05/10/2024
এটা বিভ্রম নয়,বাস্তব।💢
বিশ্বের অনেক আশ্চর্যজনক বিষয়ের নাম তো শুনেছেন নিশ্চয়ই।কিন্তু এই আশ্চর্যের বিষয়ে অবগত আছেন তো❓
বর্তমান মুসলিম বিশ্বের বড়সড় একটি আশ্চর্যের বিষয় হলো এই যে,যারা আমাদের প্রকাশ্য শত্রু,প্রবহমান প্রজন্মের বিশাল একটি অংশ তাদেরই ভক্ত।শুধু ভক্ত নয়,অন্ধভক্ত।কার্বন কপির মতো ব্যক্তিজীবনে তাদের লাইফস্টাইল ফলো করে যাচ্ছে প্রতিনিয়ত,যেন নিজের মস্তিষ্ক অনায়াসেই সোপর্দ করেছে ওদের চিন্তনশক্তির কাছে।এইজন্যই আমি পূর্বে বলেছিলাম,বিক্রিত মস্তিষ্ক বিকৃত হলেই মানুষের স্বরূপ চেঞ্জ হয়ে যায়।অলরেডি চেঞ্জড।জানিনা,আপনার দৃষ্টিগোচর হয়েছে কিনা।টেকনোলজিক্যালি পুরো ওয়ার্ল্ড এখন ওদের আওতায়।এরই সাথে তাদের অধীন করে নিতে পেরেছে বিশাল এক প্রজন্মকে।ওরা যেভাবে নাচায়,আমরাও ঠিক সেভাবেই নাচি।যেন আমরা পুতুল;বিবেক বলতে কিছু নেই।
বিষয়টা অদ্ভুত না ??
তাদেরকে ডোমিনেট করার মতো ক্যাপাবিলিটি হয়তো আমাদের হাতে আপাতত নেই।তবে এটা সত্য যে,একদিন ওরা আমাদের মাধ্যমে ডোমিনেটেড হবেই।সেই সুদিন খুব বেশি দূরে নয়।এটা গ্যারান্টেড।কিন্তু,শারীরিকভাবে আমরা এখনো লড়াইয়ের জন্য অপ্রস্তুত হলেও মনে কি আদৌ ওদের প্রতি ঘৃণার সঞ্চার হয়েছে?মৃত বিবেক জেগেছে? প্রতিশোধপরায়ণ হতে পেরেছেন?উত্তর যদি ''না'' হয়,তাহলে আপনি অলরেডি ট্রোমাটাইজড।
একজন মুসলিম হিসেবে যাদের বিরুদ্ধে আমাদের শারীরিক,মানসিক লড়াই করা এখন সময়ের দাবি,এমনকি ঈমানের দাবিও বটে অথচ আমরা তাদেরই ডাই হার্ট ফ্যান।মানসিকভাবে তাদের দাস।
ব্যাপারটা আশ্চর্যজনক না❓
✍️
আরমান আহমেদ রবিন
সমাজতত্ত্ব বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।