Different Discussion with Arman

Different Discussion with Arman Let's think differently.

05/10/2024

এটা বিভ্রম নয়,বাস্তব।💢
বিশ্বের অনেক আশ্চর্যজনক বিষয়ের নাম তো শুনেছেন নিশ্চয়ই।কিন্তু এই আশ্চর্যের বিষয়ে অবগত আছেন তো❓

বর্তমান মুসলিম বিশ্বের বড়সড় একটি আশ্চর্যের বিষয় হলো এই যে,যারা আমাদের প্রকাশ্য শত্রু,প্রবহমান প্রজন্মের বিশাল একটি অংশ তাদেরই ভক্ত।শুধু ভক্ত নয়,অন্ধভক্ত।কার্বন কপির মতো ব্যক্তিজীবনে তাদের লাইফস্টাইল ফলো করে যাচ্ছে প্রতিনিয়ত,যেন নিজের মস্তিষ্ক অনায়াসেই সোপর্দ করেছে ওদের চিন্তনশক্তির কাছে।এইজন্যই আমি পূর্বে বলেছিলাম,বিক্রিত মস্তিষ্ক বিকৃত হলেই মানুষের স্বরূপ চেঞ্জ হয়ে যায়।অলরেডি চেঞ্জড।জানিনা,আপনার দৃষ্টিগোচর হয়েছে কিনা।টেকনোলজিক্যালি পুরো ওয়ার্ল্ড এখন ওদের আওতায়।এরই সাথে তাদের অধীন করে নিতে পেরেছে বিশাল এক প্রজন্মকে।ওরা যেভাবে নাচায়,আমরাও ঠিক সেভাবেই নাচি।যেন আমরা পুতুল;বিবেক বলতে কিছু নেই।
বিষয়টা অদ্ভুত না ??

তাদেরকে ডোমিনেট করার মতো ক্যাপাবিলিটি হয়তো আমাদের হাতে আপাতত নেই।তবে এটা সত্য যে,একদিন ওরা আমাদের মাধ্যমে ডোমিনেটেড হবেই।সেই সুদিন খুব বেশি দূরে নয়।এটা গ্যারান্টেড।কিন্তু,শারীরিকভাবে আমরা এখনো লড়াইয়ের জন্য অপ্রস্তুত হলেও মনে কি আদৌ ওদের প্রতি ঘৃণার সঞ্চার হয়েছে?মৃত বিবেক জেগেছে? প্রতিশোধপরায়ণ হতে পেরেছেন?উত্তর যদি ''না'' হয়,তাহলে আপনি অলরেডি ট্রোমাটাইজড।

একজন মুসলিম হিসেবে যাদের বিরুদ্ধে আমাদের শারীরিক,মানসিক লড়াই করা এখন সময়ের দাবি,এমনকি ঈমানের দাবিও বটে অথচ আমরা তাদেরই ডাই হার্ট ফ্যান।মানসিকভাবে তাদের দাস।

ব্যাপারটা আশ্চর্যজনক না❓

✍️
আরমান আহমেদ রবিন
সমাজতত্ত্ব বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

15/08/2024

তথাকথিত সুশীলরাই মূলত গাফিল।

30/07/2024

আলোর প্রজ্জ্বলন
-আরমান আহমেদ রবিন

আমি দেখিনি '৫২,'৬৯,
'৭১ এর আলোড়ন
দেখেছি আমি সোনার বাংলায়
'২৪ এর জাগরণ।

পড়েছি আমি সালাম,বরকতসহ
অজানা বহু শহীদ
দেখেছি আমি রাফি,সারজিসদের মতো
সাহসী আবু সাঈদ।

দেখিনি আমার জন্মের পূর্বে হওয়া
গণ-অভ্যুত্থান
দেখেছি '২৪ এ অধিকার আদায়ে
রক্তমাখা ময়দান।

অধিকার চাইতেই এক মুহূর্তে
হয়ে গেলাম রাজাকার
ছাত্রসমাজ প্রতিষ্ঠা করবে বাংলায়
মুক্ত স্বৈরাচার।

শান্তিপূর্ণ আন্দোলনে হয়
গণ-গ্রেফতার,গণহত্যা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে
কেন পৈশাচিক বর্বরতা ?

প্রতিটি শিরায় রক্ত গরম
কেটে গিয়েছে মোহ
লড়াই চলবে মৃত্যু পর্যন্ত
কারণ,আমি বিদ্রোহ।

এই ছাত্রসমাজ ন্যায্য দাবিতে
বিপ্লবী,অপ্রতিরোধ্য
থামাবে কে এই গণজোয়ার
কার আছে দুঃসাধ্য ?

ক্ষোভ থেকেই বিক্ষোভ
দাবি-পূরণে আন্দোলন
অন্ধকারের অবসান ঘটে হবে
আলোর প্রজ্জ্বলন।

আশার আলো জ্বালছে হৃদয়
মিনিটে মিনিটেই
ঘাতক দলের পতন হয়ে
বিজয় আসবেই।

রাত পেরিয়ে ভোর-সকালে
আলো ফুটবেই
নিরপরাধ লাশগুলোর হিসাব-কষে
বিজয় আসবেই।

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রশ্নসহকারে আমার ব্যক্তিগত কিছু অভিমত:শিক্ষিত হয়েও কোটা সংস্কার আন্দোলনে আপনার পদচিহ্ন ...
13/07/2024

চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রশ্নসহকারে আমার ব্যক্তিগত কিছু অভিমত:

শিক্ষিত হয়েও কোটা সংস্কার আন্দোলনে আপনার পদচিহ্ন নাই কেন❓

১| এই দেশ আমাদের,ন্যায্য অধিকার আদায়ের দায়িত্বও আমাদের সবার।কিন্তু সেই অধিকার আদায়ে ময়দানে একবারের জন্যও তো আপনাকে দেখা যায় না।বিষয়টা আপনার জন্য লজ্জাজনক নয় কি ?

২| কোটা সংস্কার আন্দোলনে সশরীরে আপনার কোনো পদচিহ্ন নাই।এই আন্দোলন যখন সফলতায় রূপ নিবে,তখন তো আপনি,আমি সবাই এর সুফল ভোগ করার জন্য হুমড়ি খেয়ে পড়ব।তখন কি নিজের বিবেক আপনাকে বাঁধা দিবে না?

৩| আমরা অনেকেই একচেটিয়া অনলাইন যোদ্ধা।শুধু অনলাইনে ফেসবুক যুদ্ধ করলেই হয়ে যাবে? ময়দানে যাওয়া লাগবে না? আপনার সিনিয়র,জুনিয়র,ব্যাচমেটরা একদিকে পুলিশের লাঠিচার্জের শিকার হয়েছে,পুলিশের গুলির মুখোমুখি হয়েছে,বুক পেতে দাঁড়িয়েছে,আর আপনি রিডিং রুমে,বাসায়,কটেজে,মেসে বসে বসে স্যাড রিয়্যাক্ট,লাভ রিয়্যাক্ট সমানতালে দিয়েই যাচ্ছেন।এর মাধ্যমে আদৌ কি ছাত্রসমাজের যুক্তিসঙ্গত কোনো উপকার হয়েছে?শিক্ষার্থী হয়েও কি পেরেছেন ছাত্রসমাজের কোনো উপকারে আসতে?

৪| আপনার ব্যক্তিগত ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে বলে আপনি ভয়ে ঘরের কোণে বসে আছেন।আর বাকি ভাই,আপুদের,আমাদের কি ক্যারিয়ার নাই?আন্দোলন সফল হলে প্রফেশনাল লাইফে যখন চাকরি পাবেন,কিন্তু আপনি ময়দানে একবারের জন্যও আন্দোলনে ছিলেন না,তখন সেই চাকরির টাকায় ভাত খেতে বিবেক দ্বারা কি আপনার অন্তরে আত্নিক বাঁধা আসবে না?

৫| শিক্ষিত হয়ে এতো নিম্নমানের আত্নকেন্দ্রীক চিন্তাভাবনা কীভাবে লালন
করেন?দেশের ছাত্রসমাজ আহত হচ্ছে প্রতিনিয়ত, আপনার কি কিছুই করার নাই?দেশের জন্য,ছাত্রসমাজের জন্য ময়দানে এগিয়ে আসতে একবারের জন্যও কি আপনার মন উৎসাহ দেয় না?মনটা জীবিত আছে তো?

৬| একটিবারের জন্য হলেও ময়দানের আন্দোলনে যোগদান করেন।এটা আমাদের অধিকার আদায়ের আন্দোলন।রাষ্ট্র সংস্কারের আন্দোলন।"স্টুডেন্ট পাওয়ার'' তো জানেনই,তাহলে কাজে লাগাচ্ছেন না কেন সেই পাওয়ার?

৭| আন্দোলনে আমি খানিকটা আহত হয়েছি,পুলিশের লাঠিচার্জের মুখোমুখিও হয়েছি।এতে আমি গর্বিত এই কারণে যে,নিজের পাশাপাশি দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করতে পেরেছি যা চলমান থাকবে ইন শা আল্লাহ।
অনলাইনে তীব্রতা ছড়ানোর পাশাপাশি ময়দানে এসেও লড়াই চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন সফলতার মুখ না দেখবে।

#আমার_ভাইয়ের_রক্ত
#বৃথা_যেতে_দিব_না

#আমার_ভাই_নিহত_কেন_?
#প্রশাসন_জবাব_চাই

#দালালি_না_রাজপথ_?
#রাজপথ_রাজপথ

#আপোষ_না_বিপ্লব_?
#বিপ্লব_বিপ্লব

✊✊✊✊✊✊✊

✍️
আরমান আহমেদ রবিন
সমাজতত্ত্ব বিভাগ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

08/05/2024

জাতীয় জীবনে জাগতিক জয়ের জন্য জাগ্রত জাগরণের জখমে জর্জরিত জনসাধারণের জীবনযাপন।

✍️আরমান আহমেদ রবিন
#আরমানের_আত্নকথন_সিরিজ

01/05/2024

মন,মেজাজ,মনোরম মানসিকতা,মিতব্যয়িতা,মানোন্নয়ন ও মনুষ্যত্বের মারাত্মক মৃত্যুর মূলে মূলত মস্তিষ্কহীন মোবাইল।

✍️আরমান আহমেদ রবিন।
#আরমানের_আত্নকথন_সিরিজ

22/04/2024

উপলব্ধির উপলব্ধ উৎকণ্ঠায় উন্মুক্ত উপহাসের উল্লেখযোগ্য উৎকর্ষতার উন্নয়নশীল উপসংহারে উচাটনের উজ্জীবিত উজ্জ্বলতার উচ্ছ্বসিত উল্লাস।

✍️আরমান আহমেদ রবিন
#আরমানের_আত্নকথন_সিরিজ
#৪

14/04/2024

সময়োপযোগী,সুকৌশলী,সুদৃঢ়,সাহসী সিদ্ধান্তসমূহের সমন্বিত সমাহারে সন্দেহাতীতভাবেই সমাজের সমস্যাবলির সুনিপুণ সমাধান সম্ভব।

✍️আরমান আহমেদ রবিন✍️
#আরমানের_আত্নকথন_সিরিজ
#3

07/04/2024

আহত আত্নায় আত্নকেন্দ্রীক আত্নবিশ্বাস ও আত্নগোপনীয় আধ্যাত্মিকতা আনয়নে আষ্ঠেপৃষ্ঠে আছে আলোড়নসৃষ্টিকারী আয়োজন।

✍️Arman Ahmed Robin
#আরমানের_আত্নকথন_সিরিজ
#2

03/04/2024

প্রত্যাবর্তনের পথের পাথেয় পূর্ণরূপে প্রয়োজন।

#1

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Different Discussion with Arman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share