HONDA CDI H100S Help Desk

HONDA CDI H100S Help Desk প্রথম ভালোলাগা, প্রথম ভালোবাসার বাইক
HONDA CDI H100S (1986)

আমার বাইক ও প্রাইভেট গাড়ীর ডকুমেন্ট, লাইসেন্স, টেক্স টোকেন ইত্যাদি একসাথে গুছিয়ে রাখার জন্য খুব দারুণ দুই রকমের ওয়ালেট ও...
21/04/2025

আমার বাইক ও প্রাইভেট গাড়ীর ডকুমেন্ট, লাইসেন্স, টেক্স টোকেন ইত্যাদি একসাথে গুছিয়ে রাখার জন্য খুব দারুণ দুই রকমের ওয়ালেট ও কিছু গ্যাজেটস কিনেছি। আশা করি বাইকার বন্ধুদের দেখে অনেক ভালো লাগবে। আর এ গুলো দেখে একটা ধারণা পাবেন। 🥰🥰🥰


.com

 !🛑 যাদের HONDA CDI H100S বাইকের মবিল টেঙ্কের অরিজিনাল মবিল পাইপ নষ্ট হয়ে গেছে বা পাইপ শক্ত হয়ে যাওয়ার কারণে পাইপ দিয়ে ম...
27/03/2025

!
🛑 যাদের HONDA CDI H100S বাইকের মবিল টেঙ্কের অরিজিনাল মবিল পাইপ নষ্ট হয়ে গেছে বা পাইপ শক্ত হয়ে যাওয়ার কারণে পাইপ দিয়ে মবিল লিক করে, তাঁরা একদম অরিজিনালের কাছাকাছি কোয়ালিটি এই পাইপটা ব্যবাহার করতে পারেন। আমি ৬/৭ মাস যাবৎ ব্যবহার করে বেশ ভালোই সুফল পাচ্ছি। একদম সফট আছে। আশা করি ১০/১৫ বছরের ও নষ্ট হবে না। যদি ও এটা অনেকেই মেড ইন জাপান বলে বাজারে বিক্রি করছেন। আসলে তা না।

এটার আগাগোড়া এক পাইপ দিয়ে তৈরি। কোন জয়েন্ট নেই। তাই কোন ভাবেই মবিল লিক করার সুযোগ নেই। দাম টা একটু বেশি মনে হয়েছে। গ্রুপের অনেকেই ৭০০ থেকে ১২০০ পজন্ত দাম চাইছেন। আমার মনে হয় ঢাকার বংশালে খোঁজ নিলে ৪০০/৫০০ টাকার মধ্যেই পেয়ে যেতে পারেন বা আরো কিছু কম। তাই একটু মার্কেট যাচাই করেই কিনুন।

আর যাদের বাজেট কম তাঁরা সিজির গ্যাস পাইপ লাগিয়ে কাজ চালাতে পারেন। তবে এটা একটু হালকা মবিল লিক করে। আর ২/১ বছর পর হার্ড হয়ে যায়। তখন একটু বেশি লিক করে।

🛑 ভালোবাসার আরেকটি নাম "HONDA CDI H100S" (১৯৮৬ মডেল)
26/12/2024

🛑 ভালোবাসার আরেকটি নাম "HONDA CDI H100S" (১৯৮৬ মডেল)

🛑 HONDA CDI H100S বাইকের সামনের ছোট চেইন পিনিয়ামটা একটু তাড়াতাড়িই নষ্ট হয়, পেছনের বড় পিনিয়ামের তুলনায়। থাইল্যান্ডের OOH ...
15/12/2024

🛑 HONDA CDI H100S বাইকের সামনের ছোট চেইন পিনিয়ামটা একটু তাড়াতাড়িই নষ্ট হয়, পেছনের বড় পিনিয়ামের তুলনায়। থাইল্যান্ডের OOH এর পরে তেমন কোন ভালো চেইন পিনিয়াম বাজারে দেখা যায়নি।

বর্তমানে M-SEKI ব্র্যান্ডের ১৪ দাঁতের ছোট চেইন পিনিয়ামটা বাজারে পাওয়া যাচ্ছে। এটা মেড ইন তাইওয়ান বলে বাজারে প্রচলিত আছে। সে যাই হোক! কোয়ালিটি অনেক ভালো মনে হয়েছে মেটাল টেস্ট করে।

#চট্রগ্রামের মার্কেটে ১৫০/= টাকার মধ্যে এই পিনিয়ামটা পাওয়া যাচ্ছে। ঢাকার বংশালের পাইকারি মার্কেটে আরো কিছুটা কম হতে পারে।

(M-SEKI ব্র্যান্ডের ৩৫ দাঁতের পেছনের বড় চেইন পিনিয়ামটা কেউ বাজারে পেলে কষ্ট করে লোকেশন টা কমেন্টে জানানোর অনুরোধ জানাচ্ছি।)

বিঃ দ্রঃ- HONDA CDI H100S বাইকের ভালো পারফর্মেন্সের জন্য সামনের পিনিয়াম (14-T) ১৪ দাঁতের আর পেছনের বড় পিনিয়াম (35-T) ৩৫ দাঁতের হওয়া অবশ্যই জরুরী। না হলে সঠিক পারফর্মেন্স/ রেড়ি পিকাপ বা খাঁড়া টান পাওয়া যাবে না। কারণ ইঞ্জিন শক্তি ব্যালেন্স করতে পারবে না সঠিক ভাবে। আর অরিজিনালি সিডি আই বাইকে ১৪ ও ৩৫ দাঁতের চেইন পিনিয়াম আসতো গাড়ির সাথে।
~ধন্যবাদ সবাইক কে।

আমার আমি.....চেয়েছিনু যবে মুখে তোলো নাই আঁখি,আঁধারে নীরব ব্যথা দিয়েছিল ঢাকি।আর কি কখনো কবে, এমন সন্ধ্যা হবে?জনমের মতো ...
11/12/2024

আমার আমি.....

চেয়েছিনু যবে মুখে
তোলো নাই আঁখি,
আঁধারে নীরব ব্যথা
দিয়েছিল ঢাকি।

আর কি কখনো কবে,
এমন সন্ধ্যা হবে?
জনমের মতো হায়!
হয়ে গেল হারা ।। ❣️❣️❣️
____________________

✍️ গীতিকবি : রবীন্দ্রনাথ ঠাকুর।

🛑 HONDA CDI H100S বাইকের জন্য মবিল পাম্প একটি খুবই গুরুত্বপূর্ণ পার্টস। মবিল পাম্প যদি সঠিক ভাবে কাজ না করে বা নষ্ট হয়ে ...
11/12/2024

🛑 HONDA CDI H100S বাইকের জন্য মবিল পাম্প একটি খুবই গুরুত্বপূর্ণ পার্টস। মবিল পাম্প যদি সঠিক ভাবে কাজ না করে বা নষ্ট হয়ে যায় তাহলে খুব অল্প সময়ের মধ্যেই ইঞ্জিন সিজ করবে। এতে করে ইঞ্জিনের সব গুলো বিয়ারিং, পিনিয়াম, কানেক্টিং, পিস্টন ক্ষতিগ্রস্ত বা বাতিল ও হয়ে যেতে পারে। যদি খুব বেশি সময় ধরে ইঞ্জিন সাইড ট্যাঙ্কি থেকে মবিল না পায়।

প্রাথমিক চেক করার উপায়ঃ-
বাইক যদি খুব কম ধোঁয়া দেয় বা একদম না দেয় সাথে সাথে মবিল পাম্প
থেকে যে পাইপ টা সাকশনে ঢুকেছে ইঞ্জিন চালু অবস্থায় ওটা খুলে দেখতে হবে। প্রতি ১০/১৫ সেকেন্ড অন্তত এক ফোটা মবিল বের হচ্ছে কি না। না হলে মবিল পাম্পের ক্যাবলটি টিউন করে দেখতে হবে যেটা পিকাপ ক্যাবলের সাথে টানা আছে।

#মবিল_পাম্প চেক করার দ্বিতীয় ধাপঃ-
অভিজ্ঞ টেকনেশিয়ান দিয়ে মবিল পাম্পটি খুলে, ছবিতে দেয়া মবিল পাম্পের লাল চিহ্নিত অংশের চাবি টি হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে যে, ফ্রী ভাবে ঘুরছে কিনা। যদি মাঝে মাঝে হালকা হালকা আটকে যায় তাহলে বুঝতে হবে ওই মবিল পাম্পটির মেইন পিনিয়াম টি ক্ষয় হয়ে গেছে। তাই পাম্প টি বাতিল হয়ে যাবে। আর হ্যাঁ......

যদি ভাগ্যক্রমে ওই পিনিয়ামটি অন্য কোন পাম্প থেকে খুলে ফ্রেশ পাওয়া যায়, সেটা লাগিয়ে দিলেই পাম্পটি সাথে সাথে আবার সচল হয়ে যাবে।

#আরো_একটা_কারণে মবিল পাম্প কাজ না করতে পারে। যদি ভেতরের লিভারটা ক্ষয় হয়ে যায়। এতে ভয় পাওয়ার কোন কারণ নেই।

মবিল পাম্পের কাজ জানে এমন কোন ভালো লেদে গেলেই তাঁরা ওই ক্ষয় যাওয়া অংশটি পিতল দিয়ে ঝালাই করে ভরিয়ে দিলেই পাম্প আবার নতুনের মত কাজ করবে। এই কাজের জন্য তাঁরা ৩০০/৫০০ টাকা বিল নিতে পারে।

বিঃ দ্রঃ- যাদের মবিল পাম্প নষ্ট হয়ে গেছে টের পেয়েছেন তাঁরা প্রতি লিটার অকটেন বা পেট্রোল এর সাথে ৩০ এম এল করে মবিল মিশিয়ে সাময়িক ভাবে গাড়ি চালাতে পারেন। তবে এটাতে রিস্ক থেকে যায়। কারণ, হয়তো এমন এক জায়গায় গিয়ে বাইকের তেল শেষ হবে যেখানে খোলা মবিল না ও পেতে পারেন। তখনই ঝমেলাটা হয়ে যাবে।

ারা_রিন্ডিশন মবিল পাম্প কিনবেন তাঁরা কেনার আগে অবশ্যই আমি উপরে যেভাবে বলেছি ওই ভাবে চেক করে নেবেন। ধন্যবাদ সবাইকে।

🛑 যাদের HONDA CDI H100S ক্লাচ রিলিসের ক্যাবল লক বা ঝুমকা ক্ষয় হয়ে গেছে /নষ্ট হয়ে গেছে বা ভেঙ্গে গেছে তাঁরা বাজাজ কোম্পান...
26/11/2024

🛑 যাদের HONDA CDI H100S ক্লাচ রিলিসের ক্যাবল লক বা ঝুমকা ক্ষয় হয়ে গেছে /নষ্ট হয়ে গেছে বা ভেঙ্গে গেছে তাঁরা বাজাজ কোম্পানির এই ক্লাচ রিরিজ থেকে রিপিট খুলে নিয়ে শুধু ঝুমকাটা সিডি আই বাইক সহ যে কোন বাইকে আবার রিপিট করে লাগাতে পারেন। এটা অনেক মজবুত ও টেঁকসই অন্য সব লোকাল মালের তুলনায়। আমার কাছে এটা দেখতে অরিজিনাল ঝুমকার চেয়ে ও অনেক বেশি মজবুত ও হেভি কোয়ালিটি মনে হয়েছে। হাতে নিয়ে দেখলেই বুঝতে পারবেন।

খুচরা মূল্য ৫০ টাকা করে "সি এন জি" ট্যাক্সির পার্টস বিক্রি করে এমন সব দোকানে পাওয়া যাবে। ~ধন্যবাদ সবাইকে।

🛑 মোটর সাইকেলের বিভিন্ন স্পার্ক প্লাগ ও তাদের সেরা সময়কাল সম্পর্কে ধারনা....💟💟💟  স্পার্ক প্লাগ প্রতিটি গাড়ির ইঞ্জিনের জ...
17/11/2024

🛑 মোটর সাইকেলের বিভিন্ন স্পার্ক প্লাগ ও তাদের সেরা সময়কাল সম্পর্কে ধারনা....💟💟💟

স্পার্ক প্লাগ প্রতিটি গাড়ির ইঞ্জিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। যদিও সব গুলো স্পার্ক প্লাগের মৌলিক ফাংশন এক। তবে সব গুলো স্পার্ক প্লাগকে একই ভাবে তৈরি করা হয় না। এখানে তিন প্রকারের স্পার্ক প্লাগ নিয়ে জানাবো, যেগুলো আমাদের মোটর বাইক গুলোতে ব্যবাহার করা যাবে এবং এ গুলোর সেরা সময়কাল।

বর্তমান বাজারে ৬ (ছয়) ধরনের স্পার্ক প্লাগ পাওয়া গেলেও মোটর বাইকে যে তিন ধনের স্পার্ক প্লাগ সাধারণত ব্যবাহার করা যায় সে সম্পর্কে বলা হয়েছে।

১। কপার স্পার্ক প্লাগ। - (বাইক)
২। প্ল্যাটিনাম স্পার্ক প্লাগ। - (বাইক)
৩। ইরিডিয়াম স্পার্ক প্লাগ। - (বাইক)
৪। ডাবল ইলেকট্রোড স্পার্ক প্লাগ। - (মোটর কার)
৫। ট্রিপল ইলেকট্রোড স্পার্ক প্লাগ। - (মোটর কার)
৬। ৪ গ্রাউন্ড ইলেকট্রোড স্পার্ক প্লাগ। - (মোটর কার)

১। কপার স্পার্ক প্লাগ : হচ্ছে ইলেকট্রোডে নিকেল মিশ্রন বৈশিষ্ট্যযুক্ত একটি প্লাগ। এর সাশ্রয়ী মূল্যে হয়। এই প্লাগ গুলোর জীবনকাল তুলনামূলক সংক্ষিপ্ত। সাধারণত ১৫,০০০ থেকে ২০,০০০ কিঃমিঃ পর্যন্ত স্থায়ী হতে পারে। এর পর দুর্বল হতে থাকে।

২। প্ল্যাটিনাম স্পার্ক প্লাগ : এটি তামার তুলনায় অনেক বেশি স্থায়ী পদার্থ। তাই এটা ৬০,০০০ থেকে ৭০,০০০ কিঃমিঃ পর্যন্ত স্থায়ী হতে পারে।

৩। ইরিডিয়াম স্পার্ক প্লাগ : সবচেয়ে টেকসই একটি প্লাগ। সাধারণত ১০০,০০০ (এক লক্ষ) কিঃমিঃ পর্যন্ত স্থায়ী হতে পারে। এটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্লাগ। HONDA CDI, 100 CG125 ও Yamaha RX100/115/135 বাইকের জন্য আদর্শ একটি প্লাগ হতে পারে।

🛑  HONDA CDI H100S এর  "LONG" Made in Japan এক নাম্বার কানেক্টিং চেনার কিছু সহজ উপায়! দেখতে একি রকম হলেও সব Made in Japa...
09/11/2024

🛑 HONDA CDI H100S এর "LONG" Made in Japan এক নাম্বার কানেক্টিং চেনার কিছু সহজ উপায়!

দেখতে একি রকম হলেও সব Made in Japan আসল JAPAN নয়।
এক নম্বর জাপানী মালের কোয়ালিটি ও গুনগত মান অনেক ভালো এবং ফিনিসিং অনেক বেশি সুন্দর। আর যারা প্রডাক্ট চেনেন না তাঁরা অভিজ্ঞ কারো সহয়তা নিতে পারেন।

১. এক নাম্বার কানেক্টিং এর Made in Japan লিখাটা একটু গাড়।
দুই নাম্বার কানেক্টিং এর Made in Japan লিখাটা একটু হালকা চিকন।

২. এক নাম্বার লং কানেক্টিং এ 168 কোড এর আগে "H" লগো আছে।
দুই নাম্বার লং কানেক্টিং এ 168 কোড এর আগে "H" লগো টি নেই।

#কানেক্টিং এর গায়ে লাল চিহ্নিত জায়গা গুলো একটু ভালো করে খেয়াল করুন।

#আসলে_ব্যাপার_হচ্ছে, চোর চুরি করলেও ছোট কোন একটা আলামত সব সময় রেখেই যায়। এখানে ও তাই হয়েছে। এই ভুলটা দেখে এখন যে কেউ "লং" এর অরিজিনাল জাপান কানেক্টিং চিনে নিতে পারবেন আশা করছি।

#শেখার_কোন_শেষ_নেই!
#অহংকারের_কোন_দাম_নেই!

ধন্যবাদ সবাই কে।
মাসুদ হাসান।
~চট্রগ্রাম।

05/11/2024

🛑 বর্তমানে বাংলাদেশে যে ক'জন HONDA CDI H100S বাইকের টেকনেশিয়ান আছেন, তাঁদের মধ্যে BD Potol DA অন্যতম। উনি HONDA "CDI" বাইকের পিস্টন সিলিন্ডার বোরিং সমন্ধে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস ভিডিও আঁকারে শেয়ার করেছেন। আশা করি একটু মনয়োগ দিয়ে দেখবেন।

জ্বী, পিস্টন বোরিং এমন ভাবেই করতে হবে। না হলে সঠিক ইঞ্জিন সাউন্ড পাওয়া যাবে না। আর এই অভিজ্ঞ মানুষটি কোন পিস্টন দিয়ে গাড়ির সিলিন্ডার কাজ করছেন সেটা একবার দেখুন এই ভিডিও তে। আসলে শেখার কোন শেষ নেই।

হ্যাঁ, আমি আমার আগের পোস্টে এই "MACH" পিস্টন Made in Japan এর কথায় উল্লেখ করে ছিলাম। আশা করি "MACH" পিস্টন নিয়ে আর কোন কনফিউশন থাকবে না এর পর।

#নোটঃ- "MACH" হচ্ছে জাপানের TOP কোম্পানিরই তৈরি Upper Grade এর একটি পিস্টন। এটার গুনগত মান ও ফিনিসিং TOP এর প্রচলিত পিস্টনের চেয়ে ও ভালো করা হয়েছে। তাই জেনেটিক ভাবে "MACH" পিস্টনের গায়ে TOP কোম্পানির লগো এবং Made in Japan খোঁদাই করেই লেখা থাকে। যদি এর ব্যাতিক্রম কোন "MACH" পিস্টন দেখেন, তাহলে বুঝবেন ওটা দুই নাম্বার পিস্টন। ~ধন্যবাদ সবাইকে।

বাইক সমন্ধে আরো টিপস পেতে BD Potol DA ও BD Bike Doctor এই চ্যানেল গুলো ফলো করুন।

🛑  HONDA CDI H100S বাইকের সামনের মাডগার্ড এর ক্যাবল ক্লিপ। ~দাম  ৩০/৪০ টাকা।আপনার লোকাল মার্কেটে অথবা ঢাকার বংশালে বাইক ...
03/11/2024

🛑 HONDA CDI H100S বাইকের সামনের মাডগার্ড এর ক্যাবল ক্লিপ।
~দাম ৩০/৪০ টাকা।

আপনার লোকাল মার্কেটে অথবা ঢাকার বংশালে বাইক পার্টস মার্কেটে খোঁজ নিতে পারেন।

🛑  HONDA CDI H100S বাইকের সাইড কাভারের লক। ~দাম  ৪০/৫০ টাকা।আপনার লোকাল মার্কেটে অথবা ঢাকার বংশালে বাইক পার্টস মার্কেটে ...
03/11/2024

🛑 HONDA CDI H100S বাইকের সাইড কাভারের লক।
~দাম ৪০/৫০ টাকা।

আপনার লোকাল মার্কেটে অথবা ঢাকার বংশালে বাইক পার্টস মার্কেটে খোঁজ নিতে পারেন।

Address

Chittagong

Telephone

+8801713121217

Website

Alerts

Be the first to know and let us send you an email when HONDA CDI H100S Help Desk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HONDA CDI H100S Help Desk:

Share