা পাল ?
জানি না, তবু ডাকছি তোমাকে সাত দরিয়ার মাঝি,
প্রবাল দ্বীপের নারিকেল শাখা বাতাসে উঠেছে বাজি ?

এ ঘুমে তোমার মাঝিমাল্লার ধৈর্য নেইকো আর,
সাত সমুদ্র নীল আকাশে তোলে বিষ ফেনভার,
এদিকে অচেনা যাত্রী চলেছে আকাশের পথ ধরে
নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা ।
বেসাতি তোমার পূর্ণ করে কে মারজানে মর্মরে ?
ঘুমঘোরে তুমি শুনছ কেবল দুঃস্বপ্নের গাঁথা ।

উচ্ছৃঙ্খল রাত্রির আজো মেটেনি কি সব দেনা ?
সকাল হয়েছে । তবু জাগলে না ? তবু তুমি জাগলে না ?
তুমি কি ভুলেছ লবঙ্গ ফুল, এলাচের মৌসুমী,
যেখানে ধূলিতে কাঁকরে দিনের জাফরান খোলে কলি,
যেখানে মুগ্ধ ইয়াসমিনের শুভ্র ললাট চুমি
পরীর দেশের স্বপ্ন সেহেলি জাগে গুলে বকাওলি ?
ভুলেছ কি সেই প্রথম সফর জাহাজ চলেছে ভেসে
অজানা ফুলের দেশে,
ভুলেছ কি সেই জমরুদ তোলা স্বপ্ন সবার চোখে
ঝলসে চন্দ্রলোকে,
পাল তুলে কোথা জাহাজ চলেছে কেটে কেটে নোনা পানি,
অশ্রান্ত সন্ধানী ।

লড়াই অসম। সীমাবদ্ধতার পাঁচিল টপকে গিয়েছেন মানবিক ও সত্যকাঙ্খার ওপর ভর করে। অথচ তার ছায়া ধরে ধরে আমাদেরও জরুরী ছিল সভ্যতা...
09/06/2025

লড়াই অসম। সীমাবদ্ধতার পাঁচিল টপকে গিয়েছেন মানবিক ও সত্যকাঙ্খার ওপর ভর করে। অথচ তার ছায়া ধরে ধরে আমাদেরও জরুরী ছিল সভ্যতা ও মানবীয় বোধের জাগরণ, জায়ন সনত্রাসের ঔদ্ধত্য চূর্ণকরনে।
Greta Thunberg মহান এ কিশোরীর পবিত্র এ সফর, লড়াই ও নিষ্ঠাময় প্রচেষ্টা যা ফিলিসতিন, গাজজা বা রাফ'র জন্য নিবেদন- আমরা তার সাথে একাত্ম।


https://www.facebook.com/share/r/1Jjc2CMRP5/

পিতামাতা, ভাই-বোন অথবা প্রিয়তমার প্রিয়তমজন- কত কোরবানির বিনিময় দিয়ে আমরা থির হয়েছি এই কোরবানির ঈদে! আমাদের সমস্ত ত্যাগ ম...
06/06/2025

পিতামাতা, ভাই-বোন অথবা প্রিয়তমার প্রিয়তমজন- কত কোরবানির বিনিময় দিয়ে আমরা থির হয়েছি এই কোরবানির ঈদে!
আমাদের সমস্ত ত্যাগ মঞ্জুর হোক। পৃথিবীতে নামুক সুখের প্রস্রবণ। ঈদ মোবারক!

দ্রোহের কবি, বিপ্লবের কবি, জাগরণের কবি, সাহসের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী আজ। জাতীয় জীবনের সমস্ত সংক...
24/05/2025

দ্রোহের কবি, বিপ্লবের কবি, জাগরণের কবি, সাহসের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী আজ।

জাতীয় জীবনের সমস্ত সংকটে সাহস জোগানো, অনুপ্রেরণাদায়ী এবং আশার আলো জাগানিয়া কবিকে স্মরণ করি বিনম্র শ্রদ্ধায়।

স্থান: মাটি মিলনায়তন https://maps.app.goo.gl/CMvESBsVufcyKSL19?g_st=awএবারের পাঠচক্রে উঠে আসবে কাশ্মীর- ইতিহাস, ঐতিহ্য, ...
12/05/2025

স্থান: মাটি মিলনায়তন https://maps.app.goo.gl/CMvESBsVufcyKSL19?g_st=aw

এবারের পাঠচক্রে উঠে আসবে কাশ্মীর- ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, সংস্কৃতি ও সাহিত্যের নিরিখে। বোঝাপড়ার বৈঠকে আমন্ত্রণ

মুক্তকণ্ঠ পাঠচক্র অনুষ্ঠিত। ১১ই এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত এবারের পাঠচক্রের বিষয় ছিল 'ফিলিস্তিন ইসরায়েল মধ্যপ্রাচ্য সংকট: ...
12/04/2025

মুক্তকণ্ঠ পাঠচক্র অনুষ্ঠিত।

১১ই এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত এবারের পাঠচক্রের বিষয় ছিল 'ফিলিস্তিন ইসরায়েল মধ্যপ্রাচ্য সংকট: অতীত বর্তমান ভবিষ্যৎ'। নির্দিষ্ট বিষয়ে আলোচনায় প্রধান আলোচক ছিলেন অধ্যাপক তানবীর মুহাম্মদ এবং তরুণ চিন্তক ওবায়দুল্লাহ আফজাল।

পাঠচক্রে আলোচকবৃন্দ ফিলিস্তিনের ইতিহাস,জাতিগত উদ্ভব, বিস্তার, সভ্যতার বিভিন্ন পর্যায়ে সংঘাত ও দ্বন্দ্বের তুলনামূলক আলোকপাত করেন।
ইসরায়েল সমস্যাকে ইহুদি-বনাম মুসলমান চিন্তার বাইরে পলিটিকাল দৃষ্টিভঙ্গি ও এনালিটিকসের মাধ্যমে বোঝাপড়ার দিকে গুরুত্বারোপ করেন। সেই সাথে আরব রাষ্ট্রগুলোর হীনম্মন্যতা, বিশ্বাসঘাতকতার কারন নিয়ে আলোচনা করা হয়।

আনাস আবদুল্লাহর সভাপতিত্বে আয়োজনে সম্পূরক আলোচনায় অংশ নেন কবি মাঈন উদ্দিন জাহেদ, সাংস্কৃতিক সংগঠক ইসমাইল চৌধুরী, মুক্তকণ্ঠের সাবেক সভাপতি সাইফুল্লাহ সায়েম এবং গবেষক-ছড়াকার বশির উল্লাহ সাইমুম ও ইব্রাহিম মাহমুদ।

পাঠচক্রে স্বাগত কথা রাখেন আশফাক খালেদ। গাযা এবং ফিলিস্তিনসহ বিশ্বের নিপীড়িত মানুষ ও মুসলমানদের মুক্তি কামনায় দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের ইতি টানা হয়। মুনাজাত পরিচারনা করেন কবি মাঈন উদ্দিন জাহেদ।

পাঠচক্রের ২য় পর্ব অনুষ্ঠিত হবে শীঘ্রই ইনশাআল্লাহ।

জীবন্মৃত মানুষ ডানা ছাড়াই পাখির মত উড়ছে আগুনের হলকায়। জেনোসাইডের দৃশ্যের সাক্ষী হচ্ছে সময় ও সভ্যতা। সাথে সেইসব মানুষ ও ক...
06/04/2025

জীবন্মৃত মানুষ ডানা ছাড়াই পাখির মত উড়ছে আগুনের হলকায়। জেনোসাইডের দৃশ্যের সাক্ষী হচ্ছে সময় ও সভ্যতা। সাথে সেইসব মানুষ ও ক্ষমতার নীরবতা যারা পাহারা দেয় জেনোসাইড।
এ সংকট শত বছরের। এই ভূখন্ড ও সভ্যতার ইতিহাস হাজার বছরের।

অতীত বর্তমান ও ভবিষ্য সংকটের ফিলিস্তিন মধ্যপ্রাচ্য ও জায়ন সংকটের বোঝাপড়ার জন্য চলে আসুন পাঠচক্রে!

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।
30/03/2025

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।

Address

19/A Jamalkhan Road
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when মুক্তকণ্ঠ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মুক্তকণ্ঠ:

Share

Category