11/12/2024
🛑 HONDA CDI H100S বাইকের জন্য মবিল পাম্প একটি খুবই গুরুত্বপূর্ণ পার্টস। মবিল পাম্প যদি সঠিক ভাবে কাজ না করে বা নষ্ট হয়ে যায় তাহলে খুব অল্প সময়ের মধ্যেই ইঞ্জিন সিজ করবে। এতে করে ইঞ্জিনের সব গুলো বিয়ারিং, পিনিয়াম, কানেক্টিং, পিস্টন ক্ষতিগ্রস্ত বা বাতিল ও হয়ে যেতে পারে। যদি খুব বেশি সময় ধরে ইঞ্জিন সাইড ট্যাঙ্কি থেকে মবিল না পায়।
প্রাথমিক চেক করার উপায়ঃ-
বাইক যদি খুব কম ধোঁয়া দেয় বা একদম না দেয় সাথে সাথে মবিল পাম্প
থেকে যে পাইপ টা সাকশনে ঢুকেছে ইঞ্জিন চালু অবস্থায় ওটা খুলে দেখতে হবে। প্রতি ১০/১৫ সেকেন্ড অন্তত এক ফোটা মবিল বের হচ্ছে কি না। না হলে মবিল পাম্পের ক্যাবলটি টিউন করে দেখতে হবে যেটা পিকাপ ক্যাবলের সাথে টানা আছে।
#মবিল_পাম্প চেক করার দ্বিতীয় ধাপঃ-
অভিজ্ঞ টেকনেশিয়ান দিয়ে মবিল পাম্পটি খুলে, ছবিতে দেয়া মবিল পাম্পের লাল চিহ্নিত অংশের চাবি টি হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে হবে যে, ফ্রী ভাবে ঘুরছে কিনা। যদি মাঝে মাঝে হালকা হালকা আটকে যায় তাহলে বুঝতে হবে ওই মবিল পাম্পটির মেইন পিনিয়াম টি ক্ষয় হয়ে গেছে। তাই পাম্প টি বাতিল হয়ে যাবে। আর হ্যাঁ......
যদি ভাগ্যক্রমে ওই পিনিয়ামটি অন্য কোন পাম্প থেকে খুলে ফ্রেশ পাওয়া যায়, সেটা লাগিয়ে দিলেই পাম্পটি সাথে সাথে আবার সচল হয়ে যাবে।
#আরো_একটা_কারণে মবিল পাম্প কাজ না করতে পারে। যদি ভেতরের লিভারটা ক্ষয় হয়ে যায়। এতে ভয় পাওয়ার কোন কারণ নেই।
মবিল পাম্পের কাজ জানে এমন কোন ভালো লেদে গেলেই তাঁরা ওই ক্ষয় যাওয়া অংশটি পিতল দিয়ে ঝালাই করে ভরিয়ে দিলেই পাম্প আবার নতুনের মত কাজ করবে। এই কাজের জন্য তাঁরা ৩০০/৫০০ টাকা বিল নিতে পারে।
বিঃ দ্রঃ- যাদের মবিল পাম্প নষ্ট হয়ে গেছে টের পেয়েছেন তাঁরা প্রতি লিটার অকটেন বা পেট্রোল এর সাথে ৩০ এম এল করে মবিল মিশিয়ে সাময়িক ভাবে গাড়ি চালাতে পারেন। তবে এটাতে রিস্ক থেকে যায়। কারণ, হয়তো এমন এক জায়গায় গিয়ে বাইকের তেল শেষ হবে যেখানে খোলা মবিল না ও পেতে পারেন। তখনই ঝমেলাটা হয়ে যাবে।
ারা_রিন্ডিশন মবিল পাম্প কিনবেন তাঁরা কেনার আগে অবশ্যই আমি উপরে যেভাবে বলেছি ওই ভাবে চেক করে নেবেন। ধন্যবাদ সবাইকে।